Smartphone ব্যবহার করার সময় সবথেকে বড় দুশ্চিন্তা কী থাকে? আমার মনে হয়, বেশিরভাগ মানুষই একবাক্যে বলবেন - "Battery"! গেম খেলতে খেলতে, সিনেমা দেখতে দেখতে কিংবা জরুরি একটা কাজের সময় যদি দেখেন চার্জ প্রায় শেষ, তখন মেজাজটাই বিগড়ে যায়, তাই না? Power Bank নিয়ে ঘুরে বেড়ানো, Charging Port খুঁজে হয়রান হওয়া - এসব যেন আমাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু আর না! এবার এই সমস্যার একটা পাকাপাকি সমাধান হতে চলেছে।
সম্প্রতি Mobile Industry-তে জোর গুঞ্জন শোনা যাচ্ছে – OPPO এবং OnePlus নাকি তাদের Future Smartphone গুলোর জন্য বিশাল Capacity-র Battery নিয়ে কাজ করছে! হ্যাঁ, ঠিক শুনেছেন, 8000mAh এর Battery! ভাবছেন, এত বড় Battery মানে তো Phone Size a অনেক বড় হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না? চিন্তা নেই, Technology এখন অনেক এগিয়ে গেছে। বড় Battery হলেও ফোনের Size স্বাভাবিক রাখার উপায় বিজ্ঞানীরা বের করে ফেলেছেন। Material Science এবং Battery Technology-র উন্নতির ফলে এখন High Capacity Battery গুলোকে আগের থেকে অনেক Compact আকারে তৈরি করা সম্ভব হচ্ছে।
8000mAh এর Battery মানে কী, সেটা একটু সহজ করে বুঝিয়ে বলি। সাধারণত এখনকার Smartphone গুলোতে 4000mAh থেকে 5000mAh এর Battery থাকে। 8000mAh মানে প্রায় দ্বিগুণ Power! তার মানে, একবার Full Charge করলে আপনি গেম খেলতে পারবেন ঘণ্টার পর ঘণ্টা, কোনো চিন্তা ছাড়াই HD Movie দেখতে পারবেন, সারাদিন Social Media তে Active থাকতে পারবেন, Video Editing-এর মতো Power Intensive কাজও অনায়াসে করতে পারবেন। যাদের কাজের জন্য সবসময় ফোনের উপর নির্ভর করতে হয়, তাদের জন্য এটা একটা Lifesaver হতে চলেছে। দূর হবে Power Bank-এর ঝামেলা, Charging Port খোঁজা, এবং Battery Low-এর Tension।
Smartphone এর Battery Capacity দিন দিন বাড়ছে, আর এর পেছনে মূল কারণ হলো Technology-র Improvement। Brand গুলো এখন বড় Battery যুক্ত ফোন তৈরি করতে পারছে, ফোনের Size এবং Weight না বাড়িয়েই। বাজারে এখন 6000mAh থেকে 7000mAh Cell-এর ফোনও পাওয়া যাচ্ছে।
শুধু বিশাল Capacity-র Battery হলেই তো সব শেষ হয়ে যায় না, Battery-র Quality, Charging Speed - এইসবও তো Important Factor। OPPO এবং OnePlus এই দিকেও সমানভাবে নজর রেখেছে। শোনা যাচ্ছে, এই Battery-তে Fast Charging-এর মতো অত্যাধুনিক Feature-ও থাকবে। আসুন, জেনে নেই 8000mAh Battery-তে আর কী কী Special Features থাকতে পারে:
Mobile World-এর নির্ভরযোগ্য Tipster DCS জানিয়েছেন যে, নতুন 8000mAh Battery Technology-র Testing অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে, খুব শীঘ্রই আমরা এই Technology-র ফোন বাজারে দেখতে পাব। এখন শুধু সময়ের অপেক্ষা!
Tipster সরাসরি কোনো Brand-এর নাম Mention না করলেও, তিনি 'Omega Labs'-এর কথা উল্লেখ করেছেন। Mobile Technology Experts-দের ধারণা, Omega Labs বলতে OPPO এবং OnePlus-কেই ইঙ্গিত করা হয়েছে। তার মানে, এই দুই Brand মিলেই Battery Technology-র ওপর কাজ করছে।
সবথেকে Exciting ব্যাপার হল, এই 8000mAh Capacity-র Battery-টি Support করবে 80W Fast Charging! Fast Charging এখনকার দিনে Smartphone-এর জন্য খুবই Essential একটা Feature। 80W Fast Charging থাকলে আপনার ফোন Just কয়েক মিনিটের মধ্যেই Charge হয়ে যাবে। ঘণ্টার পর ঘণ্টা ধরে চার্জ দেওয়ার সেই Boring দিনগুলো এবার শেষ হতে চলেছে! আপনি সিনেমা দেখতে দেখতে বা কফি খেতে খেতে Phone Charge করে নিতে পারবেন।
DCS আরও জানিয়েছেন যে, Battery তৈরিতে 15% High-silicon Materials ব্যবহার করা হবে। High-silicon Material ব্যবহার করার ফলে Battery-র Efficiency অনেক বাড়বে এবং Battery Life-ও অনেক Long-lasting হবে। তার মানে, Battery Capacity বেশি হওয়ার পাশাপাশি Battery-র Quality-ও Improved হবে। একবার ভাবুন তো, আপনার ফোন Full Charge করার পর কত দিন চলবে!
OPPO এবং OnePlus যদি 8000mAh Battery নিয়ে কাজ করে, তাহলে কি অন্যান্য Brand-গুলো পিছিয়ে থাকবে? Absolutely Not! Competition-এর এই যুগে, প্রত্যেকটা Brand-ই তাদের User-দের জন্য Best Technology Offer করতে চায়। Market-এ টিকে থাকার জন্য Innovation এবং Improvement খুবই জরুরি। Tech World-এর খবর অনুযায়ী, OnePlus ও নাকি 7000mAh Battery Technology নিয়ে কাজ করছে। শুধু তাই নয়, Realme ও 80W Fast Charging Support সহ 8000mAh Battery Develop করছে। তার মানে, খুব শীঘ্রই বাজারে High Capacity Battery যুক্ত ফোনের একটা Flood আসতে চলেছে। User-দের জন্য আসতে চলেছে Good News-এর Wave!
এছাড়াও, Mobile Market-এ Rumor শোনা যাচ্ছে যে, OnePlus 13 Mini নামে একটি Compact Flagship ফোন Launch হতে পারে, যাতে 6000mAh Battery থাকার সম্ভাবনা আছে। Technology Experts-দের মতে, OnePlus এই বছরের Second Half-এ যে ফোনগুলো Launch করবে, সেগুলোতে 6000mAh থেকে 7000mAh এর মধ্যে Battery Capacity থাকবে।
এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, OPPO আর OnePlus-এর Current Models গুলোর Battery কেমন? তাদের Current Phone-গুলোতেও বেশ ভালো Battery Capacity রয়েছে:
Realme ও সম্প্রতি China-তে 7, 000mAh Cell-এর Neo 7 Launch করেছে।
তাহলে আর কী, সব মিলিয়ে এটা বলাই যায় যে Smartphone-এর Battery Technology-তে এক নতুন Era শুরু হতে চলেছে। 8000mAh Battery এখন হয়তো শুধুমাত্র Rumor, কিন্তু খুব শীঘ্রই আমরা এমন ফোন হাতে পাব, যা Battery Backup-এর দিক থেকে আমাদের সব দুশ্চিন্তা দূর করে দেবে, এবং ফোন ব্যবহারের Experience-কেই Complete Change করে দেবে। Power Bank সাথে রাখার ঝামেলা থেকে মুক্তি, ঘণ্টার পর ঘণ্টা Charge দেওয়ার অপেক্ষা থেকে মুক্তি – Smart Phone ব্যবহারের একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে, যেখানে Power নিয়ে আর কোনও Worry থাকবে না!
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 611 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।