স্মার্টফোন টেকনোলজি নিয়ে যাদের আগ্রহের শেষ নেই, তারা নতুন কোন ফোন বাজারে আসছে, আর সেই ফোনের স্পেসিফিকেশনগুলো কেমন হবে, এইসব জানতে যাদের মন ব্যাকুল হয়ে থাকে।
Google তাদের Pixel ফোনগুলোর ব্যতিক্রমী Camera Quality, User-Friendly Interface এবং নিয়মিত Software Update দেওয়ার জন্য বেশ জনপ্রিয়। টেক-দুনিয়াতে Google Pixel ফোন মানেই নতুন কিছু, নতুন চমক। Google যখন নতুন কোন Pixel ফোন বাজারে নিয়ে আসে, তখন সারা বিশ্বে যেন একটা আলোড়ন সৃষ্টি হয়?
সম্প্রতি Google এর আসন্ন Pixel 10 Series ফোনের Model Number GSMA Database এ Leak হয়েছে। এর মানে হলো, ফোনটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে! ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Pixel 10 Series এ কী কী নতুনত্ব থাকতে পারে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে, Google Pixel 10 Series এ পূর্বের Series গুলোর মতোই চারটি আকর্ষণীয় Smartphone থাকতে পারে। ফোনগুলো হলো:
স্বনামধন্য Website Smartprix তাদের Report এ দাবি করেছে যে তারা GSMA Database এ এই Device গুলোর Model Number খুঁজে পেয়েছে। যদিও Google আনুষ্ঠানিকভাবে এখনো কোনো Announcement দেয়নি, তবুও টেক বিশেষজ্ঞরা মনে করছেন, এই খবর সত্যি হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। কারণ GSMA Database থেকে বিভিন্ন ফোনের তথ্য Leak হওয়াটা আজকাল নতুন কিছু নয়।
Smartprix এর দেওয়া তথ্য অনুযায়ী, Google Pixel 10 Series এর Model Number গুলো নিচে উল্লেখ করা হলো:
এখানে বিশেষভাবে মনে রাখার মতো একটি বিষয় হলো, Model Number গুলোর সাথে ফোনের নামগুলো কিভাবে মেলানো হয়েছে, সেই বিষয়ে Smartprix ও পুরোপুরিভাবে নিশ্চিত নয়। তাই শুধুমাত্র এই তথ্যের ওপর ভিত্তি করে এখনই কোনো মন্তব্য করা উচিত না।
Pixel 10 Series এর Hardware Specifications সম্পর্কে তেমন কিছু তথ্য এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে বিভিন্ন Rumor এবং Leak থেকে আমরা কিছু সম্ভাব্য Feature এর ধারণা করতে পারি:
Pixel 10 Series ফোনগুলোতে Google এর নিজস্ব উদ্ভাবিত Tensor G5 SoC ব্যবহার করা হতে পারে বলে আশা করা যাচ্ছে। Tensor Chipset এর Performance নিয়ে নতুন করে বলার কিছু নেই। Google তাদের Artificial Intelligence (AI) এবং Machine Learning (ML) ভিত্তিক Feature গুলোর উপযুক্ত ব্যবহারের জন্য এই Chipset কাস্টমাইজ করে থাকে। তাই Google Pixel এর নতুন ফোনগুলোতে Tensor G5 SoC থাকলে এর Camera Performance এবং Speed অনেক ভালো হবে, তা বলাই বাহুল্য।
শোনা যাচ্ছে, এই Chipset টি তৈরীর জন্য Google, TSMC নামক একটি Company-র সাথে Partner Ship করেছে, যারা অত্যাধুনিক 3nm Process Node ব্যবহার করে Chipset তৈরীর জন্য সারা বিশ্বে সুপরিচিত। এর ফলে Pixel 10 Series এর ফোনগুলোর Performance আগের থেকে অনেক বাড়বে এবং Battery Consumption ও কম হবে বলে মনে করা হচ্ছে। এর আগে Google, Samsung এর Foundry ব্যবহার করতো, কিন্তু এবার TSMC এর সাথে Collaboration করার কারণে Pixel ফোনগুলোর Performance আরও উন্নত হবে, এমনটাই আশা করছেন টেক বিশেষজ্ঞরা।
Google Pixel 10 Series এর ফোনগুলোতে 4K 60FPS Video Recording এর সুবিধা থাকতে পারে। যেখানে Pixel 9 Series এ 4K 30FPS Video Recording ছিলো, সেখানে Pixel 10 Series এ এই ধরনের Upgrade নিঃসন্দেহে Camera Lovers দের জন্য একটি দারুণ Feature হবে। বর্তমান সময়ে Video Quality এর ওপর সবাই খুব বেশি জোর দেয়, সেই কারণে Google ও তাদের নতুন ফোনগুলোতে এই Feature যোগ করার কথা ভাবছে।
শুধুমাত্র Video Recording এই শেষ নয়, বিভিন্ন Report থেকে জানা যাচ্ছে যে Pixel 10 Series এর ফোনগুলোর Photos App এ Generative AI-based Intuitive Video Editing এর মতো আধুনিক Feature ও থাকতে পারে। এই Feature টি অনেকটা Magic Eraser এর মতোই কাজ করবে, তবে সেটি শুধুমাত্র Photo Editing এর জন্য সীমাবদ্ধ থাকবে না, Video Editing এর ক্ষেত্রেও সমানভাবে কাজে দেবে! Google এর AI ভিত্তিক Feature গুলো Pixel ফোনগুলোকে আরও Smart করে তুলবে, এবং সাধারণ Users রাও খুব সহজেই Professional Level এর Video Edit করতে সক্ষম হবেন।
Google Pixel 10 Series এর Release Date সম্পর্কে নির্দিষ্ট কোনো Announcement এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে বিভিন্ন টেক Website এবং বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী, ২০২৫ সালের Second Half নাগাদ এই ফোনগুলো বাজারে আসতে পারে। Price সম্পর্কেও কোনো Official Information নেই, কিন্তু Pixel 9 Series এর Price এর কাছাকাছি দাম হওয়ার সম্ভাবনাই বেশি। Pixel 9 Series এর Base Model টির দাম ছিলো প্রায় 850 USD এবং Top Model গুলোর দাম ছিলো প্রায় 1980 USD এর আশেপাশে।
Google Pixel 10 Series সম্পর্কে সম্ভাব্য যা কিছু তথ্য ছিল, তা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করলাম। আশাকরি, এই টিউনটি আপনাদের ভালো লেগেছে। Google এর নতুন ফোনগুলো নিয়ে আপনারা কতটা Excited, তা টিউমেন্ট এ জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 611 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।