টেকটিউনসের এই সুবিশাল প্লাটফর্ম এর সাথে দেশের, দেশের বাহির বিভিন্ন জায়গার ইউজাররা connected আছে। টেকটিউনস হচ্ছে এক সুবিশাল কমিউনিটি, এখান থেকে মানুষ টেকনোলজি বিষয়ক বিভিন্ন নলেজ শেয়ার করতে এবং পড়তে ভালোবাসে।
টেকটিউনস এই সুবিশাল প্লাটফরমে রয়েছে, ডিজিটাল এডভারটাইজিং এবং ব্যান্ডিং এর সুবিশাল ব্যবস্থা। ছোট,বড় বিভিন্ন কোম্পানির গুলো তাদের কোম্পানির এবং প্রোডাক্টের ডিজিটাল এডভারটাইসমেন্ট এবং ব্র্যান্ডিং এর জন্য বেছে নিয়েছে টেকটিউনসের এই সুবিশাল প্লাটফর্মকে।
টেকটিউনসে এর এই সুবিশাল প্লাটফর্মে ডিজিটাল এডভারটাইসিং এবং ব্র্যান্ডিং হয়ে থাকে, Banner advertising এবং content marketing এর মাধ্যমে।
Banner advertsing এর জন্য, advertiser রা টেকটিউনসের এই platform এ নিজের পছন্দসই ব্যানারে তার প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে বিজ্ঞাপন দিতে পারবে। টেকটিউনসে যদি কোন advertiser তার প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে content marketing করতে চায়, তার জন্যও টেকটিউনসে রয়েছে স্পন্সর টিউনের ব্যবস্থা।টেকটিউনসে এডভারটাইসমেন্টর বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে।
স্পন্সরডটিউন হচ্ছে টেকটিউনস advertiser এর মূল আগ্রহের কারন, যদি কোন advertiser তার কোম্পানি এবং প্রোডাক্ট নিয়ে তা content আকারে পাবলিশ করতে চায়, যাতে করে ইউজাররা তার কোম্পানি এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত পড়তে পারে, জানতে পারে।
যখন কোন ইউজার কোন কোম্পানি এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারে, ইউজার সরাসরি তার মতামত করতে পারে এই স্পন্সরডটিউন এর মাধ্যমে।
কোন advertiser এর স্পন্সরড টিউন প্রকাশিত হবার পর, তার টিউনটি ৭ দিনের এর জন্য টেকটিউনসের স্পন্সরড টিউন বারে থাকবে এবং লাইফ টাইমের জন্য টেকটিউনসে প্রকাশিত হয়ে যাবে। টেকটিউনসে স্পন্সর টিউন প্রকাশিত হবার সাথে সাথে, এটি টেকটিউনসের আরও ৬টি সৌশাল সাইটে প্রকাশিত হয়ে থাকে। যেমন ধরুন, টেকটিউনস ফেসবুক পেইজ, টুইটার পেইজ সহ সব ধরনের সৌশাল সাইটের ইউজাররা স্পন্সরড টিউনটি দেখতে পারবে।
টেকটিউনস সকল advertiser এর জন্য নিয়ে এসেছে এক Special discount offer।
যদি কোন advertiser স্পন্সরটিউন ক্রয় করে, তাহলে কার প্রতি স্পন্সর টিউনে পাবেন স্পেশাল ডিসকাউন্ট।
স্পনসরড টিউন ক্রয়ে আগ্রহী Advertiser রা স্পন্সরড টিউন ক্রয়ের জন্য
Techtunes এর সাথে নিজের কোম্পানীর advertising এবং branding করুন এবং টেকজগতে নিজের পরিচিতি ছড়িয়ে দিন।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2932 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।