হ্যালো টেকটিউনস কমিউনিটি!!
টেকটিউনস নিয়ে এলো শুধু মাত্র আপনাদের জন্য টেকটিউনসের নতুন Ultra মর্ডান, Cutting Edge ও ফিচার Enriched মোবাইল ভার্সন Mobile Version, বেটা সংস্করণ!!।
দীর্ঘ প্রতিক্ষার পর, চলে এসেছে টেকটিউনস এর মোবাইল ভার্সন।
আপনি আপনার হাতের স্মার্ট ফোনের মাধ্যমে খুব সহজে যখন তখন টেকটিউনসে চলে আসতে পারবেন, আর দেখতে পাবেন টেকটিউনসের টেকটিউনারদের নতুন নতুন টিউনস অনায়েসে, প্রকাশ করতে পারবেন নতুন টিউন মুহূর্তেই, টিউনের টিউমেন্ট ও রিপ্লাই টিউমেন্ট দিতে পারবেন নিমিষেই ও আপনার স্ট্যাটাস আপডেট করতে পারবেন আপনার প্রিয় মোবাইলটি ব্যবহার করেই।
বর্তমানে টেকটিউনস এর মোবাইল ভার্সনের এ সংস্করণটি বেটা সংস্করণ, বেটা সংস্করণে আরও অনেক ফিচার যুক্ত করে টেকটিউনস এর পূর্ণাঙ্গ মোবাইল ভাসর্ন রিলিজ পাবে।
পেতে চান ও আবিষ্কার করতে চান টেকটিউনসের অজানা ও অদেখা এক্সক্লুসিভ সব টিউন? এখনই চলে যান টেকটিউনস এর মোবাইল ভার্সন এর 'Discover Tunes' অপশনে।
টেকটিউনস এর মোবাইল ভার্সনের 'Discover Tunes' অপশন এর মাধ্যমে আপনি টেকটিউনস এর এক্সক্লুসিভ টিউন গুলো পেয়ে যাবেন আপানার টিউন ফিডে আর আবিষ্কার করতে পারবেন সে অজানা ও অদেখা টিউন গুলো যে গুলো আপনি আগে দেখেননি।
টেকটিউনস এর দারুন সব এক্সক্লুসিভ টিউন গুলো আবিষ্কার করতে এখনি ইউস করুন টেকটিউনস এর মোবাইল ভার্সনের 'Discover Tunes' অপশন।
টেকটিউনস মোবাইল ভার্সন থেকে এখন আপনি অল্প ডাটায় খুব তাড়াতাড়ি টিউন করতে পারবেন টেকটিউনসে লগইন করেই। সেই সাথে আপনার টিউন গুলো ম্যানেজও করতে পারবেন আপনার হাতের মুঠোয় থাকা মুঠোফোনটি ব্যবহার করেই।
তাহলে আর দেরি কেন? এখনি লেখা শুরু করুন আপনার এক্সক্লুসিভ সব টিউন আপনার প্রিয় Handheld ডিভাইস থেকেই।
টেকটিউনস মোবাইল ভার্সনের মাধ্যমে টিউনে টিউমেন্ট করতে পারবেন এবং টিউমেন্টের রিপ্লাই দিতে পারবেন মুহূর্তেই। আপনি শুধু পিসি থেকেই নয়, আপনার হাতের হ্যান্ড সেটটির মাধ্যমে টেকটিউনসে আপনার একাউন্টে লগইন করুন যেকোন সময়। এখন ঘরে বাইরে সবসময় টেকটিউনস মোবাইল ভার্সনের মাধ্যমে আপনি টেকটিউনসে টিউমেন্ট করতে ও রিপ্লাই টিউমেন্ট দিতে পারবেন।
কারণ একটাই 'The World has Gone Mobile'. বিশ্বের প্রায় ৭০% ইন্টারনেট ট্রাফিক এখন আসে মোবাইল থেকে। ২০০৮ সালে যখন টেকটিউনস যাত্রা শুরু করতে তখন 'মোবাইল ইন্টারনেট' তো দূরে থাক ইন্টারনেট ব্যবহারই ছিল দূরহ। একমাত্র ডেস্কটপ ও ল্যাপটপ থেকে ইন্টারনেট ব্যবহার করা যেতো তাও উচ্চ মূল্যে স্লো ইন্টারনেটে।
তবে পৃথিবী এখন অনেক স্মার্ট, অনেক আধুনিক। পরিবর্তন হয়েছে মানুষের চাহিদার, ধরন বদলেছে মানুষের ইন্টারনেট ব্যবহার করার অভ্যাস। সারা বিশ্বে এখন ৭০% ইন্টারনেট ইউজার পিসি ইউস করুক আর নাই করুক ইন্টারনেট ইউজাররা এখন স্মার্ট মোবাইল ঠিকই ব্যবহার করে।
আর টেকটিউনস সবসময়ই Current Trend ও State of the Art চিন্তাতে বিশ্বাস করে। আর তাই ইন্টারনেট ইউজারদের চাহিদার কথা ও টেকটিউনস এর সুবিশাল কমিউনিটিকে আরও Best User Experience দিতে এবং সবার মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান শেয়ারকে আরও সহজবোধ্য করতে টেকটিউনস নিয়ে এসেছে টেকটিউনস এর Ultra মর্ডান, Cutting Edge ও ফিচার Enriched মোবাইল ভার্সন Mobile Version.
আপনার স্মার্ট ফোন এর যেকোনো ব্রাউজার দিয়ে সরাসরি ভিজিট করুন techtunes.mobi বা mobi.techtunes.io তাহলেই আপনি প্রবেশ করতে পারবেন টেকটিউনস এর Ultra মর্ডান, Cutting Edge ও ফিচার Enriched মোবাইল ভার্সন Mobile Version.
তো আর দেরী কেন এখনি এক্সপিরিয়ান্স নিন টেকটিউনস মোবাইল ভার্সনের আর সবসময় থাকুন টেকটিউনসের সাথে।
খুব শীঘ্রই টেকটিউনস নিয়ে আসছে আপনাদের জন্য টেকটিউনস মোবাইল অ্যাপ। এই মোবাইল অ্যাপ, আপনি আপনার Andoid, iOS ও Window ফোনে ব্যবহার করতে পারবেন ধুমসে!
টেকটিউনস মোবাইল অ্যাপের আপডেট জানতে কানেক্ট থাকুন টেকটিউনসের সাথেই!
টেকটিউনস এর মোবাইল ভার্সন এখন আপনার জন্য রেডি আপনি এখন এর বেসিক ফিচার গুলো ব্যবহার করতে পারবেন শুয়ে, বসে আপনার হাতের মুঠোয় রেখেই! তবে এটি এখনও বেটা সংস্করণে রয়েছে। আরো নতুন নতুন সব চমক নিয়ে আসছে টেকটিউনস মোবাইল ভার্সনে।
টেকটিউনস মোবাইল ভার্সনের বেটা সংস্করণে আরও দারুন, এক্সক্লুসিভ ও অভিনব সব ফিচার যোগ হয়ে পূর্ণাঙ্গ ভার্সন চলে আসবে খুব শীঘ্রই।
সবসময় মৌলিক টিউন করার চেস্টা করুন আর মেতে থাকুন প্রযুক্তির সুরে।
টেকটিউনস এর Ultra মর্ডান, Cutting Edge ও ফিচার Enriched মোবাইল ভার্সন Mobile Version ব্যবহার করে আপনার প্রতিক্রিয়া কী? আর কী কী ফিচার আপনি মনে করছেন থাকতে পারে। আপনার গুরুত্বপূর্ণ ও গঠন মূলক মতামত জানান টিউমেন্ট এর মাধ্যমে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2930 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
খবরটা খুব ভালো লাগল । এখন টেকটিউনস-এ আরো বেশি ভিজিটর আসবে আশা করি । টিউনটা শেয়ার করলাম ।