বাংলাদেশের সর্বজন স্বীকৃত ই-কমার্স সাইট এখনই ডট কম এবং বাংলা ভাষার জনপ্রিয় এবং সর্ববৃহৎ প্রযুক্তি সৌশল নেটওয়ার্ক টেকটিউনস অনলাইন লেখালেখিকে উৎসাহিত করার জন্য গত মার্চ মাস থেকে যৌথ উদ্যাগে আয়োজন করেছে এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে প্রতিযোগিতার নির্দিষ্ট নিয়ম মেনে প্রতি মাসে সর্বোচ্চ টিউনকারিকে এখনই ডট কম থেকে পুরষ্কৃত করার উদ্যোগ নেওয়া হয়।
যারা প্রযুক্তিপ্রেমী এবং দারুণ সব টেক আর্টিকেল লেখায় পারদর্শী তাদেরকে প্রকাশ করার এক দারুণ সুযোগ এই টিউনার চ্যালেঞ্জ। প্রতিযোগিতার নির্দিষ্ট নিয়ম মেনে সবথেকে সৃজনশীল এবং মানসম্মত টিউন করে যিনি মাসের টপ টিউনার হবেন তাঁকে এখনই ডট কম থেকে এই পুরস্কার দেওয়া হবে।
গত মার্চ মাসে এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ ঘোষণা করা হয়। ঘোষনার পর থেকে পুরো টেকটিউনস কমিউনিটি ও বিভিন্ন সৌশল মিডিয়াতে বেশ সাড়া পড়ে যায়। ঘোষনার পর থেকেই টেকটিউনাররা এখনই-টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে অংশ নেয়। পুরো মার্চ মাস জুড়ে টিউনাররা টিউন করে এবং মাসের শেষ তারিখে অর্থাৎ ৩১ মার্চ রাত ১১:৫৯ মিনিটে টপ টিউনার তালিকায় যথাক্রমে আইটি সরদার, হোসাইন আহম্মদ, আশিকুর রহমান, সানিম মাহবীর ফাহাদ, স্বপ্নহীণ সহ আরও অনেক টিউনার তালিকাবদ্ধ হন।
এর মধ্যে টিউনার আইটি সরদার মার্চ ০১ থেকে মার্চ ৩১ পর্যন্ত মোট ৩০ টি টিউন করে টেকটিউনস মাসের টপটিউনার তালিকায় শীর্ষ অবস্থান নেন। তাঁর সহ প্রতিদ্বন্দ্বী টিউনার হোসাইন আহম্মদ করেন ১৯ টি টিউন এবং টিউনার আশিকুর রহমান করেন ১৮ টি টিউন এবং সানিম মাহবীর ফাহাদ করেন ১৬ টি টিউন।
এখই টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে এর নিয়ম অনুযায়ী শুধু মাত্র মাসের টপ টিউনার তালিকায় থাকলেই সেরা টিউনার হিসেবে বিবেচিত হবে না। মাসের শেষ তারিখে ৩০ বা ৩১ তারিখে তালিকাবদ্ধ টপ টিউনারদের মধ্যে যিনি সর্বোচ্চ টিউনারকারি হবেন তার ১ থেকে ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত করা প্রতিটি টিউন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই বাচাই করা হয়। প্রতিটি টিউনে শব্দ সংখ্যা ৭০০ শব্দের মধ্যে ছিল কিনা, প্রতিটি টিউনটি মৌলিক কিনা, টিউন গুলো টেকটিউনস ছাড়া পূর্বে কোথাও প্রকাশ হয়েছে কিনা সহ প্রতিযোগির সকল নিয়ম মেনে টিউন করেছে কিনা এ সকল বিষয় টেকটিউনস থেকে যাচাই বাছাই করা হয়। যদি কোন টিউন প্রতিযোগিতার নিয়ম মোতাবেক না হয় তবে ঠিক তার পরবর্তি টিউনার এর টিউন পর্যালোচনা করা হয়।
এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী মার্চ ২০১৫ এর শীর্ষ টিউনকারি টিউনার আইটি সরদার এর মার্চ মাসে করা ৩০ টি টিউন যাচাই বাচাই করা হয়। যাচাই বাচাইয়ে টিউনার আইটি সরদার এর ৩০ টি টিউন এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের নীতিমালায় উত্তীর্ণ হন।
ফলে টিউনার আইটি সরদারকে মার্চ ২০১৫ এর এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের বিজযী হিসেবে ঘোষনা করা হল। একই সাথে তিনি এখনই-টেকটিউনস সেরা চ্যালেঞ্জের সর্ব প্রথম বিজয়ী।
টেকটিউনস ও এখনই ডট কমের পক্ষ থেকে ইমরান তপু সরদারকে আন্তরিক অভিনন্দন!
ইমরান তপু সরদার, তবে টেকটিউনসে সবাই আইটি সরদার হিসেবে জানে তাকে। ১৮ ফেব্রুয়ারি ২০১৩ সালের ইমরান তপু সরদার টেকটিউনসে প্রথম টিউনারশীপ নেন। তবে টেকটিউনস তখনও টিউন করা শুরু করেননি। ২৬ শে মার্স ২০১৪ তে তিনি তার প্রথম টিউন প্রকাশ করেন এবং ফ্রিল্যান্সিং এ আমরা কেন ব্যর্থ হই? সেই থেকেই টেকটিউনস এ তাঁর পথ চলা। এরপর থেকে তিনি টেকটিউনস এ নিয়মিত ভালো মানের টিউন করতে থাকেন।
ধীরে ধীরে আইটি সরদার দারুন দারুণ টিউন করে টেকটিউনস এর টিউনার, টিউডার ও টিউজিটরদের মনে জায়গা করে নেন। তৈরি করেন তাঁর অসংখ্য অনুসারী। তার টিউনের মান ও শৈলী ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আইটি সরদার থেকে তিনি আইটি ওস্তাদ এ পরিণত হন। তিনি টেকটিউনসে দ্রুত টপটিউনার তালিকায় চলে আসেন। এখন পর্যন্ত তিনি ৫ম টপটিউনার হিসেবে তালিকায় রয়েছেন।
এ বছরের শুরু থেকে দারণ ও এক্সক্লুসিভ সব টপিক নিয়ে টিউন করা শুরু করেন এবং টিউনের মানে এ ধারায় নিয়ে আসেন আমূল পরিবর্তন। এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের ঘোষাণার পর পর টিউন আইটি সরদারকে বেশ স্বক্রিয় দেখা যায়। পুরো মার্চ মাস জুড়ে দারুন সব টিউন টেকটিউনস কমিউনিটিকে উপহার দেওয়া শুরু করেন। প্রতিযোগিতার সকল নিয়মাবলী মেনে ৩০ টি দারুন টিউন করে মাসের টপ টিউনার তালিকায় শীর্ষ অবস্থানে চলে আসেন এবং জিতে নিলেন মার্চ ২০১৫ এর এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ।
পুরো মাস জুড়ে এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর সকল নীতিমালা মেনে এবং দারুন আর মানসম্মত টিউন করে মার্চ মাসের টপটিউনার হিসেবে বিজয় হলেন টেকটিউনস এর টপটিউনার ইমরান তপু সরদার। এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর নিয়ম মোতাবেক এখইন ডট কমের গুলশান কার্যালয় থেকে ইমরান তপু সরদারকে পুরষ্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন এখনই ডট কম এর ইনভেন্টরি ম্যনেজার জনাব কাজি মারুফুজ জামান। এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর সবধরনের সহয়তা প্রদান করেন এখনই ডটকমের সিনিয়র ডিজিটাল মার্কেটার মো. মাহফুজুল ইসলাম ও এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ বাস্তবায়নে সার্বিক সহয়তা প্রদান করেন এখনই ডট কমের এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার জনাব মইনুল ইসলাম। এছাড়া এখনই ডট কমের CEO ও বেসিস প্রেসিডেন্ট জনাব শামীম আহসান ও অভিনন্দন জানান।
এখনই ডট কম এর ইনভেন্টরি ম্যনেজার জনাব কাজি মারুফুজ জামান বলেন
"এখনই টেকটিউনস টপ টিউনার চ্যালেঞ্জ এর সাথে থাকতে পেরে এখনই ডট কম গর্বিত। এই চ্যালেঞ্জ এর প্রথম বিজিয়ী ইমরান তপু সরদার কে আমাদের এখনই ডট কমের পক্ষ থেকে অভিনন্দন। আমরা আশা করি এই ধরনের চ্যালেঞ্জ কম্পিটিশনের মাধ্যমে আরো ভালো মানের টিউনার তৈরি হবে।"
এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ জিতে বিজয় ইমরান তপু সরদার বলেন
"টেকটিউনস বাংলা ভাষার শ্রেষ্ঠ প্রযুক্তি সৌশল নেটওয়ার্ক, সেখানকার একজন নিয়মিত টিউনার হতে পেরে আমি ধন্য আর আজকের এই এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের বিজয়ী হতে পেরে সত্যিই আমি অনেক গর্বিত। এই সাফল্যের জন্য টেকটিউনস প্রতিষ্ঠাতা সি,ই,ও মেহেদী হাসান আরিফ ভাই ও এখনই ডট কম পরিবারের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং আমার সকল ভালোবাসা টেকটিউনসে আমার টিউডারদের জন্য। আমি যেন ভবিষ্যতে আরও ভালো মানের টিউন আপনাদের উপহার দিতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আমি টেকটিউনসের সার্বজনীন সাফল্য কামনা করি।"
টেকটিউনসের এই সুবিশাল প্রযুক্তি সৌশল নেটওয়ার্ক এবং এখনই ডট কমের পক্ষ থেকে ইমরান তপু সরদারকে অনেক অনেক অভিনন্দন।
এখনই ডট কম বাংলাদেশের সেরা অনলাইন ই-কমার্স সাইট। সব ধরণের পণ্য কেনা বেচার জন্য বিশ্বস্ত মার্কেটপ্লেস এই এখনই ডট কম। এখনই ডট কম বাংলাদেশের ই-কমার্স সাইটের রুপকার এবং সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স সাইটও। দৈনন্দিন কাজের সকল পণ্যের এক বিশাল সমাহার এখনই ডট কম। এই অনলাইন জীবনে ঘরে বসে কেনাকাটার এক সহজ এবং নির্ভরযোগ্য মাধ্যম এখনই ডট কম।
সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা কেনাকাটার এক সুবর্ণ সুযোগ থাকছে এখনই ডট কমে। তাছাড়া ফোন কল করে পণ্য কেনার এক দারুণ সুযোগ। যা মানুষকে অনলাইনে পণ্য কেনাকাটার জন্য খুব বেশি আগ্রহী করে তোলে। সর্বোপরি এখনই ডট কম অনলাইন কেনাকাটার এক বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ঠিকানা।
টেকটিউনস বিশ্বে ৩ কোটির এক সুবিশাল বাংলা ভাষাভাষী সৌশল প্রযুক্তি নেটওয়ার্ক। হাতে ধরে প্রযুক্তি পেশা জীবী তৈরি এবং সমাধান ক্ষেত্রের জন্য টেকটিউনস প্রযুক্তি প্রেমীদের এক সুনিবিড় আড্ডাখানা। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, ডিজাইনার, কোডার, ডেভলোপার, প্রকৌশলী তৈরির এক দক্ষ কারিগর টেকটিউনস। বিশ্বের ২২০ টি দেশ থেকে নিয়মিত টেকটিউনস পড়া হয়। অগণিত টেকপ্রেমী গড়ে উঠেছে টেকটিউনসের ছত্রছায়ায়।
এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ প্রতি মাসের সেরা টিউনারদের জন্য। এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর সকল নীতিমালা মেনে প্রতি মাসের টিউন করে আপনিও হতে পারেন আপনি ও হতে পারেন এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর পরবর্তী বিজয়ী। সেজন্য আপনাকে এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ প্রতিযোগিতার সকল নিয়ম মেনে নিয়মিত ভালোমানের প্রযুক্তি সম্পর্কিত টিউন করতে হবে।
আপনি যদি ভালো মানের টিউনার হন, আপনি যদি প্রযুক্তি নিয়ে দারুন আর মান সম্মত টিউন করতে পারেন, তাহলে আপনিও হতে পারেন এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর বিজয়ী!!
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2932 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
অভিনন্দন !!!