হ্যালো টেকটিউনারস,
আশা করি আপনারা সবাই এ রমজান মাসে ভালোই আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টিউন করা হচ্ছে। ইদানীং অধিকাংশ টিউনারদের দেখা যায় যে তারা টিউনে টিউনের বিষয় বস্তু নিয়ে খুবই কম লিখে, টিউনে প্রয়োজন ছাড়া ইউটিউব ভিডিও লিংক দিয়ে রাখে। যা কিনা টিউনের স্ট্যান্ডার্ড নষ্ট করে দেয়। এছাড়া অনেক টিউনার তার ইউটিউব চ্যানেলের প্রচারণা এবং ভিউ বাড়ানোর জন্য টিউনে ভিডিও লিংক এবং চ্যানেলের লিংক দিয়ে টিউন পাবলিশ করে যা কিনা টেকটিউনসের নিয়মের পরিপন্থী।
টেকটিউনসে টিউন করার সময় টিউনের বিষয় বস্তু সম্পর্কে বিস্তারিত না লিখে ইউটিউব ভিডিও এবং লিংক যোগ করে যেসব টিউনার টিউন করছে তাদের চিহ্নিত করা হচ্ছে, খুব অল্প সময়ের মাঝে তাদের টিউনার আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর টেকটিউনস এ ধরনের নিন্মমানের ভিডিও টিউন বন্ধ করার জন্য নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে, এ সিদ্ধান্তের মাধ্যমে টেকটিউনসের নতুন টিউনিং সিস্টেমে, ভিউ বাড়ানোর উদ্দেশ্যে নিয়ে টিউনে ইউটিউব ভিডিও যোগ করে টিউন পাবলিশ করার সুযোগ আর থাকছে না।
নতুন টিউনিং সিস্টেমে টেকটিউনসে টিউন করার সময় টিউনে ভিডিও যোগ করতে হলে আপনাকে সরাসরি টেকটিউনসে আপলোড যোগ করতে হবে। পূর্বে অন্য কোন সাইটে প্রকাশ হয়েছে এ ধরনের ভিডিও টেকটিউনসে কোন টিউনারই প্রকাশ করতে পারবে না এবং প্রকাশের কোন সুযোগও থাকছে না।
আপনি টিউনে বিস্তারিত লিখে টিউন প্রকাশ করুন, দেখবেন আপনার টিউন আপনার আশানুরূপ ভিউ পাচ্ছে। এবং অধিকাংশ টেকটিউনারসই ভিডিও টিউনের পক্ষে সমর্থন করে না।
তাই সব ভিডিও টিউনারদের উচিত গতানুগতিক ভিডিও টিউন থেকে বেরিয়ে এসে টিউনে বিস্তারিত লিখে টিউন পাবলিশ করা।
টেকটিউনসের নতুন টিউনিং সিস্টেমে যেহেতু ইউটিউবের ভিডিও যোগ করে টিউন করার সুযোগ থাকছে না সেহেতু এখন থেকেই বিস্তারিত লিখে এবং নিজ থেকে মৌলিক ভিডিও কন্টেট তৈরি করে টেকটিউনসে টিউন করার অভ্যাস করা উচিত সব টিউনারদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় টেকটিউনসের সাথে থাকুন, আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আল্লাহ হাফেজ।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2932 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
নিয়মটা ভালো লাগলো না।যারা আর্টুকেলে তাদের আর্টিকেল নিয়ে বিস্তারিত না লিখে ভিডিও প্রকাশ করে তাদের এই ব্যবহারের জন্য কি একজন ভালো টেকটিউনারও কি তার আর্টিকেলে বিস্তারিত লেখার পরও একটা ভিডিও লিংক দিতে পারবে না এমন কেমন কথা।
আপনাদের যদি ভিডিও এড করলে সমস্যা হয় তাহলে আর্টিকেল যাচাই করলেই পারেন
কার কার আর্টিকেল আশানুরূপ হয় আর কারটা হয়না
প্রয়োজনে তার টিউনার পদ বাতিল করেন
তাই বলে একটা আর্টিকেলে কষ্ট করে বিস্তারিত লেখার পরও ভিডিও লিংক দিতে পারবে না এমনটা ঠিক না
আমি আজই টেকটিউনসে যোগদিলাম।
পোস্ট ডিলেট করে দেওয়ার অপশন চালু করলে খুবই ভালো হয়..
আর লিংক কি একদমই দেওয়া যাবে না??
টেকটিউনসনে ভিডিও আপলোড দেওয়ার পর দেখলে যে এম্বি খরচ হবে ইউটিউবে দিলে কি তার চেয়ে বেশি খরচ হবে???
আমরা যারা ভিডিও লিংক দেই(আমি মাত্র একটা পোস্ট দিয়েছি ভিডিও লিংক দিয়ে) আমরা তো আগে বলেই নেই যে এটা ইউটিউব লিংক…
কিছু ব্যাপার আছে লিখে ঠিকমত বুঝানো সম্ভব নয়.. বেশিরভাগ মানুষই বুঝে না.. সেগুলো ভিডিও করতে হয় বুঝানোর জন্যই..
স্বীকার করছি ইউটিউব লিংক দেই আমাদেত স্বার্থেই.. আমাদের চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য.. এটাই তো স্বাভাবিক তাই না??
কারণ টেকটিউনস একটি মুক্ত ব্লগিং প্লাটফর্ম.. স্প্যাম ব্যাতীত বাকি সব ধরনের টউন এবং কমেন্ট এলাউড… তবে এই নিয়ম কেন??
স্প্যাম পোস্ট হয় অনেক.. তাদের নিয়ে নীতিমালা আছে কিন্তু তার পরেও তারা স্প্যাম পোস্ট করা চালিয়েই যাচ্ছে.. আগে যেমন টিউনারশিপ স্থগিত বা বাতিল করার নিয়ম ছিল এখন তাও নেই… যার ফলে স্প্যামিং চলছে অবিরত.. তাদের থামাচ্ছেন না কেন??
পিটিসি নিয়ে টিউন করে আমি দুইবার স্থগিত হয়েছি.. এখন সেই পোস্ট গুলো আমি ডিলেট করে দিতে চাই কিন্তু পারছি না.. কিন্তু এখন যারা এই টাইপ টিউন করছেন তারা তো কোন বাধার সম্মুখীন ই হচ্ছেন না?? এদের বিরুদ্ধে শক্ত অবস্থান না নিয়ে কেন আমাদের মত ছোটখাটো নতুন ইউটিবারদের এত শক্ত নিয়মের মুখোমুখি করছেন??
যখন এই নিয়ম ছিল না তখন অনেকেই তাদের চ্যানেলের ভিডিও দিয়েছেন টেকটিউনসে.. তারা টিউনে কোন ধারণাই দেন নি বিষয়টি নিয়ে শুধু মাত্র ভিডিওটি দিয়েছেন.. তাদের চ্যানেল কিন্তু উপরে উঠে গেছে.. এখন নতুন এইই নিয়ম করার ফলে ক্ষতি হবে শুধু আমাদের মত নতুন ইউটিউবারদের…
টেকটিউনস কে ভালোবাসি তাই বলছি এই নিয়মটা প্লিজ একটু চেঞ্জ করেন.. আপনারা মনিটরিং এর কথা বলেন যারা শুধু মাত্র ভিডিও দেবে কোন লিখে তথ্য ছাড়া তাদের পোস্ট আনএপ্রুভ করে দিন.. পেন্ডিং করে দিন..
তবে যাই হোক টেকটিউনসের সাথে ছিলাম, আছি এবং থাকব….
আশা করি আমার কথাগুলি ভেবে দেখবেন..
হাই রে বাংঙ্গালী……..এমনই….. সবাই নিজ নিজ সার্থ নিয়ে ব্যস্ত…
আমি বলব না আপনারা যে উদ্যোগ টা নিছেন তা খারাপ আবার তা ও বলব না এটা অনেকটা ভালো ..
আপনারা যে এই কাজটা সার্থ ছারা করতেছেন তা কিন্তু একদম ই নয় ।
আমরা টিউন করি, লিখতে কতটা কষ্ট আর সময় ব্যয় হয় আমরা ই জানি । যারা শুধু দেখে শিখে চৌখ বুলিয়ে চলে যাই আর প্রতিটা টিউন থেকেই কিছু না কিছু শিখে যাই, শেখাটা যারা দেখতেছে তাদের সার্থ আর যারা দেখছে তারা চিন্তা করছে এম্বি-টাকার, আরে মানুষ !!! আমরা ও তো লিখতেছিে টাকা-পয়সা খরচ করেই, না ? শ্রম, টাকা, দুটাই কি অযথা ?
আর আরেকটা কথা বলতে চাই টেকটিউনসকে, আপনারা নিজেরাই হয় তো একটা জিনিস খেয়াল করছেন আপনাদের টেকটিউনস সাইডের ভিইউ আর অগের মত ভালো হয় না যা ১ বছর আগেই ঠিক প্রতিটা টিউন এই ১,০০০ আপ ভিইউ থাকত আর দিন যাচ্ছে আর আপনাদের এই ধরনের কিছু কিছু কর্মে ভালোভালো টিউনারাও চলে যাচ্ছে । আমার মনে হয় না আপনাদের এই সাইডে ভিডিউ দিয়ে খুব বেশি টিউন হবে তাই বলে এটা ভাবাও ভুল হবে মানুষে সার্থ ছারা অযথা সময় নষ্ট করে আপনাদের সাইডে লেখালিখি আর আপনাদের জন্য আলাদা ভাবে কিছু আপলোড দিবে, তা না হলে মানুষ ইউটিউব নিয়ে ব্যস্ত থাকত না, ইউটিউব মানুষের সার্থ বুঝে সে জন্যই ব্যস্ত ইউটিউব। আর তা যদি করতেই হয় তা আপনারাই আপনাদের সাইড বাচাঁতে গিয়ে করবেন। আচ্ছা যাই হোক কথার ভুলত্রুটি হলে ক্ষমা করে দিবেন ।
আপনি হয়ত জানেন না টেক ব্লগার দের মূল কাজ হল লেখনির মাধ্যমে মানুষকে জানানো । টেকটিউনস টেক ব্লগার দের প্ল্যাটফরম । আপনারা যারা ইউটিউব এর লিঙ্ক দিবেন ভিডিও দিবেন ; তারা ত ইউটিউবার , ইউটিউবাররা ইউটিউবে মাতামাতি করেন ; টেকটিউনসে আসছেন কেন ? টেকটিউনস এর অত পোস্ট দরকার নেই দিনে ৫ টি মৌলিক আর্টিকেল পাবলিশ হইলেই যথেষঠ ।
আপনি হয়ত জানেন না টেক ব্লগার দের মূল কাজ হল লেখনির মাধ্যমে মানুষকে জানানো । টেকটিউনস টেক ব্লগার দের প্ল্যাটফরম । আপনারা যারা ইউটিউব এর লিঙ্ক দিবেন ভিডিও দিবেন ; তারা ত ইউটিউবার , ইউটিউবাররা ইউটিউবে মাতামাতি করেন ; টেকটিউনসে আসছেন কেন ? টেকটিউনস এর অত পোস্ট দরকার নেই দিনে ৫ টি মৌলিক আর্টিকেল পাবলিশ হইলেই যথেষঠ ।
হা হা হা হাস্যকর কথা !!! এখন তো তাহলে বলতে হয় ভিডিও যোগ করার অপশনটা রাখাই ভুল 🙂
”আপনি হয়ত জানেন না টেগ ব্লগার দের মূল কাজ হল লেখনির মাধ্যমে মানুষকে জানানো”
আপনার এই কথাটা খুব ভাল লাগলো কারণ শুধু আমি না প্রতিটি টিউনাররাই জানেন লেখার পেছনের কারনটা কি থাকে ( Blog link + Share + Visitor = Earning )
By The Way আর যা বললেন তা হল আমাদের YouTube নিয়েই মেতে থাকতে তাহলে আপনিই টেকটিউনসকে বলে দিন যেনো Home Page এ বড় করে লিখে দিতে -YouTuber Not Allow Only blogger Allow 🙂 আর আপনি নিজেও কিন্তু আপনার টিউনে YouTube Link Use করছেন 🙂
– মানুষ মানুষের জন্য এটাই সাভাবিক ।
ভাইয়া….. তেলটা নিজের প্রয়োজনে ব্যবহার করুন কেমন 🙂
tecktune akai sob khabe. jara apnader page a tune korbe tader lov ki. tara to r tader sartho sara apnader page a somoy dibe na. apnara bollen video link a mb khoroch beshi. apnader page a video dile ki mb katbe na? r jara youtube ar link disse tader lov ar jonnoi. apnader page a video dile ki apnara lov ar ongso share korben? asa kori ans diben. r ans na deye post delete kore dile apnader porichoy amra paye jabo. karon jara sudhu nijeder sartho dakhe tader sathe kaj kora jay na. amon hole apnader sathe kou thakbe na.
আপনি হয়ত জানেন না টেক ব্লগার দের মূল কাজ হল লেখনির মাধ্যমে মানুষকে জানানো । টেকটিউনস টেক ব্লগার দের প্ল্যাটফরম । আপনারা যারা ইউটিউব এর লিঙ্ক দিবেন ভিডিও দিবেন ; তারা ত ইউটিউবার , ইউটিউবাররা ইউটিউবে মাতামাতি করেন ; টেকটিউনসে আসছেন কেন ? টেকটিউনস এর অত পোস্ট দরকার নেই দিনে ৫ টি মৌলিক আর্টিকেল পাবলিশ হইলেই যথেষঠ ।
আপনারা ঠিক রোবটের মত রিপ্লে দিচ্ছেন। এত কষ্ট করে পোস্ট করে কোন লাভ নাই। যাহোক টেকটিউন্সকে কিছু উপদেশ দেই;
টেকটিউন্সকে শুধু মোবাইল উপযোগী নয় Opera Mini উপযোগী ও Free Basis এ এড করার উপযোগী করে তুলুন। হাজার গুন ভিজিটর বাড়বে। আর লগিন অপশন থেকে গুগলের রিক্যাপচা রিমুভ করে Solve Media বা এই জাতীয় ক্যাপচা দিন। পোস্ট এর পরিমান ১০ গুন বেড়ে যাবে। আর যদি অপেরা মিনি উপযোগী বা Free Basic এর উপযোগী ড্যাশবোর্ড করেন, তো কিছুই বলব না। টেকটিউন্সের পপুলারিটি হিসাব করতে পারবেন না। Trickbd তে আউল ফাউল পোস্ট করলে ডেইলি পোস্ট ভিউ ২০০০ এর উপরে চলে যায় কারন এর সবকিছুই মোবাইল নয় Opera Mini উপযোগী। লগিন এ কোন ক্যাপচা নেই। আর আছে স্ক্রিনশট এড করার এক অভিনব উপায়। তাছাড়া ও আছে কোন প্রকার ডাটা চার্জ ছাড়াই FreeBasic এর মাধ্যমে Trickbd ভিজিট করা, নতুন পোস্ট করা কমেন্ট, ও রিয়েল টাইম নোটিফিকেশন সিস্টেম। এর জন্যই মোবাইল ব্যবহার কারী রা ট্রিকবিডি ভিজিট করে টেকটিউন্স নয়। যদিও টেকটিউন্স প্রথম। উপরের দিক গুলোতে যদি নজর দেয়া হয় তবে টেকটিউন্স তার জনপ্রিয়তা আবার ফিরে পাবে।
হাহা… আপনার কথা শুনে হাসতে পেট ব্যাথা হয়ে যাচ্ছে। আমার টিউনের ডেট গুলা দেখসেন? আমি অনেক আগেই টিউন করা ছেড়ে দিসি। আর স্পামারদের পরিমান বাড়ার কারনেই আমি এখন টিউন করি না। যারা অনেক আগে থেকে টিটিতে আছে, তারা আমায় ভালো ভাবেই চিনেন।
আর আমার টিউনের কোয়ালিটি দেখসেন? আমার টিউনের সাথে আপনার টিউনের তুলনাটা করে দেখেন তো? অইজে… একটা কথা… Quality ia the fact, not quantity?
স্পামাদের সংখ্যা অতিরিক্ত বাড়ার কারনে এখন আপনার চোখে আর ভালো টিউনাররাও পরতেসেনা। সব স্পামাররা টিটি ছাড়ুক, ভালো টিউনাররা সঠিক সময়ে এসে উপস্থিত হবে। টিউন করা নিয়ে আপনাদেরকে আর মাথা ঘামাতে হবে না। সুধু স্পামিং করাটা বন্ধ করেন।
ভিডিও সরাসরি এড করার পদক্ষেপটা একটা সেরা পদক্ষেপ। এতে টিটির স্পামাররা, ভাতে মরবে।
টেকটিউন্স সবসময় ভালো কিছু দেওয়ার চিন্তা করে! আজো তা করলো! তাই আমি সবসময় টেকটিউন্সকে সাপোর্ট করি!
উপরে অনেকের নিউনমেন্ট পড়ে আপনাদের প্রতি আমার ঘিণা হচ্ছে! আপনারা হয়তো ভুলে গিয়েছেন টেকটিউন্স কিছুদিন আগে ভিডিও টিউন নিয়ে একটি টিউন করেছিল! ( https://www.techtunes.io/techtunes/tune-id/489950 )
হুম আপনারা কি সেই নীতিমালা মেনেছেন?? না কখনয় মানেন নাই! কারণ আপনারা তো শুধু টাকা আর টাকা দরকার!! আরে ভাই ভালো কিছু করুন টাকা আপনার পিছনেই ছুটবে!
আগে ভিজিটরদের ভালো কিছু দিন, ভিজিটররা এমনিতে আপরার টিউব Subscribe করবে!
টেকটিউন্স তো আপনাদেরকে সুযোক করে দিয়েছিল আপনার ইউটিউবের ভিডিও টিউন করার, কিন্তু আপনারা ভিডিও টিউন করার নীতিমালা মানতে পারেন নাই!
যাক অভশেষে টেকটিউন্সকে একটা রিকোয়েস্ট করবো, যাতে টিউনে বিস্তারিত লিখে এবং অই বিষয়ের উপর চাইলে একটা ভিডিও এড্ড করা যাবে যা আগে https://www.techtunes.io/techtunes/tune-id/489950 এই নীতিমালাতে বলা হয়েছে!
এবং এই নীতিমালা মেনেই যাতে টিউন করে এই সুযোগ টা আররেক বার দেওয়া হোক!
কেনো ভাই? ভিডিও সিস্টেম বন্ধ করবে কেনো? ভিডিওর অবশ্যই দরকার আছে। কিন্তু ভিউ বাড়ানোর জন্য নয়। ইচ্ছা হবে, সে লিখিত টিউন করে শেষ দিকে সে টিউন রিলেটেড ভিডিও দিয়ে দিবে। এইটাই টিটির নিয়ম ছিলো। কিন্ত আপনারা তা মানেন নাই। আপনাদের চিন্তা ছিলো পাঠককে লিখিত টিউনন দিলে তারা ভিডিও দেখবেনা। তাই সরাসরি ভিডিও দেয়া শুরু করসিলেন। টিটি এই নিয়মটা চালু করলে এসব স্পামারদের উচিত শিক্ষা হবে। টিটিও তার আগের মান ফিরে পাবে।
দেখতেসি তো। পরাজিত কি আপনি করলেন নাকি? রেজাল্টটা কোথায় দিলো ভাই? মার্কশীটটাও দিয়ে দিয়েন প্লিজ। টিটিকে এতদূর আমরা নিয়ে আসলাম, আর এখন আমরাই পরাজিত? বাহ…
আমরা কখন বললাম যে আমরা টিউন করবো না? শুধু বলেছি আপনারা স্পামিং করা বন্ধ করেন। আর আপনি কেনো স্পামারদের হয়ে কথা বলছেন? তবে কি আপনি স্বীকার করছেন যে আপনি নিজেও স্পামার?
টিটি টিকে থাকবে, ভালো টিউনাররা টিটিকে এতোদূর নিয়ে এসেছে, ভবিষ্যতেও নিবে। যখন স্পামাররা ছিল না, তখন ভিসিটর আরো বেশি ছিলো। এলেক্সা র্যাঙ্কিং-টাই তার প্রমান। আর কিছু বলবেন?
valo tuner der akhon onek miss kortesi. r age ki selo r akhon kothayvase ta apnio daktasen ami o daktase. brand ar dokan thake jokhon apnake pocha jinis dibe tokhon apni ki korben. ta ki ferot diben naki fele diben. r ato kothar to kono dorkar nai. tune ar option unmukto kore ki pager ar man bareyase na komeyase. spaming korar sujug kara toiri kore deyase. chorke churi korte bolsen abar………… thak bakita nai bollam. asa kori bakita janen. tune jachai kore post published ar option abar on korte bolun. setai valo hobe. ar pore abar alexa rank a dekte pabo. na hole hareya jabe. besoy ta asa kori bujte parsen. ar poro ki apnader kisu bolar ase?
অবশ্যই বলার আছে। আপনার সব গুলা টিউনই আমি ভিসিট করসি। কেমন স্পামিং করসেন, সেটাও দেখসি। যাচাই করে পাব্লিশ করার অপশন চালু থাকলে আপনার একটা টিউনও পাব্লিশ হইতো না। আপনার একাউন্টটাও যাইত। আর আপনি বলছেন “চোরকে চুরি করার সুযোগ দেয়া হয়েছে” আপনার টিউনের মান অনুযায়ী কি আপনি নিজেকে চোর স্বীকৃতি দিচ্ছেন না? লোল :p
তাই আপনি ভালো টিউন কেমন মিস করতেসেন সেটা ভালো মতোই বুঝতে পারতেছি। হ্যাঁ, টিউন এর অপশন উন্মুক্ত করে মান কমাইসে, এটা আমি তাদের সে ঘোষণাতেও কমেন্ট করে বলছি। কিন্তু টিটি কমিটিতে তো আর আমরা নাই, তাই এসব ডিসিশনও আমাদের না। আশা করি তারা এ বিষয়ে খুব শীঘ্রই ভেবে দেখবেন।
ওহ… এলেক্সা র্যাঙ্ক? আপনারা চলে গেলে এলেক্সা র্যাঙ্ক এমনিতেই ফিরে আসবে। রোর বিডি নামে একটা ওয়েবসাইট আছে, দেখসেন কখনো? ওরা আজকেই এলেক্সা র্যাঙ্ক এ ১০০ এর ভিতরে ঢুকসে। তাদের ওয়েবসাইটে কোনো স্পাম নাই, কোনো ভিডিও নাই। তারা আসতে আসতে টপ ২৫ এও ঢুকে যাবে। টিটির ক্ষেত্রেও এটাই হবে। কোয়ালিটি কন্টেন্ট থাকলে ভিসিটরের অভাব হবে না।
r last reply ki aslo video add kora jabe tobe techtune ar page korte hobe. mane ki spaming korar rasta toiri kore desse. youtube a deben na. techtune a deben. ta hole visitor ghure fere techtune ai thakbe. onno kothou jabe na. r a jara thakar tara youtube link delou thakbe na delou thakbe. besoy ta ki amon hoye jasse na. j viditor na thakle vobisote add o thakbe na.
**** mb beshi khoroch hobe besoy ta akhon o bollen na keno. bar bar areye jassen. ans pls.
ভাই, আপনি এম্বি নিয়া এতো কান্দাকাটি কেনো করতেসেন? কই, কোনো ভিজিটররে তো বলতে দেখলাম না যে ভিডিও দেখতে গেলে উনার এম্বি খরচ হইতেসে? ইউটিউবে দেখলেও এম্বি খরচ হবে, টিটিতে দেখলেও হবে। তাদের এ বিষয়ে কোনো মাথা ব্যাথা নাই।
আপনি কি পাগল নাকি অন্য কিছু? টিটিতে ভিডিও এড করলে স্পামিংটা কই হইতেসে? ভিসিটর টিটিতেই থাকবে, এইটাই তো স্বাভাবিক। কিন্তু টিটির উদ্দেশ্য মানুষকে শিখানো, টাকা আয় করা নয়। তাই ইউটিউব ভিডিও দেয়া যাবে না।
আপনি টিটি সম্পর্কে কতটুকু জানেন? টিটি ওয়েবসাইটটা কি ফ্রি নাকি? মডারেটরদের বেতন কে দেয়? আপনি? এডের মাদ্ধমে সেসব খরচ চালানো হয়।
যার এম্বির চিন্তা বেশি, সে টিউন না করলেও চলবে। সে ভিডিও টিউন করলো না? লিখে টিউন করতে তার কি সমস্যা?
pagol to apni hoye gasen. kotha na bujhe ans dessen. likha ta porun.টেকটিউনসে ভিডিও টিউন প্রকাশ না করে আপনি টিউনে বিস্তারিত লিখে টিউন প্রকাশ করুন, দেখবেন আপনার টিউন আপনার আশানুরূপ ভিউ পাচ্ছে। এবং অধিকাংশ টেকটিউনারসই ভিডিও টিউনের পক্ষে সমর্থন করে না। ******একটি ভিডিও টিউন দেখার সময় টেক্সট টিউনের তুলনায় বেশি ডাটা এবং এবং সময় খরচ করে এজন্য অধিকাংশ টিউজিটর ভিডিও টিউনসের ভিডিও ভিউ করে না।*** তাই সব ভিডিও টিউনারদের উচিত গতানুগতিক ভিডিও টিউন থেকে বেরিয়ে এসে টিউনে বিস্তারিত লিখে টিউন পাবলিশ করা।
টেকটিউনসের নতুন টিউনিং সিস্টেমে যেহেতু ইউটিউবের ভিডিও যোগ করে টিউন করার সুযোগ থাকছে না সেহেতু এখন থেকেই বিস্তারিত লিখে এবং নিজ থেকে মৌলিক ভিডিও কন্টেট তৈরি করে টেকটিউনসে টিউন করার অভ্যাস করা উচিত সব টিউনারদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় টেকটিউনসের সাথে থাকুন, আর মেতে উঠুন প্রযুক্তির সুরে।
aita bolar pore last a abar apnarai bolsen video add ar kotha. r lok jhetu rekhe beton desse. ta hole post unmukto na kore review kore published korse na keno? ans ki diben apni. ta hole jader rakha hoyese tara ki nake oil deye gumasse?
লিখাটা ঠিকই আছে। আপনার বুঝার ভুল তো আর আমি ঠিক করে দিতে পারবো না। লোক যা রাখা হইসে, তারা তাদের কাজ ঠিক ভাবেই করতেসে। প্রতিটা পোস্ট রিভিউ করতে হলে অনেক বড়ো টিমের দরকার। টিটির সেটা নাই। এড থেকে যা আয় হয়, তা দিয়ে বড় টিম গঠন করা সম্ভব নয়। টিটি আরো লোক নিয়োগ দিবে, কিন্তু তাদের বেতনটা আপনি দিয়ে দিলেই ভালো হয় 🙂
“এড থেকে যা আয় হয়, তা দিয়ে বড় টিম গঠন করা সম্ভব নয়।”
Vai Tt er team jekhane nijer sartho charte pare nai sekhane apni onno tuner der kivabe expect koren je tader sarther kotha vabbe na?
Apnar kotha tai apnake firiye dilam
“ভাই, আগে নিজে ঠিক হন, তারপর অন্যরে ঠিক হইতে বলেন”
No hard feelings!!!
Peace
টিটি শিখার জায়গা। আপনি টিউন করলে আরেকজন শিখবে, আরেকজন টিউন করলে আপনি শিখবেন। টিটির ঠেকা পরে নাই নিজের টাকা খরচ করে আপনারে শিখানোর। আপনি তাদের হয়ে কাজও করে দিবেন না। সুতারাং টিটি এখানে নিঃস্বার্থ। তারা আমাদেরকে একটা কমিউনিটি করে দিয়েছে, এটাই বেশি।
একটা কথা হুট করে বলে দেয়া যায়। কিন্তু সব সময় সে কথার পিছনে যুক্তি দেয়া যায়না। আপনারা নতুন টিউনার, তাই টিটির মর্ম বুঝবেন না। আমরাই তো এ টিটিকে এ অবস্থানে এনেছি, তাই আমরা এর মর্মটা ভালো ভাবেই বুঝি। আমাদের হাতে গড়া একটা প্লাটফর্ম এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, স্বভাবতই আমরা এর প্রতিবাদ করবো। তাই না?
Exactly vai
Apnar kothar moddhei apnar kotha jobab ache
Ami ektu add korchi “Time is Money”..
Tt er jemon theka pore nai taka khoroc kore sekhanor
Temni kono tuner er o theka pore nai taka(time) khoroc kore sekhanor.
Short story:
ekta text tune likhe screen shot add kore sajate joto somoy lage video tune korte tar ceye onk kom somoy lage.
Then again ekta text tune follow kora joto ta easy video tune follow kora tar ceye onk beshi easy….
Ar TT er jokhon video tune niye etoy problem tahole video tune ekbarei bondho koruk…
Ar ha apnader hat e gora bolchen
Btw amio TT er puraton member apnar motoi 2013 e join
Eai id ta new coz oi ager id tar pass vule gechi
Onk por tt te eshe amio obak hoyechi seta admit korchi
But ekta site er spam handle korar jonno dorkar strong admin panel eai YouTube video embed bondho kora kono solution na.
ভিডিও যদি অপ্লোড করাই যাবে তাহলে ইউটিউবে আপলোড করলে কি সমস্যা?
ইউটিউবে বাফার হবে না বিডিআইএক্স কানেকটেড আইএসপি হলে।
আর ইউটিউব ভিডিও এমবেড করলে টেকটিউনস লিভ না করে ও দেখা যায় তাহলে ইউটিউব আপলোড করে এমবেড করলে কি সমস্যা?
মাজখানে টিউনারের যদি ইউটিউব চ্যানেল যদি একটু ভিউ পায় তাতে খারাপ কি?
যদি টিউনার এই সুযগটাও হারায় তাহলে বিষয়টা এমন হতে গেলো না যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো?
সেটা নিশ্চয় কোন বুদ্ধিমান লোক করতে চাইবেনা ।
First page e jei valo valo chain tune gulo ache tar beshir vag e YouTube video embed kora
Please nij dayitte dekhe asben
Ar ha manush age jemon mailer por mail hete jatayat korto ekhon tmn kore na
Ekhon transport ache segula use kore .
Why ?
Its easy and takes less time..
Same age text tutorial hoto.
Ekhon video tutorial hobe.
Coz its easy ,takes less time more effective..
অামি টেকটিউনস এর এই উদ্যোগটাকে পুরোপুরি সমর্থন করি। সত্যিই খুব ভালো একটা উদ্যোগ এটা। এখানে যারা ভিডিও যোগ করা নিয়ে চিল্লাইতেছেন তাদেরকে বলছি অাপনাদের মত কিছু ইউটিউব ব্যাবসায়ীদের কারনে টেকটিউনসকে অাজ এই উদ্যোগ নিতে হয়েছে। অাপনারা যদি টেকটিউনসের নিতিমালা মেনে টিউনে ভিডিও যোগ করতেন তাহলে অাজ এমনটা হতোনা। অাপনাদের অনেক ইউটিউব টিউনাররা ঠিকমত টিউনে বিস্তারিত না লিখে শুধু ভিডিও দিয়েই টিউন শেষ করেন অাবার অনেকে টিউনে লিখে তার ভিডিও সেইভাবে সাজিয়ে টিউন করেন কিন্তু বাস্তবে দেখা যায় যে বিশয়ে টিউন করেছে সেই বিষয়টা ভুল। এমন টিউন অামি দেখেছি। কারন একটাই নিজেদের ভিডিওতে ভিউ বাড়ানো। উপরে কিছু লোকজন বলছেন যে ভিডিও দেয়া যযাবেনা যখন তখন কেন ভিডিও দেয়ার অপশন রাখছেন? অারে ভাই সহজ বিষয়টা বোঝেননা নাকি বুঝেও না বোঝার ভান করেন। কিছু কিছু টিউনে ভিডিও দেয়ার দরকার হয় সে জন্যই এই ভিডিও যোগ করার অপশন রাখা হয়েছে যাতে অযথা কেউ টিউনে ভিডিও না দেয় অার টেকটিউনসকে ব্যাবহার করে ইউটিউব ব্যাবসা করতে না পারে টিউনের মান নষ্ট করে। অাররকারন গুলো উপরেতো বললাম। এই কারনেই এই উদ্যোগটা টেকটিউনস নিয়েছে বলে অামি খুব খুশি। এবার টেকটিউনস এ যা টিউনহবে অাশা করি মানসম্মত টিউন হবে অাগের মতই। অার যারা ইউটিউব ব্যাবসায়ী অাছেন তারা দয়া করে টেকটিউনস এর মান নষ্ট না করে বিদায় হন।
torko korle harben vy rakib editz. techtunes kano apnader post approve korlo etai jodi apnar ovijog hoi tahole ami bolbo techtunes admin apnader post na dekhei approve korce ba auto approve kora cilo kintu tai bole apnara(sobai na) ki korlen? techtunes er ei sujogta niye amon oniom kano korlen? ojotha r vittihin vabe youtube video add korecen niom na mene jekhane ei video dear kono proyojon e nei. techtunes apnader platform diyece kicu share korar manusk gan dear manusk ojana kicu jananor. kicu lok sei sujog kaje lagiye niom vongo kore onim korbe r techtunes kono step nilei dos? are vy sobtai to khule bollam upore comment e. vid dite hole dan keu to nised kore nai kintu seta techtunes er system onujayi dan. kintu apni jevabe sob bojhar poreo lafaccen tate mone hocce apni apnar channel er view baranor jonnoi tectunes e esecen. r nijeder dose nijerai fesecen.
apni kotodin dhore techtunes e acen janina r janteo caina karon ki janen simul vy? apni jodi techtunes er ager tune gula dakhen besi picone jete hobe na. tahokei bujhben j kano jacai vacai kore nai ba auto approve korce. bujehen nai amar kotha? hmm bolci.. age amon youtyber tuner cilo na techtunes e. ja tune hoto man sommoto r moulik tune hoto. akhonkar moto amon ajaira youtube video thakto na tune e. abaro bolci amon ajaira r ojotha video thakto naa. r tuner rao niom mene tune korto. tai r jacai bacai otota kora lagto nna. kintu apnara sei sojug tar opobabohar korte ceyecen. oneke koreceo. asa kori ans ta peyecen # শিমুল।
এই উদ্যোগকে একদিকে আমি সমর্থন করছি। অন্যদিকে এর প্রতি একটু বিরূপ প্রতিক্রিয়াও ব্যক্ত করতেছি।
যেদিন আমি টেকটিউন্সে প্রবেশ করি সেদিন থেকেই এর নীতিমালা মেনে পোস্ট করার চেষ্টা করতেছি। অবশ্যই দুই একবার কিছুটা ভুল করেছি ।তার জন্য দুইটা পোস্ট আনএপ্রোভ করা হয়েছিল। এরপর থেকে ঐ ধরণের ভুল আর করি নি।
নিয়মিত চেইন টিউনের মাধ্যমে টেকটিউন্সে পোস্ট করে আসতেছি। প্রথম দিকের পোস্ট গুলোতে আমি টেকটিউন্সের নীতিমালা ১০০% মেনে কাজ করেছি। মানে পুরো বিষয়টা লিখে স্ক্রিনশট দিয়ে বুঝেয়েছি এরপর ভিডিও লিংকিং করেছি। কিন্তু এরপর দেখলাম সব ইউটিউবার রা এসে টেকটিউন্স এর সকল নীতিমালা ভংগ করে কিছু না লিখেই ভিডিও দিচ্ছে। এরপর থেকে আমি ৮০% লিখি। এর কারণ হচ্ছে টেকটিউন্স তাদের বিরুদ্ধে ঐ সময় কোনো ব্যবস্থা নেয় নি। এখন থেকে আবার ১০০% ই লিখবো।
কিন্তু ইউটিউব ভিডীও এর ক্ষেত্রে একটা কথা না বললেই নয়। যারা ব্রডব্যান্ড ইউজ করে তারা ইউটিউবে বাফারিং মুক্ত ভিডিও দেখতে পারে যদি তাদের ইন্টারনেট স্পিড 512kbps ও নেয়। কেননা, ইউটিউবের জন্য আলাদা স্পিড থাকে । তো টেকটিউন্সে যদি ভিডিও আপ্লোড করা হয় তাহলে যারা দেখবে তারা তো এই সমস্যাটা স্বীকার হবে।
আমি আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই। তবে এই দিকটা একটু বিবেচনায় নেয়ার জন্য অনুরোধ রইল…
তবে সর্বপরি খুব ভাল একটা উদ্যোগ। আর পুণরায় আগের মত নির্ধারিত ভাল টিউনার রেখে বাকিদেরকে কন্ট্রিবিউটর বানিয়ে দেয়ার জন্য অনুরোধ রইলো… কারণ টেকটিউন্সের পরিবেশ নষ্ট করে ফেলে অনেক টিউনার… আমি adhoc এর কথা বলতেছি…
টেকটিউন্স আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা রইলো…
r sponsord tune er korha bolcen to…. sponsord tune theke sekhar kicui nai. tai joto sponsor tune hok sspecially ami kokhono ta visit korina. ami sobsomoy tunerder tune guloi visit kori sob vibager joto tuku pari. daily visit kori. karon etai j tunerder tune theke ageo sikheci akhono sekhar jonnoi tunerder tune guloi dekhi ja sponsord tune e nei. kintu kicu tunerder tune headline diye start kore kintu se gulo tune na akkothay business. r techtunes aj ei poorjont esece tar tuner r koti koti visitorer valobasay r amon akta technology platform dear karone jekhan theke manush onek kicu sikhece jenece. so ekhane sponsord tune thaktei pare eriye gelei holo kintu kicu youtube tunerder attractive headline dekhe jokhon dhuki dakhar jonno tokhon onek somoy hotas hoyei ber hoye jete hoi. so ami bolbo rakib vy apnara jara tuner ra acen apnader tune gulo sobsomoy mulloban visitorder kace. kintu apnader tune gulo jodi akhon amin hoi tahole r ki bolbo… asole kosto paben sune tao bolci… ei j ato kicu bollam egulo jodi bujhten r sotti techtunes k vlobese manusk kicu jananor uddessho niye tune korten tahoke aj esob kotha bolten na.
বাদ দিন তো… এতক্ষণ পোস্ট পড়লেও কিছু শিখতে পারতেন। কিছু লোক আছে যারা বুঝেও বুঝে না। আপনি হয়ত একটা ভেবে বলবেন,সে না বুঝেও অন্যকিছু মনে করে ঝগড়া চালিয়েই যাবে…
তাই অযথা ঝগড়া করে লাভ নাই… এখানে আমরা আমরাই…। আর কিছু বলার থাকলে টেকটিউন্স এর এডমিনদের উদ্দেশ্য করে বলুন।অযথা টিউনার বা কন্ট্রিবিউটর এর সাথে ঝগড়া করা বোকামি আর সময়ের অপচয় হবে…
খুব ভাল একটা উদ্যোগ……………..