খুলনার সাতক্ষীরার ছেলে জিতে নিলেন!! এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ মে ২০১৫

এখনই ডট কম বাংলাদেশের সবথেকে প্রতিষ্ঠিত ই-কমার্স প্রতিষ্ঠান। সব ধরণের পণ্য সুলভে পাওয়ার এক বিশ্বস্ত প্রতিষ্ঠানও এখনই ডট কম। জ্যাম এবং কোলাহলকে দূরে ঠেলে নিরাপদে আপনার শপিং কে সামনে রেখে এখনই ডট কমের যাত্রা। প্রতিদিনের ব্যবহার্য প্রত্যেকটি পণ্য আপনি পাবেন এক শপিং মার্কেটে যার নাম এখনই ডট কম। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় এবং বিশ্বস্ত ই-কমার্স প্রতিষ্ঠান।

এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ | ছবি - Shutter Stock

টেকটিউনস বাংলা ভাষার প্রথম এবং সব থেকে জনপ্রিয় প্রযুক্তি সোশ্যাল নেটওয়ার্ক। লাখো লাখো প্রযুক্তি প্রেমী অসাধারণ টিউটোরিয়াল সমৃদ্ধ সোশ্যাল নেটওয়ার্কে পরিণত করেছেন আর বাংলার প্রযুক্তি প্রেমীকে দিচ্ছেন নিত্য নতুন প্রযুক্তির স্বাদ টেকটিউনসের মাধ্যমে। টেকটিউনস ৩ কোটির ও বেশি প্রযুক্তি প্রেমীর এক সুবিশাল কমিউনিটি। প্রযুক্তির সকল বিষয়ে যেখানে আছে সমান পদচারণ।

এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জঃ

বাংলাদেশের সেরা ই-কমার্স প্রতিষ্ঠান এখনই ডট কম এবং বাংলা ভাষার সব থেকে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক টেকটিউনস বাংলার প্রতিভা সম্পন্ন টিউনারদের উৎসাহ সৃষ্টিতে এক বিশাল টিউনার চ্যালেঞ্জ আয়োজন করে। যেখানে টেকটিউনসে যারা প্রতি মাসে সব থেকে সৃষ্টিশীল এবং মানসম্মত টিউন করবেন তাদেরকে এখনই ডট কম থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। যাচায় – বাছায় করে যিনি মাসে টেকটিউনস নীতিমালা অনুসারে সবথেকে বেশি টিউন করবেন তাকেই মূলত পুরস্কৃত করা হবে।

বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস। বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ২ কোটি প্রযুক্তিপ্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। শুধু বাংলা ভাষাভাষীই নয় টেকটিউনস ট্রান্সলেট করে বিশ্বের বহু ভিনভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, ডিজাইনার, কোডার, ডেভলোপার, প্রকৌশলী এর হাতে খড়ি হয় টেকটিউনস থেকে-ই। বাংলাদেশের প্রকৃত ডিজিটাল বিপ্লব এর পথিকৃত টেকটিউনস। বাংলা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিশ্বের সবচেয়ে একটিভ ও বিশ্বস্ত কমিউনিটি হল টেকটিউনস।

বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক টেকটিউনস ও দেশের অন্যতম সেরা ই-কমাস এখনই ডট কম এর উদ্যোগে চলছে এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ। এই প্রতিযোগিতায় মাসের সেরা টপটিউনারকে এখনই ডটকমের পক্ষ থেকে পুরষ্কৃত করা হবে। পুরষ্কার এখনই ডট কমের প্রধান কার্যালয় থেকে প্রদান করা হবে।

এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ সম্পর্কে আরও জানতে,

এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ!!! টিউন করে হয়ে যান মাসের টপ টিউনার, আর নিয়ে নিন এখনই ডট কমের পক্ষ থেকে পুরষ্কার!!

প্রতিযোগিতার নিয়ম যাছাই বাচাই এ উত্তীর্ণ হয়ে বিজয়ী

এখই টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে এর নিয়ম অনুযায়ী শুধু মাত্র মাসের টপ টিউনার তালিকায় থাকলেই সেরা টিউনার হিসেবে বিবেচিত হবে না।  মাসের শেষ তারিখে ৩০ বা ৩১ তারিখে তালিকাবদ্ধ টপ টিউনারদের  মধ্যে যিনি সর্বোচ্চ টিউনারকারি হবেন তার  ১ থেকে ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত করা প্রতিটি টিউন  প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই বাচাই করা হয়। প্রতিটি টিউনে শব্দ সংখ্যা ৭০০ শব্দের মধ্যে ছিল কিনা, প্রতিটি টিউনটি মৌলিক কিনা, টিউন গুলো টেকটিউনস ছাড়া পূর্বে কোথাও প্রকাশ হয়েছে কিনা  সহ প্রতিযোগির সকল নিয়ম মেনে টিউন করেছে কিনা  এ সকল বিষয় টেকটিউনস থেকে যাচাই বাছাই করা হয়। যদি কোন টিউন প্রতিযোগিতার নিয়ম মোতাবেক না হয় তবে ঠিক তার পরবর্তি টিউনার এর টিউন পর্যালোচনা করা হয়।

মে মাসের (২০১৫) এখনই-টেকটিউনস সেরা টপ টিউনার চ্যালেঞ্জ:

এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী  মে ২০১৫ এর শীর্ষ টিউনকারি টিউনার অরিন্দম পাল এর মে মাসে করা ৩০ টি টিউন  যাচাই বাচাই করা হয়। যাচাই বাচাইয়ে টিউনার অরিন্দম পাল এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের নীতিমালায় উত্তীর্ণ হন।

ফলে  টিউনার অরিন্দম পালকে মে ২০১৫ এর এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের বিজযী হিসেবে ঘোষনা করা হল। একই সাথে তিনি এখনই-টেকটিউনস সেরা চ্যালেঞ্জের সর্ব তৃতীয় বিজয়ী।

টেকটিউনস ও এখনই ডট কমের পক্ষ থেকে টিউনার অরিন্দম পালকে আন্তরিক অভিনন্দন!

আরও দেখুনঃ

এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের প্রথম এবং মার্চ মাসের সেরা টিউনার সম্পর্কে জানতে পেরবেন এখান থেকে,

এখনই – টেকটিউনস এপ্রিল মাসের সেরা টিউনার সম্পর্কে জানতে পারবেন এখানে,

তৃতীয় বিজয়ী টিউনার অরিন্দম পালঃ

অরিন্দম পাল ২৬ মে ২০১২ টেকটিউনসে রেজিস্ট্রেশন করেন। নিয়মিত টেকটিউনস ভিজিট ছিল অরিন্দমের নেশা। ৪ আগস্ট ২০১৪ টেকটিউনসে সাহায্য বিভাগে লেখার মাধ্যমে অরিন্দম পালের টেকটিউনস টিউনার জীবন শুরু। সেই থেকে নিয়মিত টেকটিউনসে লিখে চলেছেন। খুলান বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিন্দম পাল সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার এক গ্রামে বেড়ে উঠেছেন। প্রযুক্তির সাথে থাকতেই যার ভালো লাগে। প্রোগ্রামিং যাকে খুব বেশি টানে।

অরিন্দম পাল গত এই বছরের শুরু থেকে দারুণ সব টিউন করা শুরু করেন। টেকটিউনস এবং এখনই ডট কমের পক্ষ থেকে অরিন্দম পালকে অনেক অনেক ধন্যবাদ সেরা টিউনার চ্যালেঞ্জ বিজয়ী হওয়ায়।

মে ২০১৫ এখনই – টেকটিউনস সেরা টিউনার পুরস্কার প্রদানঃ

পুরো মে জুড়ে এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর সকল নীতিমালা মেনে এবং দারুন আর মানসম্মত টিউন করে মার্চ মাসের টপটিউনার হিসেবে বিজয় হলেন টেকটিউনস এর টিউনার অরিন্দম পাল। এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর নিয়ম মোতাবেক এখইন ডট কমের গুলশান কার্যালয় থেকে টিউনার অরিন্দম পালকে পুরষ্কৃত করা হয়।

পুরস্কার  প্রদান করেন এখনই ডট কম এর এখনই ডট কমের সহকারী ম্যানেজার (সেলস বিভাগ) জনাব আরিফ হাসান।  এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর সবধরনের সহয়তা প্রদান করেন এখনই  ডটকমের সিনিয়র ডিজিটাল মার্কেটার মো. মাহফুজুল ইসলাম ও  এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ বাস্তবায়নে সার্বিক সহয়তা প্রদান করেন এখনই ডট কমের এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার জনাব মইনুল ইসলাম। এছাড়া এখনই ডট কমের CEO ও বেসিস প্রেসিডেন্ট জনাব শামীম আহসান ও এবং টেকটিউনস সিইও মেহেদী হাসান আরিফ এখনই – টেকটিউনস সেরা বিজয়ী অরিন্দম পালকে অভিনন্দন জানান।

পুরস্কারশেষে এখনই ডট কমের সহকারী ম্যানেজার (সেলস বিভাগ) জনাব আরিফ হাসান এখনই – টেকটিউনস সেরা টিউনার সম্পর্কে জানান,

আমি এখনই টেকটিউনস টপ টিউনার কন্টেস্ট এর মে মাসের বিজয়ী টপ টিউনার অরিন্দম পালকে অভিনন্দন জানাই, এবং আশা করি তিনি ভবিষ্যতে আরো ভালো ভালো টিউন করে সবাইকে উপহার দিবেন।

পুরস্কার বিজয়ী অরিন্দম পাল বলেন,

এখনই টেকটিউনস টপ টিউনার কনটেস্ট এর মে মাসের টপ টিউনার বিজয়ী হতে পেরে আমি খুবই আনন্দিত, এই পুরষ্কার আমাকে উজ্জীবিত করবে ভবিষ্যতে টেকটিউনস এ আরো ভালো মানের টিউন করার জন্য। এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করার জন্য এখনই ডট কম ও টেকটিউনস কে আমার পক্ষ থেকে আন্ত্রিক ধন্যবাদ। আশা করি এই প্রতি যোগিতার মাধ্যমে আরো ভালো মানের টিউনার উঠে আসবে টেকটিউনস এ।

এখনই ডট কম বাংলাদেশের সেরা অনলাইন ই-কমার্স

এখনই ডট কম বাংলাদেশের সেরা অনলাইন ই-কমার্স সাইট। সব ধরণের পণ্য কেনা বেচার জন্য বিশ্বস্ত মার্কেটপ্লেস এই এখনই ডট কম।  এখনই ডট কম বাংলাদেশের ই-কমার্স সাইটের রুপকার এবং সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স সাইটও। দৈনন্দিন কাজের সকল পণ্যের এক বিশাল সমাহার এখনই ডট কম। এই অনলাইন জীবনে ঘরে বসে কেনাকাটার এক সহজ এবং  নির্ভরযোগ্য মাধ্যম এখনই ডট কম

সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা কেনাকাটার এক সুবর্ণ সুযোগ থাকছে এখনই ডট কমে। তাছাড়া ফোন কল করে পণ্য কেনার এক দারুণ সুযোগ। যা মানুষকে অনলাইনে পণ্য কেনাকাটার জন্য খুব বেশি আগ্রহী করে তোলে। সর্বোপরি এখনই ডট কম অনলাইন কেনাকাটার এক বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ঠিকানা।

টেকটিউনস - বিশ্বের ৩ কোটির এক সুবিশাল বাংলা ভাষাভাষীর বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক

টেকটিউনস বিশ্বে ৩ কোটির এক সুবিশাল বাংলা ভাষাভাষী সৌশল প্রযুক্তি নেটওয়ার্ক | ছবি - Shutter Stock

টেকটিউনস বিশ্বে ৩ কোটির এক সুবিশাল বাংলা ভাষাভাষী সৌশল প্রযুক্তি নেটওয়ার্ক। হাতে ধরে প্রযুক্তি পেশা জীবী তৈরি এবং সমাধান ক্ষেত্রের জন্য টেকটিউনস প্রযুক্তি প্রেমীদের এক সুনিবিড় আড্ডাখানা। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার,  ডিজাইনার,  কোডার, ডেভলোপার,  প্রকৌশলী তৈরির এক দক্ষ কারিগর টেকটিউনস। বিশ্বের ২২০ টি দেশ থেকে নিয়মিত টেকটিউনস পড়া হয়। অগণিত টেকপ্রেমী গড়ে উঠেছে টেকটিউনসের ছত্রছায়ায়।

আপনিও হোন এ মাসের এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর বিজয়ী

এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ প্রতি মাসের সেরা টিউনারদের জন্য। এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর সকল নীতিমালা মেনে প্রতি মাসের টিউন করে আপনিও হতে পারেন আপনি ও হতে পারেন এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর পরবর্তী বিজয়ী। সেজন্য আপনাকে এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ  প্রতিযোগিতার সকল নিয়ম মেনে নিয়মিত ভালোমানের প্রযুক্তি সম্পর্কিত টিউন করতে হবে।

আপনি যদি ভালো মানের টিউনার হন, আপনি যদি প্রযুক্তি নিয়ে দারুন আর মান সম্মত টিউন করতে পারেন, তাহলে আপনিও হতে পারেন এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর বিজয়ী!!

Level 9

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2930 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

I’m not happy. Amar kache জুবায়ের আহমদ শাকিল vaike beshi joggo mone hoyeche. :/

    মাসের টপ টিউনার হওয়ার শর্তগুলো সম্পর্কে মনে হয় আপনি জানেন না। টিউনের সংখ্যা এবং গুনগত মানের দিক থেকে যে কোয়ালিফাইড হবে তাকেই বিজয়ী করা হবে। শাকিল ভাইয়ের টিউনগুলোও ভালো তবে সেগুলো কী টেকটিউসের টপ টিউনার হওয়ার শর্তের সাথে সবগুলোই সামঞ্জস্যপূর্ণ? তবে সব শর্ত ঠিক থাকলে শাকিল ভাই জুন মাসের টপ টিউনার হতে পারবে মনে হয়। কারন তিনি প্রায় এ মাসের টপ লিস্টে আছে। বর্তমান টপ টিউনার এবং আগামী টপ টিউনারের জন্য শুভ কামনা।

    এখনই টেকটিউনস প্রতিযোগিতার কিছু নিয়ম আছে যা মেনে প্রতিযোগী নির্ধারণ করা হয়। প্রতিযোগিতার নিয়ম দেখুন এখান থেকে https://www.techtunes.io/techtunes/tune-id/316908 আর আপনার উল্লেখিত টিউনার এর সকল টিউনই কপি টিউন।

best of luck

“অরিন্দম পাল ২৬ মে ২০১৫ টেকটিউনসে রেজিস্ট্রেশন করেন। নিয়মিত টেকটিউনস ভিজিট ছিল অরিন্দমের নেশা। ৪ আগস্ট ২০১৫ টেকটিউনসে সাহায্য বিভাগে লেখার মাধ্যমে অরিন্দম পালের টেকটিউনস টিউনার জীবন শুরু।”
এই লেখাটুকুর তারিখটা নিয়ে আমি একটু চিন্তিত………………………………………..

he is the most favorite bike tuner in TT,,

Best of luck, আমার পক্ষ থেকেও থাকল অন্যরকম পুরস্কার আর তা হল উনার বাইক গুলা উনার কাছেই রেখে দেন। উনার মতো বাইক রিসার্চার আর একজনও আমি দেখিনি।

প্রযুক্তি বিষয়ক সাইটে বাইক নিয়ে রিভিউ দিয়ে টপ টিউনার (?) বাইকের বেসিক মেরামত শেখালে হয়ত কিছুটা কাজে লাগতো, কিন্তু শুধুই বাইক রিভিউতে শেখার মত কি আছে কিছুই বুঝলাম না। যাইহোক- টিউনার কে স্বাগতম।

    টেকটিউনস এ টিউন করলেই শুধু এখনই-টেকটিউনস প্রতিযোগিতার জয়ী হওয়া যায় না। এখনই টেকটিউনস প্রতিযোগিতার নিয়মাবলী দেখুন https://www.techtunes.io/techtunes/tune-id/316908

    এখই টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে এর নিয়ম অনুযায়ী শুধু মাত্র মাসের টপ টিউনার তালিকায় থাকলেই সেরা টিউনার হিসেবে বিবেচিত হবে না। মাসের শেষ তারিখে ৩০ বা ৩১ তারিখে তালিকাবদ্ধ টপ টিউনারদের মধ্যে যিনি সর্বোচ্চ টিউনারকারি হবেন তার ১ থেকে ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত করা প্রতিটি টিউন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই বাচাই করা হয়। প্রতিটি টিউনে শব্দ সংখ্যা ৭০০ শব্দের মধ্যে ছিল কিনা, প্রতিটি টিউনটি মৌলিক কিনা, টিউন গুলো টেকটিউনস ছাড়া পূর্বে কোথাও প্রকাশ হয়েছে কিনা সহ প্রতিযোগির সকল নিয়ম মেনে টিউন করেছে কিনা এ সকল বিষয় টেকটিউনস থেকে যাচাই বাছাই করা হয়। যদি কোন টিউন প্রতিযোগিতার নিয়ম মোতাবেক না হয় তবে ঠিক তার পরবর্তি টিউনার এর টিউন পর্যালোচনা করা হয়।

    মে ২০১৫ এর বিজয়ী টিউনার এর বাইক টিউন গুলো বাদ দিয়েই উনার ইউনিক টিউনের জন্যই বিজয়ী হয়েছে। এখনই টেকটিউনস প্রতিযোগিতার নিয়মাবলী দেখুন https://www.techtunes.io/techtunes/tune-id/316908

Level 2

আমি এই বাইক টিউন একটাও দেখিনাই।

    টেকটিউনস এ টিউন করলেই শুধু এখনই-টেকটিউনস প্রতিযোগিতার জয়ী হওয়া যায় না। এখনই টেকটিউনস প্রতিযোগিতার নিয়মাবলী দেখুন https://www.techtunes.io/techtunes/tune-id/316908

    এখই টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে এর নিয়ম অনুযায়ী শুধু মাত্র মাসের টপ টিউনার তালিকায় থাকলেই সেরা টিউনার হিসেবে বিবেচিত হবে না। মাসের শেষ তারিখে ৩০ বা ৩১ তারিখে তালিকাবদ্ধ টপ টিউনারদের মধ্যে যিনি সর্বোচ্চ টিউনারকারি হবেন তার ১ থেকে ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত করা প্রতিটি টিউন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই বাচাই করা হয়। প্রতিটি টিউনে শব্দ সংখ্যা ৭০০ শব্দের মধ্যে ছিল কিনা, প্রতিটি টিউনটি মৌলিক কিনা, টিউন গুলো টেকটিউনস ছাড়া পূর্বে কোথাও প্রকাশ হয়েছে কিনা সহ প্রতিযোগির সকল নিয়ম মেনে টিউন করেছে কিনা এ সকল বিষয় টেকটিউনস থেকে যাচাই বাছাই করা হয়। যদি কোন টিউন প্রতিযোগিতার নিয়ম মোতাবেক না হয় তবে ঠিক তার পরবর্তি টিউনার এর টিউন পর্যালোচনা করা হয়।

    মে ২০১৫ এর বিজয়ী টিউনার এর বাইক টিউন গুলো বাদ দিয়েই উনার ইউনিক টিউনের জন্যই বিজয়ী হয়েছে। এখনই টেকটিউনস প্রতিযোগিতার নিয়মাবলী দেখুন https://www.techtunes.io/techtunes/tune-id/316908

আমি বিশ্বাস করতে পারছি না ! যে ওনি (!) ! বাইক নিয়ে যদি টিউন করে টপ টিউনার হওায়া যায় তাইলে উই আর রেডি ফর টিউন বাইক 😛 😀 ! আমার মনে হয় এখনই-টেকটিউনস সেরা টিউনার ফরহাদ ভাই হওয়া উচিত!!!! এনিওয়ে বেষ্ট ওফ লাক অরিন্দম পাল 😀 😀 আপনার কাছ থাকে বাইক-ছারা আর অনেক কিছু আশা করি!

    টেকটিউনস এ টিউন করলেই শুধু এখনই-টেকটিউনস প্রতিযোগিতার জয়ী হওয়া যায় না। এখনই টেকটিউনস প্রতিযোগিতার নিয়মাবলী দেখুন https://www.techtunes.io/techtunes/tune-id/316908

    এখই টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে এর নিয়ম অনুযায়ী শুধু মাত্র মাসের টপ টিউনার তালিকায় থাকলেই সেরা টিউনার হিসেবে বিবেচিত হবে না। মাসের শেষ তারিখে ৩০ বা ৩১ তারিখে তালিকাবদ্ধ টপ টিউনারদের মধ্যে যিনি সর্বোচ্চ টিউনারকারি হবেন তার ১ থেকে ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত করা প্রতিটি টিউন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই বাচাই করা হয়। প্রতিটি টিউনে শব্দ সংখ্যা ৭০০ শব্দের মধ্যে ছিল কিনা, প্রতিটি টিউনটি মৌলিক কিনা, টিউন গুলো টেকটিউনস ছাড়া পূর্বে কোথাও প্রকাশ হয়েছে কিনা সহ প্রতিযোগির সকল নিয়ম মেনে টিউন করেছে কিনা এ সকল বিষয় টেকটিউনস থেকে যাচাই বাছাই করা হয়। যদি কোন টিউন প্রতিযোগিতার নিয়ম মোতাবেক না হয় তবে ঠিক তার পরবর্তি টিউনার এর টিউন পর্যালোচনা করা হয়।

    মে ২০১৫ এর বিজয়ী টিউনার এর বাইক টিউন গুলো বাদ দিয়েই উনার ইউনিক টিউনের জন্যই বিজয়ী হয়েছে। এখনই টেকটিউনস প্রতিযোগিতার নিয়মাবলী দেখুন https://www.techtunes.io/techtunes/tune-id/316908

আমি মনে করি টেকটিউনস এর সিদ্ধান্তই চুরান্ত।তবে একটা কথা না বললেই নয় আর তা হল :
1.প্রতিটি টিউনটি মৌলিক কিনা,
2. টিউন গুলো টেকটিউনস ছাড়া পূর্বে কোথাও প্রকাশ হয়েছে কিনা
3.টেকটিউনস টিউন নীতিমালা ভঙ্গ না করে টিউন করেছে কিনা ইত্যাদি।
আমরা যারা টিউন করি অনেকেই নিজে যা জানে তাই শেয়ার করে কোন কপি পেস্ট ছাড়াই।
আমি জানি টেকটিউনস এ সর্বনিম্ন শব্দসংখ্যা ২০০ ছাড়া টিউন প্রকাশিত হয় না।তাহলে প্রতিযোগিতার জন্য কেন সর্বনিম্ন শব্দসংখ্যা ৭০০ করেছেন ? একটু দয়া করে যদি বলতেন।এই কমেন্ট করা যদি আমার ভূল হয় তবে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

WELCOME অরিন্দম পাল asa kore apne onk valo kisu kora dakhan apner jonno suvo kamona royelo ar রবিউল ইসলাম ame apner 3/4 ta tune porche apne too nizar blog ar add dan apne chup thakan faltu tune koran amer 1gb sas with time kono kazar na .lok ka bivrantoo korta TT ta kano ?
SEO koran giya.

bhai Arup baidya ami ki kore apner 1gb sas korlam jodi bolten ?

দেশী ভাই হিসাবে অরিন্দমকে অনেক অনেক ধন্যবাদ মে মাসের সেরা টিউনার হওয়ায়!!
আরও ভালো কিছু পাবো আশা করি। 🙄

সানিম মাহবীর ফাহাদ
আমার মতে সানিম মাহবীর ফাহাদ ভাইয়ের পুরস্কার টা প্রাপ্য ছিল…কি আর বলব আমি নিজেই অনেক অনেক হতাশ …

Level 0

good

আপনার girl friend এর মোবাইল কল হিস্টরী দেখুন অ্যান্ড্রয়েড এ্যাপস দিয়ে শুুধু মাত্র বাংলালিংক ইউজার।
https://www.techtunes.io/android-apps/tune-id/368453

Best Of Luck…

অভিনন্দন অরিন্দম পালকে। আশা করি পরবর্তীতেও আপনার কাছে ভাল কিছু পাব প্রত্যাশা করছি!

এত word এর কারনে ভাল পোস্ট দিতে পারি না।

অভিনন্দন