আমি একজন নতুন টিউনার। জানিনা এই টিউনটি আগে হয়েছে কিনা। যদি হয় তাহলে ক্ষমা করে দিবেন। আমি যে সফটওয়্যারটির কথা বলব তার নাম হচ্ছে DU Meter। এটি দিয়ে ইন্টারনেটের ট্রাফিক মনিটর করা যায়। আপনি যদি জানতে চান আপনার ইন্টারনেটের স্পিড কত অথবা আদৌ কোনকিছু আপলোড বা ডাউনলোড হচ্ছে কিনা, অথবা আপনার ইন্টারনেট লাইনটি কাজ করছে কিনা; এই সফটওয়্যারটি মাধ্যমে আপনি খুব সহজেই সব দেখতে ও নিয়ন্ত্রন করতে পারবেন। সফটওয়্যারটির ব্যবহার খুব সহজ। ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর চালু করলে নিচের মত দেখা যাবে--
স্ক্রীনের নিচে ডান দিকে একটি উইন্ডো দেখা যাবে। উইন্ডোটির উপর দিকে ডান পাশে কারসর নিলে মিনিমাইজ বাটন দেখা যাবে--
ক্লিক করলে উইন্ডোটি মিনিমাইজ হয়ে উপরে উঠে যাবে---
উইন্ডোটিতে রাইট ক্লিক করলে এর সব অপসন দেখা যাবে।
তাহলে সফটওয়্যারটি ডাউনলোড করুন ও কাজে লাগান। সফটওয়্যারটি লাইসেন্স করা, তাই ক্র্যাক অথবা কীজেন দরকার নেই।
http://www.loadly.com/13rczb6by40p/DU Meter5.02B3254.rar
আমি tech_freak। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 105 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনি একে টাস্কবারেও নিয়ে আসতে পারেন।
Taskbar- এ Right Click–> Toolbars –> DU Meter