সম্প্রতি EarFun লঞ্চ করেছে UBOOM L নামের একটি চমৎকার ব্লুটুথ স্পিকার। জানা গেছে ডিভাইসটি ওয়াটার প্রুফ এবং এটি IP67 র্যাটিং এর একটি ডিভাইস যা ১৬ ঘণ্টা প্লেব্যাক দেবে। Stereo Pairing এবং Voice Assistant এর সাথে এতে রয়েছে আরও অনেক ফিচার। বিভিন্ন সেটিংস এর মাধ্যমে এনভায়রনমেন্ট অনুযায়ী দুর্দান্ত আউটপুট নিশ্চিত করবে এই ডিভাইসটি এবং JumboBass টেকনোলজি লোয়ার ফ্রিকোয়েন্সিকে আরও এনহেন্স করবে।
EarFun এর UBOOM L স্পিকারটি আউটডোরে 15 m (~49 ft) রেঞ্জ কাভার করতে পারবে। এর 5, 200 mAh ব্যাটারি দেবে আপটু ১৬ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ। এবং USB-C দিয়ে এটি চার্জ হতে চার ঘণ্টা লাগবে। এতে রয়েছে ইনডোর ও আউটডোর মুড। তবে এটি বিশেষ করে আউটডোর ইউজের জন্যই ডিজাইন করা।
এই স্পীকারটিরে ভিডিও লেটেন্সি মিনিমাইজ করা হয়েছে এবং এতে রয়েছে DSP টেকনোলজি যা ইউজারকে মাল্টি ডাইমেনশনাল অভিজ্ঞতা দেবে। JumboBass টেকনোলজি, Dual Passive Radiator, এবং একটি 55 mm Dynamic Bass Booster দেবে দারুণ Bass সাউন্ড। সাইড র্যাডিয়েটর গুলো সতর্কতার সাথে পজিশন করা হয়েছে যাতে সাউন্ড পরিষ্কার হয়। ইউজাররা চাইলে Stereo Pairing ফিচারের মাধ্যমে দুটি স্পিকার পিয়ার করে সাউন্ডকে আরও এমপ্লিফাইড করতে পারবে।
UBOOM L স্পিকারটিতে আছে বিল্ড-ইন মাইক্রোফোন যার মাধ্যমে ইউজার কলে কথা বলতে পারবে। দারুণ বিষয় হচ্ছে এতে আছে Apple Siri, Amazon Alexa এবং Google assistant এর মত ভয়েস এসিস্ট্যান্ট। এই স্পীকারে একই সাথে Bluetooth 5.0 এবং 3.5 mm জ্যাক রয়েছে। স্পিকারটির সাইজ বলতে গেলে 78 x 210 x 72 mm (~3.1 x 7.3 x 2.8-in) এবং ওজন 650 g (~22.9 oz)
বর্তমানে UBOOM L এর দাম ধরা হয়েছে ৭৯.৯৯ ডলার তবে আপনি কোম্পানির মেইলিং লিস্টে সাবস্ক্রাইব করে ২৫% ডিসকাউন্টে ৫৯.৯৯ ডলারে পেয়ে যাবেন। প্রি-সেল পিরিয়ড শেষ হলে এর মূল্য দাঁড়াবে ৯৯.৯৯ ডলার।
-
টেকটিউনস টেকবুম - ২৭ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।