স্মার্টফোন বাজারে এখন Foldable ফোনের জয়জয়কার। Samsung এই ক্ষেত্রে অন্যতম অগ্রণী একটি নাম। তবে ফ্ল্যাগশিপ Foldable ফোনগুলোর দাম আকাশছোঁয়া হওয়ায়, অনেকেরই সাধ থাকলেও সাধ্য থাকে না। ঠিক এই সমস্যার সমাধানে Samsung নিয়ে আসে তাদের "Fan Edition" (FE) ফোনগুলো। ফ্ল্যাগশিপের কিছু দারুণ ফিচার, কিন্তু দাম তুলনামূলকভাবে হাতের নাগালে – এটাই FE সিরিজের মূল আকর্ষণ।
আর এখন প্রযুক্তি বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে Samsung Galaxy Z Flip 7 FE! খবর রটেছে, ফোনটির 3C Certification হয়েছে। এই সার্টিফিকেশন থেকে যা জানা যাচ্ছে, তাতে মনে হচ্ছে ফোনটির চার্জিং স্পীড অন্যান্য Galaxy Z Foldable ফোনগুলোর মতোই হবে। তার মানে কি কম দামে ফ্ল্যাগশিপ Foldable এর স্বাদ পাওয়া যাবে? চলুন, এই ফোনটি নিয়ে কি কি তথ্য পাওয়া যাচ্ছে, তার গভীরে যাওয়া যাক!
সম্প্রতি জানা গিয়েছে যে, Samsung Galaxy Z Fold 7 এবং Z Flip 7 সাফল্যের সাথে 3C Database অতিক্রম করেছে। এই খবরের রেশ কাটতে না কাটতেই, Galaxy Z Flip 7 FE এর Certification Platform এ অন্তর্ভুক্তির বিষয়টি সামনে এসেছে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়া যাচ্ছে, Samsung তাদের পরবর্তী প্রজন্মের Clamshell Flip Phone এর Fan Edition নিয়ে কাজ করছে। তার মানে, ডিজাইন এবং ফিচারের দিক থেকে ফোনটি বেশ আকর্ষণীয় হতে চলেছে, তা বলাই বাহুল্য।
তবে, এখানেই গল্পের শেষ নয়! একটি সাম্প্রতিক Report অনুযায়ী, ফোনটির বাজারে আসতে কিছুটা বিলম্ব হতে পারে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে এর Processor এ পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে Samsung Galaxy Z Flip 7 FE নিয়ে এখনো অনেক কিছুই ধোঁয়াশার মধ্যে ঢাকা।
এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে – এই ফোনের চার্জিং স্পীড কেমন হবে?
শুধু তাই নয়, Database থেকে 5G Connectivity এর বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা পাওয়া যাবে এই ফোনে। তবে একটি সামান্য হতাশাজনক খবর হল, Box এর সাথে Charger দেওয়া হবে না। যদিও পরিবেশ রক্ষার স্বার্থে অনেক কোম্পানিই এখন এই পথে হাঁটছে, তবুও নতুন ফোন কেনার সময় আলাদা করে চার্জার কিনতে হলে খারাপ লাগা স্বাভাবিক।
3C এর তথ্য অনুযায়ী, Samsung Galaxy Z Flip 7 FE এর Charging Speed, Z Fold 7 এবং Z Flip 7 এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু মনে রাখতে হবে, FE Model টির দাম তুলনামূলকভাবে কম হবে। তাই কম খরচে একটি আধুনিক ফোল্ডেবল ফোনের অভিজ্ঞতা নিতে চাইলে, Samsung Galaxy Z Flip 7 FE আপনার জন্য দারুণ একটি Option হতে পারে।
এতক্ষণে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, আর কি কি Feature থাকতে পারে এই ফোনে? চলুন, দেখে নেওয়া যাক এখন পর্যন্ত কি কি Information আমাদের হাতে এসেছে:
একটা বিষয় আপনাদের সুবিধার জন্য মনে করিয়ে দিতে চাই, Samsung Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 এর Initial Price ছিল যথাক্রমে Rs ১, ০৯, ৯৯৯ এবং Rs ১, ৬৪, ৯৯৯। দামের এই পার্থক্যটা মাথায় রাখলে Z Flip 7 FE এর গুরুত্ব বোঝা সহজ হবে।
Samsung Galaxy Z Flip 7 FE নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে থাকা সমস্ত Details। ফোনটির ডিজাইন কেমন হবে, Camera Quality কেমন থাকবে, Battery Backup কেমন পাওয়া যাবে, আর সবথেকে জরুরি কথা Price কেমন হবে – এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য টেকটিউনসের থাকুন।
সাধ্যের মধ্যে একটি আধুনিক Foldable Phone এর অভিজ্ঞতা নিতে চাইলে, Samsung Galaxy Z Flip 7 FE হতে পারে আপনার জন্য সেরা পছন্দ!
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 767 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।