Xiaomi বাজারে বিপ্লব নিয়ে আসতে পারে Button-less ফোনের মাধ্যমে

স্মার্টফোনের জগতে দীর্ঘকাল ধরেই বিভিন্ন ব্র্যান্ড নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই, ডিজাইন এবং ফিচারের দিক থেকে স্মার্টফোনগুলোতে খুব একটা বৈচিত্র্য নেই। যদিও Google, Samsung, OnePlus-এর মতো কিছু ব্র্যান্ড Foldable Market-এ নিজেদের অবস্থান তৈরি করেছে, তবুও আজ পর্যন্ত কেউই Button-less ফোনের ধারণাটি বাস্তবে রূপ দিতে পারেনি। কিন্তু এই ধারণা যে পুরোপুরি কল্পনার রাজ্যে সীমাবদ্ধ নয়, সেটি প্রমাণ করতে চলেছে Xiaomi, যারা ২০২৫ সালে একেবারে নতুন ধরনের Button-less ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

Xiaomi ২০২৫ সালে Button-less ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মাধ্যমে বাজারে বিপ্লব আনতে চলেছে

Button-less ফোনের প্রসঙ্গে আসলে, Vivo Apex 2019 Concept-এর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রোটোটাইপ এই ফোনটি ক্যাপাসিটিভ Buttons, Pressure-sensitive Sensors, এবং Linear Motors-এর মাধ্যমে Traditional Physical Buttons-এর অভিজ্ঞতা প্রদান করেছিল। কিন্তু যেহেতু এটি একটি Concept ফোন ছিল, তাই এটি কখনোই বাজারে পা রাখতে পারেনি। কিন্তু Xiaomi-র এই নতুন উদ্যোগটি সেই সীমাবদ্ধতার বাইরে গিয়ে সাধারণ ব্যবহারকারীদের হাতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে।

জনপ্রিয় ভিয়েতনামী লিকার Chun Bhai (@chunvn8888 on X) জানিয়েছেন, Xiaomi-এর এই নতুন ফ্ল্যাগশিপ Button-less ফোনটির কোডনাম হচ্ছে Zhuque এবং এতে কোনো Physical Power Button বা Volume Rockers থাকছে না।

Xiaomi-এর Button-less ফোন, উন্নয়নের প্রাথমিক ধাপে

এই Button-less ফোনটি বর্তমানে উন্নয়নের একেবারে প্রাথমিক ধাপে রয়েছে। সুতরাং, এটি বাজারে আনতে Xiaomi-র কিছুটা সময় লাগতে পারে। যদিও নির্দিষ্ট লঞ্চ তারিখ এখনো প্রকাশ করা হয়নি, তবে ২০২৫ সালের মধ্যে এই ফোনটি বাজারে আসতে পারে।

Snapdragon 8+ Gen 4 SoC সহ Xiaomi-এর নতুন উদ্ভাবন

যেহেতু ডিভাইসটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই কীভাবে এই ফোনটি ব্যবহার করা যাবে তা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে Xiaomi এই Button-less ফোনটিতে Gesture Controls, Pressure-sensitive Sensors বা এমনকি Voice Commands-এর মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে পারে।

এই Button-less ফোনটিতে আগামীতে আসতে চলা Snapdragon 8+ Gen 4 SoC (কোডনাম SM8775) থাকতে পারে। উল্লেখযোগ্য বিষয় হলো, একই চিপ Xiaomi 15S Pro-এও থাকতে পারে, যা ২০২৫ সালের প্রথমার্ধে বাজারে আসার কথা রয়েছে।

ক্যামেরা, ব্যাটারি, এবং ডিজাইনের ধোঁয়াশা

Xiaomi-এর এই Button-less ফোনটি নিয়ে বেশ আলোচনা থাকলেও, এর ক্যামেরা, ব্যাটারি, বা ডিসপ্লে সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে এ কথা বলা যায় যে, এই ফোনটি বাজারে এলে এটি স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন এক যুগের সূচনা করবে। এছাড়াও, Xiaomi একটি Tri-fold স্মার্টফোন তৈরির কাজ করছে বলে শোনা যাচ্ছে, যা আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হতে পারে। সব মিলিয়ে, যদি Xiaomi সত্যিই এই Button-less ফোনটি বাজারে আনতে সক্ষম হয়, তাহলে অন্য বড় ব্র্যান্ডগুলিও একই দৌড়ে ঝাঁপ দিতে দেরি করবে না।

-

টেকটিউনস টেকবুম

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 488 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস