OpenAI রিলিজ করলো GPT-4.5! তাহলে কি শীঘ্রই আসছে GPT-5?

OpenAI সম্প্রতি তাদের নতুন Language Model, GPT-4.5 Release করেছে! খবরটা শুনে নিশ্চয়ই ভাবছেন, "ওয়াও! এটা তো দারুণ কিছু হবে!" কিন্তু দাঁড়ান, পুরো বিষয়টা একটু খুলে বলা যাক।

আসলে, OpenAI নিজেরাই বলছে যে এটা কোনো Frontier AI Model নয়। তার মানে কি দাঁড়ালো? চলুন, In-Depth আলোচনা করা যাক!

GPT-4.5, নতুন কী আছে?

OpenAI রিলিজ করলো GPT-4.5! তাহলে কি শীঘ্রই আসছে GPT-5?

OpenAI বলছে, GPT-4.5 তাদের সবচেয়ে Knowledgeable Model. ChatGPT Pro Users-রা Research Preview হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। তাহলে নতুন কী কী Features থাকছে?

  • আগের চেয়ে ভালো Writing করতে পারবে
  • World Knowledge আরও বাড়বে
  • আগের Modelগুলোর চেয়ে Personality-তে Improvement আসবে
  • Interaction হবে আরও Natural!

OpenAI-এর মতে, GPT 4.5 খুব সহজেই Pattern চিনতে পারবে এবং বিভিন্ন Connection তৈরি করতে পারবে। Writing, Programming এবং Practical Problem Solve করার জন্য এটা Ideal হবে।

Frontier Model না হওয়ার মানে কী?

OpenAI রিলিজ করলো GPT-4.5! তাহলে কি শীঘ্রই আসছে GPT-5?

এবার আসা যাক আসল কথায়। OpenAI নিজেরাই Warning দিচ্ছে যে GPT-4.5 কোনো Frontier Model নয়। তার মানে এটা o1 বা o3-mini-এর চেয়েও ভালো Performance নাও দিতে পারে!

কিন্তু কেন?

আসলে, OpenAI জানিয়েছে যে GPT-4.5 এমন কোনো নতুন Capabilities নিয়ে আসেনি, যা একে Frontier Model হিসেবে গণ্য করা যেতে পারে। OpenAI প্রথমে একটা Document Leak করে জানিয়েছিল যা পরে অবশ্য সরিয়ে নেয়, যে, GPT-4-এর Computational Efficiency ১০ গুণ বাড়ালেও, এতে নতুন ৭টা Frontier Capabilities নেই। এছাড়াও, বেশিরভাগ Preparedness Evaluations-এ এর Performance o1, o3-mini এবং Deep Research-এর চেয়ে কম।

তাহলে কি এটা খারাপ Model? একদমই না! OpenAI আসলে Expectations Manage করতে চাইছে। এটা একটা Improvement, কিন্তু Revolutionary কিছু নয়।

কীভাবে Train করা হয়েছে এই Model?

OpenAI রিলিজ করলো GPT-4.5! তাহলে কি শীঘ্রই আসছে GPT-5?

OpenAI তাদের পুরোনো Codename Strawberry (o1 Reasoning Model) ব্যবহার করেছে GPT-4.5 Train করতে। Synthetic Data ব্যবহার করে Modelটিকে Supervised Fine-Tuning (SFT) এবং Human Feedback (RLHF) থেকে Reinforcement Learning-এর মাধ্যমে Train করা হয়েছে। GPT-4o-এর Training Method-ও অনেকটা একই রকম ছিল।

আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, OpenAI বলছে যে GPT-4.5, GPT-4o এর চেয়ে কম Hallucinate করে (মানে ভুল তথ্য দেয়) এবং o1 Model-এর চেয়েও সামান্য কম।

কারা ব্যবহার করতে পারবেন?

OpenAI রিলিজ করলো GPT-4.5! তাহলে কি শীঘ্রই আসছে GPT-5?

GPT-4.5 প্রথমে ChatGPT Pro Users-দের জন্য Release করা হয়েছে। এরপর Plus এবং Team Users-রা আগামী সপ্তাহ থেকে এটা ব্যবহার করতে পারবেন। Enterprise এবং Edu Users-রাও খুব শীঘ্রই Access পাবেন। এছাড়াও, Microsoft-এর Azure AI Foundry Platform-এ Stability এবং Cohere-এর Model-এর সাথে এটি Available থাকবে।

OpenAI CEO Sam Altman বলেছেন, GPT-4.5 একটা Giant, Expensive Model হলেও, এটা "Benchmark Crush" করবে না।

GPT-5 কি আসছে?

OpenAI রিলিজ করলো GPT-4.5! তাহলে কি শীঘ্রই আসছে GPT-5?

হ্যাঁ, OpenAI-এর Roadmap অনুসারে, GPT-5 খুব শীঘ্রই Release হতে পারে। শোনা যাচ্ছে, মে মাসের শেষের দিকেই GPT-5 বাজারে আসতে পারে! OpenAI CEO Sam Altman GPT-5 কে "এমন একটি System হিসেবে উল্লেখ করেছেন, যা আমাদের Technology-র অনেক কিছু Integrate করবে। " GPT-5-এ OpenAI-এর New o3 Reasoning Model-ও থাকবে।

OpenAI-এর Goal হল তাদের Large Language Model গুলোকে Combine করে আরও Capable Model তৈরি করা, যা ভবিষ্যতে Artificial General Intelligence (AGI) হিসেবে পরিচিত হতে পারে।

এই ছিল OpenAI-এর নতুন GPT-4.5 নিয়ে In-Depth আলোচনা। আশাকরি, টিউন-টা ভালো লেগেছে। AI নিয়ে আরও নতুন টিউন জানতে চোখ রাখুন টেকটিউনস এ!

-

টেকটিউনস টেকবুম

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 657 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস