হ্যালো টেকটিউনারস,
কেমন আছেন সবাই ? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। টেকটিউনসের মত এ বিশাল টেকনোলজির প্ল্যাটফর্মে কি আর টেকটিউনারসরা খারাপ থাকতে পারে? আপনাদের ভালো থাকার মাঝে আপনাদেরকে আরেকটি সুখবর দেওয়ার জন্য হাজির হলাম আমরা। টেকটিউনসে স্ট্যান্ডার্ড টিউনের পাশাপাশি টিউনের নতুন ফ্লেভার যোগ করতে টেকটিউনসে আসছে vUne (ভিউন) এবং aUne (এউন)। এবার আপনি টেকটিউনসে এক্সপিরিয়ান্স করতে পারবেন টিউন করার নতুন ফ্লেভার।
ও আচ্ছা আপনাদেরকে তো vUne (ভিউন) এবং aUne (এউন) সম্পর্কে বলা হয়নি। নিচে আপনাদেরকে vUne (ভিউন) ও aUne (এউন) সম্পর্কে বিস্তারিতভাবে বলা হল:
vUne (ভিউন) হচ্ছে টেকটিউনসের ভিডিও টিউন। আপনি এ (vUne) ভিউনে আপনার তৈরি ইউনিক এবং এক্সক্লুসিভ টেকনোলজি ব্যেসড ভিডিও টিউনে আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনার ভিডিওটি অবশ্যই MP4 ফরমেটে থাকতে হবে। এবং ভিডিওটিতে অল্প কথায় স্পট ভাবে ম্যাসেজ থাকতে হবে, ও ভিডিওটি HD কোয়ালিটি এবং audio ক্লিয়ার অবস্থায় থাকলে আপনার আশানুরূপ ভিউ পেয়ে যাবেন। আপনারা কিছুদিনের মধ্যে vUne (ভিউন) এক্সপিরিয়ান্স নিতে পারবেন। এতে করে আপনার টিউন করার অন্যরকম স্বাদ নিতে পারবেন এবং সহজ টিউন করা আগের থেকে সহজ হবে।
aUne (এউন) হচ্ছে টেকটিউনসের অডিও টিউন। এ অপশনটি চালু হওয়ার পর টেকটিউনসে আপনি আপনার voice এ টেকনো নলেজ সম্পর্কিত audio record করে আপলোড করার সুবিধা পাবেন। আপনি aUne (এউন) করতে চাইলে আপনার রেকর্ডকৃত ভয়েসটি অবশ্যই MP3 ফরমেটে থাকাতে হবে। aUne (এউন) এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার ভয়েসটি যেখানে ইচ্ছে সেখানেই সুয়ে বসে রেকর্ড করে ফেলতে পারেন। aUne (এউন) এ আপনি আশানুরূপ ভিউ পেতে হলে আপনাকে audio টি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে থাকতে হবে এবং অপ্রয়োজনীয় শব্দ থাকা চলবে না। ও অডিও ভয়েস টি গুছানো অবস্থায় থাকতে হবে। aUne (এউন) অপশনটি সবার জন্য এখনো উন্মুক্ত নয় তবে চালু হওয়ার পর আপনারা এটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন।
প্রাথমিকভাবে এ দুটি টিউনিং অপশন টেকটিউনসের কোয়ালিটি টিউনারদের মাঝে এ ফিচার এক্সেস প্রদান করা হবে। এবং এ অপশনটি পরিপূর্ণভাবে রেডি হওয়ার পর সকল টেকটিউনারসদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
টেকটিউনসের এ ফিচার সম্বন্ধে আপনাদের কোন প্রশ্ন বা মতামত থাকলে টিউনমেন্টে আমাদের জানান।
টেকটিউনস সবসময় কোয়ালিটি টিউনকে সমর্থন করে। তাই টেকটিউনসে সবসময় মৌলিক এবং কোয়ালিটি টিউন করুন। এবং আপনার মৌলিক টিউনের মাধ্যমে বাংলা ভাষাকে প্রযুক্তি ক্ষেত্রে আরো বেশি উন্নত করুন। এবং নিজের প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে উন্নতির পথে এগিয়ে নিন।
সবসময় টেকটিউনসের সাথে থাকুন এবং মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
ফাটাফাটি জিনিস।