তিনটি কালারে আসবে Xiaomi 12 Ultra! থাকবে না Leica লোগো

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি লিক হয়েছে Xiaomi 12 Ultra স্মার্টফোনের বেশ কিছু তথ্য! জানা গেছে তিনটি কালারে আসবে Xiaomi 12 Ultra! থাকবে না Leica এর কোন লোগো। প্রসিদ্ধ লিকারের তথ্য মতে জানা গেছে Xiaomi 12 Ultra দেখতে অনেকটা Xiaomi 12 এবং Xiaomi 12S সিরিজের মত হবে। Xiaomi 12 Ultra ফোনটিতে খুব সম্ভবত আরও কিছু ফিচার থাকতে পারে এবং ফোনটির ফিনিশিং আরও ব্যয়বহুল হতে পারে। আরও জানা গেছে এই ফোনে Leica এর লাল সিঙ্গেচার ও লোগো থাকবে না।

গত সপ্তাহে Lei Jun, Mi 11 Ultra এর একটি Successor ফোন বন্ধের দিকে ইঙ্গিত করেন একই সাথে @RODENT950 নামে এক লিকার Xiaomi 12 Ultra সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে। @RODENT950 সম্প্রতি টুইটারে আসন্ন Honor এবং Huawei প্রোডাক্ট গুলো নিয়ে একাধিক বার সামনে এসেছে।

আগের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয় Xiaomi 12 Ultra, ফোনে থাকতে পারে গত মাসে উন্মুক্ত হওয়া Qualcomm এর Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর। @RODENT950 বলছে Xiaomi 12 Ultra ফোনে Mi 11 Ultra এর মত থ্রিপল ক্যামেরা থাকবে। একই সাথে জানা Xiaomi 12 Ultra তে দেয়া হয়েছে নতুন IMX9 সিরিজ সেন্সর যা এপ্রিলে বাজারে আসে।

@RODENT950 আরও জানিয়েছে Xiaomi নতুন এই ফোনটিতে আগের লিকের তথ্য অনুযায়ী লাল Leica লোগোটি থাকবে না। এই লোগো সম্পর্কে আগে, Digital Chat Station বলেছিল যে Huawei এর মত Xiaomi তে এই লোগো থাকবে। তাছাড়া একই সময় রিলিজ করা হবে বলে Xiaomi 12 Ultra এবং Xiaomi 12S সিরিজের ডিজাইন প্রায় একই হচ্ছে বলে ধরা হচ্ছে।

@RODENT950 ফোনের ডিজাইন সম্পর্কে আরও কিছু তথ্য দিয়েছে। জানা গেছে ফোনটি, Leather, Black/grey Hue, White Ceramic, Gold এবং Titanium এই তিনটি ডিজাইনে আসতে পারে। Xiaomi 12 Ultra এ Xiaomi 12S এবং Xiaomi 12S Pro এর মত শুধু মাত্র 12 GB RAM এবং 512 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে৷ এই ফোনের দাম কেমন হবে এই ব্যাপারে কোন তথ্য এখনো লিক হয় নি।

-
টেকটিউনস টেকবুম - ২৩ জুন ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস