সম্প্রতি LateNiteSoft তাদের অ্যাপ আপডেট করেছে, এখন iPhone 14 Pro অথবা iPhone 14 Pro Max ছাড়াই Camera+ 22 নামের ক্যামেরা অ্যাপ দিয়ে iOS ডিভাইসে তুলা যাবে 48 MP ইমেজ। LateNiteSoft কোম্পানি Camera+ 22 নামের এই অ্যাপটি তৈরি করেছিল।
LateNiteSoft সম্প্রতি Camera+ 22, নামে তাদের আগের ক্যামেরা অ্যাপ এর একটি আপগ্রেড নিয়ে এসেছে। Camera+ 22 ইন্সটল দেয়ার জন্য iOS 15.0, iPadOS 15.0, watchOS 6.0 এবং পরের ভার্সন গুলো দরকার হবে। অ্যাপটির সাইজ ১৬৫.৯ এম্বি। LateNiteSoft এই অ্যাপ এর দাম বাড়ানোর পাশাপাশি নিয়ে এসেছে সাবস্ক্রিপশন বেসড মডেল।
ডেভেলপাররা এই অ্যাপটিতে UltraRes নামে একটি ফিচার যুক্ত করেছে যার মাধ্যমে এটি ব্যবহার করে iOS ইউজাররা 12MP ফটোকে 48MP এ আপ-স্ক্যাল করতে পারবে। আর এই 48MP, এবং iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max এর 48 MP একই রেজুলেশন। LateNiteSoft, বলছে এই UltraRes ফিচারটি একটি মেশিন লার্নিং এলগোরিদম ব্যবহার করে এই কাজটি করবে।
ডেভেলপাররা বলছে নতুন ৪৮ রেজুলেশনের ছবিতে 12 MP ইমেজের মতই শার্পনেস থাকবে, এবং এটি কেবল রিসেন্ট iOS এবং iPadOS ডিভাইস গুলোতে কাজ করবে। এই এলগোরিদমটি iPhone 11, 9th Gen iPad, iPad mini 6 এবং 3rd Gen iPad Pro অথবা নতুন ডিভাইস গুলোতে সাপোর্ট করবে।
তাছাড়া বড় ডিসপ্লের ফোন গুলোর জন্য LateNiteSoft তাদের Camera+ 22 অ্যাপ এর UI রিভাইস করেছে, একই সাথে তারা একটি সাবস্ক্রিপশন মডেল তৈরি করেছে যা মাসিক ৩.৯৯ ডলার থেকে শুরু হবে। তাছাড়া বার্ষিক ১৭.৯৯ এবং লাইফ টাইমের জন্য ২৪.৯৯ ডলারেও এটি কেনা যাবে। Camera+ 22 অ্যাপটি iOS, iPadOS এবং watchOS এ ইউজাররা ইন্সটল করতে পারবে।
-
টেকটিউনস টেকবুম - ২৭ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 494 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।