সময়ের সাথে সাথে এগিয়ে চলেছে টেকটিউনস। এখন শুধুমাত্র ব্লগিং প্লাটফর্মে টেকটিউনস সীমাবদ্ধ নয়। টেকটিউনস এখন বিশ্বের বৃহৎ একটি বাংলা টেকনোলজি সৌশাল প্লাটফর্ম। অনান্য সৌশাল প্লাটফর্মের মতোই এবার টেকটিউনসেই আপনারা পাচ্ছেন স্ট্যাটাস আপডেট দেওয়ার সুযোগ, কোনো টিউন ভালো লাগলে সেখানে জোস বাটনে ক্লিক দিতে পারছেন, পাচ্ছেন ফটো টিউনের মাধ্যমে ছবি শেয়ার করার সুযোগ, পাচ্ছেন আপনার পছন্দের টিউনারকে ফ্রেন্ড রিয়োয়েস্ট, ফলো এবং মেসেজ দেওয়ার মতো ফিচার।
এছাড়াও লিংক, ভিডিও, অডিও টিউন শেয়ার করার সুযোগ। এ জন্যই আমরা বলে থাকি টেকটিউনস হচ্ছে বাংলা ভাষায় বিশ্বের সর্ববৃহৎ বাংলা টেকনোলজি সোশাল প্লাটফর্ম। টেকটিউনস এখন রয়েছে তার ৩.০ বা ট্রিনিটি সংস্করণে।
আর নতুন এই সংস্করণে উল্লেখিত সোশাল প্লাটফর্মের ফিচারগুলোর পাশাপাশি আরো অনেক নতুন এবং আকর্ষণীয় ফিচার টেকটিউনস আপনাদের জন্য নিয়ে আসছে। যা আপনাদের সাথে ধীরে ধীরে এনাউন্স করা হবে।
আপনারা জেনে খুশি হবেন যে এখন টেকটিউনস আপনারা অনেকগুলো ডোমেইন থেকে ব্যবহার করতে পারবেন। আপনারা প্রায় ১৫টি ভিন্ন ডোমেইন থেকে এখন টেকটিউনসকে একসেস করতে পারবেন। টেকটিউনস এখন শুধুমাত্র techtunes.io এবং techtunes.io থেকেই নয়, বরং আপনি এখন
এই ডোমেইনগুলো দেয় দিয়ে টেকটিউনস ইউস করতে পারবেন।
এছাড়াও বাংলাদেশের IDN ডোমেইন থেকেও এখন আপনার টেকটিউনস ব্রাউজ করতে পারবেন। মানে হচ্ছে আপনি যদি ব্রাউজারে টেকটিউনস.com লিখেন বা টেকটিউনস.net লিখেন বাংলা হরফে অর্থ্যাৎ বাংলা ইউনিকোডে লিখেও এখন থেকে টেকটিউনস ব্রাউজিং করতে পারবেন। এটি আমাদের টেকটিউনস ভার্সন ট্রিনিটির একদম নতুন একটি ফিচার। এবার যে ডোমেইন নাম আপনি মনে রাখতে পারেন কিংবা আপনার যে নামে টেকটিউনস এ ব্রাউজ করা সহজ হয় সেটাই এখন আপনি করতে পারছেন।
টেকটিউনস সর্বদাই আপনাদের সামনে নতুন নতুন ফিচার আনতে চেষ্টা করে। যেটা আপনারা ইতিমধ্যেই টেকটিউনসে দেখতে পাচ্ছেন। আর এবার টেকটিউনস ট্রিনিটি বা টেকটিউনস ৩.০ এর সর্বশেষ আপগ্রেড হিসেবে আপনারা পাচ্ছেন এইসকল নতুন ডোমেইন। নতুন নতুন প্রযুক্তির সাথে সংযুক্ত থাকতে থাকুন টেকটিউনসের সাথেই। এখানেই কিন্তু শেষ নয়, টেকটিউনস অদূর ভবিষ্যৎতে আরো বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসছে, অপেক্ষায় থাকুন এবং ভরসা রাখুন টেকটিউনসে!
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
টেকটিউস্স মোবাইল ভাসর্ন ডেপলাপ করেন…