সম্প্রতি জানা গেছে এ বছরের Samsung ওয়াচ সিরিজে থাকছে না 5G কানেক্টিভিটি। নতুন সার্টিফিকেশনের মাধ্যমে কনফার্ম হয়েছে এ বছর Samsung, Galaxy Watch5 এবং Galaxy Watch5 Pro রিলিজ করবে মোবাইল কানেক্টিভিটি দিয়ে। কিন্তু সেখানে 5G কানেক্টিভিটি থাকছে না। আরও জানা গেছে Bluetooth এবং LTE মডেল গুলোর জন্য একই ক্যাপাসিটির ব্যাটারি রাখা হচ্ছে।
Samsung, যুক্তরাষ্ট্রের Federal Communications Commission (FCC) এ আসন্ন বেশ কিছু স্মার্টওয়াচ সার্টিফাইড করেছে। তারা FCC তে 'Smart Wearable' হিসেবে SM-R900, SM-R910 এবং SM-R920, মডেল রেজিস্টার করেছে৷ সম্ভবত SM-R900 এবং SM-R910 মডেল গুলো হবে Watch5 এর 40 mm এবং 44 mm ভার্সন।
অন্যদিকে SM-R920 হবে Galaxy Watch5 Pro, যা Project X হিসেবে পরিচিত। তাছাড়া তারা FCC তে আরও কিছু মডেল অন্তর্ভুক্ত হয়েছে, মডেল গুলো হল SM-R905, SM-R915 এবং SM-R925, যদিও FCC এই মডেল গুলো নিয়ে বেশি কিছু প্রকাশ করে নি তবে এটা কনফার্ম হয়েছে মডেল গুলোতে LTE মডেম অন্তর্ভুক্ত থাকবে। সুতরাং বুঝাই যাচ্ছে এই মডেল গুলো SM-R900, SM-R910 এবং SM-R920, এর LTE ভার্সন হতে যাচ্ছে। এই লিস্টিং এ আরও কনফার্ম হয়েছে LTE এখন শুধু মাত্র Galaxy Watch5 Pro তে নয় বরং সকল Watch5 মডেলে অন্তর্ভুক্ত করা হবে।
FCC এর লিস্টিং থেকে আরেকটি বিষয় পরিষ্কার যে আপকামিং এই স্মার্টওয়াচ গুলোতে 5G কানেক্টিভিটি থাকবে না এবং Bluetooth/Wi-Fi ভার্সনের স্মার্টওয়াচ গুলোতে একই ক্যাপাসিটির ব্যাটারি দেয়া হবে। রিউমার বলছে Samsung আগস্টের শেষ দিকে Galaxy Unpacked ইভেন্টে তাদের Galaxy Z Fold4 এবং Galaxy Z Flip4 এর সাথে Galaxy Watch5 রিলিজ করবে।
-
টেকটিউনস টেকবুম - ২৪ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 494 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।