টেক-বিশ্বে কান পাতলেই এখন চাপা গুঞ্জন—প্রযুক্তি জগতের এককালের সম্রাট ইন্টেল (Intel) কি তবে বিক্রি হয়ে যাচ্ছে? আকাশছোঁয়া সাফল্য আর উদ্ভাবনী ক্ষমতার জোরে যে Company টি একসময় Computer Processor এর অপর নাম হয়ে উঠেছিল, আজ তাদের ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন! শোনা যাচ্ছে, Chip তৈরির দুই মহারথী TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) এবং Broadcom নাকি Intel এর বেশ কিছু অংশ কেনার জন্য ঝাঁপিয়ে পড়েছে! যেন শকুনির মতো উড়ছে তারা, দুর্বল শিকারের দিকে তাকিয়ে। কিন্তু কেন এমন পরিস্থিতি? আসুন, আরও গভীরে ডুব দিয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
একসময় Intel ছিল Chip Manufacturing এর দিক থেকে অপ্রতিদ্বন্দ্বী। নব্বইয়ের দশকে যাদের Pentium Processor ছিল, তারা যেন অন্য গ্রহের মানুষ! কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। TSMC-র মতো Company গুলো অত্যাধুনিক Extreme Ultraviolet Lithography (EUV) প্রযুক্তি ব্যবহার করে আরও শক্তিশালী আর ছোট Chip তৈরি করছে, যা Intel-এর জন্য বড় Challenge হয়ে দাঁড়িয়েছে। Intel তাদের 10nm (nanometer) Technology তে যেখানে হিমশিম খাচ্ছিল, সেখানে TSMC 5nm এবং 3nm এর Chip তৈরি করে রীতিমতো বাজিমাত করেছে।
শুধু Chip Manufacturing এই পিছিয়ে পড়া নয়, Intel এর আর্থিক অবস্থাও (Financial Condition) এখন বেশ নাজুক। শোনা যাচ্ছে, ২০২৩ সালে তাদের Chip তৈরির Business-এ প্রায় ৭ বিলিয়ন ডলারের লোকসান হয়েছে! আর এর সরাসরি প্রভাব পড়েছে Company র Share Price-এর উপর, যা প্রায় ৬০% শতাংশের বেশি কমে গেছে! বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন, ফলে আরও খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি।
এই পরিস্থিতিতে Wall Street Journal-এর একটি Report যেন আগুনে ঘি ঢেলেছে। Report-এ বলা হয়েছে, TSMC এবং Broadcom নাকি Intel-এর Operations কেনার জন্য Offer দিতে পারে। Report অনুযায়ী কী কী Operation বিক্রির সম্ভাবনা রয়েছে, চলুন দেখে নেওয়া যাক:
Broadcom আসলে চায় Targeted Acquisition এর মাধ্যমে তাদের Business-এর বিস্তার ঘটাতে। তারা মূলত Communication এবং Infrastructure Chip এর ওপর Focus করে। Intel এর Chip Design টিম এবং Marketing Network হাতে পেলে Broadcom এর Business আরও বাড়বে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই তারা Intel-এর Manufacturing Segment চালানোর জন্য একজন বিশ্বস্ত Partner খুঁজছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলেই তারা Intel-এর দিকে হাত বাড়াবে।
TSMC-র পরিকল্পনা আরও বড়। তারা শুধু Manufacturing Capacity বাড়াতে চায় না, বরং Semiconductor Industry-তে নিজেদের Position আরও শক্তিশালী করতে চায়। Intel-এর Fabrication Plant গুলো কেনার জন্য TSMC একটি Investor Consortium (বিনিয়োগকারী জোট) তৈরি করার কথা ভাবছে। এই Consortium-এ বিশ্বের বড় বড় Investment Firm গুলো অংশ নিতে পারে। যদি এই প্ল্যান সফল হয়, তাহলে Semiconductor Market-এ TSMC একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করবে, যা Samsung বা GlobalFoundries এর মতো Company গুলোর জন্য অশনি সংকেত হতে পারে।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, Intel-এর প্রাক্তন CEO প্যাট গেলসিঙ্গারের (Pat Gelsinger) বিদায়ের পেছনে কি তবে এই অর্থনৈতিক সংকটই দায়ী? তিনি ২০২১ সালে Intel এর CEO হিসেবে ফিরে এসেছিলেন Company কে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে। কিন্তু তার কিছু Policy, যেমন অত্যাধুনিক Manufacturing Technology তে Delay, AI Chip Market Share-এ অপ্রত্যাশিত পতন, এবং Factory Expansion-এর জন্য Government Subsidies-এর ওপর অতিরিক্ত নির্ভরতা—Company র এই দূরবস্থার জন্য অনেকেই তাকে দায়ী করেন। কেউ কেউ বলেন, তিনি দীর্ঘমেয়াদী Strategy এর থেকে তাৎক্ষণিক লাভের দিকে বেশি মনোযোগ দিয়েছিলেন।
এত কিছু সত্ত্বেও, এই Deal গুলোর বাস্তবায়ন কিন্তু সহজ হবে না। এখানে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে U.S. Government। শোনা যাচ্ছে, তারা কোনোভাবেই চাইবে না যে Intel-এর U.S.-based Chip Fab গুলো কোনো Foreign Company নিয়ন্ত্রণ করুক। কারণ, আমেরিকার সরকার মনে করে তাদের Domestic Manufacturing Capabilities তাদের National Security-এর জন্য অত্যন্ত জরুরি। Joe Biden Administration ইতিমধ্যেই Chip Act এর মাধ্যমে Domestic Semiconductor Industry কে চাঙ্গা করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে TSMC-র মতো কোনো বিদেশী Company র Takeover U.S. Government-এর Approval নাও পেতে পারে। সেক্ষেত্রে U.S. Government National Security Concern দেখিয়ে এই Deal আটকে দিতে পারে।
সরকার এখন দেশীয় Semiconductor Production বাড়ানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে, যাতে Chip এর জন্য অন্য দেশের ওপর নির্ভর করতে না হয়। এই পরিস্থিতিতে Broadcom আর TSMC যদি তাদের Plan নিয়ে এগিয়ে যেতে চায়, তাহলে তাদের বেশ কিছু Regulatory Hurdle পার করতে হতে পারে। শুধু তাই নয়, National Security-এর বিষয়টি মাথায় রেখে Domestic Partner-ও খুঁজতে হতে পারে। এমনকি এমনটাও হতে পারে, U.S. Government নিজেই Intel কে বাঁচানোর জন্য এগিয়ে আসবে।
সবমিলিয়ে Intel-এর ভবিষ্যৎ (Future) এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। Company টি কি শেষ পর্যন্ত ভেঙে যাবে? নাকি ঘুরে দাঁড়ানোর নতুন কোনো Strategy তৈরি করবে? নাকি U.S. Government তাদের উদ্ধার করবে—এই প্রশ্নের উত্তর পেতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে একটা কথা নিশ্চিত, Technology-র দুনিয়ায় পরিবর্তন অবশ্যম্ভাবী। আর যে Company এই পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবে না, তাদের পরিণতি Intel-এর মতোই হতে পারে। Intel-এর এই সংকট শুধু তাদের নয়, বরং পুরো টেক Industry-র জন্য একটা বড় শিক্ষা।
এই মুহূর্তে টেক-বিশ্লেষকদের একটাই প্রশ্ন—Intel কি পারবে তার সাম্রাজ্য ধরে রাখতে? নাকি TSMC আর Broadcom এর হাতে একে একে সবকিছু তুলে দিয়ে ইতিহাসের পাতায় নাম লেখাবে? উত্তরটা সময়ের গর্ভে লুকানো।
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 618 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।