রিসেন্টলি Vivo-র আসন্ন স্মার্টফোন V50 এর কিছু Hands-on Images Leak হয়েছে, আর সেই সাথে ফোনটির স্পেসিফিকেশন নিয়েও বেশ আলোচনা শুরু হয়েছে টেক-দুনিয়ায়। একজন স্মার্টফোন ইউজার হিসেবে আমিও খবরটা শুনে বেশ এক্সাইটেড!
Vivo V50 - ডিজাইন, ফিচার আর স্পেসিফিকেশনের মিশেলে এক নতুন অভিজ্ঞতা দিতে প্রস্তুত। লিক হওয়া ছবি আর তথ্য অনুযায়ী, ফোনটি বাজারে আসার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। তাহলে চলুন, দেরি না করে জেনে নেওয়া যাক Vivo V50 সম্পর্কে বিস্তারিত – ডিজাইন থেকে শুরু করে স্পেসিফিকেশন, ক্যামেরা, ব্যাটারি সবকিছু!
Vivo বরাবরই তাদের ফোনের ডিজাইন নিয়ে বেশ সিরিয়াস। V50-ও তার ব্যতিক্রম নয়। ফোনটি সম্ভবত আগামী February মাসের ১৭ তারিখে লঞ্চ হবে, এবং ২৪ তারিখ থেকে হয়তো আপনারা হাতেও পেয়ে যাবেন।
Brand টি ইতিমধ্যে Device টির Design এবং কিছু Key Features টিজার করা শুরু করেছে। তবে সত্যি বলতে, টিজার দেখে যতটা বোঝা যায়, তার থেকে অনেক বেশি স্পষ্ট ধারণা পাওয়া যায় যখন সরাসরি Hands-on Images দেখা যায়। নিজের চোখ দিয়ে দেখলে বোঝা যায়, ফোনটা আসলে কেমন হতে যাচ্ছে।
Here are some real-life shots of the upcoming Vivo V50 (global model).
- Snapdragon 7 Gen 3
- 12GB+512GB variant
- 12GB virtual RAM
- Funtouch OS 15 | Android 15S: @regmerajesh #Vivo #VivoV50 pic.twitter.com/WQpxSeqnps
— Anvin (@ZionsAnvin) February 5, 2025
লিক হওয়া ছবিগুলোতে V50 এর Starry Blue Colorway দেখা যাচ্ছে। নীল রঙের একটা অসাধারণ শেড, যা আলো পড়লে চিকচিক করে উঠবে। ব্যাক সাইডে ক্যামেরা মডিউলটা দেখতেও বেশ স্টাইলিশ।
একটা স্মার্টফোন শুধু দেখতে সুন্দর হলেই তো হয় না, এর ভেতরেও দম থাকতে হয়। V50 এর স্পেসিফিকেশন দেখে মনে হচ্ছে, vivo এই ব্যাপারে কোনো কমতি রাখেনি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, Device টিতে থাকছে Snapdragon 7 Gen 3 Chipset। এই Chipset টি যথেষ্ট শক্তিশালী, যা নিশ্চিত করবে আপনার Phone টি স্মুথলি চলবে, কোনো Lag ছাড়াই। গেম খেলা থেকে শুরু করে মাল্টিটাস্কিং, সবকিছুতেই আপনি পাবেন দারুণ পারফরম্যান্স।
Variant টিতে 12GB RAM দেওয়া হয়েছে। তার মানে অনেকগুলো App একসাথে চালালেও Phone স্লো হয়ে যাওয়ার ভয় নেই। এছাড়াও 512GB Storage তো থাকছেই, যেখানে আপনি আপনার পছন্দের সব ছবি, ভিডিও এবং ফাইলsave করে রাখতে পারবেন। আর যদি Storage আরও বেশি লাগে, তাহলে Virtual RAM এর Support তো আছেই, যা 12GB পর্যন্ত বাড়ানো যাবে।
Phone টি Android 15 অপারেটিং সিস্টেমে চলবে, যার উপরে vivo এর নিজস্ব Funtouch OS 15 কাস্টমাইজেশন থাকবে। Funtouch OS এর নতুন Feature গুলো ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করবে বলেই আশা করা যায়।
ক্যামেরা আর ব্যাটারি – একটা স্মার্টফোনের জন্য এই দুটো জিনিস খুবই জরুরি। vivo V50 এই দিক থেকেও বেশ এগিয়ে আছে বলেই মনে হচ্ছে।
Rumors যদি সত্যি হয়, তাহলে Phone টিতে থাকছে 6.78-Inch "1.5K" AMOLED Screen। AMOLED Screen এর Display quality হবে অসাধারণ, আর 120 Hz Refresh Rate এর কারণে স্ক্রিনে সবকিছু খুব স্মুথলি দেখাবে। ভিডিও দেখা বা গেম খেলার সময় আপনি অন্যরকম একটা Experience পাবেন।
ছবি তোলার জন্য থাকছে 50 MP Main Camera। vivo এর Camera quality বরাবরই ভালো, তাই আশা করা যায় V50 দিয়েও দারুণ সব ছবি তোলা যাবে। এছাড়াও 50 MP Ultrawide Cameraথাকছে, যা দিয়ে Wide Angle এর ছবি তোলা যাবে খুব সহজে। Group photo অথবা landscape photography-র জন্য এটা খুবই উপযোগী।
Selfie তোলার জন্য সামনে 50 MP Camera রয়েছে। তার মানে সেলফিগুলোও হবে একদম ডিটেইলড এবং ক্রিস্টাল ক্লিয়ার।
V50 তে 6, 000 mAh Battery দেওয়া হয়েছে, যা একবার চার্জ করলে অনায়াসে পুরো দিন চলে যাবে। আর 90W Wired Charging Support থাকার কারণে Battery দ্রুত চার্জও হয়ে যাবে। তার মানে চার্জিং নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না।
সব মিলিয়ে vivo V50 একটি দারুণ স্মার্টফোন হতে চলেছে। ডিজাইন, স্পেসিফিকেশন, ক্যামেরা – সবকিছু মিলিয়ে ফোনটি বাজারের অন্যান্য ফোনগুলোর সাথে ভালোই টক্কর দেবে বলে মনে হচ্ছে।
তবে আসল কথা হলো, এই ফোনটি আপনার জন্য সঠিক কিনা, সেটা নির্ভর করে আপনার চাহিদার উপর। আপনি যদি ভালো Camera, শক্তিশালী Processor এবং দারুণ Battery Backup চান, তাহলে vivo V50 অবশ্যই আপনার পছন্দের তালিকায় থাকতে পারে।
ফোনটির Price কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে মনে হয়, vivo Price এর দিক থেকেও একটা চমক দিতে পারে।
-
টেকটিউনস টেকবুম
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 618 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।