খেয়াল করুন, টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টেকটিউনসের নির্দেশিত গাইডলাইন মেনে আপনাকে আপনার ট্রাস্টেড টিউনারশীপ বজায় রাখতে হয়। টেকটিউনসের নির্দেশিত গাইডলাইন এর কোন একটি বিষয় ভঙ্গ করলে আপনার ট্রাস্টেড টিউনারশীপ বাতিল হয়।
➡ সর্বপরি আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক।
➡ আপনার কোন একটি Single টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র্যাংক পেলে আপনার ট্রাস্টেড টিউনারশীপ সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাই ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন করতে টেকটিউনস টিউন গাইডলাইন খুবই ভালো করে পড়ে আয়ত্ব করে নিন।
টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার হচ্ছে:
সহজ ভাষায়, টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০০+ শব্দের ও প্রতি মাসে কমপক্ষে ৬০০০+ শব্দের হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট প্রকাশ করার পারদর্শীতা থাকতে হবে এবং প্রতি ৩ মাসে ২ টির বেশি 'ইনঅ্যাক্টিভ সপ্তাহ (Inactive Week)' থাকা যাবে না।
সিস্টেম, প্রতি সপ্তাহের রবিবার থেকে শনিবার ১ টি Week কাউন্ট করে। সিস্টেম প্রতি সপ্তাহের রবিবার চেক করে ঠিক এ আগের সপ্তাহে টেকটিউনস ট্রাস্টেড টিউনার অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী আপনি একটিভ আছেন কিনা।
টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক ইনঅ্যাক্টিভ সপ্তাহ (Inactive Week) এর কারণে টিউনারশীপ অপসারিত হয়।
ট্রাস্টের টিউনারশীপ অপসারিত হলে সিস্টেম থেকে একই সাথে টেকটিউনস ফেসবুক গ্রুপে টিউন সাবমিটের এক্সেস ও টেকটিউনস থাম্বনেইল টেমপ্লেটের এক্সেসও অপসারিত হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার মাধ্যমে ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করা।
টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার হচ্ছে প্রতি সপ্তাহে ৫০০+ শব্দের কমপক্ষে ৩ টি টিউন প্রকাশ করা এবং প্রতি মাসে ৫০০+ শব্দের কমপক্ষে ১২ টি টিউন প্রকাশ করা। অর্থাৎ টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে আপনার প্রতি সপ্তাহে কমপক্ষে ১৫০০+ শব্দের ও প্রতি মাসে কমপক্ষে ৬০০০+ শব্দের হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট প্রকাশ করার পারদর্শীতা থাকতে হবে।
আপনি যদি শুধু মাত্র টেকটিউনস ট্রাস্টেড টিউনার ব্যাজ অর্জন করেন কিন্তু টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকতে ও কনসিসটেন্ট (Consistent) থাকতে ব্যর্থ হোন তবে আশানুরূপ ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করতে ব্যর্থ হবেন। পরিণাম সরূপ আপনার টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ ধরে রাখতে পারবেন না ও Lost করবেন।
তাই টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে অবশ্যই এবং অবশ্যই আপনাকে টেকটিউনস ট্রাস্টেড টিউনারের অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার প্যারামিটার অনুযায়ী টেকটিউনসে নিয়মিত হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ ও এনজেগিং কন্টেন্ট নিয়মিত ভাবে প্রকাশ করে অ্যাক্টিভ (Active) থাকা ও কনসিসটেন্ট (Consistent) থাকার পারদর্শীতা অর্জন করতে হবে।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে হাই-কোয়ালিটি, অরিজিনাল, রিচ, কোয়ালিটি পূর্ণ কন্টেন্ট তৈরির পাশাপাশি আপনার টিউনের টপিক হতে হবে ইউজার এনগেজিং। অর্থাৎ যে টিউনের কন্টেন্ট ইউজার বেশি এনজেজিং হয়। যে কন্টেন্ট এ ইউজার বেশি টিউমেন্ট করে, বেশি জোসস দেয়, আপনাকে বেশি ফলো করে, আপনাকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে কন্টেন্ট গুলোই এনগেজিং কন্টেন্ট। আপনি এমন ধরনের টিউন করলেন যে টিউনের টিউন টপিক খুবই বেসিক বা গতানুগতিক, যে টিউনের টিউন টপিক ইউজার এনজেগমেন্ট করে না তাহলে আপনি আশানুরূপ ‘টেকটিউনস ক্যাশ’ উপার্জন করতে ব্যর্থ হবেন।
তাই টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে অবশ্যই এবং অবশ্যই আপনাকে এনজেগিং টিউন টপিক তৈরি করার পারদর্শীতা অর্জন করতে হবে আর তার জন্য আপনার প্রচুর কন্টেন্ট রিসার্চ করা, কন্টেন্ট কিউরেট করা ও কন্টেন্ট স্ট্রেটিজি তৈরি করার পারদর্শীতা অর্জন করা খুবই জরুরি।
টেকটিউনস যেহেতু একটি প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সৌশল নেটওয়ার্ক তাই টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করতে টিউনের 'টিউন টপিক' অবশ্যই প্রযুক্তি, বিজ্ঞান, টেকনিক্যাল, কারিগরি সম্পর্কিত হতে হয়। তবে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে যে কোন টিউন টপিক নিয়ে টিউন প্রকাশ করা যায় না।
সাধারণত
নিয়ে টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশ করা যায় না।
এছাড়া আপনি টিউন প্রকাশের পর টেকটিউনস কন্টেন্ট টিম যদি মনে করে আপনার প্রকাশিত টিউনের টিউন টপিক ও টিউনের মান টেকটিউনস ট্রাস্টেড টিউন এর উপযোগী নয় তবে আপনাকে তা জানানো হবে। সেক্ষেত্রে, আপনাকে সে ধরনের 'টিউন টপিক' পরিহার করে টিউন লিখতে হবে এবং আপনকে সে ধরনের টিউনের মান পরিহার করে আরও মানসম্মত টিউন লিখতে হবে।
কোন 'টিউন টপিক' ও 'টিউন', 'টেকটিউনস ট্রাস্টেড টিউন' হিসেবে গণ্য হবে আর কোন 'টিউন টপিক' ও 'টিউন', 'টেকটিউনস ট্রাস্টেড টিউন' হিসেবে গণ্য হবে না, তা, 'টেকটিউনস কন্টেন্ট অপস' এর সিদ্ধান্তই চূরান্ত হিসেবে বিবেচিত হয়।
আপনার টিউনের আয় নির্ভর করে আপনার টিউনের 'টিউন র্যাংক' ও অ্যাক্টিভনেস এর উপর। একটি টিউনের 'টিউন র্যাংক' নির্ধারিত হয় 'Techtunes Falcon Algorithom' এর মাধ্যমে।
'Techtunes Falcon Algorithom' অনুযায়ী একটি টিউনের 'টিউন এনগেজমেন্ট' যত বেশি হয় সে টিউনের 'টিউন র্যাংক' তত বৃদ্ধি পায়।
অর্থাৎ যে টিউনের কন্টেন্টে ইউজার বেশি এনজেজিং হয়। যে কন্টেন্ট এ ইউজার বেশি টিউমেন্ট করে, বেশি জোসস দেয়, আপনাকে বেশি ফলো করে, আপনাকে বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে কন্টেন্ট গুলোই এনগেজিং কন্টেন্ট।
টিউনের 'টিউন র্যাংক' ও 'টিউন এনগেজমেন্ট' তথা আপনার আয় নির্ভর করবে ১৪ টি বিষয়ের উপর
এর উপর।
খেয়াল করুন: টিউনের 'টিউন ভিউ' এর উপর টিউনের 'টিউন র্যাংক' নির্ভর করে না।
এই ১৪ টি বিষয় যত বেশি ও মানসম্মত হয় আপনার 'টেকটিউনস ক্যাশ' ইনকাম তত বেশি হয়।
টেকটিউনসের আর্নিংস উইথড্রো জন্য আপনাকে ম্যানুয়ালি কোন রিকোয়েস্ট করতে হয় না। 'টেকটিউনস ক্যাশ পে-আউট' পলিসি অনুযায়ী পেমেন্ট প্রসেস হয়।
টেকটিউনস থেকে টেকটিউনস ক্যাশ উইথড্রো এর জন্য টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশ করতে হয়। আপনার আর্নিং জমা হয়ে আপনার প্রথম পেমেন্ট উইথড্রো এর আগে আপনাকে আপনার টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। আপনার প্রথম পেমেন্ট উইথড্রো এর আগে টেকটিউনস অ্যাকাউন্ট ভেরিফিকেশন জন্য প্রয়োজনীয় প্রসেস আপনাকে 'টেকটিউনস ম্যাসেজ' বক্সে পাঠানো হবে।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে অবশ্যই টেকটিউনস টিউন এক্সক্লুসিভিটি গাইডলাইন মোতাবেক টিউন এক্সক্লুসিভিটি বজায় রেখে টিউন প্রকাশ করতে হয়।
টেকটিউনস টিউনার হিসেবে আপনার সাবমিট করা টিউন বা আপনার প্রকাশ করা টিউন টেকটিউনস প্লেইজারিজম গাইডলাইন অনুযায়ী ১০০% প্লেইজারিজম ফ্রি (100% Plagiarism Free) হতে হয়।
খেয়াল করুন: টেকটিউনস প্লেইজারিজম গাইডলাইন এ উল্লেখিত প্লেইজারিজম এর কোন Single (একটি) শর্ত ভেঙ্গে টিউনে প্লেইজারিজম করা টেকটিউনসে Grade 10 মানের অপরাধ। টেকটিউনস প্লেইজারিজম গাইডলাইন এ উল্লেখিত প্লেইজারিজম এর কোন Single (একটি) শর্ত ভেঙ্গে টিউনে প্লেইজারিজম করা হলে টিউনারকে কোন প্রকার সতর্কতা বার্তা দেওয়া ছাড়াই টেকটিউনস ট্রাস্টেড টিউনারশীপ বাতিল হয়।
আপনার টিউন করার টপিকের পারদর্শীতার উপর নির্ভর করে টেকটিউনস কন্টেন্ট অপস টিম থেকে মাঝে মাঝে বিভিন্ন টিউন টাস্ক আপনার 'টেকটিউনস ম্যাসেজ বক্স' এর মাধ্যমে এসাইন করা হয়। এই প্রতিটি টিউন টাস্কে প্রয়োজনীয় নির্দেশনা ও একটি ডেডলাইন দেওয়া থাকে। আপনি নির্দিষ্ট টিউন টাস্কটি সঠিক নির্দেশনা অনুসরণ করে ও নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করলে আপনি সে টিউন টাস্কের জন্য নির্ধারিত ক্যাশ অ্যামাউন্টটি আর্ন করতে পারবেন।
আপনি যদি নির্দিষ্ট টিউন টাস্কটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে বর্থ্য হোন তবে সে টিউন টাস্কটি Expire হয়ে যায়। আপনি যদি পর পর বেশ কয়েকটি টিউন টাস্ক করতে ব্যর্থ হোন বা টিউন টাস্ক করতে না চান তবে পরবর্তিতে আর কোন টিউন টাস্ক অ্যাসাইন করা হয় না।
মনে রাখবেন টেকটিউনস ট্রাস্টেড টিউন হিসেবে আপনি শুধু মাত্র এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং কন্টেন্ট লিখে গেলেই হবে না। সেই সাথে আপনার টিউনের মার্কেটিং করে যেমন বিভিন্ন হাই কোয়ালিটি গ্রুপ ফোরামে শেয়ার করে নিজের টেকটিউনস ফলোয়ার ও টিউন জোসস বাড়াতে হয়। আপনার টেকটিউনস ফলোয়ার ও টিউন জোসস যত বাড়াতে থাকবে টেকটিউনসে আপনার আর্নিং তত বেশি বৃদ্ধি পাবে।
মনে রাখবেন টেকটিউনস ট্রাস্টেড টিউন হিসেবে আপনি শুধু মাত্র এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং কন্টেন্ট লিখে গেলেই হবে না। সেই সাথে টেকটিউনসের অন্য কোয়ালিটি টিউনাদের ফলো করতে হবে। কোয়ালিটি টিউনার হিসেব সেটা নন- ট্রাস্টেড টিউনারও হতে পারে আর ট্রাস্টেড টিউনার তো হবেই। অর্থার্ৎ কোয়ালিটি টিউন করে এমন ট্রাস্টেড ও নন-ট্রাস্টেড যে কোন টিউনারকে ফলো করতে হবে। আপনার যত বশি ফলোয়িং থাকবে অর্থাৎ আপনি যত বেশি অন্য টিউনারদের ফলো করবেন আপনার টিউন আর্নিং তত বেশি বৃদ্ধি পাবে।
মনে রাখবেন টেকটিউনস ট্রাস্টেড টিউন হিসেবে আপনি শুধু মাত্র এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং কন্টেন্ট লিখে গেলেই হবে না। সেই সাথে আপনাকে আপনার টিউনের ভাষা ও প্রাঞ্জলতার মাধ্যমে টিউডার ও টিউজিটর এর সাথে দৃঢ় সম্পর্ক স্থাপণ করতে হবে। যেন আপনার প্রতি তাঁদের আস্থা তৈরি হয় এবং তাঁরা আপনাকর ফলো করে, আপনার টিউন জোসস করে ও আপনার টিউনে টিউমেন্ট করে।
মনে রাখবেন টেকটিউনস ট্রাস্টেড টিউন হিসেবে আপনি শুধু মাত্র এক্সক্লুসিভ, ট্রেন্ডি, ইউজার এনগেজিং কন্টেন্ট লিখে গেলেই হবে না। সেই সাথে নিয়মিত আপনার টিউনের প্রতিটি টিউমেন্টের গঠন মূলক রিপ্লাই দিতে হবে। অর্থাৎ আপনার টিউনে করা প্রতি টিউমেন্টের অধীনে আপনার একটি গঠন মূলক রিপ্লাই থাকতে হবে। যদি আপনার টিউনে কোন ধরনের স্প্যাম টিউনমেন্ট হয় তবে সে টিউমেন্ট মডারেট করুন।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে, টেকটিউনস কন্টেন্ট অপস টিম, টেকটিউনস সাইট অপস টিম প্রায় ক্ষেত্রেই আপনার টিউনের কোন সংশোধন প্রয়োজন হলে বা কোন টিউন টাস্ক এনাইন করলে টেকটিউনস টিউমেন্ট ও টেকটিউনস ম্যাসেজ এর মাধ্যমে আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। যখন আপনাকে এ ধরেন কোন নির্দেশনা প্রদান করা হবে তখন সে নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে জানেতে হবে। আপনাকে কোন নির্দেশনা দেওয়া হলো এবং আপনি সে নির্দেশনা অনুযায়ী কাজ করছেন না এবং কোন ধরনের রেস্পন্স না করে আন-রেস্পন্সিভ থাকছেন এমন বিষয় হওয়া যাবে না।
আপনার ট্রাস্টেড টিউনারশীপ স্থায়ী হলেও কোন ক্যালেন্ডার বৎসরে (Calander Year) এ মোট সর্বোচ্চ সংখ্যক দিন ইনএকটিভ থাকার জন্য সিস্টেম থেকে স্বয়ংক্রিয় ভাবে আপনার ট্রাস্টেড টিউনারশীপ অপসারিত হয়। আপনার ট্রাস্টেড টিউনারশীপ অর্জন করার পর থেকে কোন ক্যালেন্ডার বৎসরে (Calander Year) ৩০ দিনের বেশি ইনএকটিভ থাকলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয় ভাবে আপনার ট্রাস্টেড টিউনারশীপ অপসারিত হয়।
ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক 'ট্রাস্টেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন' অনুযায়ী শেয়ার ও সাবমিট করতে হয়। খেয়াল করুন, ট্রাস্টেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক 'ট্রাস্টেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন' অনুযায়ী সঠিক ভাবে শেয়ার ও সাবমিট না হওয়া পর্যন্ত সে ট্রাস্টেড টিউনের জন্য 'টেকটিউনস ক্যাশ' প্রসেস হয় না।
ট্রাস্টেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ জমা বিলম্ব হবার ও জমা না হবার কয়েকটি কারণ রয়েছে।
ট্রাস্টেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ জমা একটি প্রসেস অরিওন্টেড সিস্টেম। ট্রাস্টেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ জমা, বিলম্ব হলে টেকটিউনস ডেস্কে “টেকটিউনস ক্যাশ জমা কেন হচ্ছে না?” জাতীয় প্রশ্ন করার প্রয়োজন নেই। টেকটিউনস ট্রাস্টেড টিউনার গাইডলাইন মেনে ইউনিক টপিক ও এক্সক্লুসিভ টিউন নিয়মিত করলে ও টিউন সঠিক নিয়মে শেয়ার করে সাবমিট করলে টেকটিউনস ট্রাস্টেড টিউনার প্রসেস অনুযায়ী ট্রাস্টেড টিউনের ‘টেকটিউনস ক্যাশ’ স্বাভাবিক ভাবেই জমা হয়।
কোন ট্রাস্টেড টিউন শেয়ার করে সাবমিট করার ৬০ দিনের পরও যদি সে টিউনের জন্য কোন টেকটিউনস ক্যাশ জমা না হয় সেক্ষেত্রে আপনি টেকটিউনস ডেস্কে তা জানান।
টেকটিউনসের সকল টিউন টেকটিউনস ট্রাস্টেড টিউনার 'টিউন রিভিউ' গাইডলাইন অনুয়ায়ী রিভিউ হয়।
টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাস্টেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, যে কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত, ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর 'ট্রাস্টেড টিউনারদের' সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন।
আপনি ট্রাস্টেড টিউনারদের মত
টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে টেকটিউনস টিউন গাইডলাইন পড়ুন।