iQOO বাজারে আনছে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনের মিডরেঞ্জ ফোন

Vivo এর নতুন ব্র‍্যান্ড iQOO নিয়ে সম্প্রতি বেশ কিছু গুঞ্জন শুনা যাচ্ছে। গত কয়েক মাসে গেমিং এবং হার্ডওয়্যার ফোকাসড এই ব্র‍্যান্ডটি একাধিক ফ্ল্যাগশিপ ডিভাইস উন্মুক্ত করেছে। সম্প্রতি এই নতুন ব্র‍্যান্ডটি সাশ্রয়ী মূল্যে, iQOO Neo 6 নামের একটি ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন ফোন প্রকাশ করেছে। ফোনটি ভারতের বাজারে নিয়ে আসার ঘোষণা করা হয়েছে, যেখানে চীনা ভেরিয়েন্ট Snapdragon 8 Gen 1 এর পরিবর্তে Qualcomm Snapdragon 870 প্রসেসর ব্যবহার করা হবে। একই সাথে কোম্পানি চীনা বাজারে কিছুটা ভিন্ন স্পেসিফিকেশনে, iQOO Z5 নামে নতুন আরেকটি ডিভাইস নিয়ে আসার প্রস্তুতি গ্রহণ করছে। ইতিমধ্যে, কোম্পানি নতুন একটি মিডরেঞ্জের iQOO স্মার্টফোনও প্রস্তুত করছে।

iQOOএর নতুন স্মার্টফোন Mysterious iQOO সম্প্রতি China Compulsory Certification (3C) এর এপ্রুভ পেয়েছে। ফোনটির মডেল নাম্বার হবে V2197A, তবে এখন পর্যন্ত ফোনটি নিয়ে বিস্তারিত কিছু জানা যায় নি। কোন মডেল 3C সার্টিফিকেশন পাবার মানে হল সেটিতে 18 W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও এটি 10W চার্জিং ও সাপোর্ট করে। সুতরাং বলাই যায় iQOO ফোনটিতে 18 W ফাস্ট চার্জিং থাকবে।

ফোনটির যে মিডরেঞ্জের ফোন হবে সেটা 18w চার্জিং দেখেই আন্দাজ করা যায় কারণ এটি iQOO এর প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ ফোন গুলোর স্ট্যান্ডার্ড থেকে অনেক নিচে। ফোনটি মূলত ক্রেতাদের ক্রয় সামর্থ্য বিবেচনায় নিয়েই বানানো। iQOO এর এই স্মার্টফোনটি সর্বপ্রথম ভারতের Ministry of Industry and Information Technology তে স্পট করা হয়েছে। MIIT ফোনটি সম্পর্কে খুব বেশি তথ্য দেয় নি তবে মজার কিছু স্পেসিফিকেশন পাওয়া গেছে, যা নির্দেশ করে এটি মিড রেঞ্জেরই একটি ফোন।

জানা গেছে iQOO V2197A ফোনটিতে থাকবে 2.2 GHz, Octa-Core প্রসেসর। যদি ক্লক স্পিড দিয়ে চিপ আইডেন্টিফাই সম্ভব না। থাকবে, 1, 600 x 720 পিক্সেলের Low HD+ রেজুলেশনের 6.51-inch স্ক্রিন, 3.5mm হেডফোন জেক। ইউজার চাইলে 1TB পর্যন্ত মেমোরি এক্সপান্ড করতে পারবে। কয়েকটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাবে যেমন, 4 GB, 6 GB, এমনকি 8 GB র‍্যাম, এবং 128 GB অথবা 256 GB স্টোরেজ। ব্যাটারি হিসেবে থাকে 5, 000 mAh ব্যাটারি, থাকবে Android 12।

মজার বিষয় হল, এই ধরনের স্পেসিফিকেশন মূলত Vivo Y-সিরিজের স্মার্টফোন গুলোতে দেখা যায়। হতে পারে এটি বিদ্যমান Vivo Y স্মার্টফোনের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে। ভবিষ্যতে রি-ব্র‍্যান্ডিং হতে পারে তবে আপাতত আমাদের অপেক্ষা কর‍তে হবে ফাইনাল রিলিজের জন্য।

-
টেকটিউনস টেকবুম -১১ জুন ২০২২

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস