এক মাসের মধ্যে ১ মিলিয়নের বেশি ফিটনেস ট্র্যাকার বিক্রি করেছে Xiaomi

সম্প্রতি Xiaomi, চীনা বাজারে তাদের ল্যাটেস্ট ফিটনেস ট্র‍্যাকার Band 7 রিলিজ করে। জানা গেছে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ব্যবসায়িক ভাবে দারুণ সফলতা পেয়ে যায় নতুন এই ডিভাইসটি। এবং কোম্পানি ঘোষণা করেছে তাদের সেই বিক্রয় সাফল্য।

গত বছর Mi Band 6 বেশ জনপ্রিয়তা পেয়েছিল তারই ধারাবাহিকতায় বাজারে এসেছে Xiaomi Band 7 এবং এই ডিভাইসেরও জনপ্রিয়তা প্রায় একই মাপের। বর্তমানে এটি শুধুমাত্র চীনের বাজারে রিলিজ করা হয়েছে। তারপরও কোম্পানি নিশ্চিত করেছে রিলিজ করার মাত্র এক মাস পরেই এটির এক মিলিয়নের বেশি সেল অতিক্রম করেছে।

Xiaomi তাদের অফিসিয়াল Weibo পেজে ঘোষণা করেছে যে তাদের বিক্রিয় ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। এই ফিটনেস ট্র‍্যাকারটি বাজারে আসে ২৪ মে এবং ১ মাসের কম সময়ে মাইলফলক অর্জন করে। গত বছর তাদের Mi Band 6 একই মাইল ফলক অর্জন করেছিল।

Xiaomi Band 7, এর non-NFC ভেরিয়েন্টটি বাজারে পাওয়া যাচ্ছে ৩৬ ডলারে। যার মাধ্যমে বুঝা যায় তারা ইতিমধ্যে ৩৬ মিলিয়ন ডলারের ফিটনেস ট্র‍্যাকার বিক্রি করে ফেলেছে। জানা গেছে খুব তাড়াতাড়ি Xiaomi Band 7 বিশ্বব্যাপী লঞ্চ করা হবে। রিপোর্ট বলছে গ্লোবাল মার্কেটে এর দাম ৫৩ ডলার নির্ধারণ করা হতে পারে।

-
টেকটিউনস টেকবুম - ২৭ জুন ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস