টেকটিউনসে এসে গেলো ভিডিও টিউন করার ফিচার vUne ভিউন এবং অডিও টিউন করার ফিচার aUne এউন এবার সরাসরি টেকটিউনসে আপলোড করেই ভিডিও টিউন ও অডিও টিউন করুন

টিউন বিভাগ টেকটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনসারস,

সবাই নিশ্চয়ই ভালো আছেন। টেকটিউনসে স্ট্যান্ডার্ড টিউনের পাশাপশি নতুন করে আসছে vUne (ভিউন) এবং aUne (এউন) ফিচার এ খবর আপনারা আগেই পেয়েছেন। যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন টেকটিউনসের এই নতুন ফিচারটির তাদের অপেক্ষার পালা এবার শেষ।

টেকটিউনসে চলে এসেছে ভিডিও টিউন (vUne) এবং অডিও টিউন(aUne)করার অপসন। টিউনাররা এখন চাইলেই টিউনের পাশাপাশি ভিডিও টিউন(vUne)এবং অডিও টিউন (aUne) প্রকাশ করতে পারবে যা টিউনিং যোগ করবে এক নতুন মাত্রা।

আপনারা অনেকেই হয়তো জানেন টেকটিউনস এর উন্নয়ন ও আধুনিকি করনের কাজ চলছে। এই আধুনিকি করন প্রক্রিয়ার মধ্যে vUne এবং aUneএকটি উল্লেখযোগ্য ও সময় উপযোগী সংযোজন। আসুন দেখে নেই কীভাবে করবেন aUneএবং vUne।

vUneকীভাবে করতে হবে :

আপনারা ইতিমধ্যেই জানেন টেকটিউনস এ টিউন করতে হরে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেসন করতে হবে। রেজিস্ট্রেসন করা না থাকলে করে নিন এখান থেকে খুলুন টিউনার একাউন্ট

রেজিস্ট্রার্ড ইউজারা সিলেক্ট করুন আমার টিউনার পাতা

টিউনার পাতা পেইজটিতে ঢুকার পর বাম পাশে কিছু মেনু দেখা যাবে, স্ক্রল করে একটু নিচে নামলে ম্যানেজ মেনুটি দেখা যাবে। ম্যানেজ মেনুর ভিতরে নতুন টিউন আপশনটিতে ক্লিক করতে হবে।

নতুন টিউন আপশনটি ক্লিক করার পর নতুন টিউন করার পেইজটি চলে আসবে। যেখান থেকে আপনি tUne, vUne, aUne করতে পারবেন।

এরপর ভিডিও টিউন করার জন্য আপনাকে নতুন টিউন পেইজ থেকে Vune-ভিউন আপশনটি ক্লিক করতে হবে।

Vune অপশনটি ক্লিক করার পর ভিডিও টিউন করার পেইজটি চলে আসবে।

পেইজটি আসার পর ভিডিও আপলোড করার জন্য Add Video অপশনটি ক্লিক করুন।

Add Video তে ক্লিক করার পর ভিডিও আপলোড করার জন্য একটি মেনু আসবে

সেখান থেকে Upload File সিলেক্ট করে আপনার স্টোরেজ থেকে নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করুন। তারপর ফাইলটি আপলোড হয়ে গেলে Select Video অপশনটি ক্লিক করুন।

ভিডিওটি আপলোড হয়ে গেলে Set Tune Thumbnail অপশন থেকে সর্বনিম্ন ৬৮০x৩৪০ পিক্সেল এর থাম্বনেইল আপলোড করতে হবে।

Tune Category অপশন থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে।

Tune Tags অপশন থেকে সর্বনিম্ন তিনটি ট্যাগ যোগ করে দিতে হবে।

ফরমেটিং হয়ে গেলে আপনি Publish অপশনটি ক্লিক করে Vune পাবলিশ করতে পারবেন অথবা পরবর্তীতে পাবলিশ করার জন্য Save Draft ক্লিক করে ড্রাফ্ট হিসেবে সেভ করে রাখতে পারবেন এবং Preview অপশনটি ক্লিক করে প্রিভিউ করে দেখতে পারবেন।

vUne এর ফাইল সাইজ এবং ফরমেট কি হবে?

ভিডিও টিউন করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে :-

  • Video এর সাইজ সর্বোচ্ছ ৩৫০ মেগাবাইট হতে পারবে।
  • ভিডিও ফরমেট MP4 হতে হবে।
  • ডাইমেনশন ১২৮০x৭২০ হলে ভালো, তবে যেকোনো ডাইমেনশন এর ভিডিও আপলোড করা যাবে।

aUne কিভাবে করতে হবে :

Aune করার জন্য Vune করার মতোই আমার টিউনার পাতা ক্লিক করে সেখান থেকে ম্যানেজ মেনুর মধ্যে থাকা নতুন টিউন সিলেক্ট করতে হবে। নতুন টিউন করার পেইজটি আসার পর সেখান থেকে Aune-এউন সিলেক্ট করতে হবে।

aUne সিলেক্ট করার পর অডিও টিউন আপলোড করার পেইজটি আসবে। এরপর Add Audio আপশনটিতে ক্লিক করে আগের মতো অডিও ফাইলটি আপলোড করতে হবে।

অডিওটি আপলোড হয়ে গেলে আগের মতো থাম্বনেইল যুক্ত করে, টিউন ক্যাটাগরি সিলেক্ট করে এবং টিউন ট্যাগ যুক্ত করে টিউনটি পাবলিশ করতে পারবেন।

Aune এর ফাইল সাইজ এবং ফরমেট কি হবে?

Aune করার ক্ষেত্রে যা মাথায় রাখতে হবে তা হলো :-

  • অডিওর সাইজ সর্বোচ্ছ ৩৫০ মেগাবাইট হতে পারবে।
  • অডিওটির ফরমেট MP3 হতে হবে।

টেকটিউনস সবসময়ই চেষ্টা করে আপনাদের মাঝে নতুন নতুন চমক নিয়ে আসার জন্য। টেকটিউনস Vune এবং Aune যোগ করে টিউনিং এর নতুন দ্বার উন্মোচন করেছে। সবসময় টেকটিউনসের সাথে থেকে প্রযুক্তির বিপ্লব ঘটান। আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।

হ্যাপি টেকটিউনসিং!

Level 11

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2933 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই ইউটিউব ভিডিও লিংক দেওয়া যায় না কেন???

hello is not working

রিদয় ভাই – ইউটিউব এর লিংক দিবেন যে কনো লেখাতে লিংক হিসেবে । যেমন – আমার ইউটিউব চ্যানেল সাবক্রাইব করুন। (লেখা সিলেকক্ট করে লিংকটি কপি করে পেষ্ট করবেন)

এত MB খরচ করে video Upload করতে হবে এমন সাইডে কাজ করব না
আগের system চালু করা হোক

মিলন ভাই আমার টিউনে ইউটিউব লিঙ্ক দিয়েছিলাম লেখা কপি করে , কিন্তু টিউন পাবলিশ করার পর দেখি লিঙ্ক শো করছে না ৷

আমি সহমত