টেকটিউনস - বাংলাদেশে তথ্য প্রযুক্তির সব থেকে বড় সৌশ্ল নেটওয়ার্ক।
ইতিমধ্যেই আপনারা জানেন যে টেকটিউনসে নতুন AdHoc টিউনিং সিস্টেম চালু হয়েছে।
আপনারা সবাই জানেন নতুন AdHoc টিউনিং সিস্টেম এ সবাই যত ইচ্ছা তত সাইন্স ও টেকনোলজি ভিত্তিক টিউন করতে পারে। AdHoc টিউনিং সিস্টেম এ টিউন পেন্ডিং বলে আর কোন শব্দ নেই। আপনি যত খুশি তত টিউন নিজের ইচ্ছে মত প্রকাশ করতে পারবেন। কোন বাঁধা নেই। সেই সাথে যোগ হয়েছে টেকটিউনস এ মাত্র ২০ সেকেন্ডে রেজিস্ট্রেশন।
টেকটিউনস AdHoc টিউনিং সিস্টেম এ টেকটিউনসের নীতিমালা মেনে টিউন করলে আপনার টিউন অন্য যেকোনো টিউন থেকে বেশি ভিউ হবে এবং আপনার টিউন থেকে আপনি বেশী রেসপন্স পাবেন।
আপনি যদি টেকটিউনসের নীতিমালা না মেনে টিউন করেন, টেকটিউনসের নতুন AdHoc টিউনিং সিস্টেম এ আপনার টিউন টেকটিউনসের অশানুরূপ ভিউ পাবেন না এবং আপনার টিউন আশানুরূপ ভিউ থেকে বঞ্চিত হবে।
AdHoc টিউনিং সিস্টেমে আপনার টিউন হতে হবে অরিজিনাল, মৌলিক অর্থাৎ টিউন সম্পূর্ণ নিজ থেকে লেখা বা তৈরি করতে হবে। অন্য কারো টিউন বা ওয়েব থেকে অন্য কোন লেখা আংশিক বা হুবহু কপি করে টিউন করলে আপনার টিউন আশানুরূপ ভিউ পাবে না এবং আপনার টিউন আশানুরূপ ভিউ থেকে বঞ্চিত হবে।
সুতরাং আপনার টিউনের আশানুরূপ ভিউ পেতে টেকটিউনসের নীতিমালা মেনে মৌলিক টিউন করার অভ্যাস করুন।
প্রতিবার টিউন করার আগে টেকটিউনস নীতিমালা ভালো ভাবে দেখে এবং বুঝে নিন এবং টেকটিউনস নীতিমালা মেনে টিউন করুন। টেকটিউনস নীতিমালা মেনে টিউন করলে আপনার টিউন অবশ্যই আপনার আশানুরূপ ভিউ পাবে।
টেকটিউনস একজন মৌলিক টিউনারকে সবসময় অগ্রাধিকার দেয়। সুতরাং কপি পেস্ট টিউন বর্জন করে করে টেকটিউনসে আপনার মৌলিক টিউন প্রকাশ করে আপনার প্রতিভা ৪ কোটি ইউজারকে জানান। এবং টেকটিউনস থেকে প্রযুক্তি ও বিজ্ঞানের জ্ঞান আহরণ করুন এবং আপনার নলেজ শেয়ার করুন।
সবসময় টেকটিউনসের সাথে থাকুন, এবং মেতে উঠুন প্রযুক্তির সুরে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
বাহ! অনেক সুন্দর নিয়ম । চালিয়ে যান, সাথে আছি, সাথেই থাকব ইনশাহ আল্লাহ্ ।