টেকটিউনস খুঁজছে প্রোডাক্ট রিভিউ টিউনার! আপনিও হতে পারেন!

গত ৭ বছরে টেকটিউনস তৈরি করছে বাংলা ভাষার বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় Engaged Community. পৃথিবীর ২৩০ টিও অধিক দেশের প্রায় ৩ কোটি+ Community Member সরাসরি Connected টেকটিউনস এর সাথে।

বিশ্বে বাংলা ভাষাভাষীর বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার এক অনন্য তীর্থ স্থানে পরিণত হয়েছে টেকটিউনস। লক্ষ লক্ষ তরুণের জীবন পরিবর্তনে টেকটিউনস রেখেছে অনন্য ভূমিকা।

ছবি - Shutter Stock

লক্ষ লক্ষ তরুণ টেকটিউনসের বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করে আজ সফল আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, প্রযুক্তিবিদ, ডিজাইনার, ডেভলোপার, সৌশাল মার্কেটার, কন্টেন্ট মার্কেটার সহ নানা পেশায় জড়িত।

টেকটিউনস সুপ্রিম টিউনার টিম

টেকটিউনসের জন্য হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরির জন্য টেকটিউনস এর রয়েছে টেকটিউনস সুপ্রিম টিউনার টিম। টেকটিউনস সুপ্রিম টিউনার টিম হচ্ছে টেকটিউনসের গাইডলাইন এ পরিচালিত হাই কোয়ালিটি টিউন তৈরির এক অনন্য টিম।

ছবি - Shutter Stock

টেকটিউনস সুপ্রিম টিউনার টিম শুধু নামেই সুপ্রিম নয় কাজেও সুপ্রিম। টেকটিউনস সুপ্রিম টিউনারদের Work Style এই রয়েছে এক অভিনব ভিন্নতা। টেকটিউনস সুপ্রিম টিউনারদের সম্বন্ধে আরও জানতে পারেন এই টিউন থেকে

আপনিও হতে পারেন টেকটিউনস সুপ্রিম টিউনার

ছবি - Shutter Stock

আপনি যদি হোন একজন তুখর টেকব্লগার, টেকজাঙ্কিস বা টেকফ্রিক বা আপনি যদি তৈরি করতে পারেন ওয়েব ডেভলোপিং, ওয়েব ডিজাইনিং, প্রোগ্রামিং, ইলেক্ট্রনিক্স, হ্যাকিং, মোবাইল, স্মার্ট ফোন, রবোটিক্স, গ্যাজেট, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, সফটওয়্যার, ফ্রিওয়্যার, ওয়েবওয়্যার বা বিজ্ঞান ও প্রযুক্তির যে কোন ধরনের হাই কোয়ালিটি বাংলা কন্টেন্ট। তবে আপনিও টেকটিউনসের সুপ্রিম টিউনার টিমে যোগ দিতে পারেন!

--

প্রোডাক্ট রিভিউয়ার সুপ্রিম টিউনার

  • কাজের ধারা : পার্ট টাইম
  • কাজের অবস্থান : ঢাকা
  • Gender : নারী পুরুষ উভয়ই
  • এটি কোন রিমোট জব নয়। পার্টটাইম জব।

প্রোডাক্ট রিভিউয়ার সুপ্রিম টিউনার এর কাজ

  • ওয়েবসাইট, মোবাইল সেট, ট্যাব, ল্যাপটপ, অ্যাপস, ইকমার্স ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য রিভিউ করে ব্লগ/টিউন লেখা।
  • চমকপ্রদ মার্কেটিং ও প্রমোশনাল ডায়ালগ এবং শিরোনাম তৈরি করে ব্লগ/টিউন লেখা।
  • ব্লগ/টিউন এর কন্টেন্ট এর সাথে Smart ও Aesthetic ছবি সন্নিবেশ করে ব্লগ/টিউন লেখা।

প্রোডাক্ট রিভিউয়ার সুপ্রিম টিউনার এর যোগ্যতা

  • গ্রাফিক্স এডিটিং এ বেসিক ধারণা থাকতে হবে। পারদর্শীতা অগ্রাধিকার পাবে।
  • বেসিক Photo Editing রিসাইজ, রিটাচ, ম্যানুপুলেশন ও বেসিক ভিডিও রেকর্ডিং জানা অগ্রাধিকার পাবে।
  • প্রচন্ড সময়ানুবর্তী হতে হবে। নির্ধারিত সময় মোতাবেক টিউন জমা ও প্রকাশ করতে হবে।
  • অব্শ্যই চৌকষ হতে হবে। বর্তমান কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, ওয়েব ইত্যাদি প্রযুক্তি ও সম্বন্ধে সঠিক জ্ঞান ও চর্চার অভ্যাস থাকতে হবে।
  • অবশ্যই একজন ভাল টিউনার/ব্লগার হতে হবে এবং অবশ্যই বাংলা ব্লগিং এ পারদর্শি হতে হবে।
  • অবশ্যই প্রানবন্ত, সাবলীল ও প্রাঞ্জল বাংলায় ব্লগ/টিউন এর মাধ্যমে কমিউনিটির সাথে কমিউনিকেট করার যোগ্যতা থাকতে হবে।
  • টেকটিউনস এর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে।
  • ধৈর্য সম্পন্ন, অমায়িক ও নিয়মানুবর্তিতার যোগ্যতা থাকতে হবে।
ছবি - Shutter Stock

প্রোডাক্ট রিভিউয়ার সুপ্রিম টিউনার অন্যান্য বিষয়:

  • শিক্ষাগত যোগ্যতা : সদ্য স্নাতক/নূন্যতম HSC
  • অতিরিক্ত যোগ্যতা : মেধাবি, পরিশ্রমী, কথা ও কাজে সৎ, অমায়িক, ভদ্র ও চৌকষ
  • বয়সসীমা : ২০ বছর - ৩৫ বছর
  • বেতন : টেকটিউনস পলিসি অনুযায়ী
  • আবেদনের শেষ তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০১৫

প্রোডাক্ট রিভিউয়ার সুপ্রিম টিউনার সুযোগ সুবিধা:

  • বিশ্বের সর্ববৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্ক ও কমিউনিটি সৃষ্টিকারি প্রতিষ্ঠান টেকটিউনস এর সাথে সরাসরি কাজ করা সুযোগ ও অভিজ্ঞতা।
  • এশিয়ার সবচেয়ে বড় ও সবচেয়ে জনপ্রিয় প্রায় ৩ কোটি+ প্রযুক্তি ও বিজ্ঞান সৌশল নেটওয়ার্ক ও কমিউনিটিতে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ।
  • টেকটিউনস এর Top-notch ওয়ার্কিং ম্যাথড এ কাজ করার সুযোগ।
  • টেকটিউনস এর ফেন্ডলি ওয়ার্কি কালচার উপভোগ করার সুযোগ।
  • টেকটিউনস এর GTD মেথডে কাজ করার অনন্য অভিজ্ঞতা।
  • টেকটিউনস এর Highly Productive Tools ব্যবহারের পুরো ৮ ঘন্টার ট্রেনিং।
  • World এর সর্ববৃহৎ Stock Image Shutter Stock এর ৪ কোটি+ স্টক ইমেইজ একসেস।
  • টেকটিউনস এর বিভিন্ন ইন্টার্নাল ইভেন্ট টেকটিউনস 'চিল আউট ডে', 'টেকটিউনস কফিকাপ', 'টেকটিউনস রোলিং লাইট' ইভেন্ট উপভোগের সুযোগ।
  • টেকটিউনস এর পলিসি অনুযায়ী বছরে ২ টি বোনাস প্রদান।
  • পারফরমেন্স ভাল হলে প্রতি বছর অন্তর টেকটিউনস পলিসি অনুযায়ী ইনক্রিমেন্ট।

প্রোডাক্ট রিভিউয়ার সুপ্রিম টিউনার আবেদন:

আবেদন করার জন্য ভালো করে মনোযোগ দিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ২০১৫ এর মধ্যে ফর্মটি পূরণ করে আবেদন করুন => প্রডাক্ট রিভিউয়ার সুপ্রিম টিউনার আবেদন

আবেদন করার পূর্বে সঠিক ভাবে লক্ষ করুন এটি কোন রিমোট জব নয়। পার্টটাইম জব।

আপনার আবেদনটি মনোযোগ দিয়ে সময় নিয়ে গঠনমূলক উত্তর ও তথ্য দিয়ে পূরণ করুন। শুধু মাত্র তথ্য পূরণে উদ্দেশ্যে নামমাত্র আবেদন করলে তা বাতিল হয়ে যাবে।

আপনার আবেদনটি Qualified হলে পরবর্তি ধাপের জন্য টেকটিউনস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।

টেকটিউনস People Management টিম
টেকটিউনস People Recruitment টিম
টেকটিউনস Supreme Tuner টিম

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি কি করা জায় , মাত্র ইনটার প্রথম বর্ষ, নিয়ম তা দেখি আর চেষ্টা করি ভাল করে নিজেকে তৈরি করার । ধন্যবাদ মনে তুমুল আশা জাগানোর জন্য 🙂

    আপনি যোগ্য হলে আপনারা একাডেমিক বিষয়টা বাধা হয়ে দাড়াবে না। অন্তত টিউন করাটা শুরু করে দেখুন। আপনার জন্য শুভ কামনা 🙂

এডমিন ভাই কে বলছি। অনলাইনে যদি কাজ করার সুযোগ করে দেওয়া হয় তবে সবার জন্য ভাল হয়।
আমি ভিডিও এডিটিং ও seo মোটা মুটি কাজ জানি।কিন্তু আমার পক্ষে ঢাকাতে গিয়ে কাজ করা সম্ভব না।
আমার মত অনেক প্রতিভা বান ব্যক্তি আছে টেকটিউনে। যারা হয়তো ঢাকাতে গিয়ে কাজ করতে পারবে না তাই
এই দিকটা একটু বিবেচনা করবেন আশা করি।

    সুপ্রিম টিউনারের কাজগুলো মূলত সেমি রিমোট। অধিকাংশ কাজ আপনি বাসা থেকেই ক্লাউড সার্ভারের মাধ্যমে করতে পারবেন। তবে প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ে রিপোর্টিং-ডে গুলোতে অফিসে আসতে হবে। টেকটিউনস টিমে কাজ করাটা অনেক সৌভাগ্যের বিষয়। অন্তত দেশের টেক জায়ান্টদের সাথে মিলেমিশে কাজ করার সুযোগটা কম কিসে?

ভারত থেকে কাজের সুবিধে আছে কি ?

    সুপ্রিম টিউনারের কাজগুলো মূলত সেমি রিমোট। অধিকাংশ কাজ বাসা থেকেই ক্লাউড সার্ভারের মাধ্যমে করা যায়। তবে প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ে রিপোর্টিং-ডে গুলোতে অফিসে আসতে হয়। আপনি যোগ্য হলে হয়তো আপনার অবস্থানের বিষয়টা বিবেচনা করা হবে।

দয়া করে আমার পোস্টগুলো দেখে আমার যোগ্যতা বিবেচনা করুন

    আপনার টিউনের টপিক্সগুলো চমৎকার। তবে টিউনে সব সময় বাংলা লেখার চেষ্টা করবেন। ইংরেজি টিউন টেকটিউনস স্ট্যান্ডার্ড না। তাছাড়া টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউনের আরও কিছু ফরমেট আছে। যেমন কমপক্ষে ৫টা ইমেজ ব্যবহার করতে হবে, টিউন কমপক্ষে ৮০০ শব্দের হতে হবে, বানান ভুল হওয়া যাবে না ইত্যাদি। এভাবে টিউন করতে থাকুন, দেখবেন টেকটিউনস থেকে একদিন আপনাকে অবশ্যই ডেকে নেওয়া হবে।

আমি তো হতে পারব না কারন আমার বয়স এত হয় নাই

    টেকটিউনসের জন্য দারুণ এবং মানসম্মত টিউন করতে শুরু করুন। আপনার যোগ্যতার কাছে যেন বয়সের ব্যাপারটা তুচ্ছ মনে হয়।

    ভবিষ্যৎ সুপ্রিম টিউনার যেন হতে পারেন এজন্য শুভ কামনা রইলো 🙂

শুভ কামনা রইল।

আমি ভারতীয় । কিভাবে আমার মোবাইল নম্বর দেব ?

    ভারতীয় বলেই কি মোবাইল নাম্বার দেওয়া যাবে না? যে নাম্বার আছে সেটাই দিন। যোগ্য বিবেচিত হলে টেকিটিউনস থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে।

      ভাই মোবাইল নাম্বার এর কান্ট্রি কোড ফর্ম এ দেয়া আছে পরিবর্তন করা যায় না মনে হয়

      মোবাইল নাম্বার তো দিতে পারি কিন্তু কান্ট্রি কোড পরিবর্তন করব কিভাবে ?

      এডমিন সাপোর্টে কথা বলুন!

Level 0

আমার আপ্লাই করার ইচ্ছা ছিল
কিন্তু আমার মোট পোষ্ট ৩ টা
আমার কি কোন অপশন নাই???

    আবেদন করে ফেলেন। সুপ্রিম টিউনার হিসাবে টিউন শুরু করানোর আগে আপনাদের হাই কোয়ালিটি কন্টেন্ট কীভাবে তৈরী করতে হবে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সুতরাং চিন্তার কিছু নেই।

      Level 0

      কিন্তু ভাই, আবেদন ফর্মে যে ৫টা পোষ্ট লিংক দিতে হবে !
      ৪ টা টোটাল পোষ্ট

মনে হচ্ছে আমি মোটামুটি ফিট আছি ,
একটু আমার প্রোফাইল টা দেখে জানাবেন ।
দেখি কিছু হয় কি না 😛

    আবেদন করে ফেলেন। সুপ্রিম টিউনার হিসাবে টিউন শুরু করানোর আগে আপনাদের হাই কোয়ালিটি কন্টেন্ট কীভাবে তৈরী করতে হবে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সুতরাং চিন্তার কিছু নেই।

আমার টিউন দেখে কি মনে হয় আমি পারব ফাহাদ ভাই?

    আবেদন করে ফেলেন। সুপ্রিম টিউনার হিসাবে টিউন শুরু করানোর আগে আপনাদের হাই কোয়ালিটি কন্টেন্ট কীভাবে তৈরী করতে হবে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। সুতরাং চিন্তার কিছু নেই।

ভালো লাগছে।। নতুন রা কিছু করবে।।

কাজটা কি অফিস এ গিয়ে করতে হবে?

    কাজটা সেমি রিমোট, কিছুটা অফিসে আর কিছুটা বাসায় বসেই টেকটিউনস অনলাইন ক্লাউডের মাধ্যমে করতে পারবেন।

প্রিয় অ্যাডমিন,
আমি বেতন ছাড়া এই সম্প্রদায়ে কি যোগ দিতে পারি, কারণ আমি 10 বছরের জন্য একটি কোম্পানির সঙ্গে একটি চুক্তিবদ্ধ আছি. তাই সম্ভব হলে আমি যোগ দিতে চাই ,
দয়া করে আমাকে আমার মেইল আইডি [email protected] জানাবেন বা টিউমেন্টের মাধ্যমে জানাবেন , উত্তরের অপেক্ষায় রইলাম ..

কি সৌভাগ্যের ব্যাপার! স্বয়ং অভিষেক হাজরা আমাদের সাথে অংশগ্রহণ করতে চাইছেন আর টেকটিউনস্ তাতে সম্মতি দেবে না, তাই কি হয় কখনো?

সুপ্রিয় অভিষেক হাজরা – আপনাকে এবং আপনার টিউন ভীষণ মিস্ করি, অভিনন্দন টেকটিউনে অংশগ্রহণের অভিপ্রায় প্রকাশের নিমিত্তে।

আশা রাখছি আপনার সরব পদ্চারনায় মুখরিত থাকবে টেকটিউনস্ 🙂

এরকম সুযোগ ত এখন আর নেই 🙁