রিপ্লেস হচ্ছে কি iPhone 17 Pro Max? নাকি Apple আনছে নতুন কিছু ধামাকা? iPhone 17 Ultra নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে!

Apple এর পরবর্তী চমক, মানে iPhone 17 Series, যদিও ফোনটা এখনও আলোর মুখ দেখেনি, কিন্তু এরই মধ্যে টেক দুনিয়ায় জল্পনা-কল্পনার ঝড় উঠেছে। কী সেই ঝড়? চলুন, জেনে নেওয়া যাক!

iPhone 17 Ultra, Pro Max কে কি রিপ্লেস করবে?

সবচেয়ে বড় গুঞ্জনটা হলো, Apple তাদের জনপ্রিয় ফ্ল্যাগশিপ ফোন iPhone 17 Pro Max কে Replace করে দিতে পারে একেবারে নতুন একটা Model দিয়ে – iPhone 17 Ultra! শুনে একটু অবাক লাগতেই পারে, কারণ Pro Max Series তো অনেকের কাছেই পছন্দের একটা Choice। কিন্তু টেকনোলজির দুনিয়ায় পরিবর্তন তো সবসময়ই লেগেই থাকে, তাই নতুন কিছু আসাটা অস্বাভাবিক নয়। প্রশ্ন হলো, Pro Max এর জায়গা কি সত্যিই Ultra নিতে পারবে?

আসলে, আপনাদের মনে করিয়ে দিই, iPhone 15 এবং iPhone 16 Series Launch হওয়ার আগেও কিন্তু একই ধরনের Rumor শোনা গিয়েছিল। অনেকেই বলেছিলেন, Ultra হয়তো Pro Max এর জায়গা দখল করবে, অথবা আরও প্রিমিয়াম কিছু Feature নিয়ে আসবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি Apple Pro Max Series কেই আরও উন্নত করে বাজারে এনেছে। তাহলে এবার কেন আবার এই Rumor?

তাহলে কি Apple ভেতরে ভেতরে অন্য কিছু পরিকল্পনা করছে? নাকি এটা শুধুমাত্রই Rumor, যার কোনো ভিত্তি নেই? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আরও গভীরে ডুব দিতে হবে।

Rumor এর উৎস, Naver Blog এর Report এ কী আছে?

এই Rumor এর প্রধান উৎস হলো Naver Blog নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত Report। যারা টেক নিউজ এবং স্মার্টফোন নিয়ে নিয়মিত খোঁজখবর রাখেন, তারা হয়তো Naver Blog এর নাম শুনে থাকবেন। Report-এ দাবি করা হয়েছে যে Apple তাদের Supply Chain Market Analysis করে জানতে পেরেছে নতুন Hardware Features যুক্ত ফোন Launch করার এটাই সঠিক সময়।

তাদের Analysis অনুযায়ী, iPhone 17 Ultra-তে সম্ভবত ছোট Dynamic Island থাকতে পারে। এখন আপনারা হয়তো ভাবছেন, Dynamic Island তো iPhone-এর একটা সিগনেচার Feature, তাহলে Apple কেন সেটা ছোট করার কথা ভাবছে? এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। প্রথমত, Apple সবসময় চেষ্টা করে তাদের Design এবং Functionality-র মধ্যে মধ্যে একটা Balance বজায় রাখতে। হয়তো তারা ছোট Dynamic Island-এর মধ্যে আরও বেশি Functionality দিতে পারবে।

দ্বিতীয়ত, ছোট Dynamic Island ব্যবহার করার ফলে হয়তো Screen-এর Size আরও বাড়ানো যেতে পারে, যা Multimedia Experience-কে আরও উন্নত করবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো Orders-এর Amount। Report-এ বলা হয়েছে যে, Orders-এর যা Amount, তাতে Pro এবং Ultra দুটো Model-কেই Cover করা Apple-এর জন্য কঠিন হয়ে পড়বে। তার মানে কি Apple শেষ পর্যন্ত Pro Max Model টাকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে? নাকি অন্য কোনো Plan রয়েছে তাদের? সময়ই এর উত্তর দেবে।

iPhone 17 Ultra-তে আর কী কী নতুন Feature থাকতে পারে?

Rumor কিন্তু এখানেই শেষ নয়। iPhone 17 Ultra-তে আরও কিছু নতুন Feature যোগ করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। Report-এ উল্লেখ করা হয়েছে যে, Ultra Model-এই একমাত্র Vapor Chamber Cooling System থাকবে। এখন Vapor Chamber Cooling System টা কী, সেটা একটু আলোচনা করা যাক।

Vapor Chamber Cooling System হলো এমন একটা Technology, যা High-End Smartphone-গুলোতে Gaming এবং অন্যান্য Demanding কাজ করার সময় ফোন গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করে। এই Cooling System ফোনের ভেতরে থাকা Heat টাকে ভালোভাবে Manage করতে পারে, যার ফলে ফোনের Performance থাকে একেবারে Top-Notch।

শুধু তাই নয়, iPhone 17 Ultra-তে নাকি গত বছরের Pro Max Model-এর চেয়েও বড় Battery থাকতে পারে! Smartphone ব্যবহারকারীদের কাছে Battery Life একটা বড় Concern. Battery বড় হলে স্বাভাবিকভাবেই ফোনের Backup বাড়বে। তবে Battery Size বাড়ার কারণে ফোনটা একটু Thicker হতে পারে। Design-এর দিক থেকে Apple এক্ষেত্রে কী Balance করে, সেটাই এখন দেখার বিষয়।

Ultra Designation, Apple-এর নতুন Strategy?

বিষয়টা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন Apple এর আগেও তাদের বিভিন্ন Product, যেমন Apple Watch Ultra অথবা M3 Ultra Chip-এর ক্ষেত্রে Ultra Designation ব্যবহার করেছে। Apple Watch Ultra-তে যেমন Rugged Design এবং Extreme Sports-এর জন্য Special Features রয়েছে, তেমনই M3 Ultra Chip-টিও High-End Computing Power-এর জন্য বিশেষভাবে পরিচিত।

তাহলে iPhone-এর ক্ষেত্রেও যদি Apple Ultra Designation ব্যবহার করে, তাহলে ধরে নিতে পারেন তারা প্রিমিয়াম Features এবং Performance-এর ওপর আরও বেশি জোর দিতে চাইছে। যদি Apple একটি iPhone Ultra Offer করে, তাহলে Hardware Upgrade-এর ওপর ভিত্তি করে Phone-টির Price বাড়ানোর এবং Profit Margins বাড়ানোর সুযোগ থাকবে। Business Perspective থেকে দেখলে, Apple-এর জন্য এটা একটা Smart Move হতেই পারে।

অপেক্ষা আর জল্পনা চলতেই থাকুক!

সবশেষে একটাই কথা, এই Report কতটা সত্যি, তা এখনই জোর দিয়ে বলা সম্ভব নয়। Apple সাধারণত তাদের নতুন Product Launch করার আগে খুব বেশি তথ্য Leak হতে দেয় না। তাই আমাদের Release হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

তবে আমরা অবশ্যই এই Story-টির ওপর কড়া নজর রাখছি। টেকনোলজির দুনিয়ায় কখন কী ঘটে, তা আগে থেকে বলা যায় না! নতুন কোনো Update পেলেই শেয়ার করব। ততক্ষণে আপনারা টেকটিউনসের সাথেই থাকুন, আর Technology-র নতুন নতুন টিউন নিয়ে আলোচনা করতে থাকুন!

-

টেকটিউনস টেকবুম

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 722 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস