আজকে কি Apple চমক দেবে? আজকে লঞ্চ হতে যাচ্ছে iPhone SE 4 নাকি iPhone 16E

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

আজ এমন একটা Device এর Announcement হতে পারে, যা Smartphone Industry-তে ঝড় তুলতে পারে! আপনারা হয়ত এতক্ষণে বুঝেই গেছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন! Apple আজ তাদের "Newest Member Of The Family" Introduce করতে চলেছে। এখন জল্পনা কল্পনা তুঙ্গে, Apple-এর সেই New Member টা আসলে কী? Insider দের মতে, এটি আর কিছুই নয়, বহুল প্রতীক্ষিত iPhone SE 4 অথবা iPhone 16E!

Apple-এর Fan-রা জানেন iPhone SE Series সবসময় Affordable Price-এ Premium Experience দেওয়ার জন্য পরিচিত। যাদের Flagship iPhone কেনার Budget নেই, কিন্তু Apple-এর Ecosystem-এ থাকতে চান, তাদের জন্য iPhone SE Series হল Best Option। iPhone SE 2020 এখনও অনেকের First Choice, কারণ কম দামে A13 Bionic Chipset এর Performance ছিল অসাধারণ। তবে সময় বদলেছে, Technology আরও Improved হয়েছে, তাই iPhone SE 4/16E থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি।

যদিও Apple এখনও পর্যন্ত কোনো Official Announcement করেনি, তাই যা কিছু আলোচনা হচ্ছে, সবই Rumor এবং Expert দের Opinion-এর উপর ভিত্তি করে। কিন্তু CEO Tim Cook-এর একটি রহস্যময় Tweet এই Rumor-কে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। Wait And Watch, Apple আজ কী Surprise দেয়!

iPhone SE 4/16E, Launch Time টা কখন?

যদি সত্যিই আজ iPhone SE 4/16E Launch হয়, তাহলে কখন এই Mega Event শুরু হবে? বিভিন্ন Industry Insider দের থেকে খবর পাওয়া যাচ্ছে, Launch Event টি আজকে ১৯ ফেব্রুয়ারি Bangladesh Standard Time (BST) অনুযায়ী রাত ১১:০০ PM নাগাদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও Apple সাধারণত তাদের Event-এর কয়েক ঘণ্টা আগে Official Time Announce করে থাকে, তাই একেবারে নিশ্চিত হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

এখন প্রশ্ন হল, Launch Event টা Live হবে, নাকি শুধুমাত্র Press Release এর মাধ্যমে Announcement করা হবে? সাধারণত Apple বড় Product Launch-এর ক্ষেত্রে Live Event করে থাকে, যেখানে তারা Product-এর Feature গুলো Demonstrate করে। তবে iPhone SE Series যেহেতু Budget-Friendly, তাই Apple Cost Cutting-এর জন্য শুধুমাত্র Press Release করতে পারে। Company এখনও পর্যন্ত কোনো YouTube Video Link Release করেনি, তাই বলা মুশকিল আজ কী হতে চলেছে। যদি আজ Launch হয় এবং Apple কোনো Video Release করে, তবে সেটি Pre-Recorded হওয়ার সম্ভাবনাই বেশি। চোখ রাখুন Apple-এর Official Website এবং Social Media Channel গুলিতে, কারণ যে কোনো মুহূর্তেই আসতে পারে Big Announcement!

iPhone 16E নাকি SE 4? Name Confusion কি কাটবে আজ?

iPhone SE 4/16E নিয়ে Discussion করার সময় যে Question টা বারবার ঘুরে ফিরে আসছে, সেটি হল Phone টির Name কী হবে? এত দিন আমরা সবাই IPhone SE 4 নামটির সাথেই পরিচিত ছিলাম। বিভিন্ন Tech Website এবং YouTube Channel-এ এই নামটির ব্যবহার দেখা গেছে। কিন্তু সম্প্রতি Amazon-এর Product Listing-এ iPhone 16E নামটি দেখে Expert-রা নতুন করে জল্পনা শুরু করেছেন।

তাহলে কি Apple শেষ মুহূর্তে iPhone SE 4-এর নাম পরিবর্তন করে iPhone 16E রাখতে চলেছে? নাকি Apple অন্য কিছু Plan করেছে, যা আমরা এখনও জানি না? Tech Industry-তে Name Change খুব Uncommon কিছু নয়, তাই iPhone 16E নামটা শুনে খুব একটা Surprise হওয়ার কিছু নেই। তবে Apple শেষ পর্যন্ত কোন Name-এ Phone টি Market-এ Launch করে, সেটাই এখন দেখার বিষয়। Phone-এর Name যাই হোক, Specification আর Performance ভালো হলেই Users খুশি।

iPhone 16E/SE 4, Design কেমন হতে পারে?

iPhone SE Series-এর Design নিয়ে Users-দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মনে করেন, Apple পুরনো Design ব্যবহার করে Cost Cutting করে, আবার অনেকের মতে iPhone-এর Classic Look-টাই iPhone SE Series-কে Unique করে তোলে। Design-এর দিক থেকে iPhone SE Series-এ তেমন কোনো Radical Change দেখা যায় না। Apple সাধারণত পুরনো iPhone-এর Design-এর সাথে মিল রেখেই নতুন SE Model গুলো Launch করে। কিন্তু এবারের iPhone SE 4/16E-এর Design-এ কিছু Modern Touch থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন Sources থেকে পাওয়া Leaks-গুলো বিশ্লেষণ করে Design সম্পর্কে একটা সম্ভাব্য ধারণা দেওয়া হল:

  • Alibaba-তে পাওয়া কিছু Transparent TPU Case থেকে Phone-টির Design সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। Case গুলো দেখে মনে হচ্ছে, Phone-টিতে Single Rear Camera এবং Flashlight LED থাকতে পারে। Camera Placement টি IPhone SE (2022)-এর মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে। Single Camera Setup থাকলেও Apple-এর Image Processing Technology Camera Performance-কে অনেক Improve করবে, সেই আশা করাই যায়।
  • Case Renders অনুযায়ী, iPhone-এর Front Side-এ Notch থাকতে পারে। Notch থাকলে Display Area বাড়বে এবং Screen টি দেখতে আরও Modern লাগবে। সেক্ষেত্রে Thick Borders সরিয়ে Face ID Sensor যুক্ত হওয়ার সম্ভাবনাও প্রবল। Fingerprint Sensor-এর বদলে Face ID থাকলে Phone-এর Security System আরও Strong হবে।
  • আগের Model গুলোর তুলনায় Surrounding Bezels আরও Narrow হওয়ার সম্ভাবনা আছে। Narrow Bezel থাকলে Phone টি দেখতে আরও Premium লাগবে এবং Screen-এর Size-ও Increase হবে।
  • আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, Caseগুলোতে Magnetic Markers দেখা যাচ্ছে। এর থেকে Expert দের ধারণা, Phoneটিতে MagSafe Support নাও থাকতে পারে। MagSafe Wireless Charging System iPhone Users-এর মধ্যে খুবই Popular। iPhone SE 3-তেও Built-In MagSafe Compatibility ছিল না। তবে MagSafe না থাকলে Wireless Charging-এর অন্য Option তো থাকছেই!
  • Tipster Majin Bu-এর মতে, নতুন iPhone Package-এর নাম iPhone 16E হতে পারে এবং এটির Frontal View IPhone 16-এর মতো হওয়ার সম্ভাবনা আছে, iPhone 14-এর মতো নয়। এছাড়াও, Camera Control এবং Dynamic Island-এর মতো Features নাও থাকতে পারে। Camera Control এবং Dynamic Island iPhone-এর খুবই Useful Feature। কিন্তু যেহেতু iPhone SE 4/16E একটি Budget Phone, তাই Cost Effective করার জন্য Apple এই Feature গুলো Skip করতে পারে।

iPhone 16E/SE 4, Expected Price এবং Specifications

iPhone SE Series-এর সবথেকে Attractive দিক হল এর Price। Affordable Price-এ Powerful Specification-এর Phone কেনার সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না। বিভিন্ন Industry Source থেকে iPhone SE 4/16E-এর সম্ভাব্য Price এবং Specification সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে, যা নিচে বিস্তারিত আলোচনা করা হল:

Phone টির Price $499 এর মত হতে পারে। iPhone SE 3 India তে Rs 43, 900 তে Launch হয়েছিল। বর্তমান Market Situation বিবেচনা করে Price যদি Similar থাকে, তাহলে iPhone SE 4/16E Market-এ ভালো Response পাবে আশা করা যায়।

Design এর পাশাপাশি অন্যান্য Expected Key Upgrades গুলো হলো

Apple A18 SoC: IPhone SE 4/16E-এর সবথেকে Exciting Feature হল এর Processor। Apple A18 SoC থাকলে Phone-এর Performance Lightning Fast হবে। Gaming, Video Editing বা Multitasking-এর জন্য এটি Best Option হবে। Apple-এর Chipset Industry-তে কতটা Powerful, তা আর বলার অপেক্ষা রাখে না।

Apple Intelligence Support: Apple তাদের AI Technology-কে আরও Improve করার চেষ্টা করছে। IPhone SE 4/16E-এ Apple Intelligence Support থাকলে Phone টি আরও Smart এবং User-Friendly হবে। Siri Voice Assistant-এর Improvement এবং Smart Automation-এর সুবিধা পাওয়া যাবে।

6.06-Inch Super Retina OLED Screen: Display Size এবং Quality দুটোই Smartphone Experience-এর জন্য খুবই Important। IPhone SE 4/16E-এ 6.06-Inch Super Retina OLED Screen থাকলে Video Streaming, Gaming এবং Browsing Experience আরও Immersive হবে। OLED Screen হওয়ার কারণে Colour Accuracy এবং Brightness ও অনেক ভালো পাওয়া যাবে।

3, 279MAh Battery: Smartphone Users-দের অন্যতম Major Concern হল Battery Life। IPhone SE 4/16E-এ 3, 279MAh Battery থাকলে সারাদিন Moderate Use-এর জন্য যথেষ্ট Backup পাওয়া যাবে। তবে Fast Charging Support থাকলে Battery Low-এর Anxiety অনেকটাই কমে যাবে।

Action Button: IPhone 15 Pro Models-এ Action Button Featureটি Users-দের মধ্যে খুবই Popular হয়েছে। Action Button-এর মাধ্যমে Users তাদের Favourite Apps এবং Features গুলো Customize করতে পারবে। এই Button-টি Single Press, Double Press বা Long Press-এর মাধ্যমে বিভিন্ন Task Assign করা যাবে।

IP68 Dust এবং Water Resistance: Smartphone এখন আমাদের Daily Life-এর অবিচ্ছেদ্য অংশ। IPhone SE 4/16E-এ IP68 Dust এবং Water Resistance Rating থাকলে Accidental Damage-এর হাত থেকে Phone-টিকে Safe রাখা যাবে। Water Resistance Feature থাকলে Rain-এ বা Water Spill হলে Phone Damage হওয়ার Risk অনেকটাই কমে যাবে।

48MP Single Rear Camera: Photography-র জন্য Camera Quality একটি Critical Factor। IPhone SE 4/16E-এ 48MP Single Rear Camera থাকলে Stunning Photos এবং 4K Videos Record করা যাবে। Apple-এর Computational Photography এবং উন্নত Image Processing Technology Low Light Condition-এও Incredible Result দেবে।

12MP Front Camera: Selfie Lovers এবং Video Content Creator-দের জন্য 12MP Front Camera যথেষ্ট ভালো। IPhone SE 4/16E-এর Front Camera দিয়ে High Quality Selfies তোলা এবং Clear Video Calling করা যাবে।

iPhone SE 4/16E নিয়ে এই ছিল Latest Rumors, Leaks এবং Expert Analysis. Apple আজ সত্যিই কোনো নতুন iPhone Launch করে কিনা, নাকি আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, সেটি জানতে হলে চোখ রাখতে হবে Apple-এর Official Announcement-এর দিকে।

-

টেকটিউনস টেকবুম

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 611 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস