টেকটিউনস – টিউন ফরমেটিং গাইডলাইন ও স্ট্যান্ডার্ড

একটি নন-ফরমেটিং টিউন, টিউনের রিডেবিলিটি (Readability) প্রচন্ড রকম কমিয়ে দেয়। একটি সুন্দর ফরমেটেড টিউন টিউনের রিডেবেলিটি যেমন বৃদ্ধি করে তেমনি আপনার টিউনের ফলোয়ার ও বৃদ্ধি করে। টেকটিউনসে নন-ফরমেটেড টিউন প্রকাশ না করে, একটু সময় নিয়ে, সুন্দর ভাবে টিউন ফরমেট করে প্রকাশ করুন। আপনি যদি এতদিন নন-ফরমেটেড টিউন প্রকাশ করে আসেন তবে আপনার পরবর্তী সকল টিউন সঠিক ফরমেট করে টিউন প্রকাশ করুন।

টেকটিউনস টিউন ফরমেটিং এর জন্য নিচে বেশ কিছু গাইডলাইন প্রদান করা হল। নিচের গাইড লাইন গুলো সঠিক ভাবে পড়ুন ও চর্চা করুন এবং আপনার পরবর্তী সকল টিউন ওয়েল ফরমেটেড হিসেবে প্রকাশ করুন।

  • টেকটিউনসে টিউন হতে হবে সম্পূর্ণ ন্যাচারাল ফরমেটিং। টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে অহেতুক লিংক, ডাবল পাঙ্চুয়েশন মার্ক, ডাবল স্পেস, একসট্রা হোয়াইট স্পেস, ডাবল পাঙ্চুয়েশন মার্ক থাকা যাবে না যেমন: + (ডাবল প্লাস সাইন) - (ডাবল ডেস) থাকা যাবে না।
  • টিউনের কন্টেন্ট ও টাইটেল এ অতিরিক্ত কোন বা পঞ্কচুয়েসন মার্ক দিয়ে তৈরি বিভিন্ন হরাইজন্টাল লাইন ব্যবহার করা যাবে না।
    -
    =
    ××××××××××
    *
    %
    #
    @
    $!
    ~
    _
    -
    /////////////
    \\\\\\
    >>>>>>>>>>
    <<<<<<<<<<., , , , , , , , , , , , , , , , , , , , , ,
    ;
    :
    '''''''''''''''''''''''''''
    """"""""""""""
    |
    &&&&&&&&&&
    ^।
    +
    ())))))))))))))))))
    {}
    []?
  • টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন ধরনের ডাবল স্পেস থাকা যাবে না।
  • টিউনের কন্টেন্টে কোন ডাবল হোয়াইট লাইন থাকা যাবে না।
  • টিউনের কন্টেন্টে কোন ধরনের হোয়াইট স্পেস থাকা যাবে না।
  • টিউনে কোন প্রকার একসট্রা হোয়াইট স্পেস / হোয়াইট লাইন থাকা যাবে না।
  • টিউনের কন্টেন্টে বাংলার মাঝে ইংরেজি শব্দ গুলো অবশ্যই Proper Case এ হতে হবে। কোন ইংরেজি বাক্য হলে তা অবশ্যই Sentence Case এ হবে হবে। কোন ভাবেই Small Case ও Upper Case হওয়া যাবে না।
  • বাক্যে Separator ব্যবহার করা হলে Separator এর পূর্বে এবং পরে স্পেস হবে। যেমন ডেস -, স্লেস /, সিংগেল কোলন :, ডাবল কোলন : তবে এগুলো বাক্যে ব্যবহৃত না হয়ে কোন শব্দের ব্যবহৃত হলে পূর্বে ও পরে কোন প্রকার স্পেস হবে না।
  • টিউনে প্রতিটি প্যারা ও বাক্য এক প্যারাতে অবস্থান করতে হবে। নিউলাইন ও লাইন ব্রেক দিয়ে টেক্সট র‌্যাপ করা যাবে না।
  • টিউনে কোন প্রকার এলাইনমেন্ট ব্যবহার করা যাবে না সব বাই ডিফ্লট নন-এলাইনমেন্ট এ লেফট এনাইনমেন্ট হবে।
  • টিউনের ছবি কোন প্রকার এলইনমেন্ট করা যাবে না। সব বাই ডিফ্লট নন-এলাইনমেন্ট এ লেফট এনাইনমেন্ট হবে।
  • টিউনের সকল টেক্সট শুরু থেকে শেষ পর্যন্ত সেন্টার এলাইন করা যাবে না। প্রয়োজন হলে কিছু ছবি বা কোন বিশেষ বাক্য সেন্টর এনাইন করা যাবে। বেশির ভাগ টেক্সট বাই ডিফ্লট নন-এলাইনমেন্ট এ লেফট এলাইন হতে হবে।
  • দুটি প্যারার মাঝখানে অবশ্যই লাইন ব্রেক থাকত হবে। দুটি প্যারা লাইন ব্রেক ছাড়া একটি আরেকটির সাথে সংলগ্ন অবস্থায় লেগে থাকতে পারবে না।
  • পাঙ্কচুয়েশন মার্কের আগে কোন স্পেস থাকা যাবে না। পাঙ্কচুয়েশন মার্কের পরে একটি মাত্র স্পেস হবে। একাধিক স্পেস হওয়া যাবে না। যেমন: দাড়ি কমা পাঙ্কচুয়েশন মার্কের পরে একটি মাত্র স্পেস হতে হবে। একাধিক স্পেস থাকা যাবে না।
  • যে কোন ব্রাকেটের (ফার্স্ট ব্রাকেট, সেকেন্ড ব্রাকেট, থার্ড ব্রাকেট, এংগেল ব্রাকেট)  পর কোন স্পেস হবে না। শুধু মাত্র Opening Bracket এর ব্রাকেটের আগে এবং Closing Bracket এর পর স্পেস হবে।
  • টিউনে কোন লিংক - কে হেডিং h1, h2, h3, h4 করা যাবে না।
  • ২০ শব্দের কোন বাক্যকে হেডিং h1, h2, h3, h4 করা যাবে না বা ২০ শব্দের কোন বাক্য হেডিং h1, h2, h3, h4 অবস্থায় থাকতে পারবে না। কন্টেন্ট এর কোন বাক্যকে হেডিং h1, h2, h3, h4 করতে তা অবশ্যই ২০ বাক্যের নিচে হেত হবে।
  • টিউনে সঠিক ভাবে হেডিং ও বুটেলের ব্যবহার অবশ্যই করতে হবে।
  • টিউনে যে কোন কাজের প্রক্রিয়া, ধারা, কাজের ধাপ, যে কোন ধরনের লিস্ট, বিভিন্ন আইটেমের লিস্ট অবশ্যই বুলেট ব্যবহার করে ফরমেটিং করতে হবে।
  • টিউনে প্রতি ৫ লাইনের পর পর অবশ্যই প্যারা থাকতে হবে। এক প্যারাতে অনেক কন্টেন্ট দিয়ে রাখা যাবে না। টিউনে প্রতি ৫ লাইন পর পর বা টিউনের কন্টেন্ট এর সাথে সামাঞ্জস্যপূর্ণ প্যারা থাকতে হবে।
  • টিউনে যে কোন ছবি টেক্সট এর সাথে সংলগ্ন অবস্থায় লেগে থাকতে পারবে না।
  • কোন হেডিং এর ভিতর অন্য টপিক থাকলে তা সাব হেডিং করে দিতে হবে।
  • টিউনে একাধিক পয়েন্ট অবশ্যই বুলেট করে দিতে হবে।
  • বিভিন্ন পয়েন্ট কে ভাগ করার জন্য ➡ এর ব্যবহার থাকতে হবে।

➡ আপনি আপনার টিউনে প্রয়োজনীয় ছবি ও স্ক্রীনসট ব্যবহার করুন

ছবি ও স্ক্রীনসট আপনার টিউনের মানকে ও টিউডার (টিউন রিডার) কে আকৃষ্ট করার মান আরও বাড়িয়ে তুলবে। কীভাবে টিউনে ছবি ও স্ক্রীনসট যোগ করবেন তা দেখার জন্য টেকটিউনসের ‘টিউন করা শিখে নিন’ ভিডিও টিউট গুলো

➡ আপনার টিউন আরও সুন্দর করে ফরমেট করুন

  • টিউনের বিভিন্ন কন্টেন্ট এর বিভিন্ন পয়েন্ট গুলো বুলেট আকারে দিন।
  • টিউনের প্রধান টপিত গুলো H2 হেডিং করে দিন।
  • সাব টপিক গুলোতে H3 হেডিং করে দিন।
  • টিউনের কোন অংশে কখনও H1 হেডিং ব্যবহার করবেন না।
  • নিজের সাইট বা কোন লিংক টিউডারের কাছে আকৃষ্ট করার জন্য কখনও কোন লিংকে হেডিং (h1, h2, h3) বা বড় টেক্সট করে দিবেন না। আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে "সৌজন্যে:" লিখে সাইটের লিংক দিন। এই টিউনটি https://www.techtunes.io/internet/tune-id/188009 লক্ষ করুন টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে "সৌজনে:" লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
  • টিউনে কখনও বিভিন্ন টেক্সট ভিন্ন ভিন্ন কালার ব্যবহার করবেন না এতে টিউডার টিউনে পড়তে বিরক্তি বোধ করবে।

ভিডিও টিউট থেকে শিখে নিন সুন্দর করে টিউন ফরমেট করতে ও জানতে

কীভাবে সুন্দর করে টিউন ফরমেট করবেন তা জানতে টেকটিউনসের টিউন করা শিখে নিন ভিডিও টিউট গুলো

➡ নিচে কিছু দারুন ও সুন্দর ভাবে ফরমেট করা টিউনের উদহরণ দেয়া হল। লক্ষ করুন

ইত্যাদি করে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

এই টিউনের ফরমেট গুলোকে আদর্শ হিসেবে নিয়ে সবসময় আপনার টিউন গুলোকে সুন্দর ফরমেটে উপস্থাপন করুন। এতে আপনার টিউনের পাঠযোগ্যতা টিউডার ও টিউজিটরের কাছে বহুগুণে বৃদ্ধি পাবে।

➡ আপনার টিউনে যদি প্রোগ্রামিং সংক্রান্ত টিউন হয় ও টিউনে কোডের ব্যবহার থাকে তাহলে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব “কোড হাইলাইটার”। টেকটিউনসের “কোড হাইলাইটার” কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি https://www.techtunes.io/web-design/tune-id/77692/ দেখুন।

➡ টিউন করার আগে কিছু সময় নিয়ে পরিকল্পনা করুন।

➡ টিউডার ও টিউজিটররা বিস্তারিত, যত্ন নিয়ে, প্রয়োজনীয় ছবি যোগ করা ও সাবলীল ভাষার টিউনারদের খুবই পছন্দ করে। তাই সময় নিয়ে সুন্দর ভাবে, পরিপাটি করে ভাষা গুছিয়ে, আপনার মেধার পূর্ণ প্রয়োগ করে বিস্তারিত টিউন করুন।

অসম্পূর্ণ, অগোছালো, সুনির্দিষ্ট নয়, নাম মাত্র টিউন বা কোন রকম টিউন – এ ধরনের টিউন না করে সময় নিয়ে, সুন্দর ভাষার সুষ্ঠু প্রয়োগ করে, মেধার পূর্ণ ব্যবহার করে বিস্তারিত ভাবে টিউন করুন।

➡ কিছুদিন পর পর বা বেশ সময় ব্যবধানে টিউন না করে নিয়মিত টিউন করে কমিউনিটিতে আপনার বিশ্বস্থতা ধরে রাখুন। নিয়মিত টিউনারদের টিউডাররা খুব পছন্দ করে ও আস্থা রাখে। টিউন করার জন্য সপ্তাহের দুটি দিন বেছে নিন। এতে আপনার নিয়মিত টিউন করার ধারাবাহিকতা থাকবে।

টেকটিউনস বিজ্ঞান প্রযুক্তি চর্চার এক উন্মুক্ত সৌশাল নেটওয়ার্ক। টেকটিউনসে আপনার বিজ্ঞান ও প্রযুক্তির চিন্তা চেতনা মনন, অভিজ্ঞতার প্রকাশ ঘটান। আপনার বিজ্ঞান ও প্রযুক্তির জানা বিষয় গুলো প্রযুক্তির এই সুবিশাল নেটওয়ার্কে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। নিজেকে একজন মানসম্মত, দ্ক্ষ, কমিউনিটির অন্যদের সাথে বন্ধু ভাবাপন্ন টিউনার হিসেবে গড়ে তুলুন। হয়ে উঠুন একজন আদর্শ টেকটিউনসার।