টেকটিউনস বিশ্বের সবথেকে বড় বিজ্ঞান ও প্রযুক্তি বাংলা সৌশল নেটওয়ার্ক। বাংলাদেশের একমাত্র সর্বজন স্বীকৃত প্রযুক্তি সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে গভীরে জানার জন্য টেকটিউনস গৃহীত হয়ে আসছে কোটি কোটি প্রযুক্তি প্রেমী দ্বারা। প্রযুক্তিকে জানার জন্য টেকটিউনস বাংলা ভাষার এক উন্মুক্ত পাঠশালা। বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী প্রযুক্তি সৌশল নেটওয়ার্ক হিসেবে টেকটিউনস থেকে গড়ে উঠেছে বাংলাদেশের লাখো লাখো প্রযুক্তি পেশাজীবী, অনলাইন পেশাজীবী, ফ্রিল্যান্সার, টেক প্রফেশনাল। প্রযুক্তির এমন কোন শাখা-প্রশাখা নেই যেখানে টেকটিউনসের পদচারনা নেই।
আর টেকটিউনসের এই সুদীর্ঘ কমিউনিটি পরিচালনার জন্য একটি সুদক্ষ টিম কাজ করছে রাত-দিন। যার ফলশ্রুতিতে টেকটিউনসে গড়ে উঠেছে এক চমৎকার প্রযুক্তি ইনভ্যারমেন্ট। এক সময় শহরকে ছাড়িয়ে টেকটিউনসের জনপ্রিয়তা বাংলার প্রতিটি কোণে অনলাইন প্রেমীর কাছে। এখন বিশ্বের ২২০+ দেশ থেকে ৩ কোটি+ প্রযুক্তিপ্রেমী টেকটিউনস এর সাথে কানেক্টেড নিয়মিত।
যার ফলে আজ টেকটিউনসের এই সুবৃহৎ কমিউনিটিতে বর্তমানে নিবন্ধিত টিউজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি। এছাড়াও টেকটিউনস এর প্রতি মাসের ইউনিক ভিসিটর প্রায় ৯ লাখেরও অধিক এবং মাসে পেইজভিউ ৯০ লক্ষ+। টেকটিউনসে যদি একটি পৃথিবীর সাথে তুলনা করা হয় তবে এর বাসিন্দা প্রায় ৩ কোটি+ প্রযুক্তি প্রেমী।
এতো বেশি সাফল্য আজ এই সুবৃহৎ প্রযুক্তিপ্রেমী কমিউনিটির। দেশের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকৃত কারিগর হিসেবে কাজ করছে এই সবার প্রিয় টেকটিউনস সেটা চোখ বুজেই বাংলার মানুষ বলে দিতে পারে।
এতো এতো সাফল্যের জন্য টেকটিউনস কমিউনিটির প্রত্যেকটি প্রযুক্তিপ্রেমীর অসংখ্য ধন্যবাদ।
টেকটিউনসের এই সুদীর্ঘ পথ চলাকে সুন্দর করতে এই কমিউনিটি মাঝে মাঝে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে অনেকে হারিয়েছেন তাদের টিউনার আইডি। যেটা অনেকের কাছে বেদনার কারণ হলেও এই বিশাল কমিউনিটিকে শক্তিশালী এবং ব্যবহার উপযোগী করার জন্য এই সিদ্ধান্ত মডারেশন প্যানেল নিতে বাধ্য হন।
টেকটিউনস এর এই সুবৃহৎ কমিউনিটিতে স্প্যামের পরিমান মাত্রাতিক পরিমাণে বেড়ে যাবার দরুন টেকটিউনস বেশ কিছু বছর আগে এই সময়ে ঘোষণা দেয়।
তবে উল্লেখ্য টেকটিউনসের এক বা একাধিক নীতিমালা ভঙ্গ ছাড়া কোন টিউন ও টিউনারশীপ স্থগিত করা হয় না। এই জন্য টেকটিউনস মডারেশন প্যানেলকে রাত-দিন পরিশ্রম করতে হয় বা হচ্ছে।
এই সুবিশাল কমিউনিটিকে শক্তিশালী করার জন্য এই পর্যন্ত প্রায় ৮০ হাজার টিউনের মধ্যে ২০ হাজার টিউন স্থগিত হয়েছে। যা গড়ে মোট ১০ টি টিউনের ২ থেকে ৩ টি টিউন স্থগিত হয়েছে। আর সেই সাথে সাথে টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য প্রায় ৭ হাজার টিউনার আইডি স্থগিত হয়েছিলো। যা টেকটিউনস কমিউনিটিতে স্প্যাম এবং স্ক্যাম মুক্ত সুন্দর পরিবেশ রক্ষার জন্য করা হয়।
কিন্তু অনেক দিন ধরে অসংখ্য টিউনার তাদের ভুল বুঝতে পেরে এই টিউনারশীপ ফিরে পাওয়ার আবেদন করে আসছে। তাদের ভুল না করার অঙ্গিকারে সুসংবাদ নিয়ে আসলো ৩ কোটি+ প্রযুক্তিপ্রেমীর প্রিয় টেকটিউনস।
বৈশাখের এই নতুন বছরে সকল প্রযুক্তিপ্রেমীদের জন্য সুসংবাদ নিয়ে হাজির হলো টেকটিউনস। টেকটিউনস থেকে আনব্লক করা হল সকল স্থগিত টিউনার আইডি! এই কমিউনিটির অনেক দিনের চাওয়া টিউনারশিপ, আবার আনব্লক করা হলো। সেই সাথে বাড়ানো হয়েছে টেকটিউনস নীতিমালা।
এখন থেকে যে কোন ধরনের টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে সাথে সাথে স্থায়ী ভাবে টিউনারশীপ স্থগিত করা হবে। সেই সাথে মূল্যায়ন করা হবে মেধাবি এবং সৃজনশীল টিউনারদের।
Quantity নির্ভর টিউনারদের চেয়ে মূল্যায়ন করা হবে Quality সম্পূর্ণ টিউন এবং টিউনারদের। যেটা টেকটিউনস প্রথম থেকেই গুরুত্ব দিয়ে আসছে। এখন থেকে Quality সম্পূর্ণ টিউনারদের স্পেশালভাবে নানাভাবে সম্মানিত করা হবে।
আর সেইসাথে স্প্যাম এবং স্ক্যামদের টেকটিউনস থেকে বিতাড়িত করা হবে কোন রকম ওয়ার্নিং ছাড়া। টেকটিউনস নীতিমালা ভঙ্গকারীদের জন্যও থাকবে ওয়ার্নিং ছাড়া টিউনারশিপ স্থায়ীভাবে স্থগতির নির্দেশ।
টেকটিউনসের মান, ধারা ও সুষ্ঠুতা বজায় রাখার জন্য টেকটিউনসে টিউনার ও টিউমেন্টর দের টিউন ও টিউমেন্ট করার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট, সচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা- টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms/। টেকটিউনসে টিউন করার প্রথম শর্ত হচ্ছে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি স্পষ্ট ভাবে বোঝা ও বোধগম্য হওয়া, নীতিমালার প্রতিটি নীতি অনুধাবন করা ও অনুসরণ করা এবং টিউনে তা বজায় রাখা।
ইত্যাদি টিউন গুলো সহ টেকটিউনস নীতিমালায় https://www.techtunes.io/terms/ উল্লেখিত বিষয় গুলো ভঙ্গ করে টিউন প্রকাশ করলে তা স্থিগিত করা হয়।
তাই টিউন করার পূর্বে টেকটিউনস নীতিমালার https://www.techtunes.io/terms/ প্রতিটি নীতি এক এক করে খুবই মনোযোগ দিয়ে ভালভাবে পড়ুন, নীতিমালার প্রতিটি নীতি মেনে টিউন করুন।
টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া যথেচ্ছো ভাবে কোন টিউন স্থগিত করা হয় না।
তাই টিউন করার পূর্বে টেকটিউনস টিউন নীতিমালা জেনে ও বুঝে নিন।
টেকটিউনস চায় সৃজনশীল ও মানসম্মত টিউনার যারা কমিউনিটিতে নিজের জ্ঞান বিতরণে টিউন করবে। আর তাই টেকটিউন এর এই পদক্ষেপ। সকল স্থগিত টিউনারদের টিউনারশীপ ফিরিয়ে দিয়ে। টেকটিউনস আশা করে টিউনারশীপ ফেরত পেয়ে নীতিমালা ভঙ্গকারি টিউনাররা নিজেদের সুধরে নিবে এ টেকটিউনস কমিউনিটিতে অবদান রাখবে।
তবে নীতিমালা ভঙ্গ করে যেসব টিউনার আবারও টিউন করবে তাদের বিনা সর্তকবার্তা দিয়ে টিউনারশীপ স্থায়ীভাবে স্থগিত করা হবে।
টেকটিউনস নিত্য-নতুন ফিচার নিয়ে সবার থেকে সম্পূর্ণ আলাদা কলাবরেশন নিয়ে টেকটিউনস ট্রিনিটি নিয়ে আসছে। টেকটিউনস ট্রিনিটি (Techtunes Trinity) বা টেকটিউনস থ্রি পয়েন্ট ও (Techtunes Three Point O) হবে টেকটিউনসের এক অভিনব যাত্রা আর সর্বাধিক ইউজার বান্ধব। তাছাড়া টেকটিউনস ট্রিনিটিতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে থাকবে টেকটিউনস মোবাইল ভার্সনের চমৎকার পরিবর্তন, যা ইউজারদের দিবে সর্বাধিক ইউজারবান্ধব টেকটিউনস ব্যবহারের নিচ্চয়তা। আর এতোসব ফিচার নিয়ে টেকটিউনস ট্রিনিটি চলে আসছে এই বছরের মাঝামাঝি বা শেষের দিকে।
-
-
-
টেকটিউনসের এই সুবৃহৎ কমিউনিটিতে বর্তমানে নিবন্ধিত টিউজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি। এছাড়াও টেকটিউনস এর প্রতি মাসের ইউনিক ভিসিটর প্রায় ৯ লাখেরও অধিক এবং মাসে পেইজভিউ ৯০ লক্ষ+। শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। টেকটিউনসে যদি একটি পৃথিবীর সাথে তুলনা করা হয় তবে এর বাসিন্দা প্রায় ৩ কোটি+
আমরা নিশ্চয়ই চাই আমাদের সবার প্রানের প্রিয় এই টেকটিউনসকে অন্তত বাংলাদেশের মধ্যে ১ নাম্বারে? আর এর জন্য অবশ্যই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। শুধু মাত্র আপনার কিছু সময় ব্যয় করে টেকটিউনসে সাপোর্ট করুন, প্রোমট করুন।
টেকটিউনস থেকে অনেক কিছু পেয়েছেন শিখেছেন অনেক। আজকে টেকটিউনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এর জন্য মাত্র ৫ মিনিট সময় বের করুন। আপনার মাত্র ৫ মিনিট টেকটিউনসের প্রতি হাজার কৃতজ্ঞতা প্রকাশ করবে।
১. প্রথমেই এইখানে ক্লিক করে এই টিউনটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
২. এরপর এই লিংকে ক্লিক করে প্লাস করুন আপনার গুগল প্লাসে।
৩. এরপর এখানে ক্লিক করে টুইট করুন।
আপনি নিশ্চইয় চান টেকটিউনসের সাথে যুক্ত হোক আরও প্রযুক্তিপ্রেমি.. আর তাই নিচের কাজ গুলো ধাপে ধাপে করুন আর সাপোর্ট ও প্রোমট করুন টেকটিউনসকে। মনে রাখবেন আপনার ছোট একটু সাপোর্ট তৈরি করতে পারে নতুন ও দারুন টেকটিউনার।
৪. প্রথমেই টেকটিউনসকে সাপোর্ট করার জন্য পরিধান করুন Techtunes ব্যাজ : http://go.techtunes.io/picbadges
৫. Like করুন Techtunes Facebook Page: http://go.techtunes.io/fbpage
৬. Join করুন Techtunes এর Facebook Group এ : http://go.techtunes.io/fbgroup
৭. যুক্ত করুন Techtunes এর Google Plus এ : http://plus.google.com/+techtunes
৮. Follow করুন Techtunes কে Twitter: এ : http://go.techtunes.io/twitter
৯. Subscribe করুন Techtunes এর RSS এ: http://go.techtunes.io/rssfeed আর নতুন নতুন টিউনের আপডেট পেয়ে যান আপনার RSS রিডারে।
১০. Subscribe করুন Techtunes এর Email RSS এ : http://go.techtunes.io/rssemail নতুন টিউন গুলোে আপডেট সাথে সাথে পেয়ে যান আপনার মেইল বক্সে।
টেকটিউনসের প্রতি আপনার ভালবাসার বহিঃপ্রকাশ করুন মাত্র ৫ মিনিটেই। মনে রাখবেন বিন্দু বিন্দু জল একদিন সিন্ধু অতল তৈরি করে।
আপনার সাপোর্ট আর প্রোমট এ উৎসাহীত হবে আরেক জন। আর তাই সাপোর্ট আর প্রোমটের ১০ টি কাজ করে নিচে টিউমেন্ট করুন "আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনসকে সাপোর্ট ও প্রোমট করেছি। আপনি করেছেন তো?" আপনাদের সাপোর্ট আর প্রোমটই টেকটিউনসের মূল চালিকা শক্তি।
আপনার প্রাণ প্রিয় টেকটিউনসকে সাপোর্ট ও প্রমোট করুন। টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই।
শুধু নিজে নয় আপনার বন্ধু-বান্ধব, পরিজন আর সবাইকে নিয়ে আসুন এই প্রযুক্তি বলয়ে
টেকটিউনস দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রযুক্তির সোসিয়াল মিডিয়া হলেও এটি শুধু মাত্র ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে টেকটিউনসের বিভিন্ন মিটআপ আর টেকটিউনসের টপটিউনারদের নিয়ে জাঁকজমক ভাবে কনক্লেভ অনুষ্ঠিত হয়। যেখানে টেকটিউনস কমিউনিটি একে অন্যর সাথে সরাসরি মত এ কুশল বিনিময় করতে পারে।
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
Thanks Techtunes.