Dell XPS 17 9720 ল্যাপটপে থাকছে 4K AdobeRGB প্যানেল যা ছবি এডিটের জন্য হবে দুর্দান্ত

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমানে বিভিন্ন ম্যানুফেকচ্যারার ডিসপ্লে প্যানেলের ক্ষেত্রে Apple এর DCI-P3 প্যানেলে শিফট করাকে ফলো করছে। Apple এর P3 একটি RGB কালার স্পেস যেখানে ডিজিটাল থিয়েট্রিকাল মোশন পিকচার প্রযুক্তি ব্যবহার করা হয়। সম্প্রতি Dell কোম্পানিও তাদের সর্বশেষ Dell XPS 17 9720 ল্যাপটপে এমন AdobeRGB একটি প্যানেল ব্যবহার করেছে।

AdobeRGB স্ট্যান্ডার্ডটি এখনো ছবি এডিটিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি দিন দিন আরও বেশি ল্যাপটপ DCI-P3 Color Gamut এ সুইচ করছে। বুঝাই যাচ্ছে কোম্পানি গুলো MacBook Pro মডেল গুলোর P3 স্ক্রিন ব্যবহার করা দেখে উদ্বুদ্ধ হয়েছে। একই সাথে বর্তমানে OLED স্ক্রিন গুলোও এসব ক্ষেত্রে ভাল অবদান রাখছে।

বাজারে বর্তমানে এক্সটারনাল স্ক্রিন ছাড়া AdobeRGB ইমেজ এডিট করা ল্যাপটপের সংখ্যা হাতে গুনা। এমন একটি ল্যাপটপ হচ্ছে Dell XPS 17 9720। ল্যাপটপটিতে রয়েছে হাই রেজুলেশন 4k স্ক্রিনের সাথে AdobeRGB Color Gamut। এখন পর্যন্ত ইন্টারনেটের বিভিন্ন রিভিউ অনুযায়ী জানা গেছে এটি ফুল AdobeRGB Color Gamut সহ একুরেট কালার দেয়। রিভিউ গুলোতে ফটোশপ সহ বিভিন্ন ফটো এডিটে ভালই ফলাফল পাওয়া যাচ্ছিল।

তবে এই IPS প্যানেলেরও কিছু ত্রুটিও লক্ষ্য করা গিয়েছে যেমন স্লো রেসপন্স টাইম, লো ব্রাইটনেস লেভেলে ফ্লিকারিং ইত্যাদি। তাছাড়া 4K স্ক্রিন হওয়াতে এটি প্রচুর পাওয়ার খরচ করে এবং 400 নিটের একটু বেশি উজ্জ্বলতায় HDR লিমিটেশন দেখা দেয়।

Dell XPS 17 9720  ডিভাইসটি গত বছর থেকে আমাদের মাঝে পরিচিত তবে ল্যাপটপটিতে কিছু আপগ্রেড আনা হয়েছে। 12th generation এর ইন্টেল প্রসেসর ব্যবহার করা হলেও এটির পারফরম্যান্স আগের XPS 17 থেকে খুব বেশি হাই না, যেখানে আগের XPS 17 এ Tiger Lake Core i7-11800H প্রসেসর ব্যবহার করা হয়েছে। আগের মতই এখনো ডেডিকেটেড GPU হিসেবে 60W এ GeForce RTX 3050 এবং RTX 3060 বাছাই করার সুযোগ রয়েছে। এদিক থেকে কিছুটা ডাউনগ্রেড করা হয়েছে, আগের বছরের মডেলে GPU এর পাওয়ার ইউজেস ছিল 70W।

ল্যাপটপটির কুলিং এর কথা বলতে গেলে মিক্সড ইম্প্রেশন পাওয়া গিয়েছে যেমন ল্যাপটপের তাপমাত্রা মডারেটই ছিল তবে গেমিং বা অন্যান্য চাপের এপ্লিকেশনের ক্ষেত্রে ফ্যানের ভালই সাউন্ড হচ্ছিল। ল্যাপটপটির দামের তুলনায় পারফরম্যান্স কিছুটা দুঃখজনক কারণ ওয়ার্কলোডে লো GPU পারফরম্যান্স লক্ষ্য করা যাচ্ছিল। যেহেতু এটি গেমিং ল্যাপটপ না সেহেতু মাল্টিমিডিয়া কাজকর্মে খুব বেশি সমস্যা হবার কথা না। তারপরেও যারা কিনবে তাদের লিমিটেশন গুলো বিবেচনা করা উচিৎ। তবে এই ল্যাপটপে গেমিং করতে চাইলে অপশনাল RTX 3060 রিকোমেন্ড থাকবে।

অসুবিধা গুলো দূরে রাখলে Dell XPS 17 9720  একটি দারুণ মাল্টিমিডিয়া ল্যাপটপ। যেহেতু বাজারে প্রতিদ্বন্দ্বিতা অনেক সেহেতু Dell এর পারফরম্যান্স এবং প্রাইজ রেশিও নিয়েও সচেতন হওয়া উচিৎ। তাছাড়া তিন বছর ধরে আমরা যেহেতু একই ডিভাইস পাচ্ছি সেহেতু আপগ্রেডে তাদের আরও সচেতন হতে হবে।

-
টেকটিউনস টেকবুম - ২২ জুন ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 494 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস