সম্প্রতি জানা গেছে Realme এর TechLife স্মার্ট ইকো-সিস্টেমে যুক্ত হচ্ছে নতুন স্মার্ট-ওয়াচ। Realme তাদের ইকো-সিস্টেমে এর আগেও ওয়ারেবল ডিভাইস এনেছিল তবে রাউন্ড ডিজাইনের ডিভাইস এই প্রথম নিয়ে আসছে। তাদের নতুন স্মার্টওয়াচের নাম R100। নতুন এই ডিভাইসে ফোন কল সাপোর্ট করবে৷ স্মার্ট-ওয়াচ টি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আসছে, ইউজাররা Realme ওয়েবসাইট এবং Flipkart এর মাধ্যমে কিনতে পারবে।
Realme, TechLife Watch সিরিজে নতুন এই স্মার্ট-ওয়াচের ঘোষণা করেছে। R100 ওয়াচটি তাদের আগের S100 থেকে ভিন্ন ভাবে ডিজাইন করা হয়েছে। R100 ওয়াচটি হবে রাউন্ড ডিজাইনের এবং থাকবে নতুন একাধিক ফিচার।
এর আগে S100 ওয়াচটি Dizo Watch 2 এর হাই এন্ড ভার্সন হিসেবে আত্মপ্রকাশ করেছিল কিন্তু R100 ওয়াচকে অনেকাংশে First-gen Watch S এর মতই লাগছে। তবে R100 এর একটা ভিন্নতা হচ্ছে এর ক্রোনোগ্রাফের মত কসমেটিক ব্যজেল।
নতুন এই ওয়াচে ডিসপ্লে সাইজ কিছুটা বড় করা হয়েছে। R100 এ ডিসপ্লে সাইজ হবে 3.35cm অথবা 1.32 inches যেখানে Watch S এর ছিল 3.3cm/1.3 inches। তারপরেও দুটি ডিভাইসই 360x360 TFT, “Matte” এলুমিনিয়াম চেচিসে ব্ল্যাক ও সিলভার কালারে TechLife মডেলের কেইসে ডিজাইন করা হয়েছে।
R100 এর ব্যাটারি লাইফ হবে সাতদিন যেখানে Watch S এর ছিল ১৪ দিন। R100 স্মার্ট-ওয়াচের মাধ্যমে কল রিসিভ করা যাবে। এবং সুবিধাটি বাজারে আসন্ন অন্যান্য হেলদ এবং ফিটনেস ভিভাইস থেকে R100 কে আলাদা করবে। নতুন এই স্মার্টওয়াচটির দাম সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। ক্রেতারা Realme ওয়েবসাইট এবং Flipkart থেকে এটি কিনতে পারবে।
-
টেকটিউনস টেকবুম - ২৫ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।