বাংলাদেশে প্রথমবারের মত গুগলের অফিসিয়াল ম্যাপআপ অনুস্ঠিত হতে যাচ্ছে। গুগলের নিজস্ব অর্থায়নের কারণে জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠান হবে বলে আশা করা হচ্ছে।
ম্যাপ আপ কি?
ম্যাপআপ হল ওয়ার্কশপ টাইপের একটি অনুষ্ঠান যেখানে শেখানো হয় কিভাবে ম্যাপিং করতে হয়, ম্যাপ মেকার কি... ইত্যাদি।
আমি কি পাব?
ম্যাপ আপে যোগদানের জন্য কি কোন খরচ আছে?
না। এটা সম্পূর্ণ ফ্রি। (তবে আসন সীমিত)
কিভাবে রেজিস্ট্রেশন করব?
<<< রেজিস্ট্রেশন করুন এখানে >>>
(আপনার মো্বাইলে SMS/Call দিয়ে ম্যাপিং বাংলাদেশ টিম আপনার উপস্থিতি নিশ্চিত করবে ম্যাপ আপের আগে।)
ম্যাপ আপের সময় ও তারিখঃ
ভেনুঃ রংপুর।
স্থানঃ হোটেল নর্থ ভিউ (তিন তারকা সমমানের)
তারিখঃ ১৬ই নভেম্বর (শুক্রবার)
সময়ঃ বিকাল ৩:৩০ টা থেকে।
বিস্তারিত এই সাইটে । উল্লেখ্য, রংপুরের বাইরে কেউ অংশগ্রহণ করতে চাইলে তাকে অগ্রাধিকার দেয়া হবে, তবে গুগল থেকে কোন যাতাযাত ভাড়া দেয়া হবেনা।
ম্যাপ-আপটি বাংলাদেশের ডিজিটাল ম্যাপিং এ সচেতনতা বৃদ্ধিতে প্রভাব বিস্তার করবে বলে আশা করা হচ্ছে।
আমন্ত্রণে-
ম্যাপিং বাংলাদেশ টিম।
Author: Dr. Tanzil
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধুউরো মিয়া।প্রথমে শুইনা খুশি হইসিলাম।কিন্তু রংপুর এর কথা শুইনাই মন টা খারাপ হয়ে গেলো।