টেকটিউনস ঘোষনা : টেকটিউনস থেকে আনব্লক করা হল সকল স্থগিত টিউনারশীপ! তবে যে কোন ধরনের টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে সাথে সাথে স্থায়ী ভাবে টিউনারশীপ স্থগিত, কোন প্রকার সতর্কবার্তা ছাড়া!!

টেকটিউনস বিশ্বের সবথেকে বড় বিজ্ঞান ও প্রযুক্তি বাংলা সৌশল নেটওয়ার্ক। বাংলাদেশের একমাত্র সর্বজন স্বীকৃত প্রযুক্তি সোশ্যাল নেটওয়ার্ক হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে গভীরে জানার জন্য টেকটিউনস গৃহীত হয়ে আসছে কোটি কোটি প্রযুক্তি প্রেমী দ্বারা। প্রযুক্তিকে জানার জন্য টেকটিউনস বাংলা ভাষার এক উন্মুক্ত পাঠশালা। বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী প্রযুক্তি সৌশল নেটওয়ার্ক হিসেবে টেকটিউনস থেকে গড়ে উঠেছে বাংলাদেশের লাখো লাখো প্রযুক্তি পেশাজীবী, অনলাইন পেশাজীবী, ফ্রিল্যান্সার, টেক প্রফেশনাল। প্রযুক্তির এমন কোন শাখা-প্রশাখা নেই যেখানে টেকটিউনসের পদচারনা নেই।

আর টেকটিউনসের এই সুদীর্ঘ কমিউনিটি পরিচালনার জন্য একটি সুদক্ষ টিম কাজ করছে রাত-দিন। যার ফলশ্রুতিতে টেকটিউনসে  গড়ে উঠেছে এক চমৎকার প্রযুক্তি ইনভ্যারমেন্ট। এক সময় শহরকে ছাড়িয়ে টেকটিউনসের জনপ্রিয়তা বাংলার প্রতিটি কোণে  অনলাইন প্রেমীর কাছে। এখন বিশ্বের ২২০+ দেশ থেকে ৩ কোটি+ প্রযুক্তিপ্রেমী টেকটিউনস এর সাথে কানেক্টেড নিয়মিত।

ছবি - Shutter Stock

যার ফলে আজ টেকটিউনসের এই সুবৃহৎ কমিউনিটিতে বর্তমানে নিবন্ধিত টিউজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি। এছাড়াও টেকটিউনস এর প্রতি মাসের ইউনিক ভিসিটর প্রায় ৯ লাখেরও অধিক এবং মাসে পেইজভিউ ৯০ লক্ষ+।  টেকটিউনসে যদি একটি পৃথিবীর সাথে তুলনা করা হয় তবে এর বাসিন্দা প্রায় ৩ কোটি+ প্রযুক্তি প্রেমী।

এতো বেশি সাফল্য আজ এই সুবৃহৎ প্রযুক্তিপ্রেমী কমিউনিটির।  দেশের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রকৃত কারিগর হিসেবে কাজ করছে এই সবার প্রিয় টেকটিউনস সেটা চোখ বুজেই বাংলার মানুষ বলে দিতে পারে।

এতো এতো সাফল্যের জন্য টেকটিউনস কমিউনিটির প্রত্যেকটি প্রযুক্তিপ্রেমীর অসংখ্য ধন্যবাদ।

টেকটিউনসের এর নীতিমালার প্রয়োগ

টেকটিউনসের এই সুদীর্ঘ পথ চলাকে সুন্দর করতে এই কমিউনিটি মাঝে মাঝে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। যার ফলে অনেকে হারিয়েছেন তাদের টিউনার আইডি। যেটা অনেকের কাছে বেদনার কারণ হলেও এই বিশাল কমিউনিটিকে শক্তিশালী এবং ব্যবহার উপযোগী করার জন্য এই সিদ্ধান্ত মডারেশন প্যানেল নিতে বাধ্য হন।

ছবি - Shutter Stock

টেকটিউনস এর এই সুবৃহৎ কমিউনিটিতে স্প্যামের পরিমান মাত্রাতিক পরিমাণে বেড়ে যাবার দরুন টেকটিউনস বেশ কিছু বছর আগে এই সময়ে ঘোষণা দেয়

তবে উল্লেখ্য টেকটিউনসের এক বা একাধিক নীতিমালা ভঙ্গ ছাড়া কোন টিউন ও টিউনারশীপ স্থগিত করা হয় না। এই জন্য টেকটিউনস মডারেশন প্যানেলকে রাত-দিন পরিশ্রম করতে হয় বা হচ্ছে।

এই সুবিশাল কমিউনিটিকে শক্তিশালী করার জন্য এই পর্যন্ত প্রায় ৮০ হাজার টিউনের মধ্যে ২০ হাজার টিউন স্থগিত হয়েছে।  যা গড়ে মোট ১০ টি টিউনের ২ থেকে ৩ টি টিউন স্থগিত হয়েছে। আর সেই সাথে সাথে টেকটিউনস নীতিমালা ভঙ্গের জন্য প্রায় ৭ হাজার টিউনার আইডি স্থগিত হয়েছিলো। যা টেকটিউনস কমিউনিটিতে স্প্যাম এবং স্ক্যাম মুক্ত সুন্দর পরিবেশ রক্ষার জন্য করা হয়।

কিন্তু অনেক দিন ধরে অসংখ্য টিউনার তাদের ভুল বুঝতে পেরে এই টিউনারশীপ ফিরে পাওয়ার আবেদন করে আসছে। তাদের ভুল না করার অঙ্গিকারে সুসংবাদ নিয়ে আসলো ৩ কোটি+  প্রযুক্তিপ্রেমীর প্রিয় টেকটিউনস।

বৈশাখের এই নতুন বছরে টেকটিউনস কমিউনিটি জন্য সুসংবাদ

বৈশাখের এই নতুন বছরে সকল প্রযুক্তিপ্রেমীদের জন্য সুসংবাদ নিয়ে হাজির হলো টেকটিউনস। টেকটিউনস থেকে আনব্লক করা হল সকল স্থগিত টিউনার আইডি! এই কমিউনিটির অনেক দিনের চাওয়া টিউনারশিপ, আবার আনব্লক করা হলো। সেই সাথে বাড়ানো হয়েছে টেকটিউনস নীতিমালা।

এখন থেকে  যে কোন ধরনের টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে সাথে সাথে স্থায়ী ভাবে টিউনারশীপ স্থগিত করা হবে। সেই সাথে মূল্যায়ন করা হবে মেধাবি এবং সৃজনশীল টিউনারদের।

Quantity নির্ভর টিউনারদের চেয়ে মূল্যায়ন করা হবে Quality সম্পূর্ণ টিউন এবং টিউনারদের। যেটা টেকটিউনস প্রথম থেকেই গুরুত্ব দিয়ে আসছে। এখন থেকে Quality সম্পূর্ণ টিউনারদের স্পেশালভাবে নানাভাবে সম্মানিত করা হবে।

আর সেইসাথে স্প্যাম এবং স্ক্যামদের টেকটিউনস থেকে বিতাড়িত করা হবে কোন রকম ওয়ার্নিং ছাড়া। টেকটিউনস নীতিমালা ভঙ্গকারীদের জন্যও থাকবে  ওয়ার্নিং ছাড়া টিউনারশিপ স্থায়ীভাবে স্থগতির নির্দেশ।

টেকটিউনস নীতিমালা পড়ে ভালো ভাবে বুঝে টিউন করুন

টেকটিউনসের মান, ধারা ও সুষ্ঠুতা বজায় রাখার জন্য টেকটিউনসে টিউনার ও টিউমেন্টর দের টিউন ও টিউমেন্ট করার জন্য রয়েছে একটি সুনির্দিষ্ট, সচ্ছ ও সুশৃঙ্খল নীতিমালা- টেকটিউনস নীতিমালা https://www.techtunes.io/terms/। টেকটিউনসে টিউন করার প্রথম শর্ত হচ্ছে টেকটিউনস নীতিমালার প্রতিটি নীতি স্পষ্ট ভাবে বোঝা ও বোধগম্য হওয়া, নীতিমালার প্রতিটি নীতি অনুধাবন করা ও অনুসরণ করা এবং টিউনে তা বজায় রাখা।

  • যে কোন কপিপেস্ট টিউন
  • বিজ্ঞান ও প্রযুক্তি বহির্ভুত অপ্রাসঙ্গিক টিউন
  • উদ্দেশ্যমূলক ভাবে নিজের সাইটে বা অন্য সাইটে ভিজিটর রিডারেক্ট করার উদ্দেশ্যে ডাউনলোড লিংক বা অন্য লিংক সরাসরি না দেওয়া
  • পত্রপত্রিকা বা অন্যের ব্লগ বা অনলাইন কোন মাধ্যমে থেকে প্লেইজারিজম (অন্যের লেখা নিজের নামে) টিউন,
  • অ্যাফিলিয়েট ফাইল হোস্ট, অ্যাফিলিয়েট সর্ট লিংক, এমন সাইটের ঠিকানা সম্বলিত টিউন যেখানে অ্যাফিলিয়েট ফাইল হোস্ট বা অ্যাফিলিয়েট সর্ট লিংক অবস্থান করে, এড রেভিনিউ থেকে আয়ের উদ্দেশ্যে ব্লগ বা সাইটের ঠিকানা সম্বলিত টিউন,
  • নানা কৌশলে নিজের সাইট, পণ্যে, সেবা প্রচারণার উদ্দেশ্যমূলক টিউন,
  • সরাসরি পণ্য বা সেবা ক্রয়ের জন্য বা ক্রয় করতে উৎসাহী করতে উদ্দেশ্যমূলক টিউন
  • সরাসরি পণ্য বা সেবা ক্রয়ের জন্য বা ক্রয় করতে উৎসাহী করতে যোগাযোগ ঠিকানা, ফোন/মোবাইল নম্বর দিয়ে উদ্দেশ্যমূলক টিউন
  • বাণিজিক প্রচারণা ও প্রমশনের উদ্দেশ্যে টিউন
  • কোন প্রকার অর্থ/ডলার/ টাকা লেনদেন করার জন্য টিউন
  • দল গঠন, চাকরি ও নিয়োগ বিজ্ঞপ্তির টিউন

ইত্যাদি টিউন গুলো সহ টেকটিউনস নীতিমালায় https://www.techtunes.io/terms/ উল্লেখিত বিষয় গুলো ভঙ্গ করে টিউন প্রকাশ করলে তা স্থিগিত করা হয়।

তাই টিউন করার পূর্বে টেকটিউনস নীতিমালার https://www.techtunes.io/terms/ প্রতিটি নীতি এক এক করে খুবই মনোযোগ দিয়ে ভালভাবে পড়ুন, নীতিমালার প্রতিটি নীতি মেনে টিউন করুন।

টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া যথেচ্ছো ভাবে কোন টিউন স্থগিত করা হয় না

তাই টিউন করার পূর্বে টেকটিউনস টিউন নীতিমালা জেনে ও বুঝে নিন।

তবে নীতিমালা আবার ভঙ্গ করলে স্থায়ী ভাবে টিউনারশীপ স্থগিত

টেকটিউনস চায় সৃজনশীল ও মানসম্মত টিউনার যারা কমিউনিটিতে নিজের জ্ঞান বিতরণে টিউন করবে। আর তাই টেকটিউন এর এই পদক্ষেপ। সকল স্থগিত টিউনারদের টিউনারশীপ ফিরিয়ে দিয়ে। টেকটিউনস আশা করে টিউনারশীপ ফেরত পেয়ে নীতিমালা ভঙ্গকারি টিউনাররা নিজেদের সুধরে নিবে এ টেকটিউনস কমিউনিটিতে অবদান রাখবে।

তবে নীতিমালা ভঙ্গ করে যেসব টিউনার আবারও টিউন করবে তাদের বিনা সর্তকবার্তা দিয়ে টিউনারশীপ স্থায়ীভাবে স্থগিত করা হবে।

আসছে টেকটিউনস ট্রিনিটি (Techtunes Three Point O)...

টেকটিউনস নিত্য-নতুন ফিচার নিয়ে সবার থেকে সম্পূর্ণ আলাদা কলাবরেশন নিয়ে টেকটিউনস ট্রিনিটি নিয়ে আসছে। টেকটিউনস ট্রিনিটি (Techtunes Trinity) বা টেকটিউনস থ্রি পয়েন্ট ও (Techtunes Three Point O) হবে  টেকটিউনসের এক অভিনব যাত্রা আর সর্বাধিক ইউজার বান্ধব। তাছাড়া  টেকটিউনস ট্রিনিটিতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে থাকবে টেকটিউনস মোবাইল ভার্সনের চমৎকার পরিবর্তন, যা ইউজারদের দিবে সর্বাধিক ইউজারবান্ধব টেকটিউনস ব্যবহারের নিচ্চয়তা। আর এতোসব ফিচার নিয়ে  টেকটিউনস ট্রিনিটি চলে আসছে এই বছরের মাঝামাঝি বা শেষের দিকে।

-

-

-

টেকটিউনস বিশ্বের #১ নম্বর বাংলা সৌশ‌্ল‌্ নেটওয়ার্ক! দেশের সর্ববৃহৎ, সবচেয়ে জনপ্রিয় ও ৩ কোটিরও অধিক এক সুবিশাল কমিউনিটি!

টেকটিউনসের এই সুবৃহৎ কমিউনিটিতে বর্তমানে নিবন্ধিত টিউজার সংখ্যা প্রায় ২ লাখের বেশি। এছাড়াও টেকটিউনস এর প্রতি মাসের ইউনিক ভিসিটর প্রায়  ৯ লাখেরও অধিক এবং মাসে পেইজভিউ ৯০ লক্ষ+।  শুধু বাংলা ভাষা ভাষীই নয় টেকটিউনস ট্রান্সটেল করে বিশ্বের বহু ভিন ভাষীও টেকটিউনস ব্যবহার করে নিয়মিত। বিশ্বের প্রায় ২২০ দেশে প্রায় ৩ কোটি বিজ্ঞান ও প্রযুক্তি প্রেমী সরাসরি যুক্ত টেকটিউনসের সাথে। টেকটিউনসে যদি একটি পৃথিবীর সাথে তুলনা করা হয় তবে এর বাসিন্দা প্রায় ৩ কোটি+

আমরা নিশ্চয়ই চাই আমাদের সবার প্রানের প্রিয় এই টেকটিউনসকে অন্তত বাংলাদেশের মধ্যে ১ নাম্বারে? আর এর জন্য অবশ্যই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। শুধু মাত্র আপনার কিছু সময় ব্যয় করে টেকটিউনসে সাপোর্ট করুন, প্রোমট করুন।

টেকটিউনসের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন ৫ মিনিট সময় ব্যয় করে

ছবি - Shutter Stock

টেকটিউনস থেকে অনেক কিছু পেয়েছেন শিখেছেন অনেক। আজকে টেকটিউনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এর জন্য মাত্র ৫ মিনিট সময় বের করুন। আপনার মাত্র ৫ মিনিট টেকটিউনসের প্রতি হাজার কৃতজ্ঞতা প্রকাশ করবে।

প্রথমে এই টিউনটি অনলাইনে তিনটি জায়গায় শেয়ার করুন

:arrow: ১. প্রথমেই এইখানে ক্লিক করে এই টিউনটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।

:arrow: ২. এরপর এই লিংকে ক্লিক করে প্লাস করুন আপনার গুগল প্লাসে।

:arrow: ৩. এরপর এখানে ক্লিক করে টুইট করুন।

পরিপূর্ণ ভাবে সাপোর্ট করুন আর প্রমোট করুন টেকটিউনসকে

আপনি নিশ্চইয় চান টেকটিউনসের সাথে যুক্ত হোক আরও প্রযুক্তিপ্রেমি.. আর তাই নিচের কাজ গুলো ধাপে ধাপে করুন আর সাপোর্ট ও প্রোমট করুন টেকটিউনসকে। মনে রাখবেন আপনার ছোট একটু সাপোর্ট তৈরি করতে পারে নতুন ও দারুন টেকটিউনার।

:arrow: ৪. প্রথমেই টেকটিউনসকে সাপোর্ট করার জন্য পরিধান করুন Techtunes ব্যাজ : http://go.techtunes.io/picbadges

:arrow: ৫. Like করুন Techtunes Facebook Page: http://go.techtunes.io/fbpage

:arrow: ৬. Join করুন Techtunes এর Facebook Group এ : http://go.techtunes.io/fbgroup

:arrow: ৭. যুক্ত  করুন Techtunes এর Google Plus এ : http://plus.google.com/+techtunes

:arrow: ৮. Follow করুন Techtunes কে Twitter: এ : http://go.techtunes.io/twitter

:arrow: ৯. Subscribe করুন Techtunes এর RSS এ: http://go.techtunes.io/rssfeed আর নতুন নতুন টিউনের আপডেট পেয়ে যান আপনার RSS রিডারে।

:arrow: ১০. Subscribe করুন Techtunes এর Email RSS এ : http://go.techtunes.io/rssemail নতুন টিউন গুলোে আপডেট সাথে সাথে পেয়ে যান আপনার মেইল বক্সে।

টেকটিউনসের প্রতি আপনার ভালবাসার বহিঃপ্রকাশ করুন মাত্র ৫ মিনিটেই। মনে রাখবেন বিন্দু বিন্দু জল একদিন সিন্ধু অতল তৈরি করে।

সাপোর্ট ও প্রোমোটের ১০ টি কাজ করে টিউমেন্ট করে জানান

আপনার সাপোর্ট আর প্রোমট এ উৎসাহীত হবে আরেক জন। আর তাই সাপোর্ট আর প্রোমটের ১০ টি কাজ করে নিচে টিউমেন্ট করুন "আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনসকে সাপোর্ট ও প্রোমট করেছি। আপনি করেছেন তো?" আপনাদের সাপোর্ট আর প্রোমটই টেকটিউনসের মূল চালিকা শক্তি।

টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন। সাপোর্ট করুন আর প্রমোট করুন টেকটিউনসকে

আপনার প্রাণ প্রিয় টেকটিউনসকে সাপোর্ট ও প্রমোট করুন। টেকটিউনসের সাথে আরও নিবিড় ভাবে যুক্ত হতে এবং রিয়েলটাইম আপডেট পেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা টেকটিউনসের সোসিয়াল অলিগলিতে যুক্ত হোন এখনই।

শুধু নিজে নয় আপনার বন্ধু-বান্ধব, পরিজন আর সবাইকে নিয়ে আসুন এই প্রযুক্তি বলয়ে

মেতে থাকুন প্রযুক্তির সুরে

জানুন টেকটিউনসকে

নিয়মিত অংশগ্রহণ নিন টেকটিউনসের রিয়েল কমিউনিটিতে

টেকটিউনস দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রযুক্তির সোসিয়াল মিডিয়া হলেও এটি শুধু মাত্র ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ভাবে টেকটিউনসের বিভিন্ন মিটআপ আর টেকটিউনসের টপটিউনারদের নিয়ে জাঁকজমক ভাবে কনক্লেভ অনুষ্ঠিত হয়।  যেখানে টেকটিউনস কমিউনিটি একে অন্যর সাথে সরাসরি মত এ কুশল বিনিময় করতে পারে।

Level 11

আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2933 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।

মেতে উঠুন প্রযুক্তির সুরে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks Techtunes.

tnx Techtunes.

প্রযুক্তি প্রেমীদের সকল ইচ্ছা পুরনের জায়গা টেকটিউনস। তবে স্প্যাম করে আবার এই মূলধন হারাবেন না বলে আশা রাখি।
টেকটিউনসকে ধন্যবাদ। 🙂 এবং নতুন বছরের শুভেচ্ছা।

আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনসকে সাপোর্ট ও প্রোমট করেছি। আপনি করেছেন তো?

মনে রাখবেন আপনার ছোট একটু সাপোর্ট তৈরি করতে পারে নতুন ও দারুন টেকটিউনার।
মনে রাখবেন বিন্দু বিন্দু জল একদিন সিন্ধু অতল তৈরি করে।
শুধু নিজে নয় আপনার বন্ধু-বান্ধব, পরিজন আর সবাইকে নিয়ে আসুন এই প্রযুক্তি বলয়ে।
অনেক ভাল লেগেছে কথাগুলো সাথে আছি থাকব। @ আর আবার যদি কিছুদিনের জন্য রেজিঃ খুলে দেওয়া হয় @ অনেক প্রযুক্তি প্রেমী আমাকে FB তে মেসেজ দিচ্ছে শুধু ১টি আইডি করার জন্য তাদের মেধা প্রকাশ করতে চায় এই সাইটে। তাই টেকটিউনস পরিবারকে বলব কিছুদিনের জন্য আবার রেজিঃ খুলে দেওয়া হোক।

এমন একটি সুযোগ করে দেবার জন্য টেকটিউন্স কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমরা যারা টিউনারসহ অন্যান্য যারা টেকটিউনসের সাথে রিলেটেড তারা যথাযথ নিয়মটি অনুসরনের চেষ্টা করব।

আমি প্রোমট করেছি… টেকটিউনসকে ধন্যবাদ

ভাল পদক্ষেপ

ধন্যবাদ টিটিকে আশাকরি আমরা সবাই নীতিমালা মানব।

ধন্যবাদ

অঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅনেত অঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅঅনেত ধন্যবাদ।

Level 1

Thanks

Level 0

কি বলে যে টেকটিউনসকে ধন্যবাদ যানাবো, যানিনা । কিন্তু এই পদক্ষেপ এর মাধ্যমে অনেকে উপকার হবে। আবারও ধন্যবাদ ।

অনেক অনেক ধন্যবাদ টেকটিউনসকে। না বুঝে ভুল করে অনেক কষ্ট পেয়েছিলাম। আর ভুল হবে না ইনশাল্লাহ। মানসম্মত টিউন করব।

ধন্যবাদ টেকটিউনস…. 🙂

ধন্যবাদ

Level 0

অনেক অনেক ধন্যবাদ 😀

নববর্ষে আসলেই দারুণ একটা উপহার পেলাম টেকটিউনস এর পক্ষ থেকে। ধন্যবাদ……

Thanks TT Administrator 🙂

হুম টেকটিউনরে ভালবাসি তাই তো সাথেই আছি 🙂

কিন্তু ভাই, ভয় ডর একটু কম দেখাইলে হয়না :/

খুবই ভাল লাগল টিউন টি পড়ে ধন্যবাদ

দারুন ব্যাপার

এটা বেশ দারুন উপরার পহেলা বৈশাখের জন্য

আমি টেকটিউনসকে সাপোর্ট ও প্রোমট করেছি। ধন্যবাদ।

টেকটিউনস মডারেটর কিছু আজাইরা কাজেও টিউনারশীপ বাতিল করে থাকেন যার কোন যৌক্তিকতা থাকেনা। মডারেটর সাহেবকে অনুরোধ করবো আজাইরা কিছু না ভেবেই, ভাল করে কিছু অনুধাবন না করেই টিউনারশীপ বাতিল করবেন না। মডোরেটর হয়েছেন বলেতো টিউনারদের সাথে যাচ্চেতাই ব্যবহার করতে পারেন না। জানি আমার এই কমেন্টের জন্য হয়ত আবারও আমার টিউনারশীপ বাতিল করা হতে পারে। বাট তাতে আমার কোন আপত্তি নেই। জানি এতে মডারেটরেরও কিছু যায় আসবেনা। তবে মডারেটরকেও অবশ্যই জানতে হবে একজন টিউনারকে কিভাবে সম্মান দিতে হয়।

    @kamrulbhuiyan: অহেতুক কোন কারণ বা কারণ ছাড়া কোন টিউন বা টিউনারশীপ স্থগিত টেকটিউনসে হয়ও বা হবেও না। টেকটিউনসে নীতিমালা মেনে অনেক মানসম্মত টিউনার টিউন করে এবং তাদের একটি টিউনও এখন পর্যন্ত স্থগিত হয়নি। মানসম্মত টিউন করুন, টেকটিউনস টিউজিটররাই টিউনাদের সম্মানিত করে। টেকটিউনস মডারেটররা টেকটিউনস এর পরিবেশ সুষ্ঠু রাখে।

    আপনার সর্বশেষ টিউন ছিল “গতকাল আনন্দ বাজার পত্রিকার অনলাইন পোর্টালে মাশরাফি বিন মর্তুজার করা মন্তব্য “ভারতকে হারানো সম্ভব” নিয়ে ভারতীয়দের জঘন্য কমেন্টগুলো দেখুন….” এখানে প্রযুক্তি বহির্ভূত টিউন করে আপনি বলছেন টেকটিউনস থেকে অহেতুক টিউন স্থগিত হয়?

      @টেকটিউনস: আপনার সর্বশেষ টিউনও কপিপেষ্ট সেই সাথে আপনার অধিকাংশ টিউনই মৌলিক নয় কপি করা। আপনার অভিযোগ টেকটিউন এর অন্য কোন টিউনার করলে টেকটিউনস মাডারেটরদের দশারোপের জন্য টেকটিউনস মডারেটরদের সোকস করা হত।

        @টেকটিউনস: ধন্যবাদ টেকটিউনস। আজ আমি অনেক খুসি ।
        এতই খুসি যে ভাষায় প্রকাশ করতে পারব না। কিনতু আমি আজও জানতে পারলাম না ঠিক কী কারনে আমার টিউনার আইডি টি স্থগিত করা হয়েছিল। প্লীস একটু জানালে খুব উপকার হত।

        @টেকটিউনস: আমার সর্বশেষ পোষ্টটি কপি করছি তা আমি অস্বিকার করছিনা। আমি কপি করছি কোথা থেকে তাতো আপনাদের বুঝতে হবে। আমিতো কারো পোষ্ট কপি করিনি আমি নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে কনটেন্ট নিয়ে নিজের মত করে পোষ্ট করছি। তা যদি কপি পেষ্ট হয়ে থাকে তাহলে আমার আর বলার বলার কিছু নেই। ভাল থাইকেন।

          @kamrulbhuiyan: আপনি মৌলিক লেখা লিখুন তারপর যদি টেকটিউনস থেকে স্থগিত হয় তবে অভিযোগ করুন। আপনার মূল অভিযোগের কারণই হচ্ছে টেকটিউনস স্প্যামকে আশ্রয় দেয় না। টেকটিউনসে মানসম্মত টিউন করে যারা তাদের টিউন স্থগিত হয় না।

টিউনের লিংক ফিরিয়ে জন্য দেবার জোরালো অনুরোধ করছি
অনুরোধঃ
১। আমি আমার পোস্ট এ কোন দল কে হেয় করিনি …
২। আমি নিজ দেশের ইতিহাস নিয়ে পোস্ট করেছি…
আমি সম্মান জ্ঞাপন করে বলছি, আমার এই পোস্ট কোন নীতিমালা ভঙ্গ করেনি।
26 March .. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষনার খবর International মিডিয়ায় ”
৩। আমি কমেন্ট এ অন্যকে খারাপ কথা বলিনি।
তাই আমি আমার টিউনার আইডি ও টিউনের লিংক ফিরিয়ে জন্য দেবার আকুল ভাবে অনুরোধ করছি…।

    প্রিয় টিউনার,

    টেকটিউনস একটি ডেডিকেটেড সৌশল নেটওয়ার্ক শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য। টেকটিউনসে শুধুমাত্র আপনার বিজ্ঞান প্রযুক্তি চিন্তা ও ধারণার প্রয়োগ ঘটান এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে টিউন করুন। মনের আবেগ/খেয়াল এসব চিন্তা ধারার মধ্যে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক বিষয় গুলো নিয়ে টিউন করুন। বিজ্ঞান ও প্রযুক্তির ধ্যান ধারণার সাথে সম্পর্কিত নয় এমন টিউন টেকটিউনসে প্রাধান্য পায় না।

    আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

      @টেকটিউনস: আমি আমার দেশের ইতিহাস সবাইকে জানানোর জন্য Internet এর Google Newspaper Archives ২৬,২৭,২৮ মার্চ এবং আমেরিকান Office of the Historian এর Foreign Relations of the United States, 1969–1976
      Volume XI, South Asia Crisis, 1971, Document 11 নামক ডকুমন্টে এর তথ্য দিয়ে আমার পোস্ট করেছিলাম ।
      আর আমি জানতে চাই Techtunes এর নীতিমালায়-
      * বাংলাদেশের ইতিহাস নিয়ে কোন Internet লিংক সম্বলিত পোস্ট করা যাবে না , এইরকম কোন নীতিমালা আছে কিনা ।

      আমি সব Google Newspaper Archives ও আমেরিকান Office of the Historian এর Foreign Relations of the United States নামক ডকুমন্টে দিয়ে পোস্ট করেছি , যা সারা এ ইতিহাস পর্যালোচনার জন্য ইতিহাসবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিজ্ঞানের ছাত্ররা ব্যবহার করে থাকে ।

      আর আমার পোস্ট পাবলিশ হবার পর, যারা আমার পোস্ট এর তথ্য ও উৎপাত্ত নিয়ে কোন মন্তব্য থাকলে, আমাকে কমেন্ট করে জানাতে পারবে।

      আল্লাহ্ রহমতে বলতে পারি , আমি কোন অযৌত্তিক লিংক সম্বলিত পোস্ট করি নাই ।

      আমি ইতিহাসবিজ্ঞানের ছাত্র হিসেবে মনের আবেগ/খেয়াল এসব চিন্তা ধারার মধ্যে থেকেই টিউন করেছি ।

      আর আমি অনেকাংশে মনে করি যে, আমি যে Internet লিংক দিয়েছি তা পড়ে অনেকেই অজানা অনেক কিছু জানতে পারবে ।

      আমার পোস্ট এ আমি সকল নীতিমালার পাশাপাশি নিচের 3 টি নীতিমালা জোর দিয়ে মেনে চলে তারপরই টিউন করেছি ।
      * ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে টিউন করা যাবে না বা এধরনের লেখা, টিউনে থাকা যাবে না।
      * অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য টিউনে ব্যবহার করা যাবে না।
      * দল গঠন, চাকরি ও নিয়োগ বিজ্ঞপ্তির টিউন

যদি টিউনের টাইটেল “”টেকটিউনস ঘোষনা : বৈশাখের এই নতুন বছরে টেকটিউনস থেকে আনব্লক করা হল সকল স্থগিত টিউনারশীপ!”” তাহলে দয়া করে আমার টিউনারশীপ আমায় ফিরিয়ে দিয়ে মানসম্মত টিউন করার সুযোগ দিন । আমি কথা দিচ্ছি টেকটিউনস এর কোন ধরনের নীতিমালা ভঙ্গ করবো না ।

টিউনার আইডি : Forid

টেকটিউন্সকে অনেক অনেক ধণ্যবাদ…………

আমি আমার দেশের ইতিহাস সবাইকে জানানোর জন্য Internet এর Google Newspaper Archives ২৬,২৭,২৮ মার্চ এবং আমেরিকান Office of the Historian এর Foreign Relations of the United States, 1969–1976
Volume XI, South Asia Crisis, 1971, Document 11 নামক ডকুমন্টে এর তথ্য দিয়ে আমার পোস্ট করেছিলাম ।
আর আমি জানতে চাই Techtunes এর নীতিমালায়-
* বাংলাদেশের ইতিহাস নিয়ে কোন Internet লিংক সম্বলিত পোস্ট করা যাবে না , এইরকম কোন নীতিমালা আছে কিনা ।

আমি সব Google Newspaper Archives ও আমেরিকান Office of the Historian এর Foreign Relations of the United States নামক ডকুমন্টে দিয়ে পোস্ট করেছি , যা সারা এ ইতিহাস পর্যালোচনার জন্য ইতিহাসবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিজ্ঞানের ছাত্ররা ব্যবহার করে থাকে ।

আর আমার পোস্ট পাবলিশ হবার পর, যারা আমার পোস্ট এর তথ্য ও উৎপাত্ত নিয়ে কোন মন্তব্য থাকলে, আমাকে কমেন্ট করে জানাতে পারবে।

আল্লাহ্ রহমতে বলতে পারি , আমি কোন অযৌত্তিক লিংক সম্বলিত পোস্ট করি নাই ।

আমি ইতিহাসবিজ্ঞানের ছাত্র হিসেবে মনের আবেগ/খেয়াল এসব চিন্তা ধারার মধ্যে থেকেই টিউন করেছি ।

আর আমি অনেকাংশে মনে করি যে, আমি যে Internet লিংক দিয়েছি তা পড়ে অনেকেই অজানা অনেক কিছু জানতে পারবে ।

আমার পোস্ট এ আমি সকল নীতিমালার পাশাপাশি নিচের 3 টি নীতিমালা জোর দিয়ে মেনে চলে তারপরই টিউন করেছি ।
* ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে টিউন করা যাবে না বা এধরনের লেখা, টিউনে থাকা যাবে না।
* অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য টিউনে ব্যবহার করা যাবে না।
* দল গঠন, চাকরি ও নিয়োগ বিজ্ঞপ্তির টিউন

অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ

ধন্যবাদ { Thanks}

টেকটিউনস ট্রিনিটি কবে আসবে? ১ বছর তো পার হয়ে গেল।

ধন্যবাদ চেকটিউনস

আমাকে আপনারা কেউ একটু সাহায্য করবেন।
আমি নতুন একটি টেকটিউনস একাউন্ট খুলেছি কিন্তু টিউন করতেছি ঠিক টিউনটি টেকটিউনসের হোম পেজে সো করেনা

আমি Techtunes অনেক ভালো বাসি, কারন আমি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি।
উপড়ের ১০ টি কাজ আমি করছি, কারন আমি Techtunes কে ভালোবাসি।
TT কে অসংখ্য ধন্যবাদ আবার আনব্লক করার জন্য।

আমার কিছু সমস্যা হচ্ছে Techtunes কে বলতে চাই।

১) TT তে এখন কিছু সমস্যা আমার হয় যেমনঃ নতুন টিউন করতে গেলে এক বারে publish হয়না দেখায় “Tune Tag 0 মিনিমান 3 টি ট্যাগ যুক্ত করুন” অথচ আমি ৩-৫ টি ট্যাগ ব্যবহার করছি।

২) একবারে লগইন হতে চাই না, একাদিক বার Username, Password ব্যবহার করতে হয়।

নোটঃ এই সমস্যা শুধু আমার হচ্ছে অন্যদের হয় কিনা আমি যানিন। আশাকরি Techtunes আমার এই সমস্যা গুলার দিকে একটু নজর দিবে। সমস্যা গুলা কি আমার না তাদের একটু জানানোর জন্য অনুরুধ করলাম।

    Level 0

    ২) একবারে লগইন হতে চাই না, একাদিক বার Username, Password ব্যবহার করতে হয়।

    নোটঃ এই সমস্যা শুধু আমার হচ্ছে অন্যদের হয় কিনা আমি যানিন। আশাকরি Techtunes আমার এই সমস্যা গুলার দিকে একটু নজর দিবে। সমস্যা গুলা কি আমার না তাদের একটু জানানোর জন্য অনুরুধ করলাম।
    এই সমস্যাটা আমারও হচ্ছে

ধন্যবাদ টেকটিউনস কর্তৃপক্ষকে এমন উদ্যোগ ও সুন্দর তথ্যবহুল টিউন উপহার দেওয়ার জন্য। নতুন টিউনার পিকচার যুক্ত হচ্ছে না এবং Contact Info -এর ইমেইল এড্রেস পরিবর্তন করা যাচ্ছে না। অর্থাৎ কোনো কিছুই আপডেট হচ্ছে না। বিষয়টি দেখার অনুরোধ রইলো।

ভাল পদক্ষেপ

ভালো লাগলো

wow! so many thanks

ট্যাগিং সমস্যা আগে দুর করুন

ধন্যবাদ

ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ

অনেক ধন্যবাদ

ধন্যবাদ

আবার টিউন করার সুযোগ প্রদান করার জন্য ধন্যবাদ

অনেক ধন্যবাদ আপনাদের 🙂

টেকটিউসকে অসংখ্য ধন্যবাদ।।।।। আশা করি ভাল টিউস এখানে সেয়ার ও শিখতে পারব।

thanks…

Thanks! Many Many

Level 0

tnx vai

আগে নিয়মিত লেখক ও পাঠক ছিলাম । তবে এখন যত আজাইরা টিউনার বের হয়েছে। আমি মনে করি পোস্ট এ রিপোর্ট করার কোনো অপশন থাকা উচিত।

ধন্যবাদ… যদিও কোনোপ্রকার নিতীমালা ভঙ্গ করিনি, তবুও আরও সতর্ক থাকব

amar akta id ferot paccina

Level 0

“আমি পরিপূর্ণ ভাবে টেকটিউনসকে সাপোর্ট ও প্রোমট করেছি। আপনি করেছেন তো?”

অনেক ধন্যবাদ।

tnx by armanbd.com

অনেক অনেক ধন্যবাদ টেকটিউনস কে।

Level 0

Thanks, Many Many Thanks……..

ধন্যবাদ এটি খুবই ভাল উদ্যোগ।

ঠিকই আছে,
আর টেকটিউনস কে ও জানাই ঈদ মোবারক

Sorry 185.93.228.15, your request cannot be proceeded.
For security reason, it was blocked and logged.

NinjaFirewall

If you think that was a mistake, please contact the
webmaster and enclose the following incident ID:

[ #7630065 ]

এমন আসার কারন কি? জানতে চাই…

    Level 2

    আমিও একই মেসেজ পাচ্ছি, আমাকেও একই আইপি হিসেবে সম্বোধন করা হচ্ছে। বিষয়টি কি টেকটিউনস এর ওয়ার্ডপ্রেস সার্ভার এন্ডের কোন সমস্যা???

একটা নিজস্ব মতামত। টেকটিউনস এর যদি Android এপ্যাস করা যায় তাহলে হয়ত আরো ভাল হত।বর্তমান যুগে মেক্সিমাম ইউজার মোবাইল ব্যাবহার করে থাকে।এপ্যাস এর মাধ্যমে টিটি এক্সেস করলে হয়ত আরো ভাল হত।

টেকটিউনের সাথেই আছি।

ধন্যবাদ।

Thank You to all Techtunes Family members…….

ধন্যবাদ টেকটিউনস কমিটিকে (ধন্যবাদান্তে http://www.ourtechbd.com)

many many thanks #Admin Panel

ধন্যবাদ টেকটিউন
কিন্তু আমার একটা অভিযোগ আছে যে, আমি সর্বদা নিজে লিখে টিউন করি । আমার টিউন ব্লক করা হয় । তাই টেকটিউনের কাছে আমার অনুরোধ যে, টিউন ব্লক করার আগে টিউনের ভুলগুলো উল্লেখ করে ধরিয়ে দিবেন তার পর ব্লক করবেন ।

bro kew ki amake bolte parben amar post ta delete holo keno? ami to bujteo parlam na j ki holo?
ami ekta useful tutorial post korlan but 1day pore e delete kora holo… bollo link in linening kora hoice… but edit korar kono sujog dilo na and bollo o na j ki edit korte… without warning techtunes deleted my post…. I am feeling saad!

admin vai ami post a 150 word likhi but bole je word kom hoise r publish hoy na kano

ভাই আমার টা ব্লক কেনো এখন ও? আমাকে আনব্লক করেন প্পলিজ

টেকটিউনসে আরো কিছু গুরুত্বপূর্ণ বিভাগ। যুক্ত। করলে…….. আর। টিউন বিভাগ। এলোমেলো টিউন হত না…………..