Powkiddy বাজারে নিয়ে এসেছে নতুন গেমিং হ্যান্ডহেল্ড RGB20S। নতুন এই গেমিং ডিভাইসে থাকছে 3.5-inch IPS ডিসপ্লে এবং মাল্টিপল বাটম। আমেরিকার বাজারে এর দাম ধরা হয়েছে ৭৯.৯৯ ডলার।
রেন্ট্রো এই গেমিং হ্যান্ডহেল্ডে দেয়া হয়েছে Rockchip RK3326 চিপ এবং ১ জিবি র্যাম। RK3326 চিপে থাকবে চারটি ARM Cortex-A53 কোর এবং ইন্টিগ্রেটেড Mali-G31 GPU। RGB20S গেমিং ডিভাইসটিতে বিল্ড ইন কোন স্টোরেজ থাকবে না তবে দুটি microSD কার্ড রিডার দেয়া হবে।
দুটি কার্ডের মধ্যে একটিতে আপনার গেমিং ফাইল রাখতে পারবেন অন্যটি দিয়ে ডিভাইসটি আপডেট করতে পারবেন।
Powkiddy, বলছে RGB20S ডিভাইসটি Nintendo 64, Nintendo DS এবং PlayStation Games, কে এমুলেট করার জন্য যথেষ্ট শক্তিশালী। RGB20S এ আছে দুটি জয়স্টিক, একটি ডি-প্যাড, চারটি একশন বাটন এবং চারটি শোল্ডার বাটন।
120 x 83 x 21 mm ডিভাইসটির 3.5-inch IPS ডিসপ্লের আউটপুট হবে 640 x 480 পিক্সেল। এতে একটি USB Type-C পোর্টও রাখা হয়েছে। যা দিয়ে 3, 500 mAh এর ব্যাটারি চার্জ হবে। একই সাথে এটি OTG পোর্ট হিসেবেও কাজ করবে।
গেমিং হ্যান্ডহেল্ড RGB20S এর সকল মডেলেই রয়েছে বিল্ড-ইন ওয়াইফাই মডিউল। বাজার মূল্য ৭৯.৯৯ ডলার। পাওয়া যাবে কমলা অথবা সাদা কালারে। বলাই যায় এটি গেমারদের কাছে চমৎকার লাগবে।
-
টেকটিউনস টেকবুম -১১ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 470 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।