সম্প্রতি Anker লঞ্চ করেছে আপটু ১০ Gbps স্পিডের USB-C Hub। লঞ্চ হওয়া Anker 535 মডেলের USB-C Hub টি Amazon এ পাওয়া যাচ্ছে। ডিভাইসটি যুক্তরাষ্ট্রের কাস্টমাররা ৫৩.৯৯ ডলার দিয়ে কিনতে পারবে। এর আছে USB-A এবং USB-C সহ মাল্টিপল পোর্ট। এতে একই সাথে রয়েছে SD এবং microSD কার্ড স্লট। এই হাবটির ট্রান্সফার স্পীড হবে আপটু ১০ Gbps।
iMac এর জন্য এই ডিভাইসটি গত এপ্রিল মাসে লঞ্চ করা হয়। এতে সর্বমোট পাঁচটি পোর্ট রয়েছে, এতে আছে দুটি USB-A 3.1 Gen 2 পোর্ট যা আপটু 10 Gbps এ ডাটা ট্রান্সফার করতে পারবে এবং USB-C port 3.1 Gen 2, সেটিও একই স্পিডে ডেটা আদান-প্রদান এর পাশাপাশি আপটু 7.5 W এ ডিভাইসটি চার্জ করতে পারবে।
হাবে থাকা SD এবং microSD কার্ড রিডারের ফাইল ট্রান্সফার স্পীড হবে 321 Mbps। SDHC, RS-MMC এবং microSDXC স্লটের মাধ্যমে মাল্টিপল কার্ড এখানে ইনসার্ট করার সুযোগ থাকবে। এই 535 USB-C হাবটি iMac এর নিচে Thunderbolt পোর্ট দিয়ে কানেক্ট করা যাবে।
এই ডিভাইসটি 2021 M1 iMac 24-in, iMac 21.5-in এবং 27-in এ সাপোর্ট করবে। এটির সাইজ হচ্ছে 4.48 × 1.85 × 1.12-in (114 × 47 × 28.5 mm) এবং ওজন 3.8 oz (108 g)। গেজেটটি, Amazon Prime মেম্বাররা ৫৩.৯৯ ডলারে কিনতে পারবে যেখানে রিটেইলার প্রাইজ ৫৯.৯৯ ডলার।
-
টেকটিউনস টেকবুম - ২৭ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।