পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ টেকনোলজি সৌশল নেটওয়ার্কের নাম আমরা একবারেই বলে দিতে পারি আর তা হলো - টেকটিউনস
টেকটিউনস গত ১০ বছরে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় বাংলা সৌশল নেটওয়ার্ক এবং তৈরি করেছে লাখো টেকটিউনসারস। বাংলাদেশে টেকনোলজির এক অনন্য সৌশল নেটওয়ার্ক বিপ্লব তৈরি করেছে - টেকটিউনস এবং কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।
বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটিং প্লাটফর্ম হিসেবে টেকটিউনস রিসেন্টলি যোগ করেছে ভিডিও টিউন করার অপশন 'ভিউন (vUne)' যার মাধ্যমে যেকোন টিউনার ভিডিও আপলোড করে টেকটিউনস এ টিউন করতে পারে।
আরো যোগ হয়েছে অডিও টিউন করার অপশন 'এউন (aUne)' অর্থাৎ অডিও টিউন।
অডিও টিউনের মাধ্যমে যেকোন টিউনার শুধু মাত্র তার ভয়েজ রেকর্ড করে টিউন করতে পারছে, যা বাংলাদেশের আর কোন প্লাটফর্মে একদমই সম্ভব নয়।
এর সাথে টেকটিউনস এ আরো যোগ হয়েছে স্ট্যাটাস আপডেট করার অপশন 'স্টিউন (stUne)' এবং লিংক শেয়ার করার অপশন 'লিউন (liUne)'।
টেকটিউনস এ ভ্যারাইটি ধরনের কন্টেন্ট ক্রিয়েটিং অপশন তৈরি হয়েছে, সেই সাথে টেকটিউনস এ স্ট্যান্ডার্ড টিউন অপশন তো থাকছেই।
নতুনত্ব, অভিনবত্ব এবং প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ প্রয়োগই টেকটিউনস এর মূল ব্রত, আর সেই ধারাবাহিকতায় টেকটিউনস যোগ করল 'জোসস বাটন'। যার মাধ্যমে যেকোন টিউন এ জোসস রিয়্যাকশন দেয়া যাবে।
আপনি যে কোন টিউন যখন পড়ে ভাল লাগবে এবং যে টিউনটি আপনার কাছে জোসস মনে হবে সাথে সাথে ক্লিক করুন জোসস বাটনে।
এখন থেকে জোসস বাটন টিউনের র্যাংকিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এর ফলে আপনার টিউন স্ক্রিন (Tune Screen) এ জোসস করা টিউনের টিউনার গুলো বেশী দেখা যাবে। এর ফলে আপনি টেকটিউনস এ আপনার টিউন স্ক্রিনে (Tune Screen) অযাচিত টিউন এবং স্প্যাম টিউন গুলো আর দেখতে হবে না।
টেকটিউনস এর জোসস বাটনে ক্লিক করলে আপনি টিউনের ফুটারে দেখতে পারবেন কে কে টিউন টি জোস করেছে আপনার সাথে।
টেকটিউনস এর জোস বাটনে ক্লিক করার সাথে সাথে টিউনটি একটি র্যাংকিং পাবে, যার ফলে ভালো ভালো টিউন টেকটিউনস এর টিউন স্ক্রিনে (Tune Screen) উপরের দিকে থাকবে এবং টিউন র্যাংক (Tune Rank) করতে সাহায্য করবে, আর তাই ক্লিক করুন জোস বাটনে এবং টিউন গুলো র্যাংক করুন।
টেকটিউনসারসরা! টিউন করুন ক্রিয়েটিভ, নলেজ বেইজড, মৌলিক এবং অরজিনাল টিউন। টিউজিটরদের জোসস রিয়েকশন পেতে অবশ্যই কোয়ালিটি টিউন করুন, টিউনে বিস্তারিত লিখুন এবং টেকটিউনস এর গাইডলাইন মেনে টিউন করুন। সঠিক ইউজার বেইজ পাওয়ার জন্য আপনার টিউনের শেষে টিউজিটরদের আপনার টিউন জোসস করতে বলুন এবং আপনাকে ফলো করার জন্য বলুন।
তো টিউনাররা টেকটিউনস এই নতুন ফিচার আপনাদের কাছে কেমন লেগেছে?
আপনারদের ফিডব্যাক দিন এবং আর নতুন কি কি ফিচার আপনি টেকটিউনস এ দেখতে চাচ্ছেন জানান টিউমেন্টের মাধ্যমে। টেকটিউনস আপনার মতামত অবশ্যই বিবেচনা করবে।
"থাকুন টেকটিউস এর সাথে এবং মেতে উঠুন প্রযুক্তির সুরে"।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2932 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
নতুন ফিচার যোগ করে করবেন টা কি? টেকটিউন্সের হোমপেজটা দেখেছেন? বেশিরভাগ সময় দেখি ডিজাইন ব্রেক হয়ে থাকে। ক্লাস গুলো লোড নেয় না, ফুটারটাও অনেক সময় বিশ্রী হয়ে থাকে। অ্যাডের আর টিউন কোয়ালিটির কথা বাদই দিলাম। পুরা সাইটের ন্যাভিগেশন সিস্টেমই বাজে হয়ে আছে, হোমপেজ ৫মেগাবাইট+
কিভাবে সম্ভব? সাইট তো যে পরিমানে স্লো, সে কথাও না হয় বাদ দিলাম। আগের টেকটিউন্সে হারিয়ে অনেক ব্যাথা লাগে, দুঃখে টিউন করি না, হয়তো কখনোই আর প্রিয় টিটিকে ফেরত পাবো না।