এসে গেলো টেকটিউনসের সম্পূর্ণ নতুন ফিচার – টিউনার হাব

টিউন বিভাগ টেকটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনসারস,

আশাকরি সবাই ভালো আছেন। কার্তিকের মাঝামাঝি সময় চললেও প্রকৃতি ইতি মধ্যে শীতের আগমনী বার্তা দিয়ে দিয়েছে, তার সাথে পাল্লা দিয়ে টেকটিউনস ও দিচ্ছে নতুন আগমনীর সংবাদ। টেকটিউনসে চলে এসেছে টিউনার হাব। টিউনার হাব শীতের আগমনী উপলক্ষে টিউনারদেরকে টেকটিউনস এর পক্ষ থেকে উপহার। টিউনার হাবকে টিউনার প্রোফাইলও বলা যেতে পারে মূলত টিউনার পেইজ, টিউনার প্রোফাইল, টিউনার কমিউনিকেশন, টিউনার Relationship, টিউনার Followship ও ম্যানেজ নিয়েই টিউনার হাব গঠিত।


কিভাবে যাবেন টিউনার হাব এ
টেকটিউনস এ আসার পর টিউনার হাব দেখতে হলে প্রথমেই আপনাকে আপনার টেকটিউনস আইডিতে লগইন করতে হবে। লগইন করার জন্য হোম পেইজ এর ডান পাশের উপরের দিকে আমি টেকটিউনার আপশনটিতে ক্লিক করুন এর পর আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

লগইন করার পর আমি টেকটিউনারের জায়গায় আপনার নাম চলে আসবে। আপনার নামের উপর ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু আসবে, সেখান থেকে আমার টিউনার পাতা অপশনটি সিলেক্ট করুন চলে আসবে টিউনার হাব।

আসুন দেখেনেয়া যাক কি কি থাকছে টিউনার হাব এ।

যা পাবেন টিউনার হাব এ :

  • কভার ইমেইজ পরিবর্তন করতে পারবেন ইচ্ছে মতো। HD কোয়ালিটি কভার ইমেইজ ব্যবহার করতে পারবেন। কভার ইমেইজ পরিবর্তন করার জন্য টিউনার হাবতে আসার পর আপনার ডিফল্ট কভার ইমেইজের উপর টিউনার কাভার ইমেইজ পরিবর্তন অপশনটিতে ক্লিক করতে হবে।

অপশনটিতে ক্লিক করার পর একটি বক্স আসবে যেখেনা আপনি কাঙ্খিত ইমেইজটি ড্রাগ করে এনে ড্রপ করতে পারবেন অথবা আপনার স্টোরেজ থেকে ইমেইজ আপলোড করার জন্য Select Your File অপশনটি ক্লিক করে ইমেইজটি আপলোড করতে পারবেন।

  • টিউনার হাব থেকে আপনি প্রোফাইল ইমেইজ পরিবর্তন করতে পারবেন। কভার ইমেইজের মত করে একই ভাবে আপনি প্রোফাইল ইমেইজ আপলোড করতে পারবেন।

  • টিউনার হাব থেকে এক নজরে টিউনারসশীপ, টিউনস এবং টিউমেন্টস দেখতে পারবেন। টিউনার কাভার ইমেইজের ডান পাশে টিউনারশিপ অপশনে আপনি কতদিন যাবত টেকটিউনস এর সাথে আছেন তা দেখতে পারবেন, টিউনস এবং টিউমেন্টস এ আপনার সর্বোমেট টিউনস ও টিউমেন্টস দেখতে পাবেন।

  • টিউনার হাব থেকে আপনার ফ্রেন্ডস, ফলয়িং এবং ফলোওয়ার দেখতে পারবেন। আপনার কভার ইমেইজটির বাম পাশে Followers, Following এবং Friends এই তিনটি অপশন থেকে আপনি আপনার ফলোওয়ারস, ফলোয়িং ও ফ্রেন্ডস কতজন রয়েছে তা দেখতে পারবেন।

  • এছাড়াও Side Bar এ দেখতে পাবেন টিউনার পেইজ যেখান থেকে আপনি আপনার সকল টিউন, ভিউন এবং এউন দেখতে পারবেন। আছে টিউনার প্রোফাইল যেখান থেকে আপনি আপনার টিউনার প্রোফাইল এ পরিবর্তন আনতে পারবেন। টিউনার কমিউনিকেশন থেকে আপনার নোটিফিকেশন ও ইনবক্স দেখতে পারবেন। টিউনার Relationship থেকে আপনি আপনার Friendship এবং Followship ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ ম্যানু থেকে আপনি নতুন টিউন লিখা এবং টিউন ও টিউমেন্ট ম্যানেজ করতে পারবেন।

টেকটিউনস আপনাদের টিউনিং অভিজ্ঞতাকে আরো উন্নত ও সহজতর কবাব লক্ষে কাজ করে যাচ্ছে। সাথে থাকুন টেকটিউনস এর এবং পেতে থাকুন নতুন নতুন চমক।

হ্যাপি টেকটিউনসিং

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি যদি পোস্ট করি তাহলে কী সাথে সাথে তা পাবলিশ করা হবে।