বাংলাদেশের প্রথম বিলাশবহুল ম্যাপআপ অনুষ্ঠানঃ সবাইকে আমন্ত্রণ সাথে থাকছে গিফট!

বাংলাদেশে প্রথমবারের মত গুগলের অফিসিয়াল ম্যাপআপ অনুস্ঠিত হতে যাচ্ছে। গুগলের নিজস্ব অর্থায়নের কারণে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠান হবে বলে আশা করা হচ্ছে।

ম্যাপ আপ কি?
ম্যাপআপ হল ওয়ার্কশপ টাইপের একটি অনুষ্ঠান যেখানে শেখানো হয় কিভাবে ম্যাপিং করতে হয়, ম্যাপ মেকার কি... ইত্যাদি।

আমি কি পাব?

  • অংশগ্রহণের জন্য গুগল ম্যাপমেকার সার্টিফিকেট ইস্যু করা হবে।
  • অংশগ্রহণকারী সবার জন্য থাকে গুগলের গিফট (যেমন-টি শার্ট)
  • ম্যাপআপের সময় আপনার ইন্টারনেট খরচের রিফান্ড হিসাবে আপনাকে ৪৫০ মেগাবাইট মানে ১৫০ টাকার বাংলালায়ন/অন্য অপারেটরের কার্ড দেয়া হবে।
  • আপ্যায়নের জন্য ভারী চাইনিজ ফুড, ড্রিংস, কফির ব্যবস্থা করা হয়েছে গুগল থেকে।

ম্যাপ আপে যোগদানের জন্য কি কোন খরচ আছে?
না। এটা সম্পূর্ণ ফ্রি। (তবে আসন সীমিত)

কিভাবে রেজিস্ট্রেশন করব?
<<< রেজিস্ট্রেশন করুন এখানে >>> 

(আপনার মো্বাইলে ‍SMS/Call দিয়ে ম্যাপিং বাংলাদেশ টিম আপনার উপস্থিতি নিশ্চিত করবে ম্যাপ আপের আগে।)

ম্যাপ আপের সময় ও তারিখঃ
ভেনুঃ রংপুর।
স্থানঃ হোটেল নর্থ ভিউ (তিন তারকা সমমানের)
তারিখঃ ১৬ই নভেম্বর (শুক্রবার)
সময়ঃ বিকাল ৩:৩০ টা থেকে।
বিস্তারিত এই সাইটে । উল্লেখ্য, রংপুরের বাইরে কেউ অংশগ্রহণ করতে চাইলে তাকে অগ্রাধিকার দেয়া হবে, তবে গুগল থেকে কোন যাতাযাত ভাড়া দেয়া হবেনা।

ম্যাপ-আপটি বাংলাদেশের ডিজিটাল ম্যাপিং এ সচেতনতা বৃদ্ধিতে প্রভাব বিস্তার করবে বলে আশা করা হচ্ছে।

আমন্ত্রণে-

ম্যাপিং বাংলাদেশ টিম।
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধুউরো মিয়া।প্রথমে শুইনা খুশি হইসিলাম।কিন্তু রংপুর এর কথা শুইনাই মন টা খারাপ হয়ে গেলো।

    @মুকুট: মুকুটভাই, আসুন ঘুরে যান রংপুর থেকে! 😀
    ঢাকায় জানুয়ারী/ফেব্রুয়ারীকে ম্যাপআপ হতে পারে নর্থ সাউথ ইউনিভার্সিতে (NSU)। তবে ভার্সিটি শিক্ষার্থী ছাড়া অন্যদের আমন্ত্রণ জানানো হবে কিনা জানা নেই।

Level 0

মুই আসিবার চাও 😀

Level 0

ভাই রংপুর এর কথা সুনে ভালই লাগলো …… এই সুযোগে যদি একবার বারিতে যেতে পারি 😀 কিন্তু অফিস কি ছুটি দিবে ? NSU তে করলে যাওয়া যেতে পারে

    @REJWANHUQ: NSU তে জানুয়ারীতে হতে পারে। তবে ওখানে বাইরের কাউকে ডাকা হবে কি না জানিনা। না ডাকার সম্ভবনাই বেশী।

Level 0

কুড়িগ্রামে আছি। রেজিষ্ট্রেশন করে ফেললাম।

Level 0

দিনাজপুরে থাকি । রেজিশ্ট্রেশন করে ফেললাম । ভালোই হল উত্তরবঙ্গের মানুষদের জন্য । এখন শুধু সিলেক্ট হলেই হয় । তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া ।

Vai, Ami to Dhakay Thaki… Samner Mase Bari (Sirajganj) Jabo. Amar khub eccha Rongpur jabar, kintu sekhane porichito keu nai… kothay thakbo?

    @আব্দুল মালেক: আমার মনেহয় আপনার জন্য ঢাকার ম্যাপআপে জয়েন করাটা বেশী সাশ্রয়ী হবে। ওখানে সম্ভবত জানুয়ারীতে ম্যাপআপ হবে।

Level 0

shuina khusi hoisilam, apply korbo…..kintu rangpur !!!!!
nah vai parlam na…..

Apply To Karlam, BUT Ami Barisale

Level 2

ভাল পদক্ষেপ ! রেজিশ্ট্রেশন করে ফেললাম !
আশা করি ম্যাপ মেকার এর সম্বন্ধে নতুন ধারনা পাবো !
ধন্যবাদ !

ভাবলাম যে ঢাকায় হবে, যাই হক দেখি চেষ্টা করে যদি আল্লাহ যাওয়ার তৌফিক দেয়।

সিলেটে ম্যাপআপ কবে হবে ?

ইয়ো ম্যান! আমার দাওয়াত কই?

Level 0

Dhaka Hola valo hotow.

bai mail address ta diben plz???????
“hisi proxy” soft ta niya boro somoshay porsi……..plz

বগুড়ায় আছি। Submit করলাম ইয়াহু মেইল দিয়ে গুগল মেইল দিয়ে করলে কি ভাল হত? দেখা যাক রিস্পোঞ্জের অপেক্ষায় আছি।