গেমার ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। পিসির কনফিগারেশন নিয়ে যাদের রাতের ঘুম হারাম, তাদের জন্য একটা বোমা ফাটার মতো খবর নিয়ে হাজির হয়েছি। NVIDIA, হ্যাঁ সেই গ্রাফিক্স কার্ড গুরু, ইউরোপের বাজারে তাদের RTX 50 সিরিজের গ্রাফিক্স কার্ডের দাম কমিয়েছে! খবরটা শুনে আপনার মনে হয়তো ঝড় উঠেছে, "আর কিছুদিন পর নতুন পিসি বিল্ড করবো, নাকি এখনই ঝাঁপিয়ে পড়ি?" কিন্তু দাঁড়ান, এক্সাইটমেন্ট কমান। এই দাম কমার পেছনে লুকিয়ে থাকা জটিল হিসাব-নিকাশগুলো একটু ঝালিয়ে নেয়া যাক। কারণ, সবসময় যা দেখি, তা সত্যি নাও হতে পারে!
আসুন, প্রথমে দাম কমার কারণটা একটু খতিয়ে দেখি। NVIDIA বলছে, ইউরোর দাম মার্কিন ডলারের চেয়ে বেড়ে যাওয়ায় তারা দাম কমিয়েছে। অর্থনীতি যারা ভালোবাসেন, তারা বিষয়টা সহজেই বুঝবেন। NVIDIA মূলত আমেরিকাতে গ্রাফিক্স কার্ডগুলো ডিজাইন ও ম্যানুফ্যাকচার করে। তারপর সেই কার্ডগুলো ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করে ইউরোর মাধ্যমে। এখন ইউরোর দাম যদি ডলারের চেয়ে বেশি হয়, তাহলে NVIDIA -এর প্রফিট মার্জিনও বাড়বে। সেই অতিরিক্ত লাভের কিছুটা অংশ গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই নাকি এই দাম কমানোর সিদ্ধান্ত।
তবে NVIDIA -এর এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইউরোর দাম একটা স্থিতিশীল অবস্থায় আসার পরেই তারা দাম কমানোর পথে হেঁটেছে। তার মানে, দাম কমার এই সিদ্ধান্ত কোনো উড়ো খবর নয়, বরং একটা সুচিন্তিত পদক্ষেপ। তারা মার্কেট অ্যানালাইসিস করেই বুঝেছে যে দাম কমালে তাদের Business আরও ভালো চলবে।
জার্মানির বাজারে RTX 50 সিরিজের গ্রাফিক্স কার্ডগুলোর নতুন দাম কেমন, তার একটা তালিকা নিচে দেওয়া হলো। এই তালিকাটি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে, কোন মডেলের দাম কতখানি কমেছে:
যদি Percentages এর দিকে তাকান, তাহলে দেখবেন US Dollar -এর Value প্রায় ৩.৯% কমেছে। তাই, দামের এই পরিবর্তন আন্তর্জাতিক মার্কেটের সঙ্গে সঙ্গতি রেখেই করা হয়েছে।
এবার আসি আসল কথায়। NVIDIA যতই ওয়েবসাইটে দাম কম দেখাক, দোকানে গিয়ে কি আপনারা এই দামে গ্রাফিক্স Card কিনতে পারবেন? উত্তরটা হল, সম্ভাবনা খুবই কম। কারণ RTX 50 Series -এর Launch হওয়ার পর থেকে NVIDIA বাজারে চাহিদার তুলনায় যথেষ্ট Card Supply করতে পারেনি। আর সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছে।
আমাদের এক গোপন সংবাদদাতা জানিয়েছে যে, অনেক দোকানেই Card গুলো "Rotting on Shelves" হয়ে যাচ্ছে। কারণ Retailer -রা এত বেশি দাম হাঁকছেন যে সাধারণ গেমারদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। অনেকটা "কাঁচ কলা" কেনার মতো অবস্থা।
তাহলে মোদ্দা কথা হল, এই Price Drop -এর মূলে Supply এবং Demand -এর কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণরূপে Exchange rates -এর ওপর নির্ভরশীল। NVIDIA হয়তো ভালো দেখাচ্ছে, কিন্তু বাস্তবে আপনার পকেট থেকে বেশি টাকাই খসাতে হবে।
তাহলে উপায় কী? RTX 50 Series -এর গ্রাফিক্স Card কেনার স্বপ্ন কি তবে ভেস্তে যাবে? একদমই না! একটু ধৈর্য ধরুন। যদি NVIDIA Supply বাড়াতে পারে এবং Retailer -রা দাম কমাতে বাধ্য হয়, তাহলে হয়তো আপনারা কিছুটা সুবিধা পাবেন। ততদিন পর্যন্ত বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস এবং লোকাল দোকানে RTX 50 Series -এর দামের ওপর নজর রাখুন। দাম কমলে সঙ্গে সঙ্গে কিনে ফেলুন।
আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার গেমিং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না! একসঙ্গে খোঁজ করলে হয়তো ভালো কোনো ডিল পাওয়া যেতে পারে।
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 767 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।