টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে, টিউন সংশোধনের নির্দেশনা দেওয়া হলে, টিউন সংশোধন করে, সংশোধিত টিউনের লিংক 'টেকটিউনস ট্রাস্টেড টিউনার 'টিউন সংশোধন সাবমিট গাইডলাইন' অনুযায়ী 'টিউন সংশোধন সাবমিট' করতে হয়।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে সংশোধিত টিউনের লিংক 'সংশোধন সাবমিট' করতে প্রথমত টেকটিউনস Compose Message এ যান।
১. Send To (Username or Friend's Name) ফিল্ডে techtunes টাইপ করুন ও Send To হিসেবে 'টেকটিউনস' সিলেক্ট করুন।
২. Subject ফ্লিড এ নিচের ফরমেটে Subject টি লিখুন
নিচের Snippet টুকু কপি করে শুধু মাত্র [] থার্ড ব্রাকেট ও থার্ড ব্রাকেটের ভিতরের অংশটুকু পুরো রিপ্লেস করে Subject ফিল্ডে লিখুন।
টিউন সংশোধন: [সংশোধিত টিউনের শিরোনাম]
এখানে ঠিক উপরের ফরমেট অনুযায়ী লিখুন। এখানে 'টিউন সংশোধন' এরপর ইংরেজি হরফে কোলন, এরপর স্পেস এরপর টিউনের শিরোনাম দেওয়া হয়েছে।
ঠিক এভাবে হুবহু, এই ফরমেটে Subject ফ্লিডে টিউনের শিরোনাম লিখুন। ইংরেজি কোলনের জায়গায় বাংলা কোলন ব্যবহার করা যাবে না।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে, টিউন সংশোধনের নির্দেশনা দেওয়া হলে প্রয়োজনে সে টিউন/টিউন গুলো সংশোধনের পর উপরের ফরমেট টি কপি করে নিন এবং আপনার টিউন মোতাবেক সংশোধিত টিউনের শিরোনাম অনুযায়ী পরিবর্তন করে নিন।
যেমন: আপনার সংশোধিত টিউনের শিরোনাম যদি হয়
"২০১৮ সালের বেস্ট Two-in-one ল্যাপটপগুলো"
তবে Subject ফ্লিডে লিখুন
টিউন সংশোধন: ২০১৮ সালের বেস্ট Two-in-one ল্যাপটপগুলো
৩. এবার আপনার সংশোধিত টিউনের লিংক নিচের ফরমেটে Message ফিল্ডে লিখে সাবমিট করুন।
নিচের Snippet টুকু কপি করে শুধু মাত্র [] থার্ড ব্রাকেট ও থার্ড ব্রাকেটের ভিতরের অংশটুকু পুরো রিপ্লেস করে Message ফিল্ডে লিখে সাবমিট করুন।
টিউন সংশোধিত হয়েছে: [সংশোধিত টিউনের লিংক] টিউন শিরোনাম: [সংশোধিত টিউনের শিরোনাম]
এখানে ঠিক উপরের ফরমেট অনুযায়ী লিখুন। এখানে 'টিউন' এর পর ইংরেজি হরফে কোলন, এরপর স্পেস এরপর সংশোধিত টিউনের শিরোনাম দেওয়া হয়েছে। একই ভাবে এখানে 'টিউন লিংক' এর পর ইংরেজি হরফে কোলন, এরপর স্পেস এরপর সংশোধিত টিউনের লিংক দেওয়া হয়েছে।
ঠিক এভাবে হুবহু, এই ফরমেটে টিউন সাবমিট করুন। ইংরেজি কোলনের জায়গায় বাংলা কোলন ব্যবহার করা যাবে না।
টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে, টিউন সংশোধনের নির্দেশনা দেওয়া হলে সে টিউন/টিউন গুলো সংশোধনের পর উপরের ফরমেট টি কপি করে নিন এবং আপনার টিউন মোতাবেক সংশোধিত টিউনের শিরোনাম ও সংশোধিত টিউনের লিংক অনুযায়ী পরিবর্তন করে নিয়ে।
যেমন:
টিউন সংশোধিত হয়েছে: https://www.techtunes.io/laptop/tune-id/586292
টিউন শিরোনাম: ২০১৮ সালের বেস্ট Two-in-one ল্যাপটপগুলো
লক্ষ করুন: টেকটিউনস ট্রাস্টেড টিউনার হিসেবে, টিউন সংশোধনের নির্দেশনা দেওয়া হলে সংশোধিত প্রতিটি টিউনের জন্য আলাদা আলাদা ম্যাসেজ তৈরি করে 'টিউন সংশোধন সাবমিট' করতে হয়।
আপনার সাবমিট করা 'টিউন সংশোধন সাবমিট' এর ম্যাসেজের অধীনে প্রয়োজন না হলে আপনাকে টেকটিউনস থেকে কোন রিপ্লাই দেওয়া হবে না। যদি অরও কোন সংশোধনের প্রয়োজন হয় তাহলে আপনাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।