প্রিয় টিউনার,
টেকটিউনস দেশের সবচেয়ে বড় প্রযুক্তি নেটওয়ার্ক হওয়ায় টেকটিউনস এর অসংখ্য শুভাকাঙ্খীদের মতন কিছু অসাধু ব্যক্তিও তৈরী হয়েছে। যারা স্বভাবতই টেকটিউনস এর নামে অপপ্রচার এবং টেকটিউনারদের বিরুদ্ধে বিভিন্ন মানহানি কর্মকান্ড করছে। এটি অস্বাভাবিক কিছু নয়। তবে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে এরূপ ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে।
বেশ কিছু অসাধু ব্যক্তি টেকটিউনস এর নাম এবং লোগো ব্যবহার করে টেকটিউনস এর কতিপয় টিউনারদেরকে একটি প্রতরণামূলক সার্ভেতে অংশগ্রহণ করার জন্য ইমেইল করেছে।
ইত্যিমধ্যে কিছু টিউনার এই নিয়ে অভিযোগ করলে আমরা ব্যাপারটি সমন্ধে অবগত হই।
-
টেকটিউনস এর সকল টিউনার, টিউমেন্টার, টিউজিটর ও সকল শুভাকাঙ্খীদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই প্রতারণামূলক সার্ভের সাথে টেকটিউনস এর কোন সম্পর্ক নেই। টেকটিউনস কোনভাবেই এই সার্ভের সাথে জড়িত নয়। এটি কিছু অসাধু ব্যক্তি তৈরী করেছেন। যারা টেকটিউনস এর সকল সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রতারণার সাহায্যে হাতিয়ে নেয়ার চেষ্টা করছেন। অতএব, টেকটিউনস এর সকলকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এরূপ কোনরকম সার্ভেতে অংগ্রহণ না করার জন্য।
থাকুন প্রযুক্তির সাথে
মেতে উঠুন প্রযুক্তির সুরে
টেকটিউনস
আমি টেকটিউনস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 131 টি টিউন ও 2929 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 530 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1590 টিউনারকে ফলো করি।
মেতে উঠুন প্রযুক্তির সুরে।
হায় হায়,গতকাল আমিওতো পাইছি,ক্লিক করিনাই!