৩১ জুলাই ২০০৯
এই দিনে আনন্দ ঘন পরিবেশে আমাদের প্রথম টেকটিউনস মিলন মেলার আয়োজন সুঠু ভাবে সম্পন্ন হয়েছে।
সর্ব প্রথম আমি ধন্যবাদ জানাই শাকিল আরেফিন ভাইকে। যিনি এই মিলন মেলার উদ্দোক্তা।
কারন তিনি যদি এই উদ্দোগ না নিতেন তাহলে আমরা সবার সাথে পরিচিত হতে পারতাম না। আর টিনটিন ভাইয়ের কাছেও আমাদের সমস্যা ও টেকটিউনস সম্পর্কে মতামত ব্যক্ত করতে পারতাম না।
টিনটিন ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্য যে তিনি অনেক দূর থেকে কষ্ট করে ও ওনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে উপস্তিথ হয়েছেন। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এই টেকটিউনস মিলন মেলায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আর এক জনের কথা না বললেই নয়। তিনি হলেন আমাদের শ্রদ্বেয় শাওন ভাই। যিনি আমাদের সবার কাছে স্যাটেলাইট শাওন নামে পরিচিত। তিনি টেকটিউনস মিলন মেলায় যোগ দানের জন্য ভারত থেকে ছুটে এসেছেন।
আমদের অনুষ্ঠান যথা সময়ে মানে বিকাল সাড়ে ৫ টায় শুরু হয়।
সবাই সবার নিজ নিজ পরিচয় জানায়।
টিনটিন ভাই কিছু মুল্যবান বক্তব্য দেন।
এর পর শাকিল আরেফিন ভাই কিছু মুল্যবান বক্তব্য দেন।
আমাদের শ্রদ্বেয় শাওন ভাইও কিছু বক্তব্য রাখেন।
নিম্নে টেকটিউনস মিলন মেলার কিছু স্থিরচিত্র দেওয়া হলঃ
এবার যে সকল টিউনাররা উপস্তিথ ছিলেন তাদের একক ছবিঃ
টেকটিউনস মিলন মেলায় যারা উপস্তিথ ছিলেন এখানে শুধু মাত্র তাদের একক ছবি দেয়া হয়েছে।
দুঃখিত যারা আসতে পারেন নি তাদের ছবি এখানে দিতে পারলাম না।
বিঃদ্রঃ নিরাপত্তার স্বর্থে সবার ছবির সাথে নাম লিখতে পারলাম না। আর অনেকের নাম ও আমার মনে নেই।
কোন ব্যক্তি যদি তার ছবির সাথে নাম দিতে চান আমাকে জানান।
আমি এ.আর.রলিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন প্রযুক্তি প্রেমিক...................... প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। http://arrolin.co.cc
দেখে খুবই ভাল লাগল। আরও ভাল লাগল যে আপনারা সফল ভাবে সম্পন্ন করতে পেরেছেন। খুব শীঘ্রই টেকটিউনস টু পয়েন্ট ও এর অফিসিয়াল ইভেন্টের আয়োজন করা হবে। তাই আপনারা তৈরি থাকুন একটি মহা মিলন মেলার.. এই মিলন মেলায় অংশগ্রহনকারি সকল টিউনার, পাঠক ও মূল উদ্যক্তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। 🙂