চীনের গোপন সূত্র থেকে খবর এসেছে, OnePlus এর ২০২৫ সালের Smartphone Release Roadmap লিক হয়েছে! তাহলে আর দেরি না করে চলুন, জেনে নেই ২০২৫ সালে OnePlus আমাদের জন্য কী কী চমক নিয়ে আসছে:
শুরুটা হচ্ছে April মাস থেকে। OnePlus আনছে তাদের নতুন ফোন OnePlus 13T। তবে মজার বিষয় হচ্ছে, শোনা যাচ্ছে এটা নাকি আসলে OnePlus 13 Mini নামেই লঞ্চ হবে! তার মানে বুঝতেই পারছেন, ছোট প্যাকেজে বড় কিছু থাকতে যাচ্ছে। 😉
May মাসে OnePlus আনছে তাদের Ace সিরিজের নতুন দুই সদস্য - OnePlus Ace 5s এবং OnePlus Ace 5v। যারা বড় স্ক্রিনে মুভি দেখতে বা গেম খেলতে ভালোবাসেন, তাদের জন্য সুখবর! এই ফোনগুলোতে থাকছে বড় এবং Flat Screens।
October মাসটা হতে যাচ্ছে সবচেয়ে স্পেশাল। কারণ এই মাসেই আসছে OnePlus এর পরবর্তী Flagship Device! তবে এখানে একটা টুইস্ট আছে। চাইনিজ ভাষায় ১৪ সংখ্যাটা নাকি খুব একটা শুভ নয় (Tetraphobia), তাই OnePlus হয়তো ফোনটির নাম OnePlus 14 না রেখে OnePlus 15 রাখতে পারে! নাম যাই হোক, ফোনটিতে কিন্তু থাকছে বড়সড় Flat Screen। 😍
November মাসে OnePlus আরও একটা ধামাকা দিতে যাচ্ছে November মাসে। এই মাসে তারা রিলিজ করবে OnePlus Ace 6 এবং OnePlus Ace 6 Pro। বরাবরের মতোই এই ফোনগুলোতেও থাকছে বিশাল Flat Screens।
গুঞ্জন শোনা যাচ্ছে, OnePlus নাকি তাদের Design Language-এ সামান্য পরিবর্তন আনতে যাচ্ছে। যদিও এখনো কিছুই নিশ্চিত নয়, তবে আশা করা যায় নতুন কিছু চমক থাকবে। আর হ্যাঁ, ফোনের Names গুলোও কিন্তু পরিবর্তন হতে পারে।
Weibo-এর ভেতরের খবর অনুযায়ী, OnePlus তাদের শক্তিশালী Product Portfolio-এর কারণে ২০২৫ সালে ভালো Sales করবে বলে আশা করা যাচ্ছে।
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 618 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।