টেকটিউনস ট্রাস্টেড টিউনার কীভাবে?

আপনি ‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ হয়ে টেকটিউনস থেকে Money Make করতে পারবেন।

আপনি টেকটিউনসে ট্রাসটেড টিউনার হয়ে টেকটিউনসে টিউন লেখা, ক্যারিয়ার হিসেবে নিতে পারেন ও টেকটিউনস থেকে নিয়মিত আয় করতে পারেন। ‘টেকটিউনস টিউন গাইডলাইন’ এর পাশাপাশি ‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ অনুযায়ী টিউন প্রকাশ করে আপনি টেকটিউনস থেকে নিয়মিত আয় করতে পারেন।

টেকটিউনসে অনেক ট্রাসট্রেড টিউনার রয়েছে যারা নিয়মিত টেকটিউনস থেকে ট্রাসটেড টিউনার হয়ে বেশ ভালো পরিমাণ Money Make করে।

‘টেকটিউনস ট্রাস্টেড টিউনার’ ব্যাজ পেতে আপনার প্রোফাইল অবশ্যই টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ পাওয়ার গাইডলাইন অনুযায়ী হতে হয় এবং আপনার সর্বশেষ (শেষ ৩০ দিনের মধ্যে) ১০টি টিউন অবশ্যই মৌলিক, অরিজিনাল ও টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক হতে হয়।

ট্রাস্টেড টিউনার হবার জন্য পরিপূর্ণভাবে আপনার প্রতিটি টিউন ‘টেকটিউনস ট্রাসটেড গাইডলাইন অনুযায়ী’ প্রকাশ করতে হয় এবং ট্রাস্টের টিউনার ব্যাজ পাওয়ার জন্য যে গাইডলাইন রয়েছে তা পরিপূর্ণভাবে মেনে আবেদন করতে হয়।

টেকটিউনস ট্রাসটেড টিউনাররা প্রতি মাসে গড়ে ২০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত পেমেন্ট পেআউট করে থাকে। নিয়মিত টিউন প্রকাশের সাথে সাথে এবং ইউজার এনগেজিং বৃদ্ধির সাথে সাথে আপনার আয়ও বাড়তে থাকে। আপনার প্রতি মাসের আয় নির্ভর করে আপনি কত বেশি পরিশ্রম, মেধা, অরিজিনাল, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট তৈরি করতে পারেন তাঁর উপর। টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে আপনি আনলিমিড Money ইনকাম করতে পারবেন। কোন লিমিট নেই। তবে সেজন্য আপনাকে নিয়মিত ইউনিক, অরিজিনাল, হাই-কোয়ালিটি ও এনজেগিং কন্টেন্ট তৈরিতে পারদর্শি হতে হবে।

ট্রাসটেড টিউনার হিসেবে সকল আয় ‘টেকটিউনস ক্যাশ’ হিসেবে আর্ন ও পে-আউট হয়। ‘টেকটিউনস ক্যাশ’ এর সকল আর্ন ও পে-আউট History আপনার টিউনার প্রোফাইল এর Techtunes Cash থেকে লাইভ দেখা যায়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে প্রতি টিউন থেকে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত পেমেন্ট পাওয়া যায়। প্রতি টিউনের পেমেন্ট নির্ভর করে আপনার টিউনের ১৪ টি ফ্যাক্টরের উপর। মিনিমাম ১০০০ টাকা হলে টেকটিউনস ট্রাসটেড টিউনার পেমেন্ট পেআউট গাইডলাইন অনুযায়ী প্রতি মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে ট্রাসটেড টিউনের হিসেবে আপনার টিউনার প্রোফাইলে সেট করা পে-আউট মেথড অনুযায়ী পেমেন্ট পে-আউট হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে প্রতি টিউন ৫০০+ শব্দের উপরে হতে হয়। ৫০০+ শব্দের নিচের কোন টিউন ট্রাসটেড টিউন হিসেবে বিবেচনা করা হয় না।

আপনার প্রতিটি টিউন স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হতে হয়। স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নয় এমন টিউন ট্রাসটেড টিউনার হিসেবে বিবেচিত হয় না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর প্রকাশিত টিউনের বৈশিষ্ঠ্য

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করার ক্ষেত্রে আপনার টিউন হতে হয়

  • ১. ১০০% প্লেইজারিজম মুক্ত (100% Plagiarism Free).
  • ২. ১০০% গ্রামাটিক্যালি কারেক্ট (100% Grammatically Correct).
  • ৩. ১০০% মেশিন ট্রন্সলেশন ও লিটেরাল ট্রন্সলেশন (আক্ষরিক অনুবাদ) মুক্ত (100% Machine Translation and Literal Translation Free).
  • ৪. ১০০% মৌলিক ও অরিজিনাল (100% Unique and Original).
  • ৫. ১০০% কন্টেন্ট রি-রাইট (Content Rewrite), কন্টেন্ট স্পিনিং (Content Spinning) ও কন্টেন্ট রি-মিক্সিং (Content Remixing) মুক্ত
  • ৬. ১০০% কপিরাইট কন্টেন্ট ম্যটেরিয়াল মুক্ত (100 % Copyright Content Material Free)
  • ৭. ১০০% স্পেলিং এরর মুক্ত (100% Spelling Error Free).
  • ৮. ১০০% টেকটিউনস টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী ফরমেটেড।
  • ৯. ১০০% টেকটিউনস টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট ডাইমেনশন ও লাইসেন্স অনুযায়ী কন্টেন্ট ম্যটেরিয়াল যুক্ত।
  • ১০. ১০০% টেকটিউনস টিউন থাম্বনেইল টেম্বপ্লেট অনুযায়ী ও 100 % Copyright Material Free টিউন থাম্বনেইল যুক্ত।

কন্টেন্ট ম্যটেরিয়াল = কন্টেন্টের যুক্ত করা ছবি, ফটো, ইমেইজ, স্ক্রিনসট, ভিডিও, গ্রাফ, ইনফোগ্রাফিক্স ও এম্বেডেবল অবজেক্ট

টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর টিউন টপিক

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে যে কোন টিউন টপিক নিয়ে টিউন করা যায় না।

টেকটিউনস যেহেতু একটি প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সৌশল নেটওয়ার্ক তাই টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করতে টিউনের 'টিউন টপিক' অবশ্যই প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত হতে হয়।

সেই সাথে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে যে কোন টিউন টপিক নিয়ে টিউন প্রকাশ করা যায় না।

সাধারণত

  1. টেকনিউজ।
  2. টেকনিউজ রিলেটেড টিউন টপিক।
  3. খুবই গতানুগতিক, সাধারণ বেসিক টিউন টপিক।
  4. ইউজার এনগেজিং নয় এমন টিউন টপিক।
  5. কোন ব্যক্তির জীবনী। তবে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত কোন ব্যক্তির জীবনীর প্রযুক্তিগত বিশ্লেষণ ধর্মী টিউন করা যায়।
  6. স্কুল, কলেজের পাঠ্য পুস্তকের কোন টিউন টপিক।
  7. ইউকিপিডিয়াতে অন্তর্ভুক্ত হওয়া কোন টিউন টপিক।
  8. নন-টেকনিক্যাল টিউন টপিক।
  9. কোন নির্দিষ্ট অ্যাপ, সাইট, সার্ভিস থেকে ইনকাম করুন জাতীয় টিউন টপিক।

নিয়ে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করা যায় না।

এছাড়া আপনি টিউন প্রকাশের পর টেকটিউনস কন্টেন্ট টিম যদি মনে করে আপনার প্রকাশিত টিউনের টিউন টপিক ও টিউনের মান টেকটিউনস ট্রাসটেড টিউন এর উপযোগী নয় তবে আপনাকে তা জানানো হবে। সেক্ষেত্রে, আপনাকে সে ধরনের 'টিউন টপিক' পরিহার করে টিউন লিখতে হবে এবং আপনকে সে ধরনের টিউনের মান পরিহার করে আরও মানসম্মত টিউন লিখতে হবে।

কোন 'টিউন টপিক' ও 'টিউন', 'টেকটিউনস ট্রাস্টেড টিউন' হিসেবে গণ্য হবে আর কোন 'টিউন টপিক' ও 'টিউন', 'টেকটিউনস ট্রাস্টেড টিউন' হিসেবে গণ্য হবে না, তা, 'টেকটিউনস কন্টেন্ট অপস' এর সিদ্ধান্তই চূরান্ত হিসেবে বিবেচিত হয়।

টিউনে ছবি যোগ ও টিউনের ফরমেট ‘ট্রাস্টেড টিউনারদের’ মত হতে হয়

টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে ছবি যোগ ও টিউনের ফরমেট ‘ট্রাস্টেড টিউনারদের’ মত হতে হয়।

‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন

টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার ও জোসস বাড়াবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।

  1. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১
  2. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২
  3. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩
  4. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৪
  5. টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৫

ট্রাস্টেড টিউনার মানে হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে আপনার প্রতিটি টিউন টেকটিউনস টিউন গাইলাইন অনুযায়ী প্রকাশ করতে হয় এবং ট্রাস্টের টিউনার ব্যাজ পাওয়ার জন্য যে গাইডলাইন রয়েছে তা পরিপূর্ণভাবে মেনে আবেদন করতে হয়।

টেকটিউনস এ অনেক ট্রাস্টেড টিউনার রয়েছে আপনি তাদের টিউনগুলো ফলো করলেই বুঝতে পারবেন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে ছবি যোগ ও টিউনের ফরমেট ‘ট্রাস্টেড টিউনারদের’ মত হতে হয়।

আপনার করা শেষ ১০ টি টিউনে যদি টেকটিউনস গাইলাইন নিষেধ করা হয়েছে এমন বিষয় অন্তর্ভুক্ত থাকে অথবা টেকটিউনস টিউন গাইডলাইনের কোন একটি বিষয় ভঙ্গ হয় তাহলে ট্রাস্টের টিউনার ব্যাজের জন্য তা গ্রহণযোগ্য হয় না।

অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকা

টেকটিউনস ট্রাসটেড টিউনার প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার মাধ্যমে ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করা।

টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার হচ্ছে প্রতি সপ্তাহে ৫০০+ শব্দের উপরে কমপক্ষে ৩ টি টিউন প্রকাশ করা এবং প্রতি মাসে ৫০০+ শব্দের উপরে কমপক্ষে ১২ টি টিউন প্রকাশ করা। অর্থাৎ টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০০+ শব্দের ও প্রতি মাসে কমপক্ষে ৬০০০+ শব্দের হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট প্রকাশ করার পারদর্শীতা থাকতে হবে।

আপনি যদি শুধু মাত্র টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজ অর্জন করেন কিন্তু টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকতে ও কনসিসটেন্ট (Consistent) থাকতে ব্যর্থ হোন তবে আশানুরূপ ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করতে ব্যর্থ হবেন। পরিণাম সরূপ আপনার টেকটিউনস ট্রাসটেড টিউনারশীপ ধরে রাখতে পারবেন না ও Lost করবেন।

তাই টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে অবশ্যই এবং অবশ্যই আপনাকে টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার পারদর্শীতা থাকতে হয়।

এনজেগিং টিউন টপিক তৈরি করা

টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ কন্টেন্ট তৈরির পাশাপাশি আপনার টিউনের টপিক হতে হবে ইউজার এনগেজিং। অর্থাৎ যে টিউনের কন্টেন্ট ইউজার বেশি এনজেজিং হয়। যে কন্টেন্ট এ ইউজার বেশি টিউমেন্ট করে, বেশি জোসস দেয়, আপনাকে বেশি ফলো করে, আপনাকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে কন্টেন্ট গুলোই এনগেজিং কন্টেন্ট। আপনি এমন ধরনের টিউন করলেন যে টিউনের টিউন টপিক খুবই বেসিক বা গতানুগতিক, যে টিউনের টিউন টপিক ইউজার এনজেগমেন্ট করে না তাহলে আপনি আশানুরূপ ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করতে ব্যর্থ হবেন।

তাই টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে অবশ্যই এবং অবশ্যই আপনাকে এনজেগিং টিউন টপিক তৈরি করার পারদর্শীতা থাকতে হয় আর তার জন্য আপনার প্রচুর কন্টেন্ট রিসার্চ করা, কন্টেন্ট কিউরেট করা ও কন্টেন্ট স্ট্রেটিজি তৈরি করার পারদর্শীতা থাকতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হয়ে আপনিও টেকটিউনস থেকে ইনকাম করতে পারবেন

ট্রাস্টের টিউনার ব্যাজ পেতে আপনার টেকটিউনস প্রোফাইল অবশ্যই টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী হতে হয় এবং আপনার সর্বশেষ শেষ ১০টি টিউন টেকটিউনস টিউন নীতিমালা অনুযায়ী অবশ্যই হতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করতে হয়।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকটিউনস থেকে আর্ন শুরু করতে

টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকটিউনস থেকে আর্ন শুরু করতে চাইলে

টেকটিউনস ট্রাস্টেড টিউনার জন্য আবেদনের আগে আপনার টিউনার প্রোফাইল টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী সেটআপ থাকতে ও আপনার সর্বশেষ (শেষ ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক প্রকাশিত থাকতে হয়।

খেয়াল করুন:

১. আপনার সর্বশেষ (শেষ ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক হতে হয়। আপনার প্রকাশিত সর্বশেষ (শেষ ৩০ দিনের মধ্যে) ১০ টি টিউনের কোন একটি টিউন টেকটিউনস টিউন গাইলাইন যে কোন একটি টার্ম ভঙ্গ করলে ট্রাসটেড টিউনার ব্যাজ প্রদান করা হয় না।

২. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে প্রতি টিউন ৫০০ শব্দের উপরে হতে হয়। ৫০০+ শব্দের নিচের কোন টিউন ট্রাসটেড টিউন হিসেবে বিবেচিত হয় না।

৩. টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে প্রতি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার টিউন টপিক গাইডলাইন অনুযায়ী হতে হয়।

৪. কোন প্রকার ভিডিও টিউন ট্রাসটেড টিউন হিসেবে গণ্য হয় না।

৫. টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে ‘ট্রাস্টেড টিউনারদের’ টিউনের মত হেডিং (H2, H3, H4) এবং বুলেট ব্যবহার করে টিউন ফরমেটিং করা থাকতে হয়।

৬. টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে ‘ট্রাস্টেড টিউনারদের’ টিউনের মত প্রয়োজনীয় ছবি, ইমেইজ, পিকচার, স্ক্রিনসট যোগ করা থাকতে হয়।

৭. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে কন্টেন্টের সকল ছবি, ইমেইজ, পিকচার, অডিও, ভিডিও, ডকুমেন্ট টেকটিউনসে আপলোড করে টিউনের কন্টেন্টে যোগ করা থাকতে হয়। ছবি, ইমেইজ, পিকচার, অডিও, ভিডিও টেকটিউনস ছাড়া অন্য কোন সাইটে আপলোড করে টিউন যোগ করা যায় না। থার্টপার্টি কোন ইমেইজ ও ভিডিও সার্ভিস ব্যবহার করে টিউনে যোগ করলে তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হয় না।

৮. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনে ব্যবহৃত প্রতিটি ম্যাটেরিয়াল টিউন থাম্বনেইল, ছবি, ইমেইজ, পিকচার, স্ক্রিনসট অডিও, ভিডিও, ডকুমেন্ট অবশ্যই Copyright Free, Royalty Free, License Free হতে হয়। টিউনে এমন কোন ম্যাটেরিয়াল ব্যবহার করা যায় না যা Copyright, Royalty ও License ব্রেক করে। 'টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন' অনুযায়ী টিউনে সকল ধরনের ম্যাটেরিয়াল যোগ করতে হয়।

৯. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউনের শিরোনামে ও টিউনের কন্টেন্টে কোন প্রকার বানান ভুল থাকা যায় না। প্রতিটি টিউন প্রকাশের আগে অভ্র স্পেল দিয়ে টিউনের শিরোনামের ও টিউনের কন্টেন্টের বানান চেক করে, নিজে কয়েকবার রিভিশন দিয়ে নিশ্চিত হতে হয় যে টিউনে কোন প্রকার বানান ভুল নেই।

১০. টেকটিউনস ট্রাস্টেড টিউনার এর সকল টিউনে অবশ্যই 'টেকটিউনস কপিরাইট ম্যাটেরিয়াল গাইডলাইন' অনুযায়ী টিউন থাম্বনেইল যোগ করা থাকতে হয়।

১১. ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার করা প্রতিটি টিউন অবশ্যই Copyscape ও Small SEO Tools Plagiarism Checker এ চেক করে ১০০% ইউনিক কন্টেন্ট হয়। তাই ট্রাসটেড টিউনার এর জন্য আবেদনের আগে আপনার টিউন গুলো এ টুল গুলো দিয়ে চেক করুন তা ১০০% ইউনিক কন্টেন্ট কিনা।

১২. যে টিউন আপনি টেকটিউনসে প্রকাশ করবেন সে একই টিউন অন্য জায়গায় এমনকি নিজেস্ব ব্লগে প্রকাশ করলেও সার্চ ইঞ্জিন তা ডুপলিকেট কন্টেন্ট হিসেবে ডিডেক্ট করবে এবং তা টেকটিউনস ট্রাস্টেড টিউনের অরিজিনালিটি হারায় এবং তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হয় না। আপনার টিউন টেকটিউনস থেকে কপি করে অন্য কেউ অন্য সাইটে প্রকাশ করলে তা টেকটিউনস এর প্লেইজারিজম টুল ডিটেক্ট করতে পারে এবং তাতে সমস্যা হয় না। কিন্তু টেকটিউনসে প্রকাশ করা টিউন হুবহু বা আংশিক বা কিছু পরিবর্তন করে অন্য কোন মাধ্যমে প্রকাশ করলে তা ট্রাস্টেড টিউন হিসেবে বিবেচিত হয় না এবং ট্রাস্টেড টিউনশীপ পাবার পর করে এমন করলে ট্রাসটেড টিউনার ব্যাজ অপসারণ করা হয়।

১৩. টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের ক্ষেত্রে অবশ্যই ‘টিউন এক্সক্লুসিভিটি’ বজায় রাখতে হয়। ‘টিউন এক্সক্লুসিভিটি’ বজায় রাখতে ‘টিউন এক্সক্লুসিভিটি’ গাইডলাইন গুলো মেনে টেকটিউনস ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করতে হয়।

১৪. পুরো টিউনের কোথাও নিজের সাইট, চ্যানেল, গ্রুপ, পেইজ, সৌশল মিডিয়ার প্রোফাইলের এর লিংক ব্যবহার করা যায় না।

১৫. কোন ভাবেই টিউনে শুরুতে, টিউনের শেষে, টিউনের মাঝে, টিউনে এক বা একাধিক কিওয়ার্ডে লিংক, টিউনে এক বা একাধিক কিওয়ার্ডে ঘন ঘন লিংক করে, ইত্যাদি করে টিউনে কোন প্রকার থার্ড পার্টি লিংক যোগ করা যায় না।

১৬. টেকটিউনস ট্রাসটেড টিউনার পাওয়ার জন্য প্রথমত টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ করুন এবং টেকটিউনস টিউন গাইলাইন ভালো করে পড়ুন এবং নিশ্চিত হোন আপনার সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইলাইন মোতাবেক প্রকাশিত হয়েছে কিনা এবং সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস টিউন গাইলাইন ভঙ্গ করে এমন কোন বিষয় অন্তর্ভুক্ত নেই।

সর্বপরি, যদি আপনি নিশ্চিত হোন যে আপনার সাম্প্রতিক (শেষ ৩০ দিনের মধ্যে) সর্বশেষ ১০ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের গাইডলাইন অনুযায়ী সঠিক ভাবে প্রকাশ করা আছে তবে আপনি টেকটিউনস প্রোফাইল সেটআপ গাইডলাইন অনুযায়ী আপনার টেকটিউনস প্রোফাইল সেটআপ করুন ও টেকটিউনস প্রোফাইল সেটআপ রিভিউ এর জন্য টেকটিউনস ডেস্কে আবেদন করুন। এরপর টেকটিউনস প্রোফাইল সেটআপ সফল হলে টেকটিউনস ট্রাসটেড টিউনার ব্যাজের জন্য টেকটিউনস ডেস্কে আলাদা ভাবে আরেকটি আবেদন করুন।

টেকটিউনস সাইট অপস (Techtunes Site Ops) আপনার টিউনার প্রোফাইল ও আপনার সর্বশেষ ১০ টি টিউন রিভিউ করবেন এবং আপনাকে আপডেট জানাবেন।

সবকিছু ঠিক থাকলে টেকটিউনস ডেস্কে আবেদনের সাপেক্ষে আপনি ট্রাস্ট্রেড টিউনার ব্যাজ অর্জন করতে পারবেন ও টেকটিউনস থেকে ইনকাম করতে পারবেন।

লক্ষ করুন

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের তারিখ থেকে সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে প্রকাশিত ১০ টি টিউন, টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের রিভিউ এর জন্য কাউন্ট হয় অর্থাৎ আপনার সর্বশেষ প্রকাশিত ১০ম থেকে ১ম টিউন, টেকটিউনস ট্রাসটেড টিউনার আবেদনের রিভিউ এর জন্য কাউন্ট হয়। টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদনের তারিখ থেকে সর্বশেষ, ৩০ দিন এর মধ্যে প্রকাশিত ১০ টি টিউনের যে কোন ১ টি টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ না হলে পুরো ১০ টি টিউনই বাতিল হয়। এই ১০ টি বাতিল হয়ে যাওয়া টিউন আর পরবর্তি কোন আবেদনের জন্য কাউন্ট হয় না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন বাতিল হলে পরবর্তী ৬০ দিনের মধ্যে আর নতুন করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করা যায় না।

টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন বাতিল হলে ৬০ দিন অতিক্রান্ত হলে পুনরায় আবার টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন পূরণ করে, নতুন করে, সর্বশেষ ৩০ দিন এর মধ্যে নতুন ১০ টি টিউন প্রকাশ করে টেকটিউনস ট্রাস্টেড টিউনার আবেদন করা যায়।