সম্প্রতি প্রকাশ পেয়েছে Meta Quest এর V41 আপডেট। Meta Quest এর এই ল্যাটেস্ট আপডেটের মাধ্যমে ইউজাররা পাবে দারুণ কিছু ফিচার এবং এক্সটেনডেট ব্যাটারি লাইফ। ইউজাররা আরও চমৎকার ভাবে মেটাভার্সে বন্ধুদের সাথে যুক্ত হবার পাশাপাশি পাবে Windows 11 এর সাথে ডিপ ইন্টিগ্রেশন, প্যারেন্টাল কন্ট্রোলে আরও নতুন নতুন টুল।
২০২১ সালে Meta এর Oculus Connect ইভেন্টে, Meta তাদের Horizon Home ফিচারটি প্রিভিউ করেছিল। এটি এমন একটি ফিচার যেখানে ইউজাররা নির্দিষ্ট কোয়েস্ট অবতার ব্যবহার একে অপরের ভার্চুয়াল হোম এনভায়রনমেন্টে যোগ দিতে পারবে। নতুন সিস্টেমটির স্পাইটিয়াল অডিও এর মাধ্যমে ইউজাররা পাবে ইউনিক ইমারসিভ ফিলিং। এমনকি অতিরিক্ত কনফিগারেশন ছাড়াই ইউজাররা মাল্টিপ্লেয়ার অ্যাপ অভিজ্ঞতা পেতে পারবে।
Horizon Venues অ্যাপ এর First-party এক্সপেরিয়েন্সের মাধ্যমে ইউজাররা ভার্চুয়াল কনসার্টে অংশ নিতে পারবে এবং Oculus TV অ্যাপ এর মাধ্যমে মুভি হোস্ট করতে পারবে। যুক্তরাষ্ট্রের ইউজাররা চাইলে Meta Horizon Home এ Lionsgate Entertainment এর ফিচার ফিল্ম গুলোও দেখতে পারবে।
Meta Quest ইউজাররা Link/Air Link সিস্টেমের মাধ্যমে তাদের পিসির কন্টেন্টে এক্সেস নিতে পারবে। এবং V41 আগের চেয়ে বেশি স্ট্যাবিলিটি ও পারফরম্যান্স মেইনটেইন করবে। সবচেয়ে বড় কথা এখন Link/Air Link এর জন্য আলাদা উইন্ডোজের একটিভ কনসোল উইন্ডোর দরকার হবে না।
নতুন একটি সেটিংস এর মাধ্যমে বাবা মা Link/ Air Link এর কানেক্টিভিটি ব্লক করে পিসি স্ক্রিন টাইম লিমিট করে দিতে পারবে। যার ফলে শিশুরা Meta Quest এর মাধ্যমে পিসিতে এক্সেস করতে পারবে না।
V41 ইন্সটল করার পর অনেক ইউজারই হোম স্ক্রিন থেকে 2D প্যানেল অ্যাপ, এবং সিস্টেম ইউআই এ কালার একুরেসির ইম্প্রুভমেন্ট লক্ষ্য করেছে। এখন ইউজাররা Experimental Settings প্যানেল থেকে Color Space নামে নতুন একটি ম্যানু পেয়ে যাবে যার মাধ্যমে বিভিন্ন ম্যানুর কালার কেমন হবে সেটা নির্ধারণ করতে পারবে।
নতুন আপডেটে প্যারেন্টাল কন্ট্রোলে যুক্ত হয়েছে আরও বেশি টুল। এখন চাইলেই শিশুদের জন্য Meta Quest Store থেকে নির্দিষ্ট অ্যাপ ও ব্রাউজার ডাউনলোড করা ব্লক করা যাবে। ১৩ বছরের বেশি বয়সের শিশুদের কোন অ্যাপে এক্সেস নিতে বাবা মার পারমিশন লাগবে। মা বাবা চাইলে অ্যান্ড্রয়েড বা iOS ডিভাইস থেকে পারমিশন এক্সেপ্টও করতে পারেন অথবা রিজেক্টও করতে পারেন।
তাছাড়া প্যারেন্টরা জানতে পারবে শিশুরা কি কি অ্যাপ কিনেছে, পরবর্তীতে কিছু কিনলে সেটার নোটিফিকেশন এবং ফোনের মাধ্যমে দেখতে পারবে তারা হেডসেটে কি দেখছে। আরও জানা যাবে শিশুরা কাদের সাথে বন্ধুত্ব করছে এবং মিট করছে।
-
টেকটিউনস টেকবুম - ২৭ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 494 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।