টেকটিউনস ADHoc টিউনটিং সিস্টেম – যাচ্ছেতাই টিউন করলে আপনার টিউন আশানুরূপ ভিউ পাবে না এবং আপনার টিউন আশানুরূপ ভিউ থেকে বঞ্চিত হবে। আশানুরূপ ভিউ পেতে হলে টেকটিউনস টিউন গাইডলাইন অনুসরণ করে নিজ থেকে অরিজিনাল ও মৌলিক টিউন করুন

টিউন বিভাগ টেকটিউনস
প্রকাশিত
জোসস করেছেন

টেকটিউনস - বাংলাদেশে তথ্য প্রযুক্তির সব থেকে বড় সৌশ্‌ল নেটওয়ার্ক।

ইতিমধ্যেই আপনারা জানেন যে টেকটিউনসে নতুন AdHoc টিউনিং সিস্টেম চালু হয়েছে।

আপনারা সবাই জানেন নতুন AdHoc টিউনিং সিস্টেম এ সবাই যত ইচ্ছা তত সাইন্স ও টেকনোলজি ভিত্তিক টিউন করতে পারে। AdHoc টিউনিং সিস্টেম এ টিউন পেন্ডিং বলে আর কোন শব্দ নেই।  আপনি যত খুশি তত টিউন নিজের ইচ্ছে মত প্রকাশ করতে পারবেন। কোন বাঁধা নেই। সেই সাথে যোগ হয়েছে টেকটিউনস এ মাত্র ২০ সেকেন্ডে রেজিস্ট্রেশন

টেকটিউনস AdHoc টিউনিং সিস্টেম এ টেকটিউনসের নীতিমালা মেনে টিউন করলে আপনার টিউন অন্য যেকোনো টিউন থেকে বেশি ভিউ হবে এবং আপনার টিউন থেকে আপনি বেশী রেসপন্স পাবেন।

আপনি যদি টেকটিউনসের নীতিমালা না মেনে টিউন করেন, টেকটিউনসের নতুন AdHoc টিউনিং সিস্টেম এ আপনার টিউন টেকটিউনসের অশানুরূপ ভিউ পাবেন না এবং আপনার টিউন আশানুরূপ ভিউ থেকে বঞ্চিত হবে।

AdHoc টিউনিং সিস্টেমে আপনার টিউন হতে হবে অরিজিনাল, মৌলিক অর্থাৎ টিউন সম্পূর্ণ নিজ থেকে লেখা বা তৈরি করতে হবে। অন্য কারো টিউন বা ওয়েব থেকে অন্য কোন লেখা আংশিক বা হুবহু কপি করে টিউন করলে আপনার টিউন আশানুরূপ ভিউ পাবে না এবং আপনার টিউন আশানুরূপ ভিউ থেকে বঞ্চিত হবে।

সুতরাং আপনার টিউনের আশানুরূপ ভিউ পেতে টেকটিউনসের নীতিমালা মেনে মৌলিক টিউন করার অভ্যাস করুন।

কিভাবে টিউন করলে আপনি আপনার টিউনে আশানুরূপ ভিউ পাবেন:

  • টেকটিউনসের নীতিমালা মেনে নন-প্রমোশনাল ও নন-কমার্শিয়াল টিউন করুন অধিক ভিউ পাওয়ার জন্য।
  • আপনার টিউনে ডাওনলোড লিংক দিতে হলে যেকোনো ঝামেলা বিহীন সাইট পরিহার করে আপনার টিউনে সরাসরি ডাউলোড লিংক দিন।
  • টিউনে ভিডিও যোগ করলেও টিউনে Text আকারে ভিডিও এর বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত লিখুন।
  • এক্সক্লুসিভ টেকনোলজি বিষয় ভিত্তিক টিউন করুন এবং টিউনে হাই কোয়ালিটির ইমেজ ব্যবহার করুন।
  • বেশী ভিউ পেতে নিজ থেকে অবশ্যই অরিজিনাল ও মৌলিক টিউন করুন।
  • টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরম্যাটিং অনুযায়ী টিউন ফরমেট করুন।
  • টিউনের শব্দ ব্যবহার সম্পর্কে সতর্ক থাকুন। সঠিক বানানে টিউন লিখুন।

যেসব কারণে আপনি আপনার টিউনে আশানুরূপ ভিউ পাচ্ছেন না:

  • আপনার টিউনটি যদি কপি-পেস্ট টিউন হয় তাহলে আপনার টিউন আশানুরূপ ভিউ পাবে না।
  • আপনার টিউনটির বিষয়বস্তু যদি মুভি বা মিউজিক ডাইনলোডের টিউন হয় তাহলেও আপনার টিউন অধিক ভিউ পাবে না।
  • দিক নির্দেশনা বিহীন অনলাইন আয়ের টিউন হলে আপনার টিউনটি সঠিক ভিউ পাবে না।
  • অ্যাফিলিয়েট বা রেফারেল লিংক আপনার টিউনে অবস্থান করলে আপনার টিউন আশানুরূপ ভিউ থেকে বঞ্চিত হবে।
  • ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ে প্রমোশনাল টিউন করলে আপনার টিউন টেকটিউনস থেকে ভালো ভিউ পাবে না।
  • ১৫০ শব্দ না লিখে ১৫০ শব্দ পূরণ করার উদ্দেশ্যে টিউনে একই শব্দ ও বাক্য কপি করে বারবার ব্যবহার করে টিউন করলে আপনার টিউন ভালো ভিউ পাবে না।
  • টিউনে ভিডিও এম্বেড অবস্থায় না থাকার কারণে আপনার টিউন আশানুরূপ ভিউ পাবে না।
  • বিজ্ঞান ও প্রযুক্তি বহির্ভূত বা বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্বন্ধ নেই এমন টিউন করার কারণে আপনার টিউন সঠিক ভিউ পাবে না।
  • টেকটিউনস নীতিমালা না মেনে অ্যাফিলিয়েট ফাইল হোস্ট ও অ্যাফিলিয়েট সর্ট লিংক ব্যবহার করে টিউন করলে আপনার টিউন আশানুরূপ ভিউ থেকে বঞ্চিত হবে।

প্রতিবার টিউন করার আগে টেকটিউনস নীতিমালা ভালো ভাবে দেখে এবং বুঝে নিন এবং টেকটিউনস নীতিমালা মেনে টিউন করুন। টেকটিউনস নীতিমালা মেনে টিউন করলে আপনার টিউন অবশ্যই আপনার আশানুরূপ ভিউ পাবে।

টেকটিউনস একজন মৌলিক টিউনারকে সবসময় অগ্রাধিকার দেয়। সুতরাং কপি পেস্ট টিউন বর্জন করে করে টেকটিউনসে আপনার মৌলিক টিউন প্রকাশ করে আপনার প্রতিভা ৪ কোটি ইউজারকে জানান। এবং টেকটিউনস থেকে প্রযুক্তি ও বিজ্ঞানের জ্ঞান আহরণ করুন এবং আপনার নলেজ শেয়ার করুন।

সবসময় টেকটিউনসের সাথে থাকুন, এবং মেতে উঠুন প্রযুক্তির সুরে।

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ! অনেক সুন্দর নিয়ম । চালিয়ে যান, সাথে আছি, সাথেই থাকব ইনশাহ আল্লাহ্‌ ।

বাঙালী বলে কথা… ভাই কে জানে , নতুন টিউনার রা আবার টেকটিউন্স কে স্প্যামিং জোন এ পরিণত করে কি না???
টেকটিউন্স মেন্টরদের সব সময় এলার্ট থাকতে হবে…
ইদানিং যেই টিউনগুলো হচ্ছে পড়ে তেমন মজা পাচ্ছি না…
আমি নিজেও নীতিমালা মেনে পোস্ট করার আগ্রহ হারিয়ে ফেলতেছি… কেননা যখন দেখি একটা স্প্যামিং পোস্ট হট টিউন্স এ চলে যায় বেশি ভিউ এর কারণে… অনেক সময় আমাদের পোস্টগুলোও যায় না…
তাই অনুরোধ থাকবে টেকটিউন্স কতৃপক্ষের কাছে… adhoc চালু করেছেন ঠিক আছে সাথে স্প্যামিং পোস্ট প্রতিরোধের উপায় বের করুন।
আর না হলে adhoc সিস্টেম বন্ধ করে দিন…
ধন্যবাদ।
এটা আমার মতামত। আপনাদেরকে জানালাম। ভুল হলে ক্ষমাপ্রার্থী…

    স্প্যামিং টিউন প্রতিরোধের জন্য টেকটিউনস মেন্টররা সদা সতর্ক রয়েছে। ধন্যবাদ আপনার মতামত প্রকাশের জন্য।