ডয়চে ভেলের দ্য বব্স ২০১৫ প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগীদের নির্ধারণ করা হয়েছে৷ অনলাইন ব্যবহারকারীরা এখন ভাষাভিত্তিক বিভাগে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন৷ বাংলা ভাষা বিভাগে এবার রয়েছে চমক৷
ডয়চে ভেলে চলতি বছরের প্রতিযোগিতায় ভোটাভুটির ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছে। ফলে মিশ্র ভাষা বিভাগ তিনটি অর্থাৎ জুরি ক্যাটেগরিগুলোতে ভোটের ব্যবস্থা থাকছে না। মিশ্র ভাষা বিভাগগুলোর মধ্যে শিল্প ও সংবাদমাধ্যম বিভাগে চলতি বছর বাংলার প্রতিনিধি কাটুর্নিস্ট শিশির ভট্টাচার্য, সামাজিক পরিবর্তন বিভাগে রয়েছেন ব্লগার রাফিদা বন্যা আহমেদ এবং গোপনীয়তা ও তথ্য সুরক্ষা বিভাগে রয়েছে টেকটিউনস।
মিশ্র ভাষা বিভাগগুলোর মধ্যে তথ্য ও সুরক্ষা বিভাগে টেকটিউনস মনোনিত হয়েছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে
প্রযুক্তিপ্রেমীদের প্ল্যাটফর্ম টেকটিউনস৷ কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সহজ সমাধান মেলে এই প্ল্যাটফর্মে৷ নিরাপদে কম্পিউটার ও মোবাইল ব্যবহারের বিষয়টি বাংলাদেশে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে৷ কারণ সাম্প্রতিক সময়ে মানুষের ফোনালাপ ইন্টারনেটে প্রকাশের কয়েকটি ঘটনা ঘটেছে, যা মানুষকে ভাবিয়ে তুলেছে৷ যারা নতুন তথ্যপ্রযুক্তি ব্যবহারকারী, তাদের জন্য প্রয়োজনীয় তথ্যের এক ভাণ্ডার টেকটিউনস।
বিস্বস্ত কমিউনিটির নাম টেকটিউনস।
উল্লেখ্য যে টেকটিউনস বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় বাংলা বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক। বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। দেশের লক্ষ লক্ষ আইটি পেশাজীবি, ফ্রিল্যান্সার, ডিজাইনার, কোডার, ডেভলোপার, প্রকৌশলী এর হাতে খড়ি হয় টেকটিউনস থেকে-ই। টেকটিউনস বাংলাদেশের প্রকৃত ডিজিটাল বিপ্লব এর পথিকৃত। বাংলা ভাষার বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার বিশ্বের সবচেয়ে একটিভ ও বিস্বস্ত কমিউনিটি টেকটিউনস।
দ্য বব্সের জুরিমণ্ডলী মে মাসের শুরুতে এক বৈঠকে ১৪টি ভাষার প্রতিদ্বন্দ্বীদের মধ্য থেকে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবেন৷
তবে বাংলা ভাষা বিভাগে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ বিজয়ী নির্ধারণ করা হবে অনলাইন ভোটের ভিত্তিতে৷ এবছর এই বিভাগে রয়েছে শাম্মী হকের ফেসবুক পাতা, আরিফ আর হোসেনের ফেসবুক পাতা, হাজারদুয়ারী, আওয়াজ দিয়ে যাই এবং টুনস ম্যাগ৷ ভোট দেয়া যাবে আগামী ৩ মে অবধি৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছর আমরা ৪,৮০০-র বেশি মনোনয়ন পেয়েছি৷ আমাদের আন্তর্জাতিক জুরিমণ্ডলী সেই তালিকা দেখে এবং নিজেদের মতো করে বাছাই করে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের নির্ধারণ করেছেন৷ তাঁদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ৷
ভোটের ক্ষেত্রে নিয়মকানুন বেশ সহজ: আপনি প্রতিটি ক্যাটাগরিতে ২৪ ঘণ্টায় একবার ভোট দিতে পারবেন৷ আর সবচেয়ে বেশি ভোট যিনি পাবেন, তিনিই হবেন ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ বিজয়ী৷ ভোটাভুটি সম্পর্কে আরো তথ্য জানতে ক্লিক করুন এখানে৷
তবে তিনটি মিশ্র ক্যাটেগরিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবেন দ্য বব্সের জুরিমণ্ডলী৷ এজন্য মে মাসের শুরুতে বার্লিনে একটি বৈঠকে অংশ নেবেন তারা৷ দ্য বব্স ‘জুড়ি অ্যাওয়ার্ড’ বিজয়ীরা জুন মাসে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেয়ার সুযোগ পাবেন৷ ফোরামে এক বিশেষ অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে৷
দ্য বব্স প্রতিযোগিতার মিডিয়া পার্টনাদের মধ্যে অন্যান্যদের সঙ্গে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং সামহয়্যার ইন ব্লগ।
চূড়ান্ত পর্যায়ে সব প্রতিদ্বন্দ্বীর জন্য রইল শুভকামনা৷ ভোট দিতে ভিজিট করুন।
ধন্যবান্তে : কর্পোরেট নিউজ
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
অভিনন্দন টেকটিউনস!
টেকটিউনস এগিয়ে যাক সাথে বাংলাদেশ। 🙂