টেকটিউনস মিলন মেলা – ৩১ জুলাই ২০০৯

৩১ জুলাই ২০০৯

এই দিনে  আনন্দ ঘন পরিবেশে আমাদের প্রথম টেকটিউনস মিলন মেলার আয়োজন সুঠু ভাবে সম্পন্ন হয়েছে।
সর্ব প্রথম আমি ধন্যবাদ জানাই শাকিল আরেফিন ভাইকে। যিনি এই মিলন মেলার উদ্দোক্তা।
কারন তিনি যদি এই উদ্দোগ না নিতেন তাহলে আমরা সবার সাথে পরিচিত হতে পারতাম না। আর টিনটিন ভাইয়ের কাছেও আমাদের সমস্যা ও টেকটিউনস সম্পর্কে মতামত ব্যক্ত করতে পারতাম না।
টিনটিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে তিনি অনেক দূর থেকে  কষ্ট করে ও ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্তিথ হয়েছেন। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই টেকটিউনস মিলন মেলায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আর এক জনের কথা না বললেই নয়। তিনি হলেন আমাদের শ্রদ্বেয় শাওন ভাই। যিনি আমাদের সবার কাছে স্যাটেলাইট শাওন নামে পরিচিত। তিনি টেকটিউনস মিলন মেলায় যোগ দানের জন্য ভারত থেকে ছুটে এসেছেন।

আমদের অনুষ্ঠান যথা সময়ে মানে বিকাল  সাড়ে ৫ টায়  শুরু হয়।
সবাই সবার নিজ নিজ পরিচয় জানায়।
টিনটিন ভাই কিছু মুল্যবান বক্তব্য দেন।
এর পর শাকিল আরেফিন ভাই কিছু মুল্যবান বক্তব্য দেন।
আমাদের শ্রদ্বেয় শাওন ভাইও কিছু বক্তব্য রাখেন।

নিম্নে  টেকটিউনস মিলন মেলার কিছু  স্থিরচিত্র দেওয়া হলঃ

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯

টেকটিউনস মিলন মেলা - ৩১ জুলাই ২০০৯

এবার যে সকল টিউনাররা উপস্তিথ ছিলেন তাদের একক ছবিঃ

টেকটিউনস টিউনার  টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনারটেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার টেকটিউনস টিউনার 
টেকটিউনস মিলন মেলায় যারা  উপস্তিথ ছিলেন এখানে শুধু মাত্র তাদের একক ছবি দেয়া হয়েছে।
দুঃখিত যারা আসতে পারেন নি তাদের ছবি এখানে দিতে পারলাম না।

এবার  টেকটিউনস এর গ্রুপ ছবিঃ
টেকটিউনস এর গ্রুপ ছবি

চিত্র গ্রাহকঃ রলিন

বিঃদ্রঃ নিরাপত্তার স্বর্থে সবার ছবির সাথে নাম লিখতে পারলাম না। আর অনেকের নাম ও আমার মনে নেই।
কোন ব্যক্তি যদি তার ছবির সাথে নাম দিতে চান আমাকে জানান।

Level New

আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখে খুবই ভাল লাগল। আরও ভাল লাগল যে আপনারা সফল ভাবে সম্পন্ন করতে পেরেছেন। খুব শীঘ্রই টেকটিউনস টু পয়েন্ট ও এর অফিসিয়াল ইভেন্টের আয়োজন করা হবে। তাই আপনারা তৈরি থাকুন একটি মহা মিলন মেলার.. এই মিলন মেলায় অংশগ্রহনকারি সকল টিউনার, পাঠক ও মূল উদ্যক্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। 🙂

রলিন ধন্যবাদ তোমাকে।

নিচের ব্যাক্তি ছবিতে যারা

1) টিনটিন ভাই
2) শাওন ভাই
3) শাকিল আরেফিন
4) সজিব মাহমুদ
5) আশিক মাহমুদ রলিন
6) তুষার ভাই
7) মামুন ভাই
8) লাঞ্জু
9) আসিফ
10) মাখনছোয়া আংকেল
11) টিউটো ভাই ( ছবিটি আসছে না।)
12) প্রোগ্রামার মামুন ভাই

আমি তো মনে করেছিলাম 30 জন হয় নাই কিন্তু ছবিতেই 30 জন আরো কয়েকজনের ছবি তোলা হয় নাই তার মানে 40 এর বেশী ছিল।

Congratulation to all.
Respected tectunes family. From my deep heart, i pray to all of you. Its a matter of regreat , I couldn’t share this enjoyable and memorable day due to staying in Bahrain. However, my pray and well think always with you.

May Allah bless to all of you
Allah Hafez
Al Amin
Kingdom of Bahrain

রলিন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ।

Level 0

রলিন ভাই ধন্যবাদ অাপনােক।

রলিন ভাই নাম ছবির সাথে দিয়ে দেন। দিলে ভাল হয়।

রলিন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মিলন মেলার সচিত্র প্রতিবেদন প্রকাশ করার জন্যে।
আরো ধন্যবাদ জানাচ্ছি, শাকিল ভাই, টিনটিন ভাই, শাওন ভাই এবং অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের সকলকে।

Level New

মিস্ করলাম ……………………ধন্যবাদ রলিনকে এই টিউনের জন্য ।

Level 0

rolin tomake oneeek onnek dhonnobad…………..r amra sobai raja……….

Level New

টিনটিন ভাই
শাওন ভাই শাকিল আরেফিন সজিব মাহমুদ
আশিক মাহমুদ রলিন
তুষার ভাই
মামুন ভাই
লাঞ্জু
আসিফ
মাখনছোয়া আংকেল
টিউটো ভাই )
প্রোগ্রামার মামুন ভাই

এই বেপার টা এক টু দেখেন প্লিজ https://www.techtunes.io/other/tune-id/7865

Level 0

আসতে না পেরে খারাপ লাগছে ।
রলিন ভাইকে ধন্যযোগ এমন সুন্দর কাজ করা জন্য ।

Level 2

শাকিল ভাই, আমার নামের আগে 🙂 এড করেছেন কেন…..?

@ লাঞ্জু 🙂 এটা ভুলে হয়ে গেছে। দু:খিত।

আর মইন ভাই আমরা আসলেই আপনাকে অনেক মিস করেছি, ফয়সাল ভাইকেও মিস করেছি।

আমার খুব কষ্ট লাগছিল যে আমি যেতে পারিনি কিন্তু ছিবগুলো দেখে মন ভরে গেল। ধন্যবাদ এবার না পারলে আগামী বার অবশ্যই যাবো। শুভকামনা সবার জন্যে।

Level 0

সবার ছবি দেখে বুঝলাম অসম্ভব সুন্দর হয়েছে মিলন মেলা। যারা উপস্থিত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আর বুঝলাম দেশের বাইরে থাকলে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হয়।

Level New

শাকিল আরেফিন ভাই আমার নাম ”আশিক মাহমুদ রলিন” না। আমার পুরা নাম হল [ জি.এম. আশিকুর রহমান ] আর ডাক নাম হল [ রলিন ]। ভুলটা দয়া করে সংশোধন করে নিবেন। আর মেহেদী হাসান ভাই আমরা মনে করছিলাম আপনি এই অনুষ্ঠানে আসবেন। টিনটিন ভাই এর কাছে আমরা জানতে পেরেছি আপনি টেকটিউনস টু পয়েন্ট ও এর জন্য কি ধরনের অমায়িক পরিশ্রম করছেন। আপনার জন্য আমার সত্যি দুঃখ লাগছে। তবুও আমরা আপনাকে নিয়ে গর্বিত। কারন টেকটিউনস এর মত একটা বাংলা সাইট আপনি ডেভেলপ করেছেন।

Level 0

Time and tide wait for none.
আসলেই কথাটা সত্য………………………………………………………যেটার প্রমাণ আমি নিজেই।

Level 0

মিস্ করেছি…শাকিল ভাই, আর একবার আয়োজন করা যায় কিনা একবার বিবেচনা করবেন?

বরিশালে কর্ম ও বাড়ি হওয়ার কারনে মিস করলাম।

ভিডিওটা কেউ এখনও আপলোড করে নাই?

টেকটিউনস মিলন মেলায় এসে খুবই ভাল লেগেছে। অনেক টিউনারদের সাথে পরিচয় হয়েছে। ফয়সাল আর মঈন ভাইকে অনেক মিস করছি। আর রলিন ভাইয়াকে অনেক ধন্যবাদ।

Level 0

শাকিল ভাই ঐখানে তো আমিও ছিলাম ।

Level 0

সবার সাথে দেখা হয়ে খুব ভাল লেগেছে

Level 0

আমার আসার ইচ্ছা ছিল……কিন্তু পারলাম না ……ছবি দেখে আফসোস লাগছে……আবার কবে হবে এমন একটা মিলন মেলা……

final exam এর কারনে মিস করলাম।

খুবিই সুন্দর একটা মুহূত। পরের বার ইনসাল্লহ হাজির হয়ে যাব> রলিন ভাই আপনাকে ধন্যবাদ