সম্প্রতি গুগল এর 2022 I/O ডেভেলপার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সেখানে গুগল, Pixel 7 Series এর ফ্ল্যাগশিপ মডেল গুলো প্রিভিউ করেছে। জানা গেছে এই Fall এ এটি অফিসিয়াল ভাবে বাজারে আসবে। রিপোর্ট বলছে Google Pixel 7 এ 1080 × 2400 রেজুলেশন এবং 90 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের সাপোর্ট থাকবে। অন্যদিকে Google Pixel 7 Pro এর থাকবে 1440 × 3120 রেজুলেশন এবং 120 Hz এর রিফ্রেশ রেট ডিসপ্লে। যা গত বছরের Google Pixel 6 / 6 Pro ডিভাইসেও ছিল।
এই তথ্য গুলো Android open source project, থেকে পাওয়া এবং 9to5Google জেনেছে গুগলল ইতিমধ্যে, C10 এবং P10 এর জন্য দুটি নতুন ডিসপ্লে ড্রাইভার তৈরি করেছে। একই সাথে Pixel 7 এর কোড নেম দেয়া হয়েছে Cheetah এবং Pixel 7 Pro এর কোড নেম রাখা হয়েছে Panther। আরও জানা গেছে Pixel 7 এবং Pixel 7 Pro আগের জেনারেশনের Samsung প্যানেলই ব্যবহার করছে। দুটি স্মার্টফোনের মডেল নাম্বার হবে যথাক্রমে S6E3FC3 এবং S6E3HC3।
গুগল, S6E3HC4 মডেল নিয়েও প্রচুর পরিশ্রম করছে যা হতে পারে Pixel 6 Pro প্যানেলের পরবর্তী প্রজন্ম এবং Pixel 7 Pro ব্যবহৃত হতে পারে। রেজুলেশন এবং রিফ্রেশ রেটের হিসাবে নতুন স্মার্টফোনে একই থাকবে এটা বলার অপেক্ষা রাখে না তবে এটা নিশ্চিত কোয়ালিটি, ব্রাইটনেস, পাওয়ার ইউসেজ এ ইম্প্রুভমেন্ট আসবে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় Google Pixel 7, Pixel 6 থেকে কিছুটা ছোট থাকবে। এর ডিসপ্লে প্যানেল থাকবে 1mm শুরু এবং 2mm খাটো। কিন্তু Pixel 7 Pro সাইজ আবার Pixel 6 Pro এর মতই থাকবে এবং ডিসপ্লেও হবে একই মাপের।
রিপোর্ট থেকে জানা গেছে Google Pixel 7 এ ব্যবহার করা হবে 6.3-inch ডিসপ্লে এবং Pixel 7 স্মার্টফোনে ব্যবহার করা হবে 6.7-inch ডিসপ্লে। উভয় ফোনেই থাকবে OLED স্ক্রিন সাপোর্ট করবে 120Hz রিফ্রেশ রেট। লক্ষণীয় বিষয় হচ্ছে দুইটি ফোনেই Android 13 প্রি-ইন্সটল করা থাকবে। হয়তো তারাই হবে FCC সার্টিফিকেশন পাওয়ার যোগ্য বিশ্বের প্রথম Android 13 ফ্ল্যাগশিপ ফোন।
Pixel 7 সিরিজে থাকবে সেকেন্ড জেনারেশন Tensor চিপ। যা নিঃসন্দেহে আগের ফোন গুলো থেকে Pixel 7 সিরিজকে এগিয়ে রাখবে। থাকবে ১২ জিবি পর্যন্ত র্যাম, স্টোরেজ ভ্যারিয়েন্ট হবে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি।
Pixel 7 Pro ডিভাইসে নতুন প্রসেসর ব্যবহার করা হবে না, তবে থাকবে নতুন সফটওয়্যার। ইতিমধ্যে Android 13 নিয়ে কাজ চলছে এবং এটির Pixel 7 সিরিজের মাধ্যমে ডেবু হবে। ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জির সম্পর্কে কোন ইনফরমেশন এখনো পাওয়া যায় নি। তবে আগের Pro ডিভাইস গুলো থেকে কিছুটা ধারণা করা যেতে পারে। আগের ডিভাইস গুলোতে ছিল 5, 000 mAh ব্যাটারি এবং চার্জিং এ ছিল 23W ফাস্ট চার্জিং।
-
টেকটিউনস টেকবুম -১১ জুন ২০২২
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।