সম্প্রতি জানা গেছে নতুন ক্যামেরা সেন্সরের মাধ্যমে Sony প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে Samsung এর সাথে। তাদের নতুন সেন্সর প্রতিদ্বন্দ্বিতা করবে Xiaomi 11T সিরিজে ব্যবহৃত হওয়া Samsung এর 108 MP ISOCELL HM2 সেন্সরের সাথে।
Sony এবং Samsung শীগ্রই স্মার্টফোনের জন্য বাজারে নতুন এবং শক্তিশালী ক্যামেরা সেন্সর আনতে যাচ্ছে। Sony নতুন সেন্সরের মাধ্যমে 100 MP রেঞ্জে প্রবেশ করবে এবং জানা গেছে তারা সেন্সর গুলো মিডরেঞ্জের ফোন গুলোর জন্য ডিজাইন করছে। অন্য দিকে Samsung তাদের আগের ISOCELL GN2 সেন্সর থেকেও বড় সেন্সর নিয়ে কাজ করার কথা জানিয়েছে। বলে রাখা ভাল ISOCELL GN2 সেন্সরটি Mi 11 Ultra তে ব্যবহৃত হয়েছিল।
বর্তমানে মিড-রেঞ্জের স্মার্টফোন গুলোর ক্যামেরা, হাই কোয়ালিটি ইমেজ অভিজ্ঞতা দেয়ার দিকে আগাচ্ছে। গত বছর বাজারের এই সেগমেন্টে 50 MP সেন্সরের আবির্ভাব হলেও এখনো, বেশিরভাগ মিড রেঞ্জার ফোন Samsung এর JN1 এবং GN5 এর মধ্যেই আটকে আছে, এবং বাকি ফোন গুলো পুরনো 48 MP এবং 64 MP এর মধ্যে। তবে এটা শীগ্রই পরিবর্তন হবে।
লিকার Digital Chat Station, এর মতে Sony তাদের IMX800 সিরিজে নতুন COMS সেন্সর নিয়ে কাজ করছে। এটি হবে Sony এর প্রথম 100 MP ক্যামেরা সেন্সর। এর আগে তারা মূলত লো রেজুলেশনের ক্যামেরা সেন্সরই তৈরি করতো। সোর্স দাবী করছে সেন্সরটি মিড রেঞ্জের ফোন গুলোর জন্য ডিজাইন করা হচ্ছে। এবং এটি সরাসরি Samsung এর HM2 সেন্সরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। Samsung এর HM2 সেন্সরটি এর আগে Redmi Note 11 Pro 5G এবং Redmi K50 Pro এ ব্যবহৃত হয়েছিল। Sony একই সাথে IMX900 সিরিজে বড় একটি সেন্সরের জন্যও লাইন আপ রেখেছে।
তবে Samsung ও কিন্তু বসে নেই তারাও নতুন সেন্সর নিয়ে কাজ করছে। তারা জানিয়েছে তাদের আপকামিং সেন্সর, 1/1.12 ইঞ্চি ISOCELL GN2 থেকেও বড় হবে।
-
টেকটিউনস টেকবুম - ২৪ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 494 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।