টেকটিউনস কত বড়? টেকটিউনসে কতগুলো ওয়েব পেইজ আছে? টেকটিউনস নিয়ে আমার ছোট গবেষণা ও তার ফলাফল

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

আমার ব্যক্তিগত প্রয়োজনে নিজের তৈরি করা টুল দিয়ে টেকটিউনস সাইটটি ইন্ডেক্সিং করেছি। ইল্লিগাল কোনো কিছুর ঊদ্দেশ্য নয়, জাস্ট রিসার্চ।

টেকটিউনস সাইট কত বড় বা এতে কতগুলো ওয়েব পেইজ আছে?

টেকটিউনস সাইটে ১০ অক্টোবার ২০২১ ৩টা ২১ মিনিট পর্যন্ত ১, ৪৮, ২১৬ টি লিংক বা ওয়েব পেইজ আছে। মজার বিষয় হল এতে যতগুলো না ইন্টারনাল লিংক আছে তার চেয়ে অনেক বেশি এক্সটারনাল লিংক অর্থাৎ টেকটিউনস বহির্ভূত লিংক আছে। যার সংখ্যা ১, ৭৫, ৭৫৮। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় তাদের সাইট এফবি গ্রূপে ভিজিটর নেওয়ার জন্য বা এসসিও করার জন্য এই লিংকগুলো বিল্ড করেছে।

টেকটিউনসে কতগুলো টিউন আছে?

টেকটিউনসের পেজিনেশনে ১৭৪৬ পর্যন্ত দেওয়া আছে কিন্তু বাস্তবে ৬১১ পেইজের পর আর কোনো টিউন পাওয়া যায় নি। তাই ধারণা করি ৬১১ * প্রত্যেক পেইজে ৩৫ টা করে মোট = ২৩, ১৩৫ টি টিউন রয়েছে।

টেকটিউনস সাইটে কতগুলো একাউন্ট খোলা হয়েছে?

টেকটিউনস দুই ধরনের লিংক দিয়ে একাউন্ট বা প্রোফাইল বুঝিয়ে থাকে। তার একটি হল https://www.techtunes.io/techtuner এবং অন্যটি https://www.techtunes.io/tuner। প্রথম লিংক দিয়ে হিসাব করলে ৫০, ৪৩৩ টি একাউন্ট পাওয়া যায়। আবার দ্বিতীয় লিংক দিয়ে হিসাব করলে ২৬, ২৯৪ টি একাউন্ট পাওয়া যায়।

টেকটিউনসের ফ্রন্ট পেইজে কোনো ক্যাটেগরি লিস্ট দেখা যায় না যা পূর্বে ছিল। কিন্তু টিউনের লিংকের ভেতর বিভিন্ন ক্যাটেগরি লিংক এখনও বিদ্যামান আছে।

আমি নিজের প্রোয়োজনে এই ডাটাগুলো এনালাইজ করছি। আপনি যদি আপনার সাইটের এমন একটি এনালাইজ চান তাহলে আমার ফেইসবুকে যোগাযোগ করুন। আমি একটি এনালাইজ রিপোর্ট আপনাকে দিব। যদি আপনার এই বিষয়ে কোনো মতামত থাকে তো ফেইসবুকে ম্যাসেজ বা এখানে টিউমেন্ট করতে পারেন।

আমি এই মুহূর্তে Trick BD এর ডাটা আনালাইজ করছি। শেষ করে টেকটিউনসে এই নিয়ে টিউন করব এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দিব। টেকটিউনসের ডাটা এনালাইজ করে একটি ভিডিও অলরেডি দিয়েছি।

আমাকে সাপোর্ট করতে চাইলে আমার ইউটিউব চ্যানেল Beauty of Prog সাবস্ক্রাইব করতে পারেন। ভুল ত্রূটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সম্ভব হলে টিউমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।

Level 1

আমি হিমেল বিকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মতে টেকটিউনস আপনার হিসেবের চেয়েও কয়েকগুণ বড়। আপনি শুধু মাত্র টেকটিউনসের সার্ফেস লেভেলের ডেটা ইনডেক্স করেছেন। টেকটিউনস টিউন র‌্যাংক ও টিউনার র‌্যাংকের উপর ভিত্তি করে টেকটিউনসের সারফেস লেভে ডেটা থাকে। টিউন র‌্যাংক ও টিউনার র‌্যাংকের উপর ভিত্তি টেকটিউনসে সব প্রকাশিত টিউন ও সব টিউনার অ্যাকাউন্ট সারফেস লেভেলে থাকে না। ঠিক যে রকম আপনি ফেসবুকে কত পোস্ট আছে তা ইনডেক্স করে সঠিক সংখ্যা পাবেন না।

আমার হিসেব মতে (টেকটিউনসের বিভিন্ন অফিসিয়াল প্রকাশিত সোর্স থেকে এবং টেকটিউনসের কয়েক বছর আগের বেশ কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলার সুবাদে) টেকটিউনসে রেজিস্টার ইউজার সংখ্যা ৫ লক্ষের উপরে হবে, প্রকাশিত টিউন সংখ্যা ৩ লক্ষের উপরে এবং প্রকাশিত টিউমেন্টের সংখ্যা ১০ লক্ষের উপরে হবে।