গত ৭ বছরে টেকটিউনস তৈরি করছে বাংলা ভাষার বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় Engaged Community. পৃথিবীর ২৩০ টিও অধিক দেশের প্রায় ৩ কোটি+ Community Member সরাসরি Connected টেকটিউনস এর সাথে।
বিশ্বে বাংলা ভাষাভাষীর বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার এক অনন্য তীর্থ স্থানে পরিণত হয়েছে টেকটিউনস। লক্ষ লক্ষ তরুণের জীবন পরিবর্তনে টেকটিউনস রেখেছে অনন্য ভূমিকা।
লক্ষ লক্ষ তরুণ টেকটিউনসের বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা করে আজ সফল আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, প্রযুক্তিবিদ, ডিজাইনার, ডেভলোপার, সৌশাল মার্কেটার, কন্টেন্ট মার্কেটার সহ নানা পেশায় জড়িত।
টেকটিউনস সুপ্রিম টিউনার টিম
টেকটিউনসের জন্য হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরির জন্য টেকটিউনস এর রয়েছে টেকটিউনস সুপ্রিম টিউনার টিম। টেকটিউনস সুপ্রিম টিউনার টিম হচ্ছে টেকটিউনসের গাইডলাইন এ পরিচালিত হাই কোয়ালিটি টিউন তৈরির এক অনন্য টিম।
টেকটিউনস সুপ্রিম টিউনার টিম শুধু নামেই সুপ্রিম নয় কাজেও সুপ্রিম। টেকটিউনস সুপ্রিম টিউনারদের Work Style এই রয়েছে এক অভিনব ভিন্নতা। টেকটিউনস সুপ্রিম টিউনারদের সম্বন্ধে আরও জানতে পারেন এই টিউন থেকে।
আপনিও হতে পারেন টেকটিউনস সুপ্রিম টিউনার
আপনি যদি হোন একজন তুখর টেকব্লগার, টেকজাঙ্কিস বা টেকফ্রিক বা আপনি যদি তৈরি করতে পারেন ওয়েব ডেভলোপিং, ওয়েব ডিজাইনিং, প্রোগ্রামিং, ইলেক্ট্রনিক্স, হ্যাকিং, মোবাইল, স্মার্ট ফোন, রবোটিক্স, গ্যাজেট, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, সফটওয়্যার, ফ্রিওয়্যার, ওয়েবওয়্যার বা বিজ্ঞান ও প্রযুক্তির যে কোন ধরনের হাই কোয়ালিটি বাংলা কন্টেন্ট। তবে আপনিও টেকটিউনসের সুপ্রিম টিউনার টিমে যোগ দিতে পারেন!
--
কন্টেন্ট মার্কেটিং ও প্রমোশন স্প্যাশালাইজড সুপ্রিম টিউনার
কাজের ধারা : পার্ট টাইম
কাজের অবস্থান : ঢাকা
Gender : নারী পুরুষ উভয়ই
কন্টেন্ট মার্কেটিং ও প্রমোশন স্প্যাশালাইজড সুপ্রিম টিউনার এর যোগ্যতা
বিভিন্ন কোম্পানির Product ও Service নিয়ে মার্কেটিং ও প্রমোশনাল টিউন করতে পারদর্শি হতে হবে।
ওয়েবসাইট, মোবাইল সেট, ট্যাব, ল্যাপটপ, ইকমার্স ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য রিভিউ এ পারদর্শী হতে হবে।
কন্টেন্ট মার্কেটিং ও কন্টেন্ট প্রমোশন সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে।
চমকপ্রদ মার্কেটিং ও প্রমোশনাল ডায়ালগ এবং শিরোনাম তৈরিতে পারদর্শী হতে হবে।
কন্টেন্ট এর সাথে Smart ও Aesthetic ছবি সন্নিবেশের ধারণা থাকতে হবে।
গ্রাফিক্স এডিটিং এ বেসিক ধারণা থাকতে হবে। পারদর্শীতা অগ্রাধিকার পাবে।
প্রচন্ড সময়ানুবর্তী হতে হবে। নির্ধারিত সময় মোতাবেক টিউন জমা ও প্রকাশ করতে হবে।
ব্যান্ডিং, মার্কেটিং ও প্রমোশন মূলক বিভিন্ন সোর্স সম্বন্ধে ভালো ধারণা ও নিয়মিত আপডেট থাকতে হবে।
অব্শ্যই চৌকষ হতে হবে। বর্তমান কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট, ওয়েব ইত্যাদি প্রযুক্তি ও সম্বন্ধে সঠিক জ্ঞান ও চর্চার অভ্যাস থাকতে হবে।
অবশ্যই একজন ভাল টিউনার/ব্লগার হতে হবে এবং অবশ্যই বাংলা ব্লগিং এ পারদর্শি হতে হবে।
অবশ্যই প্রানবন্ত, সাবলীল ও প্রাঞ্জল বাংলায় ব্লগ/টিউন এর মাধ্যমে কমিউনিটির সাথে কমিউনিকেট করার যোগ্যতা থাকতে হবে।
টেকটিউনস এর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে।
ধৈর্য সম্পন্ন, অমায়িক ও নিয়মানুবর্তিতার যোগ্যতা থাকতে হবে।
বেসিক Photo Editing রিসাইজ, রিটাচ, ম্যানুপুলেশন ও বেসিক ভিডিও রেকর্ডিং জানা অগ্রাধিকার পাবে।
কন্টেন্ট মার্কেটিং ও প্রমোশন স্প্যাশালাইজড সুপ্রিম টিউনার অন্যান্য বিষয়:
শিক্ষাগত যোগ্যতা : আত্মবিশ্বাসী ও টেকটিউনস সুপ্রিম টিউনার হিসেবে কাজ করার প্রবল আগ্রহ
অতিরিক্ত যোগ্যতা : মেধাবি, পরিশ্রমী, কথা ও কাজে সৎ, অমায়িক, ভদ্র ও চৌকষ
বয়সসীমা : ২০ বছর - ৩৫ বছর
বেতন : টেকটিউনস পলিসি অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ২৮ নভেম্বর ২০১৫
কন্টেন্ট মার্কেটিং ও প্রমোশন স্প্যাশালাইজড সুপ্রিম টিউনার সুযোগ সুবিধা:
বিশ্বের সর্ববৃহৎ বাংলা সৌশল নেটওয়ার্ক ও কমিউনিটি সৃষ্টিকারি প্রতিষ্ঠান টেকটিউনস এর সাথে সরাসরি কাজ করা সুযোগ ও অভিজ্ঞতা।
এশিয়ার সবচেয়ে বড় ও সবচেয়ে জনপ্রিয় প্রায় ৩ কোটি+ প্রযুক্তি ও বিজ্ঞান সৌশল নেটওয়ার্ক ও কমিউনিটি ম্যানেজ করার সুযোগ।
টেকটিউনস এর Top-notch ওয়ার্কিং ম্যাথড এ কাজ করার সুযোগ।
টেকটিউনস এর ফেন্ডলি ওয়ার্কি কালচার উপভোগ করার সুযোগ।
টেকটিউনস এর GTD মেথডে কাজ করার অনন্য অভিজ্ঞতা।
টেকটিউনস এর Highly Productive Tools ব্যবহারের পুরো ৮ ঘন্টার ট্রেনিং।
World এর সর্ববৃহৎ Stock Image Shutter Stock এর ৪ কোটি+ স্টক ইমেইজ একসেস।
টেকটিউনস এর বিভিন্ন ইন্টার্নাল ইভেন্ট টেকটিউনস 'চিল আউট ডে', 'টেকটিউনস কফিকাপ', 'টেকটিউনস রোলিং লাইট' ইভেন্ট উপভোগের সুযোগ।
টেকটিউনস এর পলিসি অনুযায়ী বছরে ২ টি বোনাস প্রদান।
পারফরমেন্স ভাল হলে প্রতি বছর অন্তর টেকটিউনস পলিসি অনুযায়ী ইনক্রিমেন্ট।
কন্টেন্ট মার্কেটিং ও প্রমোশন স্প্যাশালাইজড সুপ্রিম টিউনার আবেদন:
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
সুন্দর উদ্যোগের জন্য টেকটিউনসকে অভিনন্দন। আশা করি টেকটিউনসকে এগিয়ে নিতে নতুন সুপ্রিম টিউনারগণ অগ্রণী ভূমিকা পালন করবে। প্রযুক্তির সুরে প্রযুক্তিপ্রেমিদের মাতিয়ে রাখতে টেকটিউনসের এই অনন্ত যাত্রা সফল হোক!
It’s a great chance to become a great Tuner and an opportunity to know the Tech world as well. As a student, it could be a great Volunteer work to focus you and your certificate, if you want to take higher education in the future in the Technology sector. On the other side, it’s a great session to express your creativity among the world. 🙂
সুন্দর উদ্যোগের জন্য টেকটিউনসকে অভিনন্দন। আশা করি টেকটিউনসকে এগিয়ে নিতে নতুন সুপ্রিম টিউনারগণ অগ্রণী ভূমিকা পালন করবে। প্রযুক্তির সুরে প্রযুক্তিপ্রেমিদের মাতিয়ে রাখতে টেকটিউনসের এই অনন্ত যাত্রা সফল হোক!