সম্প্রতি Dogecoin এর এক বিনিয়োগকারী মামলা করেছে Elon Musk এবং Tesla এর বিরুদ্ধে। তার দাবি Elon Musk এবং তার কোম্পানিগুলি কৃত্রিমভাবে ক্রিপটোকারেন্সি Dogecoin এর দাম বাড়িয়েছে। বলে রাখা ভাল ২০২১ সালের প্রথমার্ধে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে হটাৎ করেই Dogecoin এর মূল্য ৯৩% হ্রাস পায় যার ফলে বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
বিশ্বজুড়ে ক্রিপ্টো বিনিয়োগকারীরা গত ছয় মাস ধরে ক্রিপ্টো কারেন্সির এই পতন মোকাবিলা করছে। অনেক বিনিয়োগ কারী এটাকে ঝুঁকি হিসেবে মেনে নিলেও Keith Johnson নামের এক বিনিয়োগ কারী Elon Musk এর বিরুদ্ধে মামলা করে সংবাদের শিরোনাম হয়েছেন।
অভিযোগ আনা হয়েছে এলন মাস্ক Dogecoin এর প্রতারণামূলক প্রচারণা চালিয়েছে যেখানে এই কয়েনের তেমন ভ্যালু নেই। একই সাথে মামলায় Elon Musk এর, Tesla এবং SpaceX কেও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, এই কোম্পানি গুলো Cyberwhistle এবং অন্যান্য মেশনারিজ আইটেম গুলো Dogecoin এ কেনার অফার করে। যা এই কয়েনের দাম কয়েক গুণ বাড়িয়েছিল।
মামলার বাদী কিথ জনসন, ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মোট ২৫৮ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির জন্য মামলা করছেন৷ জানা গেছে এই টাকাটি সে একা পাবে না সম্ভাব্য ক্ষতিগ্রস্ত সকল Dogecoin বিনিয়োগকারীরা পাবে যারা মামলায় প্রতিনিধিত্ব করবে। জনসন আরও দাবী করেন এলন মাস্ক এবং তার কোম্পানিগুলোকে ভবিষ্যতে Dogecoin বিজ্ঞাপণ এবং প্রচার করা থেকে নিষিদ্ধ করা উচিত।
মাস্কের বিরুদ্ধে এই ক্রিপ্টো মামলা সফল হবে কিনা এটাই এখন দেখার বিষয়। যদি বাদী জিতে যায় তাহলে বিশ্বের সবচেয়ে ধনী হওয়া সত্ত্বেও তার পক্ষে নিজের পকেট থেকে এত টাকা দেয়া সম্ভব হবে বলে মনে হয় না।
-
টেকটিউনস টেকবুম - ২৭ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।