Samsung নিয়ে আসছে OLED টাচস্ক্রীনের Galaxy Book 2 Pro

সম্প্রতি প্রকাশ পেয়েছে Galaxy Book 2 Pro 360 এর বেশ কিছু তথ্য, জানা গেছে Samsung এর নতুন Galaxy Book 2 Pro 360 তে থাকবে OLED টাচস্ক্রীন এবং S-Pen। ১০৪০ গ্রাম এই ল্যাপটপে দেয়া হয়েছে Alder Lake CPU, Thunderbolt 4, এবং চমৎকার ব্যাটারি লাইফ। ল্যাপটপটি পুরোপুরি সাইলেন্ট ভাবে কাজ করবে এবং এর OLED টাচস্ক্রীন একই সাথে আঙ্গুল এবং S-Pen দিয়ে ব্যবহার করা যাবে।

Galaxy Book 2 Pro 360, এর মাধ্যমে Samsung তদের লাইনআপে স্লিম পোর্টেবল 2-in-1 একটি ল্যাপটপ যুক্ত করেছে। মাত্র ১০৪০ গ্রাম ওজনের লাইট ওয়েট এই ডিভাইসটি মেটালের হলেও এটি বাঁকানো যাবে।

ল্যাপটপে দেয়া হয়েছে Core i7-1260P প্রসেসর যা অফিস এপ্লিকেশন এবং ইন্টারনেট এপ্লিকেশনের জন্য যথেষ্ট। এটি কোন ধরনের ইস্যু ছাড়া পিক পারফর্মেন্সে চলতে পারবে। তবে বেশি লোডে অপারেটিং স্পিড কিছুটা কমে যাবে। CPU তে রাখা হয়েছে 16 জিবি LPDDR5-5200 অনবোর্ড র‍্যাম এটি এক্সপানশনের ব্যবস্থা নেই। স্টোরেজ হিসেবে আছে ২৫৬ জিবি PCIe 3 SSD। ১৫০০ ইউরোর একটি ডিভাইসের জন্য এমন স্টোরেজ অবশ্য দুঃখজনক।

63 Wh এর ব্যাটারি দিয়ে আপনি ১০ থেকে ১৫ ঘণ্টা রান টাইম পাবেন যদি ডিসপ্লে ব্রাইটনেস 150 cd/m² থাকে। অন্যদিকে ফুল ব্রাইটনেসে এবং ওয়াই-ফাই ব্যবহারে সাড়ে সাত ঘণ্টা রানটাইম পাবেন। USB-C পাওয়ার এডাপ্টার (65 watts) তিনটি USB-C পোর্টেই প্লাগ করা যাবে (2x USB 3.2 Gen 1, 1x Thunderbolt 4)। তাছাড়া সব গুলো পোর্টের মাধ্যমেই এক্সটারনাল মনিটর লিংক করা যাবে।

ডিভাইসটির বিল্ড ইন ১৩.৩ ইঞ্চি ফুল HD, OLED টাচস্ক্রীন দেবে চমৎকার ব্ল্যাক লেভেল এবং দুর্দান্ত DCI-P3 কালার স্পেস। পর্যাপ্ত ব্রাইটনেস, হাই রিফ্রেশ রেট এবং দ্রুত রেসপন্স টাইমে পাওয়া যাবে দারুণ পিকচার অভিজ্ঞতা। এই টাচস্ক্রীনটি একই সাথে আঙ্গুল এবং S-pen দিয়ে অপারেট করা যাবে।

-
টেকটিউনস টেকবুম - ২৪ জুন ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস